Business – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Mon, 10 Jul 2023 20:38:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Business – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Small Business Idea: বাড়ি থেকে এই ব্যবসায় মোটা টাকা আয় করুন https://bengalinews365.com/small-business-ideas-in-bengali/ https://bengalinews365.com/small-business-ideas-in-bengali/?noamp=mobile#respond Wed, 28 Jun 2023 18:35:09 +0000 https://bengalinews365.com/?p=3741 এখন অনেকেই ব্যবসা করতে চান‌। কিন্তু বুঝে উঠতে পারেন না কী ধরনের ব্যবসা করলেন স্বল্প মূলধনে বেশি মুনাফা সম্ভব? আমরা আজ আপনাদের জন্যেই এই প্রতিবেদনটি নিয়ে হাজির হয়েছি। রইলো একটি সেরা Small Business Idea, অর্থাৎ স্বল্প পুঁজিতেই শুরু করতে পারবেন এই ব্যবসা। তাই আর বেশি দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক।

স্বল্প পুঁজির ব্যবসার আইডিয়া / Small Business Idea

এখন পড়াশোনা ও কাজের কারণে পরিবারের থেকে অনেককেই দূরে থাকতে হয়। আপনিও যদি তাঁদের মধ্যে থেকে একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরিবারের থেকে দূরে থাকার কারনে নিজেকেই রান্না করে খেতে হয়। এবার কাজের চাপে অথবা পড়াশোনার কারণে কিংবা শারীরিক কোনো কারণে রান্না না করতে পারলে বাধ্য হয়ে কোন রেস্টুরেন্ট বা হোটেল থেকে খাবার অর্ডার করতে হয়। এই খাবারকে কেন্দ্র করেই তৈরি হতে পারে হোম ডেলিভারির (Home delivery business) ব্যবসা।

স্বল্প পুঁজির ব্যবসার আইডিয়া / Small Business Idea
স্বল্প পুঁজির ব্যবসার আইডিয়া / Small Business Idea

সিঙ্গেল মানুষের সমস্যার সমাধান

এমন পরিস্থিতির ভুক্তভোগী প্রতিটি একা থাকা মানুষকে কখনো না কখনো হতে হয়েছে। মাসে ১-২ দিন হোটেল বা রেস্টুরেন্টের খাবার খাওয়া তাও ঠিক আছে‌। কিন্তু এটাই যদি অভ্যাসে পরিণত হয় তাহলে তা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। এই কারণেই কর্মজীবী মানুষদের ও ছাত্র-ছাত্রীদের প্রয়োজন ঘরোয়া খাবারের। এই চাহিদার কথা মাথায় রেখেই বর্তমানে অনেকে বাড়ি থেকেই খাবারের ব্যবসা শুরু করেছেন। এতে যেমন পুষ্টিকর ও পরিষ্কার খাবার পাওয়া যায়, তেমনই রান্না করার ঝামেলা থাকে না। স্বাস্থ্যও ভালো থাকল আবার কষ্ট করে নিজেকে রান্নাও করতে হল না। তাই স্বল্প পুঁজির ব্যবসার আইডিয়াটি (Small Business Idea) একদম যথোপযুক্ত।

শুরু করুন নতুন ব্যবসা

আপনারা চাইলে কিন্তু খাবার হোম ডেলিভারীর ব্যবসা (Food Home Delivery Business) শুরু করতে পারেন। নিজের বাড়িতে ঘরোয়া রান্না করে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন‌। এর বিনিময়ে বেশ ভালো টাকাই রোজগার করতে পারবেন। আর সত্যি কথা বলতে কোরোনার পর থেকে মানুষ স্বাস্থ্য সম্বন্ধে অনেকটাই সচেতন হয়েছে। যে কারণে এই হোম কিচেনের চাহিদা হু হু করে বেড়েছে। আপনার যদি রান্না করতে ভালো লাগে আর পুঁজি কম থাকে তাহলে এই স্বল্প পুঁজির ব্যবসার আইডিয়াটি (Small Business Idea) কাজে লাগাতেই পারেন।‌

Food home delivery business idea
Food home delivery business idea

হোম কিচেন শুরু করার প্রথম পদক্ষেপ

এর জন্য প্রথমেই আপনার বাড়ির কাছাকাছি অফিসগুলিতে যোগাযোগ করে সেখানকার কর্মীদের সাথে কথা বলুন। অবশ্যই এর আগে মেনু ভেবে নেবেন। এমন মেনু নির্ধারণ করবেন, যার দাম মধ্যবিত্তদের নাগালের মধ্যেই হবে।

ব্যবসার রমরমিয়ে চালানোর উপায়

আপনার হাতের রান্না যদি একবার মানুষের ভালো লেগে যায় তাহলে এই খাবার হোম ডেলিভারীর ব্যবসা (Food Home Delivery Business) বড় হতে বেশি সময় নেবে না। সবার প্রথমে কিন্তু খাবারের কোয়ালিটি ভালো রাখতে হবে। এই ব্যবসা একটু নাম করলেই একাধিক ফুড ডেলিভারি অ্যাপ আছে, তাদের সাথে টাই আপ করতে পারবেন। তবে আমরা বলব প্রথমদিকে প্রতিটি খাবারের দাম তুলনামূলক কম রাখলে গ্রাহকেরা আগ্রহ বেশি দেখাবে। তবে খাবারের কোয়ান্টিটি ও কোয়ালিটি দুটোই ১০০ শতাংশ ভালো রাখার চেষ্টা করবেন‌। এই স্বল্প পুঁজির ব্যবসার আইডিয়াটি (Small Business Idea) কাজে লাগাতে গেলে এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবেন।‌


এই ব্যবসা শুরু করলে একদম প্রথমে সম্ভব না হলেও, যত তাড়াতাড়ি সম্ভব আইন অনুযায়ী নিয়ম-কানুন মেনে লাইসেন্স বা অন্যান্য কাগজপত্র অবশ্যই বানিয়ে নিতে পারেন। তার জন্যে দেখুন এই পাতাটি

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/small-business-ideas-in-bengali/feed/ 0 3741
Tata Motors: সিঙ্গুর ছেড়ে গুজরাটের সানন্দ, টাটা গড়ল দেশের ভবিষ্যৎ https://bengalinews365.com/tata-motors-to-invest-more-on-sanand-plant/ https://bengalinews365.com/tata-motors-to-invest-more-on-sanand-plant/?noamp=mobile#respond Sat, 17 Jun 2023 15:49:29 +0000 https://bengalinews365.com/?p=3594 বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে গাড়ির কারখানা করার স্বপ্ন নিয়ে এসেছিল টাটা মোটরস্ (Tata Motors)। কিন্তু বিভিন্ন কারণে সিঙ্গুর থেকে প্রত্যাখ্যাত হয়ে গুজরাতের সানন্দে কারখানা গড়া হয়েছিল। সেই সানন্দ এখন আগামী দিনের ভারতের ভবিষ্যৎ। আর সিঙ্গুর ছিল যে তিমিরে, রয়েছে সেই তিমিরেই।

টাটা মোটরস্ (Tata Motors) তাদের ন্যানো গাড়ির প্রোজেক্ট সানন্দে সরিয়ে নিয়ে যাওয়ার পর থেকে সেখানে অন্যান্য শিল্পসহ অনুসারী শিল্প মিলিয়ে তৈরি হয়েছে প্রচুর কর্মসংস্থান। সানন্দে টাটা শুধু নিজের গাড়ির কারখানা খুলেই ক্ষান্ত হয়নি। তৎসংলগ্ন ফোর্ড মোটরের কারখানা অধিগ্রহণ করেছিল টাটা কোম্পানি। এবার সেখানেই তৈরি হতে চলেছে লিথিয়াম সেল এর কারখানা।

টাটা মোটরস্ (Tata Motors)-এর লগ্নি

এই কারখানাটি তৈরিতে প্রায় ১৩ হাজার কোটি টাকা লগ্নীর সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছর ধরে সারা বিশ্ব জুড়ে জ্বালানি তেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। যার কারনে মানুষ এখন ধীরে ধীরে বিকল্প জ্বালানি ব্যাবহারের দিকে ঝুকছে। আর বিকল্প হিসাবে সবার আগে উঠে এসেছে বিদ্যুৎশক্তি। এই কারণে মানুষের চাহিদার কথা মাথায় রেখে কোম্পানিগুলি বৈদ্যুতিক গাড়ি বানানো শুরু করেছে। বর্তমানে, ভারতের বাজারে উপলব্ধ গাড়ির মাত্র ১ শতাংশ হলো বৈদ্যুতিক গাড়ি। তবে, ভবিষ্যতে তা দ্রুত গতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাজার ধরতে টাটা মোটরস্ (Tata Motors)-এর উদ্যোগ

আর ভারতের রাস্তায় এখনো পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির সংখ্যা খুবই নগন্য। রাস্তায় বৈদ্যুতিক যাত্রীবাহী ৪ চাকার গাড়ির পরিমাণ বৈদ্যুতিক ২ চাকার গাড়ির তুলনায় অনেকটাই কম।‌ তার একটি অন্যতম কারন দেশের বাজারে যথেষ্ট পরিমানে বৈদ্যুতিক গাড়ির যোগান নেই। অনেকক্ষেত্রে যোগান থাকলেও দাম খুব বেশি। তাই এবার কোমর বেঁধে মাঠে নামতে চলেছে টাটা মোটরস্ (Tata Motors)। ভারতীয় বাজারকে ধরে রাখতে উদ্যোগ নিয়েছেন তারা। ভবিষ্যতে ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ি ও যন্ত্রাংশের বিপুল চাহিদা হতে পারে।

পড়ুন -> Largest Company in India: দেশের সেরা ১০ কোম্পানির তালিকা, বড় চমক রইল

আগ্রাতাস এনার্জি স্টোরেজ সলিউশন ও গুজরাট সরকার

এই সম্ভাবনার কথা মাথায় রেখেই তারা বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশের যোগানের শৃঙ্খল গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন। তাই গুজরাটে বৈদ্যুতিক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও উপাদানের কারখানা গড়ে তুলতে চুক্তিবদ্ধ হয়েছে টাটা গোষ্ঠীর আগ্রাতাস এনার্জি স্টোরেজ সলিউশন ও গুজরাট সরকার। আগামী ৩ বছরের মধ্যে এটি চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রথমদিকে কারখানাটির উৎপাদন ক্ষমতা হবে মাত্র কুড়ি গিগাওয়াট।

দ্বিতীয় পর্যায়ে তা সম্ভবত দ্বিগুণ হতে পারে। গুজরাতের এক আধিকারিক-এর মতে, এই কারখানা হবে ভারতের ভবিষ্যৎ। বৈদ্যুতিক গাড়ি তৈরির সহায়ক পরিবেশ দেবে এই কারখানা এবং হয়ে উঠবে ভারতের ভবিষ্যৎ।


এই ধরনের আরও তথ্য পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/tata-motors-to-invest-more-on-sanand-plant/feed/ 0 3594
Direct Selling 2023: বিশ্বের শীর্ষ ৫০টি ডিরেক্ট সেলিং কোম্পানির তালিকা https://bengalinews365.com/top-50-direct-selling-companies-in-2023/ https://bengalinews365.com/top-50-direct-selling-companies-in-2023/?noamp=mobile#respond Mon, 24 Apr 2023 06:56:22 +0000 https://bengalinews365.com/?p=2995 সম্প্রতি বিশ্বের সেরা “সরাসরি বিক্রয়কারী” কোম্পানিগুলির (Direct Selling Company) তালিকা প্রকাশ করেছে DSN Global 100। এই তালিকা ভুক্ত কোম্পানিগুলি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সরাসরি বিপণন শিল্পের বৈশ্বিক প্রভাব সম্পর্কে একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে। এটি শুধুমাত্র এই শিল্পের সঙ্গে যুক্ত সদস্যদের জন্য নয় বরং গবেষক, বিনিয়োগকারীদের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা এই শিল্পের মধ্যে নিজেদের জীবিকা নির্বাহের সুযোগ খুঁজছেন তাদের জন্য একটি অপরিসীম ভান্ডার প্রদান করে৷

১০০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করা Direct Selling কোম্পানিগুলি

২০২২ সালের ব্যবসার উপর ভিত্তি করেই ২০২৩ সালের বিশ্বের শীর্ষ সরাসরি বিক্রয়কারী কোম্পানিগুলির (Direct Selling Companies) তালিকাটি প্রকাশিত হয়েছে DSN Global 100 দ্বারা। এই বছরের তালিকা ভুক্ত ১০০টি কোম্পানির মধ্যে প্রথম ৫২ টি কোম্পানি রয়েছে যারা ২০২২ সালে ১০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যবসা করেছে। শীর্ষ ২৫ টি কোম্পানির মধ্যে ৫ টি কোম্পানির ব্যবসা ২০২১ সাল থেকে ২০২২ সালের মধ্যে ১০০ মিলিয়ন বা তার বেশি বৃদ্ধি পেয়েছে।

প্রথম ৩টি কোম্পানি / The top 3 Direct Selling Companies

গত ১০ বছরে ধারা বজায় রেখে এ বছরও Amway তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। শীর্ষ দুই এবং তিন নম্বর র‍্যাঙ্কিং এ কোন পরিবর্তন আসেনি। তবে গতবারের তুলনায় ব্যবসা ভালো পর্যায়ে নিয়ে গিয়ে তালিকায় ৫ থেকে ৪ নম্বরে উঠে এসেছে eXP Realty। নিচে অন্তত ১০০ মিলিয়ন ডলার ব্যবসা করা ৫২ টি কোম্পানির তালিকা প্রকাশ করা হলো।

বিশ্বের শীর্ষ ৩টি সরাসরি বিক্রয়কারী কোম্পানি / The top 3 Direct Selling Companies in the world
বিশ্বের শীর্ষ ৩টি সরাসরি বিক্রয়কারী কোম্পানি / The top 3 Direct Selling Companies in the world

মোট ব্যবসার পরিমাণ অনুযায়ী র‍্যাঙ্ক / Rank according to revenue

Rank Direct Selling Company Country Revenue 2022
1 Amway USA $8.10B
2 Natura &Co. Brazil $6.91B
3 Herbalife Nutrition USA $5.20B
4 eXP Realty USA $4.60B
5 Vorwerk SE & Co. KG Germany $4.10B
6 Coway South Korea $2.90B
7 Primerica USA $2.72B
8 PM-International Luxembourg $2.55B
9 Nu Skin USA $2.23B
10 Utility Warehouse United Kingdom $2.03B
11 Optavia / Medifast Inc USA $1.60B
12 ATOMY Co., Ltd. S. Korea $1.54B
13 Tupperware USA $1.30B
14 Ambit USA $1.25B
15 USANA USA $999M
16 Oriflame Cosmetics Switzerland $987M
17 Betterware de Mexico Mexico $820M
18 Scentsy USA $759M
19 Beachbody USA $692M
20 Omnilife Mexico $584M
21 POLA Japan $548M
22 Riman Korea Co. Korea $545M
23 LegalShield USA $542M
24 HyCite Enterprises USA $508M
25 Prüvit USA $507M
26 New Image International New Zealand $489M
27 Plexus Worldwide USA $454M
28 Farmasi Turkey $428M
29 Nature’s Sunshine USA $422M
30 MIKI Japan $419M
31 Princess House USA $383M
32 Faberlic Russia $366M
33 ProPartner Taiwan $286M
34 LR Health & Beauty Systems GmbH Germany $285M
35 Noevir Japan $271M
36 Best World Lifestyle Singapore $267M
37 FORDAYS Japan $248M
38 APLGO Cyprus $235M
39 Naturally Plus Japan $221M
40 LifeVantage USA $206M
41 Grupo Hinode Brazil $185M
42 BearCereju Japan $172M
43 ASEA USA $170M
44 TENLEAD Biotech International Taiwan $166M
45 Giffarine Skyline Unity Company Limited Thailand $159M
46 KK Assuran Japan $139M
47 Mannatech USA $137M
48 inGroup International USA $135M
49 MARUKO Japan $128M
50 Diana Japan $105M
51 Xyngular USA $103M
52 Charle Japan $100M

সুত্র / Source : directsellingnews.com/global-100-lists/


পড়ুন -> Network Marketing Success: নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার সহজ ৫টি ধাপ

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/top-50-direct-selling-companies-in-2023/feed/ 0 2995
Largest Company in India: দেশের সেরা ১০ কোম্পানির তালিকা, বড় চমক রইল https://bengalinews365.com/largest-company-in-india-the-top-10/ https://bengalinews365.com/largest-company-in-india-the-top-10/?noamp=mobile#respond Thu, 13 Apr 2023 07:29:48 +0000 https://bengalinews365.com/?p=2840 এখন ভারতের কোম্পানিগুলি বিশ্ববাজারে তীব্র গতিতে এগিয়ে চলেছে। দেশে ধনকুবেরদের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা অনেকেই ভাবি যে দেশের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি (Largest Company in India) কোনটি?

এবার বাজারে মূলধন অনুযায়ী দেশের সবথেকে ধনী, অর্থাৎ সবথেকে বড় দশটি কোম্পানির তালিকা (List of top 10 Companies in India by Market Capitalization) সামনে এলো। যাতে গত বারের মতো এবারও প্রথম স্থানে বাজিমাত করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইনডাস্ট্রিজ। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি ভারতের সবথেকে মূল্যবান কোম্পানিদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। সবদিক থেকে বিচার করলে প্রথম স্থানে নিজেদের আধিপত্য তারা বজায় রেখেছে।

বাজারে মূলধন অনুযায়ী ভারতের বৃহত্তম কোম্পানি কোনটি? / Which is the largest company in India by market capitalization?
বাজারে মূলধন অনুযায়ী ভারতের বৃহত্তম ১০ টি কোম্পানি কোনগুলি? / Top 10 companies in India by market capitalization

প্রথম (Largest Company in India)

ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliance Industries) মার্কেট ক্যাপিটালাইজেশন হলো ১৫,৮৩,৮২৪.৪২ কোটি টাকা। রিলায়েন্সের সম্পদ বর্তমানে বৃদ্ধি পেয়েছে প্রায় ৬,৭৩১.৭৬ কোটি টাকা।

দ্বিতীয় (2nd Largest Company in India)

দেশের ধনী কোম্পানি গুলোর তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে আছে টাটা গ্রুপের টিসিএস (TCS)। সম্প্রতি টাটার এই সংস্থাটির ভ্যালু বৃদ্ধি পেয়ে হয়েছে ৫,৮১৭.৮৯ কোটি টাকা। বর্তমানে টিসিএসের মার্কেট ক্যাপিটাল হলো ১১,৭৮,৮৩৬.৫৮ কোটি টাকা।

তৃতীয় (3rd Largest Company in India)

টাটার পরে দেশের ধনী কোম্পানি গুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)। তাদের মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে ৩১,৫৫৩.৪৫ কোটি টাকা। বর্তমানে তাদের মার্কেট ভ্যালু ৯,২৯,৭৫২.৫৪ কোটি টাকায় এসে পৌঁছেছে।

চতুর্থ (4th Largest Company in India)

আইসিআইসিআই ব্যাংক (ICICI bank) অধিকার করেছে এই তালিকার চতুর্থ স্থান। আইসিআইসিআই ব্যাংক তাদের মার্কেট ক্যাপিটাল ১,৭৮০.৬২ কোটি টাকা হ্রাস পাওয়ার পরেও দেশের ধনীতম কোম্পানি গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপিটাল ৬,১০,৭৫১.৯৮ কোটি টাকা।

পঞ্চম (5th Largest Company in India)

দেশের মূল্যবান ও ধনী কোম্পানিগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (Hindustan Unilever Ltd.)। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল ১,১৩৯.৫৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটাল দাড়িয়েছে ৬,০২,৩৪১.২২ কোটি টাকা।

ষষ্ঠ (6th Largest Company in India)

ষষ্ঠ স্থানে রয়েছে ইনফোসিস (Infosys)। আইসিআইসিআই এর মত এদেরও মার্কেট ক্যাপিটাল হ্রাস পেয়েছে। ২৩২৩.২ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল হ্রাস পাওয়ার পরেও তাদের মোট ভ্যালু ৫,৮৯,৯৬৬.৭২ কোটি টাকাতে দাড়িয়েছে।

সপ্তম (7th Largest Company in India)

এইচডিএফসি লিমিটেড (HDFC Limited) রয়েছে এই তালিকার সপ্তম স্থানে। বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পেয়ে মোট ভ্যালু দাঁড়িয়েছে ১৮,৮৭৭,৫৫ কোটি টাকায়।

অষ্টম (8th Largest Company in India)

দেশের  মূল্যবান কোম্পানি গুলির তালিকায় অষ্টম স্থানে রয়েছে আইটিসি (ITC)। বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপিটাল আগের তুলনায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটাল ৪,৮১,২৭৪.৯৯ কোটি টাকা।

নবম (9th Largest Company in India)

এই তালিকাতে নবম স্থানে রয়েছে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India / SBI)। এই ব্যাংকের মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পেয়ে হয়েছে ৪,৭১,১৭৪.৮৯ কোটি টাকা।

দশম (10th Largest Company in India)

ভারতী এয়ারটেল (Bharti Airtel) আছে এই তালিকার একদম দশম স্থানে। তাদের মার্কেট ভ্যালু বেড়েছে  ৯,৫৩৩.৪৮ কোটি টাকা। ফলে এই সংস্থার বর্তমান মূল্য এসে দাড়িয়েছে ৪,২৭,১১১.০৭ কোটি টাকাতে।


ভারতের সবথেকে বড় ১০০ টি কোম্পানির পুরো তালিকাটি (List of top 100 Companies in India) দেখতে এখানে ক্লিক করুন

এই ধরনের আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/largest-company-in-india-the-top-10/feed/ 0 2840
Network Marketing Success: নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার সহজ ৫টি ধাপ https://bengalinews365.com/5-simple-steps-to-network-marketing-success/ https://bengalinews365.com/5-simple-steps-to-network-marketing-success/?noamp=mobile#respond Thu, 16 Feb 2023 15:31:33 +0000 https://bengalinews365.com/?p=1902 নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল (Network Marketing Success) হওয়ার কথা শুরু করার আগে সবার জেনে রাখা উচিত “নেটওয়ার্কিং” সম্বন্ধে। একজন ব্যক্তি যে ক্ষেত্রেই ক্যারিয়ার গড়ুক না কেন, নিজের সাফল্যকে ত্বরান্বিত করতে নেটওয়ার্কিংয়ে পারদর্শিতা একেবারেই অপরিহার্য। তবে কী এই “নেটওয়ার্কিং”? বিভিন্ন মানুষের ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাদারী সম্পর্ক গড়ে তোলাটাই মূলত নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং অনেক ভাবে সহায়তা করে থাকে। যাদের সাথে নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবেন তাদের কাছ থেকে যেমন শিখতে পারবেন, ঠিক তেমনই যেকোনো সমস্যায় তাদের থেকে সাহায্য নিতে পারবেন। আবার নিজের কার্যক্ষেত্রে তৈরি করতে পারবেন নিজের পরিচিতি ও অন্যদের সমস্যায় নিজের দক্ষতা দেখানোরও সুযোগ পাবেন।

নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে গেলে আগে বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে - Network marketing success can only be achieved once you understand the subject properly
নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে চাইলে বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে – Network marketing success can only be achieved once you understand the subject properly

নেটওয়ার্কিং কি? (What is Network Marketing)

নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল (Network Marketing Success) হতে চাইলে প্রথমে “নেটওয়ার্কিং” সম্বন্ধে খুব ভালো করে বুঝতে হবে।

যদিও আজ একবিংশ শতকে এসেও অনেক মানুষের এই “নেটওয়ার্কিং” ব্যাপারটির প্রতি একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। চাকরি পেলেই জীবন সেটেল এই জাতীয় কিছু নেতিবাচক শব্দবিভ্রম তৈরি করে কতিপয় নৈরাশ্যবাদী মানুষ অন্যদের নিরুৎসাহিত করে নেটওয়ার্কিংয়ে। আবার এমন অনেকে আছেন যারা পেশাদারী সম্পর্ক তৈরি করার সম্পর্কে ভীতি এবং সংকোচ পোষণ করেন। কিন্তু মুক্তচিন্তার এবং বিচক্ষণ মানুষ মাত্রই বুঝবেন নেটওয়ার্কিং যে আসলে খারাপ কিছু নয়। বিদেশেও নেটওয়ার্কিংকে দেখা হয় ইতিবাচকভাবেই। ইউরোপ ও আমেরিকা সহ উন্নত দেশ গুলোর প্রায় ২৯ শতাংশ মানুষ নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত।

নেটওয়ার্কিং করার পাশাপাশি মানুষের সাথে একটি নির্ভরযোগ্য সম্পর্ক তৈরি করা- এই পুরো প্রক্রিয়াটিরই একটি গঠনমূলক পদ্ধতি আছে। এই পুরো প্রক্রিয়াটিকে সহজ ও বোধগম্য পাঁচটি ধাপের মাধ্যমে তুলে ধরা হলো:

‌১. নিজের গন্তব্য ঠিক করুন

একটি ভালো নেটওয়ার্ক তৈরি করতে গেলে এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল (Network Marketing Success) হতে চাইলে সব মানুষকে সময় দিয়ে আসলে লাভ নেই। আপনার ক্যারিয়ারকে ভালোভাবে বুঝে সেই অনুযায়ী নেটওয়ার্কিং তৈরি করাটাই আসলে কার্যকরী। আপনি যদি এখনো ক্যারিয়ার ভালোমতো শুরু করে না থাকেন, যেমন আপনি যদি ছাত্র হয়ে থাকেন, তবে নিজের উদ্দেশে তিনটি প্রশ্ন করতে পারেন।

  1. আপনার স্বপ্নের ক্যারিয়ারটি কী?
  2. আপনার ভবিষ্যতকে কীভাবে কল্পনা করেন?
  3. আপনার সবচেয়ে সুখী, অনুপ্রাণিত, পূর্ণ সত্ত্বাকে আপনি কোথায় খুঁজে পেতে পারেন?

এই প্রশ্নগুলো বিবেচনা করার পর আপনার পাঁচ বছর পরের লক্ষ্যটি লিখে ফেলুন। তারপর সেই লক্ষ্যকে পাবার উদ্দেশ্যে লিখুন এক বছরের লক্ষ্য, এবং এক বছরের জন্য নব্বই দিনের, এভাবে ছোট ছোট অনেকগুলো লক্ষ্য দাঁড় করিয়ে ফেলুন। এরকম একটি নির্দিষ্ট লক্ষ্য থাকলে আপনার জন্য নেটওয়ার্কিয়ের কাজ এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল (Network Marketing Success) হওয়া অনেকটাই সহজ হয়ে যায়, প্রতিটি যোগাযোগকেই আপনি আপনার ক্যারিয়ারের ছাঁচে ফেলে ইতিবাচকভাবে বদলে নিতে পারবেন।

আর আপনি যদি  ইতোমধ্যেই আপনার নির্দিষ্ট ক্যারিয়ারে থেকে থাকেন, তবে এই ধাপে উপরের প্রথম প্রশ্নটি বাদ দিয়ে নিজেকে বাকি দু’টো প্রশ্ন করুন। এবং সেই অনুযায়ী সাজিয়ে নিন নিজের গন্তব্যকে।

‌২. একটি নকশা তৈরি করুন

নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফলতা (Network Marketing Success) পাওয়ার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার আগামী পাঁচ বছরের গতিপথকে আপনার মাথার মধ্যে নিয়ে এসেছেন, এবং অনেক স্বল্প পরিসরে অনেক ছোট ছোট লক্ষ্য তৈরি করে ফেলেছেন। এখন আপনাকে তৈরি করতে হবে আপনার নেটওয়ার্কিং নকশা। আপনার লক্ষ্যগুলোর দিকে আপনাকে এগিয়ে নিতে পারে এমন অন্তত একজন ব্যক্তির নাম লিখুন।

একজন হতে পারেন এমন কেউ, যিনি আপনাকে আরো অনেক মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে এবং তার সাথে আপনার যোগাযোগ করার সুযোগ আছে।

এমন একজন হতে পারেন উপদেষ্টা বা মেন্টর, যারা আপনার লক্ষ্যকে ইতোমধ্যে অর্জন করে ফেলেছে। এই মানুষটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে সবথেকে যোগ্য ব্যক্তি হলেন তিনি যিনি আপনাকে এই নেটওয়ার্কে নিয়ে এসেছেন নতুবা নেট ওয়ার্কের এমন একজন ব্যক্তি যাকে আপনি রিলেট করতে পারছেন। কারণ যদি আপনার নেটওয়ার্কিং সফল হয়, পরবর্তীতে অনেকবার আপনার এদের কাছে ফিরে আসতে হবে।

‌৩. উপযুক্ত মানসিকতা তৈরি করুন

নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল (Network Marketing Success) হতে চাইলে আপনার মন থেকে পেশাদারী মনোভাবটি একদম সরিয়ে ফেলতে হবে। কারণ যেসব মানুষের সাথে আপনি নেটওয়ার্কিং করবেন বলে ভাবছেন, প্রত্যেকটি মানুষের সাথেই আরো অনেক মানুষ নেটওয়ার্কিং করবার চেষ্টা করবে এবং সে সম্ভাবনাই বেশি। আপনার মাথায় যদি পেশাদারী কারণটাই সবার আগে থাকে, তখন আপনি যে শুধু পেশাদারী কারণেই তার সাথে খাতির দেবার চেষ্টা করছেন, তা সে এক নিমেষেই বুঝে ফেলবে, কারণ এরকম অভিজ্ঞতা তার হয়ে থাকে অহরহ। ফলে আপনি দেখবেন চেষ্টা করবার পরও আপনাদের মধ্যে আসলে তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি, আপনাকে সাহায্য করার তেমন কোনো আগ্রহও হয়তো তার মাঝে দেখবেন না।

আন্তরিক সম্পর্ক তৈরি করাই আসলে শ্রেষ্ঠ নেটওয়ার্কিং এবং এই নেটওয়ার্কিং শুধুমাত্র কার্ড অদলবদলের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি যার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছেন, তাকে ব্যক্তি হিসেবে দেখুন, আপনার পেশাদার লাভের মাধ্যম হিসেবে নয়। নাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল (Network Marketing Success) হওয়া সম্ভব নয়। তৈরি করুন বন্ধুত্ব, তবেই আপনাদের সম্পর্কটা টেকসই হবে, বিকাশেরও সুযোগ থাকবে। অতএব, নেটওয়ার্কিংয়ে অগ্রসর হবার আগে ভাবুন যে একজন বন্ধুর সাথে দেখা বা কথা বলতে যাচ্ছেন। কথোপকথনের বিষয়বস্তু হালকা রাখুন, নিজেদের মাঝে মিল খোঁজার চেষ্টা করুন, হালকা রসিকতা করুন, অর্থাৎ মানুষ হিসেবে আপনি তার প্রতি কৌতূহল অনুভব করছেন, তা দেখান। এই মানসিকতাটি তৈরি করে ফেলুন আপনার ভবিষ্যৎ যেকোনো নেটওয়ার্কিংয়ের জন্য।

‌৪. নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল (Network Marketing Success) হতে গড়ুন মানবিক সংযোগ

এখন আপনার শুরু করতে হবে বেছে নেয়া মানুষগুলোর সাথে যোগাযোগের চেষ্টা করা, সেটা হতে পারে মুখোমুখি, হতে পারে স্মার্টফোনে, হতে পারে ভিডিও চ্যাটে। কিন্তু সবক্ষেত্রেই একটি আন্তরিক সংযোগ তৈরি করতে আপনার নিচের ব্যাপারগুলো মাথায় রাখতে হবে-

  1. অপরপক্ষের মানুষকে সবসময় ভাবনার সুযোগ তৈরি করে দিতে হবে গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে। যেকোনো মানুষের কাছ থেকেই অনেককিছু জানা যায় সঠিক প্রশ্নগুলো করার মাধ্যমে।
  2. ভালো ভালো প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে অপরপক্ষের মানুষটির কাছে নিজের কার্যকারিতা দেখিয়ে দিতে হবে। আপনার প্রশ্ন দিয়েই সেই মানুষটি বুঝতে পারবেন যে আপনি শিখতে চান এবং আপনার নিজেকে এগিয়ে নিয়ে যাবার ইচ্ছা আছে।
  3. যখন উত্তরগুলো শুনবেন, এমনভাবে মনোযোগ দেবেন যেন মনে হয় এটাই এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মুখোমুখি অবস্থায় চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন, হাসিমুখ রাখবেন। প্রতিটি প্রশ্নের উত্তরে কৌতূহল প্রকাশ  করবেন, তিনি কী বলতে চান, তার উপর গুরুত্ব দেবেন; আপনি কী শুনতে চান, তার উপর নয়।

মানুষের সাথে যোগাযোগে আমাদের একটি প্রবণতা থাকে নিজেকে প্রকাশ করাকে বেশি অগ্রাধিকার দেওয়া, নিজের পূর্ববর্তী বিশ্বাসের উপরই নিশ্চয়তা অর্জনের চেষ্টা করা। একটি ভালো সংযোগের জন্য নতুন তথ্যের প্রতি উদার থাকতে হবে, অন্যের প্রতিভাকে দেখার সদিচ্ছা থাকতে হবে। মনে রাখবেন, যেকোনো সংযোগই যতটা আপনার জন্য, ঠিক ততটাই অপরপক্ষের জন্য। অপরপক্ষ যদি সেই সংযোগ থেকে কিছু না নিতে পারে, তবে তার সেই সংযোগ রাখার দরকার নেই। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফলতা (Network Marketing Success) পেতে চাইলে আপনার মনোভাব এরকম হওয়াটাই বাঞ্ছনীয়।

‌৫. হয়ে উঠুন ‘সুপার কানেক্টর’

একজন মানুষকে অপরজনের সাথে পরিচয় করিয়ে দেয়ার চর্চা করে তোলাটা আপনার নেটওয়ার্ক গড়ার সবচেয়ে দ্রুততম উপায় হতে পারে। এই পদ্ধতিটি শুনতে খুবই সহজ মনে হচ্ছে ঠিকই, কিন্তু এর চর্চা খুব কম মানুষকেই করতে দেখা যায়। এ কারণেই নির্ভরযোগ্য সংযোগ তৈরি করা এখন খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরো এটি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল (Network Marketing Success) হওয়ার ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

বিগত ধাপগুলোতে আপনি যাদের সাথে নেটওয়ার্কিং করেছেন, চেষ্টা করুন তাদের সাথে অন্য কারো যদি সাহায্য লাগে তাদেরও যোগাযোগ করিয়ে দিতে। এভাবে গড়ে তুলুন আপনার বিশাল নেটওয়ার্ক, যেখানে সবাই সবার পরিচিত এবং শুভানুধ্যায়ী। এই ক্ষেত্রে চেষ্টা করুন ভিন্ন ভিন্ন ক্ষেত্রের মানুষকে একে অপরের সাথে সংযোগ করিয়ে দেবার। কারণ এখন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রের মানুষ প্রয়োজন হয়। এভাবেই গড়ে তুলুন একটি ‘সুপার কানেকশন’।

এভাবে একজন শক্তিশালী সুপার কানেক্টর হতে আপনার নিচের ব্যাপারগুলো মাথায় রাখতে হবে।

  • সাহায্য করার মতো মুক্ত মানসিকতা রাখুন।
  • শুধু পরিচয় তৈরি না করে বন্ধুত্ব তৈরি করুন।
  • একবার সংযোগ তৈরি করেই কখনো ভুলে যাবেন না। পরবর্তীতে তাদের কাছে জিজ্ঞেস করুন কেমন লেগেছে এই যোগাযোগ। এরপরও বেশ কয়েকবার চেষ্টা করুন যোগাযোগ করার, এর ফলে আপনার সংযোগটি আরো পাকাপোক্ত হবে। অপরপক্ষও বুঝবে যে শুধু পেশাদারী কারণেই আপনি তার সাথে যোগাযোগ করেননি, ব্যক্তি হিসেবেও আপনি তাকে সমীহ করেন।

এভাবেই আপনি গড়ে তুলতে পারেন একটি কার্যকরী নেটওয়ার্ক এবং এর মাধ্যমেই আসবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফলতা (Network Marketing Success)।


নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আরো জানতে পড়ুন -> investopedia.com/t…./network-marketing.asp

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/5-simple-steps-to-network-marketing-success/feed/ 0 1902
Hindenburg report: চাঞ্চল্যকর দাবি আদানির — আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্দেনবার্গ এর রিসার্চ রিপোর্ট মিথ্যা ? https://bengalinews365.com/adani-shocking-response-to-hindenburg-report/ https://bengalinews365.com/adani-shocking-response-to-hindenburg-report/?noamp=mobile#respond Tue, 31 Jan 2023 15:35:58 +0000 https://bengalinews365.com/?p=1403 সম্প্রতি আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে নানা অভিযোগ সামনে উঠে এসেছে। মার্কিন সংস্থা হিন্দেনবার্গ এর রিসার্চ রিপোর্ট (Hindenburg report) সম্পর্কে প্রশ্ন তুলেছে আদানি গোষ্ঠী। আদানির প্রতিক্রিয়া, ভারত তথা আদানি কোম্পানির উপর আঘাত হানা হয়েছে এই রিপোর্ট-এর মাধ্যমে। আদানি গোষ্ঠী দাবি করেছে, তাদের কোম্পানি ও ভারতের উপর গঠনমূলক আঘাত করছে এই সংস্থা এবং হিন্ডেনবার্গ এর রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা।

অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন?

গত ২৪ শে জানুয়ারি হিন্ডেনবার্গ সংস্থা যে রিসার্চ রিপোর্ট করেছিল সেটি ভুল তথ্যের সংমিশ্রণ বলে দাবি করেছেন আদানি গোষ্ঠী। রিসার্চ এর রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন ভুল তথ্যের প্রতিবেদন এবং তাদের অপমানিত করার উদ্দেশ্য নিয়েই এই রিপোর্টটি (Hindenburg report) তুলে ধরা হয়েছে। ভারতের নামকরা শিল্প সংস্থা আদানি গোষ্ঠী (Adani Group) অভিযোগ এনেছে, শেয়ার বাজারে একটি মিথ্যে কথা রটানোর উদ্দেশ্যে এই রিপোর্টটি পেশ করা হয়েছে। এছাড়াও তাদের বক্তব্য যে, বিনিয়োগকারীদের মূল্যে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্যই এই মার্কিন সংস্থা কাজটি করেছে।

হিন্ডেনবার্গ রিপোর্টের প্রতি আদানির বিস্ময়কর প্রতিক্রিয়া - Adani shocking response to Hindenburg report
হিন্ডেনবার্গ রিপোর্টের প্রতি আদানির বিস্ময়কর প্রতিক্রিয়া – Adani shocking response to Hindenburg report

স্বার্থসিদ্ধির উদেশ্যে করা হিন্দেনবার্গ এর রিপোর্ট (Hindenburg report)?

ভারতের ইকুইটি শেয়ারে যখনি আদানি এন্টারপ্রাইজ লিমিটেড বড়ো সড়ো পাবলিক অফার নিয়ে এসেছে, ঠিক সেই সময়ই এইরকম একটি রিপোর্টের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আদানি গোষ্ঠী। এছাড়াও আদানি গোষ্ঠী (Adani Group) আরো অভিযোগ তুলেছে যে, হিন্দেনবার্গের এই রিপোর্টটি শুধুমাত্র তাদের নিজস্ব রিপোর্ট নয় কোনরকম স্বার্থের দিকে লক্ষ্য রেখে এটি করা হয়েছে।

আর কি বলছে আদানি গোষ্ঠী?

আদানি গোষ্ঠী (Adani Group) ৪১৩ পাতার একটি প্রতিক্রিয়া পেশ করেছে হিন্ডেনবার্গ রিপোর্টের (Hindenburg report) বিরুদ্ধে। প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং কোন খারাপ উদ্দেশ্য নিয়েই এটি সামনে আনা হয়েছে বলে অভিযোগ আদানি গোষ্ঠীর। আদানি গোষ্ঠী বলেছে যে, শুধুমাত্র কোন নির্দিষ্ট সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ নয় বরং এই রিসার্চের মাধ্যমে আঘাত হানা হয়েছে গোটা ভারতের ওপর। ভারতীয় প্রতিষ্ঠানদের অখন্ডতা, স্বাধীনতা, যেকোনো ভারতীয় সংস্থার বৃদ্ধি ও তাদের এগিয়ে যাওয়ার পথে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ।

জালিয়াতির কথা উঠেছে এই রিপোর্টে

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ গত ২৪ শে জানুয়ারি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন ও অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এই রিপোর্টটি তুলে ধরা হয়েছে। এই রিসার্চ রিপোর্টে বলা হয়েছে, আদানি গোষ্ঠী কয়েক দশক ধরে এই পরিকল্পনা করে চলেছে। এই রিসার্চ রিপোর্ট প্রকাশ করার পরপরই গত বৃহস্পতিবার ও শুক্রবার আদানি গোষ্ঠী ৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাজার হারায়। প্রায় ২০ বিলিয়নেরও বেশি নিজস্ব সম্পত্তি হারিয়ে ফেলেন আদানি।

কিভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন আদানি গোষ্ঠী (Adani Group)?

এই রিসার্চ রিপোর্টের (Hindenburg report) ৮৮ টি প্রশ্নের মধ্যে ৬৫ টি প্রশ্ন ছিল আদানি গোষ্ঠীর পোর্টফোলিও নিয়ে। আদানি গোষ্ঠী দাবি করেছেন, তাদের সংস্থা সমস্ত রকম আইন মেনেই কাজকর্ম করেছেন। আদানি গোষ্ঠী সবসময়ই তাদের স্টক হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ। দাবি করা হয়েছে, যে আদানির পোর্টফোলিও তে শক্তিশালী অভ্যন্তরী নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়াও অভিযোগ করা হয়েছে যে, তালিকাভুক্ত কোম্পানিগুলোতে প্রশাসনিক কাঠামো ভীষণ শক্তিশালী।


আদানি গ্রুপের সম্পূর্ণ প্রতিক্রিয়াটি পিডিএফ (PDF) আকারে পড়ুন -> https://www.adani.com/….Hindenburg-January-29-2023.pdf

এরকমই আরো খবর দেখতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/adani-shocking-response-to-hindenburg-report/feed/ 0 1403
Business Idea : কম পুঁজিতে কলা গুঁড়োর লাভজনক ব্যবসা করে ১ মাসেই লাখপতি হয়ে যান https://bengalinews365.com/business-idea-to-become-lakhpati-in-a-month/ https://bengalinews365.com/business-idea-to-become-lakhpati-in-a-month/?noamp=mobile#respond Mon, 16 Jan 2023 04:46:10 +0000 https://bengalinews365.com/?p=1118 গত দু বছরে অতিমারি করোনার ফলে কাজ হারিয়েছে বহু মানুষ। ফলে অনেকেই নতুন করে কম পুঁজিতে ব্যবসা (business idea with small capital) করার চিন্তাভাবনা করছেন। কিন্তু সেরকম ভাবে কম পুঁজিতে নতুন কোনো ব্যবসা মাথায় আসছে না অনেকের। তাই আজকের এই প্রতিবেদনে তাদের জন্যই কম পুঁজিতে ভালো টাকা আয় করার একটা নতুন ব্যবসার আইডিয়া (Business idea) দেওয়া হবে। চলুন এই ব্যবসার বিষয়ে বিশদে জানা যাক।

Highly profitable business idea of Banana Powder : কলা গুঁড়োর লাভজনক ব্যবসার আইডিয়া
Highly profitable business idea of Banana Powder : কলা গুঁড়োর লাভজনক ব্যবসার আইডিয়া

কম পুঁজিতে ব্যবসা (Business idea with small capital)

বর্তমানে কম পুঁজিতে অনেক রকমেরই ব্যবসার আইডিয়া (Business idea) রয়েছে, যা থেকে লাভ হয় মোটা টাকা। তবে আজকের এই প্রতিবেদনে যে ব্যবসার কথা বলা হবে সেই ব্যবসা হল কলার পাউডার (Banana powder) বিক্রি করার ব্যবসা। অনেকের মনেই প্রশ্ন জাগবে যে কলার পাউডার কি কাজে লাগে?

কলার গুঁড়ো (Banana powder)

কলার গুঁড়ো (Banana powder) পৌষ্টিক উপাদান হিসেবে, ওজন বৃদ্ধি করতে, বিভিন্ন রোগ নিরাময়ে ও শিশুদের জন্যে উপকারী।। তাই কলার পাউডার তৈরি করে ব্যবসা করলে মাসের শেষে লাভ করতে পারবেন বেশ ভালো পরিমাণ টাকা। এই ব্যবসায় মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা বিনিয়োগ করলে মাসের শেষে বেশ ভালো পরিমাণ টাকা উপার্জন করা যাবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সফল করবেন এই ব্যবসার আইডিয়া (Business idea)।

প্রয়োজনীয় মেশিন-পত্র

কলার পাউডারের ব্যবসার আইডিয়া (Business idea) সফল করতে গেলে দুটি গুরুত্বপূর্ণ জিনিস লাগবে। সেই দুটি গুরুত্বপূর্ণ জিনিস হল ড্রায়ার মেশিন এবং মিক্সচার মেশিন। এই মেশিনগুলি আপনি ইচ্ছে করলে বাজারের ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারেন অথবা অনলাইনে নতুন অথবা কম দামে সেকেন্ড হ্যান্ডও কিনতে পারেন। যা বছর চার-পাঁচেক বেশ ভালোভাবেই চলবে।

ব্যবসার কাঁচামাল

এই ব্যবসায় কাঁচামাল হিসেবে লাগবে সবুজ রংয়ের কলা। চলুন এবার জেনে নেওয়া যাক কলার গুঁড়ো কিভাবে তৈরি করবেন।

কলার পাউডার তৈরির পদ্ধতি (How to make banana powder)

কলার পাউডার বা কলার গুঁড়ো তৈরি করতে গেলে প্রথমে সবুজ কলাকে পরিষ্কার করে নিতে হবে সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে। তারপর কলার খোসা ছাড়িয়ে সেগুলিকে ডুবিয়ে রাখতে হবে সাইট্রিক অ্যাসিডে। ৫ মিনিট ডুবিয়ে রাখার পর সেই ফলগুলিকে টুকরো টুকরো করে কেটে প্রায় একদিন ৬০ ডিগ্রি সেলসিয়াসে হাওয়ায় শুকোতে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে কলার টুকরোগুলি যেন একদম শুকিয়ে না যায়। তারপর সেই কলার টুকরোগুলিকে মিক্সচারে দিয়ে ভালো করে পিষতে হবে। যতক্ষণ না মিহি পাউডার তৈরি হচ্ছে ততক্ষণ মিক্সচারে পিষতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে কলার পাউডার বা কলার গুঁড়ো।

কলার গুঁড়োর ব্যবহার (Uses of banana powder)

তবে এখন প্রশ্ন হচ্ছে এই কলার পাউডার কি উপকার করে? সেটাই এবার জেনে নেওয়া যাক। কলা খাওয়ার মতোই কলার গুঁড়ো বা পাউডার খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী। কলার গুঁড়োর পৌষ্টিক গুণ এবং এটি বিভিন্ন সোজা নিরাময়ে সাহায্য করে বলেই শিশু থেকে বড়ো, সবার ক্ষেত্রেই বর্তমানে অনেক ডাক্তার বা ডায়েটিসিয়ানরা কলার পাউডার খাওয়া অথবা ত্বকে ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন।

কলার গুঁড়োর উপকারিতা (Benefits of banana powder)

কলার গুঁড়ো শিশুদের জন্য খুবই উপকারী। এই পাউডার শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ, হজমে খুব উপকারী। এর পাশাপাশি ত্বককেও ভালো রাখে কলার পাউডার। এছাড়া যেসব ব্যক্তির রক্তে আয়রনের ঘাটতি রয়েছে, তারা আয়রন পাওয়ার জন্য এই কলার পাউডার খেতে পারে। বর্তমানে বেশ চাহিদা রয়েছে এই প্রোডাক্টের। তবে ফুড লাইসেন্স থাকলে আপনি এই প্রোডাক্ট অনলাইনেও বিক্রি করতে পারেন।

কিভাবে বেচবেন?

কলার গুঁড়ো বা পাউডার আপনি প্যাকেটে করে বা কাঁচের বোতলে করে বিক্রি করলে প্রতি মাসে বেশ ভালো টাকা আয় করতে পারবেন। এই পাউডার প্রতি কেজিতে প্রায় ৮০০ বা ১০০০ টাকা দামে বিক্রি হয়। তবে হিসেব করে দেখা গেছে প্রতি কেজি কলার পাউডার তৈরি করতে কলার সংখ্যা লাগে প্রায় ১৫০ থেকে ২০০ টি।

কেমন লাভ?

আপনি যদি প্রায় ৫ কেজি কলার পাউডার তৈরি করে প্যাকেট জাত দ্রব্য বা কাঁচের বোতলে ভরে প্রতি কেজি ১০০০ টাকা দামে বিক্রি করেন, তা থেকে লাভ রাখতে পারবেন ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা মতো। তাই কম পুঁজিতে বেশ লাভজনক ব্যবসার আইডিয়া (Business idea) হল এই কলা গুঁড়োর ব্যবসা। আপনি এই চাহিদাজনক ব্যবসা করে মাসের শেষে লাভ করতে পারবেন বেশ মোটা অঙ্কের টাকা। দৈনিক মাত্র ৪ থেকে ৫ কেজি কলার গুঁড়ো বিক্রিতেই লাভের অঙ্ক হবে মাসে প্রায় ১ লক্ষ টাকা।


কলার গুঁড়ো বা পাউডার সম্পর্কে আরো জানতে পড়ুন :

-> https://en.wikipedia.org/wiki/Banana_powder
-> https://en.wikipedia.org/wiki/Banana_flour

এইরকম নতুন ব্যবসা সন্ত্রান্ত আরো পরামর্শ পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/business-idea-to-become-lakhpati-in-a-month/feed/ 0 1118
Satya Nadella : ১৯৯৩-এর সত্য নাদেলা-র ভিডিও ভাইরাল, এমন কি রয়েছে ভিডিওটিতে? https://bengalinews365.com/why-satya-nadella-1993-video-shocked-the-world/ https://bengalinews365.com/why-satya-nadella-1993-video-shocked-the-world/?noamp=mobile#respond Fri, 30 Dec 2022 13:25:28 +0000 https://bengalinews365.com/?p=817 দীর্ঘ ২৯ বছর পর ১৯৯৩ এর একটি ছোট্ট ভিডিও নেটদুনিয়ায় হঠাৎ যেন এক আলোড়ন সৃষ্টি করল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাইক্রোসফট এর সিইও সত্য নারায়ণ নাদেলা (Microsoft CEO Satya Nadella) মাইক্রোসফট এক্সেল নিয়ে একটি ডেমো প্রদর্শন করছেন একটি স্যাটেলাইট-সম্প্রচার টেলিথন ইভেন্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের দ্বারা এই ভিডিওটি খুঁজে পাওয়া সম্ভব হয় এত বছর পর। সাড়ে তিন ঘণ্টার ভিডিওতে তিনি এক ঘণ্টা ৪৫ মিনিটের জন্য হাজির হয়েছিলেন যা ভারতীয়দের বিমোহিত করেছে।

Satya Nadella - সত্য নাদেলা
Satya Nadella – সত্য নাদেলা

মাইক্রোসফটে সত্য নাদেলা-র (Satya Nadella) প্রথম জীবন

১৯৯৩ সালে নাদেলা (Nadella) মাইক্রোসফট এর একজন সাধারণ মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন। কর্মের প্রতি তার নিষ্ঠা এবং সততা সকলকে মুগ্ধ করেছিল। যার ফলে উক্ত কোম্পানিরই একজন সাধারন কর্মচারী থেকে সেই কোম্পানির সিইও পদ অর্জন করেন তিনি। তিনি মাইক্রোসফট কোম্পানিতে প্রবেশ করেছিলেন ১৯৯২ সালে। টানা ২২ বছর ধরে তিনি মন প্রান দিয়ে খাটছেন মাইক্রোসফটের উন্নতির জন্য। সেই সময় তিনি মাইক্রোসফট অফিস (Microsoft Office) সফটওয়্যার এবং মাইক্রোসফট উইন্ডোজ (Microsoft Windows) নিয়ে নানা প্রকার ডেমো প্রদর্শন করতেন। এই সংক্রান্ত বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন ওয়েবসাইট ডেভলপারদের সাথে কথোপকথন করতেনও তিনি। আজ সেই সাধারণ কর্মচারী সত্য নাদেলা (Satya Nadella) একজন মিলিয়নেয়ার (Millionaire) এবং ৭০০ মিলিয়ন ডলারের মালিক।

তার জন্ম ও পূর্ববর্তী জীবন

চলুন দেখে নেওয়া যাক, এই সত্য নাদেলার (Satya Nadella) পূর্ববর্তী জীবন কেমন ছিল। হায়দরাবাদে ১৯৬৭ সালের ২৯ শে আগস্ট জন্মগ্রহণ করেন সত্য নাদেলা (Satya Nadella)। তার বাবা বুক্কাপুরম নাদেলা এবং মা প্রভাবতী দুজনেই খুব শিক্ষিত ও উন্নত মানসিকতার মানুষ ছিলেন তার বাবা ছিলেন একজন স্বনামধন্য IAS অফিসার এবং মা ছিলেন সংস্কৃত বিষয়ের অধ্যাপিকা।

হায়দরাবাদেই কাটে তার শৈশব জীবন। সেখানকারই একটি বিদ্যালয়ে শুরু হয় তার পড়াশুনো। এরপর কেরালার মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরন তিনি। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হওয়ার সাথে সাথেই কেরালা থেকে তার পা পড়ে সোজা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে যাওয়ার পর কম্পিউটার সাইন্স নিয়ে ভর্তি হন উইসকনসিন-মিলওয়াকি বিশ্ববিদ্যালয়ে।

কম্পিউটার সাইন্স (Computer Science) নিয়ে মাস্টার ডিগ্রি (M.Sc) পাশ করার পরপরই তিনি ১৯৯২ সালে প্রথম কর্মজীবনে পদার্পণ করেন নাদেলা (Nadella)। তিনি ১৯৯২ তেই মাইক্রোসফট (Microsoft) জয়েন করেন একজন সাধারণ কর্মচারী হিসেবে। সেই সময় কাজের পাশাপাশি উচ্চ শিক্ষা লাভের আশায় ভর্তি হন ম্যানেজমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। একদিকে পড়াশোনা এবং অন্যদিকে কর্মজীবন দুটোকেই খুব সুন্দর ভাবে ব্যালেন্স করে মানিয়ে চলতে সক্ষম ছিলেন নাদেলা (Nadella)।

তার বর্তমান জীবনকাহিনী

তিনি মাইক্রোসফট এর সিইও হিসেবে নিযুক্ত হন ২০১৪ সালে স্টিভ বালমারের পর। ২০২১ সালে জন ডব্লিউ থম্পসন পদত্যাগ করলে তিনি মাইক্রোসফট এর চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত হন। নাদেলার (Nadella) এই ১৯৯৩ সালের ভিডিওটি শেয়ার করে ব্র্যান্ডন আরভানাঘি লেখেন, ‘আজ তিনি ১.৮ ট্রিলিয়ন ডলারের একটি সংস্থার সিইও। ১৯৯৩ সালে তিনি একজন সাধারণ ম্যানেজার ছিলেন। এক্সেল ডেমো দেখাতেন। তিনি মাইক্রোসফটে ২২ বছর ধরে কাজ করেছেন। তিনি ধাপে ধাপে উপরে উঠেছেন। আর আজ তাঁর মোট সম্পদের মূল্য ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। জীবনে সফল হওয়ার নানা পথ থাকে।’

দেখে নিন সত্য নাদেলার ভাইরাল ভিডিওটি

ব্র্যান্ডন আরভানাঘি-এর টুইটারে পোস্ট করা ভিডিওটি দেখুন -> https://twitter.com/i/status/1605926762176577536


ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফট এর সিইও সত্য নাদেলা (Microsoft CEO Satya Nadella) সম্বন্ধে আরো জানতে পড়ুন -> https://en.wikipedia.org/wiki/Satya_Nadella

এরকম আরো ভালো ভালো খবর পেতে হলে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ তে

]]>
https://bengalinews365.com/why-satya-nadella-1993-video-shocked-the-world/feed/ 0 817
ব্যবসা শুরুর আগে যে বিষয় গুলি অবশ্যই মাথায় রাখা জরুরি https://bengalinews365.com/keep-these-points-in-mind-before-you-start-a-business/ https://bengalinews365.com/keep-these-points-in-mind-before-you-start-a-business/?noamp=mobile#respond Sat, 26 Nov 2022 16:13:58 +0000 https://bengalinews365.com/?p=278 একটি প্রতিশ্রুতিশীল উদ্যোগ সর্বদা একটি উত্তম ব্যবসায়িক ধারণা থেকেই শুরু হয়। একজন সফল উদ্যোক্তা হলেন এমন একজন উদ্ভাবক বা সমস্যা সমাধানকারী যারা বাজারের প্রয়োজনীয়তা অনুযায়ী পন্য নিয়ে আসেন। কিংবা বাজারের চাহিদা মতো ধারণা নিয়ে আসেন যা বর্তমান পরিস্থিতি অনুমান করে আরো ভাল এবং সস্তা উপায় খুঁজে দেন।

ব্যবসা

ব্যবসার সংজ্ঞা

কোনো পণ্য বা পরিষেবা নিম্ন মূল্যে উৎপাদিত করে অথবা ক্রয় করে উচ্চ মূল্যে বিক্রয় করে উদ্বৃত্ত মূল্য মুনাফা হিসাবে ঘরে তোলাকে ব্যবসা বলা হয়।

একটি ভাল ব্যবসায়িক ধারণার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ

 ১) গ্রাহকের প্রয়োজন পূরণ করে এমন একটি সমস্যা সমাধান
২) পরিষ্কার ফোকাস
৩) উদ্ভাবনী
৪) অনন্য
৫) টেকসই
৬) দীর্ঘমেয়াদে লাভজনক

ব্যবসা প্রয়োজন

ব্যবসার ধারণা অবশ্যই উদ্যোক্তার সাথে প্রাসঙ্গিক হতে হবে।  উদ্যোক্তা যেন লাভজনক উপায়ে পণ্য বা পরিষেবা বিক্রি করতে সক্ষম হয়।

 ব্যবসার বাজার

 একটি ব্যবসায়িক ধারণা তখনই সফল হতে পারে যখন এর একটি বাণিজ্যিক মূল্য থাকে। অর্থাৎ উৎপাদিত পণ্য বা পরিষেবার যেন বাজার গ্রহণ করে। একটি সফল ব্যবসায়িক ধারণার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল প্রদত্ত পণ্য বা পরিষেবাকে যেন বৃহত্তর বাজার এবং প্রতিযোগীদের পণ্য ও পরিষেবা থেকে আলাদা ভাবে চিহ্নিত করা যায়।

ব্যবসার কৌশল

১) পণ্যের বিকল্প
২) বাজারের প্রতিযোগিতার সাথে মানিয়ে নেওয়া
২) পূর্বে কৃত ত্রুটি সংশোধন
৩) বুদ্ধিমত্তা
৪) গ্রাহকের মাইন্ড ম্যাপিং
৫) বিশেষ গ্রাহক গোষ্ঠীকে চিহ্নিতকরণ
৬) উদ্ভুত সমস্যার বিশ্লেষণ

ব্যবসার ক্ষেত্র

উদ্যোক্তা অনলাইন বা অফলাইন যেভাবেই ব্যবসা শুরু করতে চান না কেন, তাকে প্রথমে কি পণ্য বা পরিষেবা বিক্রি করবেন তা খুঁজে বের করতে হবে। আর এটি খুঁজে বের করার প্রথম ধাপ হল বাজারের সরবরাহ এবং চাহিদা নিয়ে গবেষণা করা। এর জন্য সব থেকে লাভজনক বিকল্প হলো উচ্চ চাহিদা এবং কম প্রতিযোগিতা সম্পন্ন একটি পণ্য বা পরিষেবা চয়ন করা। সর্বদা মাথায় রাখতে হবে যে একটি ব্যবসায়িক ধারণা ততক্ষণ একটি ব্যবসার সুযোগ নয় যতক্ষণ না উদ্যোক্তা তার মূল্যায়ন পদ্ধতি দিয়ে এটিকে সম্ভাব্য বলে বিচার করবেন।

সম্ভাবনা বিশ্লেষণ

কোনো ব্যবসার সম্ভাব্যতা বিশ্লেষণ একটি ব্যবসায়িক ধারণার কার্যকারিতা পরীক্ষা করার প্রক্রিয়াকে বোঝায়। এর অর্থ হল সেই ব্যবসায়িক ধারণার সম্ভাব্যতা এবং ব্যবহারিক প্রয়োগ যোগ্যতার মূল্যায়ন করা। এটি কেবল পণ্য বা পরিষেবার সাথে সম্পর্কিত নয়। এটি সামগ্রিকভাবে ব্যবসায়ের কার্যকারিতার মূল্যায়ন যাচাই করা। কোনো ব্যবসার সম্ভাব্যতা বিশ্লেষণ সেই প্রকল্পের সম্ভাবনা, ব্যবহারিকতা, ক্ষমতা এবং অর্জনযোগ্যতা সনাক্ত করতে সাহায্য করে।

ব্যবসা সম্পর্কিত এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/keep-these-points-in-mind-before-you-start-a-business/feed/ 0 278
জেনে নিন সফল ব্যবসায়ী হয়ে ওঠার কিছু গোপন মন্ত্র https://bengalinews365.com/secret-mantras-of-successful-business-owner/ https://bengalinews365.com/secret-mantras-of-successful-business-owner/?noamp=mobile#respond Mon, 21 Nov 2022 18:59:51 +0000 https://bengalinews365.com/?p=257 আপনি কি নিজের ব্যবসা শুরু করতে চাইছেন? তাহলে প্রথমেই আপনার একটি অসাধারণ ব্যবসার ধারণার প্রয়োজন। তবে আজকের দিনে সম্মুখ ব্যবসার ধারণা পাওয়া বেশ মুশকিল। তাই কোথা থেকে আপনি ব্যবসার ধারণা পাবেন সেটা বেশ সমস্যার বিষয়। একটি সম্যক ব্যবসায়িক ধারণা তৈরি করার বেশ কয়েকটি ভিন্ন উপায় রয়েছে। উপায় গুলি হলো

  • আপনি কি সম্পর্কে উত্সাহী?
  • আপনার কী ধরণের দক্ষতা রয়েছে।
  • আপনি কি করতে ভালবাসেন? 
  • আপনার আবেগকে ব্যবসায় পরিণত করার কোনো উপায় আছে কি?
  • কত পুঁজি আপনার কাছে বরাদ্দ আছে?
  • আপনি কোথায় ব্যবসা করতে চাইছেন?
  • ব্যবসার জন্য পণ্যের যোগান কোথা থেকে আসবে?
  • পণ্যের জন্য উপযুক্ত উপভোক্তা কোথায় পাবেন?
  • উপযুক্ত লোকবল আছে কি?
  • পণ্য মজুত করার উপযুক্ত স্থান বা গোডাউন আছে তো?

যে বিষয় গুলি অবশ্যই জানা জরুরি

এছাড়াও একটি সম্যক ব্যবসায়িক ধারণা তৈরি করতে আরো কিছু বাহ্যিক বিষয়ে সচেতন ভাবে খেয়াল রাখতে হয়। যেমন: আপনার সমাজ বা পারিপার্শ্বিক মানুষজনের কি কি চাহিদা রয়েছে। সেগুলো কিভাবে পূরণ হচ্ছে? কিংবা সেগুলি পূরণ করতে গিয়ে মানুষের কি ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে? এই সব বিষয় সুচারু ভাবে নিরীক্ষণ করতে হবে।

নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে মাথায় রাখতে হবে

ব্যবসার ক্ষেত্রে এমন একটি পণ্য বা পরিষেবা বেছে নেওয়া উচিত যা আপনি প্রদান করে মানুষের জীবনকে আরও সহজ করে তুলতে পারবেন। কিম্বা সেই পরিষেবার দ্বারা তাদের সমস্যাগুলির সমাধান করতে পারবেন। আবার আপনি সেই সব পন্যেরও ব্যবসা করে দেখতে পারেন যেগুলি অন্যান্য ক্ষেত্রে ভালো ফল করেছে এবং আপনার পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থায় সেই পণ্যটির ভালো চাহিদা আছে। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, আপনি যদি কোন একটি ছোট শহরে বাস করে থাকেন তাহলে কোন বড় শহরের সফল কোন ব্যবসার আইডিয়া আপনার অঞ্চলে সফল নাও হতে পারে। কিন্তু আপনি যদি কোন বড় শহরে বাস করে থাকেন তাহলে সেই শহরের কোন একটি ভালো ব্যবসা শহরের অন্য প্রান্তে বেশ ভালো ভাবে চলতে পারে।

ব্যবসা গত মূল শিক্ষা

আপনার মধ্যে থাকা দক্ষতা সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরী। এও জানা জরুরী যে, নিজ দক্ষতায় তৈরি ব্যবসা নতুন বাজারের ক্ষেত্রে কোন প্রয়োজনীয়তা তৈরি করছে কিনা। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, আপনি হয়তো খুব ভালো মাছ ধরার জাল বানাতে পারেন কিন্তু এই দক্ষতা কোন হিল স্টেশনে থাকা ব্যক্তির ক্ষেত্রে ব্যবসার কাজে নাও লাগতে পারে।

উদ্যোক্তা হিসাবে কি কি বিষয়ে জানা জরুরি

একজন উদ্যোক্তা হিসাবে আপনি যেকোনো ধরণের ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে সব ব্যবসা সমান তৈরি করা যায় না। কিছু ব্যবসায় অন্যদের তুলনায় সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

নতুন উদ্যোক্তাদের জন্য এখানে কয়েকটি সেরা ব্যবসায়িক ধারণা দেওয়া হলো।

১. এমন একটি ব্যবসা শুরু করা যেতে পারে যা যেকোনো একটি ক্ষেত্রে পরিষেবা সরবরাহ করবে। আপনার পারিপার্শ্বিক জগতে সর্বদা এমন লোক থাকে যাদের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পরিষেবার প্রয়োজন হয়। তাই আপনি যদি এমন একটি পরিষেবা সরবরাহ করতে পারেন যার চাহিদা রয়েছে তবে আপনি সফল হবেন।

২. উদ্যোক্তাদের জন্য আরেকটি দুর্দান্ত ব্যবসায়িক ধারণা হল একটি ফ্র্যাঞ্চাইজি শুরু করা। ফ্র্যাঞ্চাইজি ব্যবসাগুলির ক্ষেত্রে সফল হওয়ার একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে। তাই অন্যান্য কোনো একটি নতুন ব্যবসা শুরু করার চেয়ে এই ব্যবসা গড়ে তোলা এবং চালানো অনেক বেশি সহজ।

৩. আপনি একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। ন্যূনতম বিনিয়োগের মাধ্যমে বিপুল সংখ্যক সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য অনলাইন ব্যবসা একটি দুর্দান্ত উপায়।

৪. একটি বাড়ি ভিত্তিক ব্যবসা শুরু করা। এই ধরণের ব্যবসা আপনাকে আপনার দোকান বা গোডাউন বা ওই জাতীয় খরচ কম রাখতে সাহায্য করবে। এক্ষেত্রেও আপনাকে একটি বিপুল সংখ্যক সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেবে।

৫. উদ্যোক্তাদের জন্য আরেকটি বিকল্প হল এমন একটি ব্যবসা শুরু করা যা একটি অনন্য পণ্য বা পরিষেবা প্রদান করে। আপনি যদি এমন কিছু পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না তবে আপনি নিশ্চিত ভাবে সফল হবেন।

৬. সর্বশেষে বলা যেতে পারে যায়নি যদি কোনো নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সব রকম প্রতি বন্ধকতার সম্মুখীন হয় থসকবেন তবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন। এই ব্যবসা আপনাকে অতি অল্প সময়ে সফলতার দোরগোড়ায় এনে দিতে পারে।

এই ধরণের আরো ব্যবসা জনিত খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/secret-mantras-of-successful-business-owner/feed/ 0 257