Job – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Sun, 01 Oct 2023 20:19:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Job – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 BECIL Recruitment: চাকরিপ্রার্থীরা জেনে নিন, কীভাবে আবেদন করবেন? https://bengalinews365.com/becil-recruitment-2023-details/ https://bengalinews365.com/becil-recruitment-2023-details/?noamp=mobile#respond Sun, 01 Oct 2023 20:19:26 +0000 https://bengalinews365.com/?p=4798 BECIL Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের বিরাট সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (CNCI)-এ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট পদে নিয়োগ চলছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারী সংস্থা BECIL এই নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন আবেদন করা যাচ্ছে। কোন পদে নিয়োগ করা হবে? যোগ্যতা কী লাগবে? কীভাবে আবেদন করতে হবে? জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

যে পদে নিয়োগ করা হবে

● পদ : অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট।
● মোট শূন্যপদ : ১টি।
● বেতন : উক্ত পদে যে সব প্রার্থীদের নিয়োগ করা হবে তাদের প্রতি মাসে ২৩,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট পদে আবেদন করার জন্য ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি সহ ফার্মাসি আইন ১৯৪৮ এর অধীনে ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন থাকতে হবে। যে সমস্ত প্রার্থীদের বিফার্ম ডিগ্রি রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া স্থানীয় প্রার্থীদের আগে সুযোগ দেওয়া হবে। তার কারণ BECIL-এর এই নিয়োগ Chittaranjan National Cancer Institute – Kolkata এর জন্যে হতে চলেছে।

BECIL Recruitment for CNCI - চাকরিপ্রার্থীদের জন্যে রয়েছে ভাল সুযোগ।
BECIL Recruitment (2023) for CNCI – চাকরিপ্রার্থীদের জন্যে রয়েছে ভাল সুযোগ।

কীভাবে নিয়োগ করা হবে? (BECIL Recruitment Process)

উক্ত পদে নিযুক্ত করার জন্য আবেদনকারীদের একটি স্কিল টেস্ট কিংবা ইন্টারভিউয় নেওয়া হবে। এই টেস্টে উত্তীর্ণ হতে পারলে নিয়োগ করা হবে।

আরও পড়ুন -> Haunted places in Kolkata: কলকাতার সেরা ১০ টি ভৌতিক স্থান – গা ছমছম করবেই…

আবেদন কীভাবে করতে হবে?

আবেদন করার জন্য প্রথমে প্রার্থীকে www.becil.com এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘Careers’ অপশনে ক্লিক করে ‘Registration From (Online)’-এ ক্লিক করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এখানেই আবেদন মূল্য জমা করতে হবে। জেনারেল/ওবিসি/মহিলা প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৮৮৫। বাকি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫৩১ টাকা। অনলাইন মাধ্যমে আগামী ৫ ই অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

-> BECIL Recruitment Notification – Official PDF Link

প্রসঙ্গত উল্লেখ্য, BECIL একটি কেন্দ্রীয় সরকারী সংস্থা এবং উক্ত পদে নিযুক্ত প্রার্থীদের চুক্তি ভিত্তিক নিয়োগ করানো হবে।

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/becil-recruitment-2023-details/feed/ 0 4798
Assam Rifles Recruitment: মাধ্যমিক পাশ হলেই অসম রাইফেলস ট্রেডসম্যান পদে আবেদন করুন https://bengalinews365.com/assam-rifles-recruitment-2023/ https://bengalinews365.com/assam-rifles-recruitment-2023/?noamp=mobile#respond Mon, 20 Feb 2023 11:38:10 +0000 https://bengalinews365.com/?p=1997 যোগ্য চাকরি প্রার্থীদের জন্য আছে সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Government) অন্তর্গত স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্ভুক্ত অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment) করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের প্রার্থীরা, এমনকি পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন করার পদ্ধতি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment)
অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment)

মোট শুন্যপদের সংখ্যা

মোট শূন্য পদ রয়েছে ৬১৬ টি। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ রয়েছে ১২ টি।

শূন্য পদের নাম

Technical and Tradesmen

কোন কোন পদে অসম রাইফেলস ট্রেডসম্যান কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment) করা হবে?

Clerk, Religious Teacher, Electrician, Fitter, Plumber, Female Safai, Cook

আবেদনের শেষ তারিখ

যোগ্যপ্রার্থীদের আবেদন করতে হবে ১৯ শে মার্চ ২০২৩ তারিখের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন করার পদ্ধতি

অসম রাইফেলস ট্রেডসম্যান পদে নিয়োগের (Assam Rifles Recruitment) জন্যে যোগ্য আবেদনপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন জানাতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় যোগ্য প্রার্থীর নাম, বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।


আবেদন করুন অসম রাইফেলস-এর অফিসিয়াল ওয়েবসাইটে -> www.assamrifles.gov.in/onlineapp/

এই সংক্রান্ত আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজগুলোতে।

]]>
https://bengalinews365.com/assam-rifles-recruitment-2023/feed/ 0 1997
Asha Karmi Recruitment 2023: জেলায় জেলায় নিয়োগ হতে চলেছে আশা কর্মী! জেনে নিন বিজ্ঞপ্তিতে কি লেখা আছে https://bengalinews365.com/asha-karmi-recruitment-2023/ https://bengalinews365.com/asha-karmi-recruitment-2023/?noamp=mobile#respond Wed, 08 Feb 2023 07:50:51 +0000 https://bengalinews365.com/?p=1626 পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা এলাকার সংযুক্ত তফসিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে চুক্তিভিত্তিক আশা কর্মী (Asha Karmi) নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নীচে দেওয়া হলো।

পদের নাম

আশা কর্মী।

শুন্যপদ

১৭৪টি।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

অন্যান্য যোগ্যতা

কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।

আশা কর্মী নিয়োগ ২০২৩ - Asha Karmi Recruitment 2023
আশা কর্মী নিয়োগ ২০২৩ – Asha Karmi Recruitment 2023

আবেদন পদ্ধতি

অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করতে হবে এবং নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে। এবং নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে। খুব ভালোভাবে সমস্ত তথ্য প্রদান করুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি অ্যাটাচ করে বিডিও অফিসে দিন জিনিষগুলির মধ্যে জমা দেওয়া হবে।

এই প্রতিবেদনে থেকে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি জেনে নিয়ে তারপর একদম শেষে দেওয়া লিংক থেকে আশা কর্মী নিয়োগের সরকারী বিজ্ঞপ্তি (Asha Karmi Recruitment Notification) ও ফর্ম (Form) ডাউনলোড করে, ভালো করে দেখে নিয়ে তবেই ফর্ম পূরণ করবেন।

আশা কর্মী আবেদনকারীর বয়সসীমা (Asha Karmi Age Limit)

১লা জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তপশীলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছর।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

To The SDO & Member Secretary Asha Selection Committee, _____Sub Division, Purba Bardhaman.

আবেদনের শেষ তারিখ (Asha Karmi Application Last Date)

১৫ই ফেব্রুয়ারি ২০২৩।

যে সমস্ত নথিপত্র দরখাস্তের সাথে দাখিল করতে হবে

১) নিজের ভোটার কার্ড / রেশন কার্ডের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
২) মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশীটের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
২) মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
৩) তপশীলি জাতি ও উপজাতির উপযুক্ত শংসাপত্রের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
৪) নিজের দুটি পাসপোর্ট সাইজের ফটো।
৫) ৫ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম।
৬) আইনত ভাবে বিবাহের / বিধবা / আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে স্ব-প্রত্যায়িত নথিপত্র।

আশা কর্মীর নিয়োগের বিজ্ঞপ্তি (Asha Karmi Recruitment Notification) কখনো একসঙ্গে প্রকাশিত হয় না। গ্রাম পঞ্চায়েত ও জেলা ভিত্তিক নিয়োগ অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাই নির্দিষ্টভাবে তারিখ বলা সম্ভব নয়। তারিখ সম্পর্কিত আপনারা সঠিক ধারণা পাবেন জেলা ভিত্তিক নির্দিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে।

আশা কর্মীর মাসিক বেতন হতে পারে ৪৫০০ টাকা। এছাড়া তারা বেতন সহ অন্যান্য ভাতাও পাবেন । আশা কর্মীরা ভাতা হিসাবে যা যা পাবে তা নিম্নে বর্ণনা করা হলো।

সরকারি হাসপাতালে প্রত্যেক গর্ভবতী মহিলা সন্তান প্রসব করলে মাথা পিছু পাবেন ৩০০ টাকা করে।
পালস পোলিও প্রোগ্রামে অংশগ্রহণের জন্য প্রত্যেকদিনে ৭৫ টাকা করে পাবেন।
প্রত্যেক ১ বছরের শিশুকে ভ্যাকসিন প্রদান করা হলে পাবেন ১০০ টাকা।
প্রত্যেক ১ বছরের ঊর্ধ্বে ও ২ বছরের কম বয়সের শিশুকে ভ্যাকসিন প্রদান করা হলে পাবেন ৭৫ টাকা।
১.৫ বছর বয়সের প্রতি শিশুর ডিপিটি টিকা প্রদান করা হলে পাবেন ৭৫ টাকা।
৫ বছর বয়সের প্রতি শিশুর ডি টি ভ্যাকসিন প্রদান করা হলে পাবেন ৫০ টাকা।
প্রতিটি সার্ভেতে অংশগ্রহণের জন্য পাবেন ৩০০ টাকা।
প্রতি টিবির পেশেন্ট কে ওষুধ দেওয়ার জন্য পাবেন ১০০০ টাকা।

আশা-কর্মীরা ভল্যান্টিয়ার, বেতনভুক নন। এ ব্যাপারে কোনও দায়বদ্ধতা বা বাদ্ধবাধকতাও নেই সরকারের। বেশির ভাগ রাজ্যই এই পথে হাঁটে না। তাঁদের পারিশ্রমিক বিভিন্ন প্রকল্পের ইনসেন্টিভ থেকে আসে। সব মিলিয়ে বলা যেতে পারে ৬ থেকে ৮ হাজার টাকা প্রতি মাসে এক এক জন আশা-কর্মী পেয়ে থাকেন। এত কম অর্থে তো নুন আনতে পান্তা ফুরানো আটকানো যায় না, স্বাভাবিক জীবন চলে না। বলছিলেন এক আশা-কর্মী। সারা দিন কাজ করলেও সব কাজ শেষ হয় না। কোনও নির্দিষ্ট বেতন নেই, কোনও স্বাস্থ্যবিমা নেই। WHO সম্মান দিচ্ছে। সরকার বীরাঙ্গনা বলছে। কিন্তু সেই বীরাঙ্গনাদের ঠিক মতো আর্থিক সম্মান দেওয়া হচ্ছে না। এই হচ্ছে তাঁদের সমস্বর। তা ছাড়া, উঠেছে স্থায়ীকরণের দাবিও।

সরকারের নানা ধরনের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সাধারণের কাছে পৌঁছে দেওয়াই আশা-কর্মীদের কাজ। সেই কাজে তাঁদের প্রশিক্ষিত করে তোলা হয়। এঁরা স্বাস্থ্যকেন্দ্র, উপ-স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল এবং নানা স্বাস্থ্য সংক্রান্ত সুবিধাগুলি যাতে প্রান্তিক জনগোষ্ঠীগুলি পায়, সেই প্রক্রিয়ার অংশ। বলা যেতে পারে, স্বাস্থ্য-ব্যবস্থা এবং এই সব মানুষের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন এঁরা। স্বাস্থ্যকর্মীদের ভূমিকা কী হবে, তা প্রথম নির্দিষ্ট করা হয় ২০০৫-এ, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে। আশা কর্মী হিসেবে বিবাহিত, বিবাহবিচ্ছিন্ন এবং স্বামীহারা মহিলাদের প্রধানত নেওয়া হয়। বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছর। কোনও একটি অঞ্চলে কাজ করার জন্য সেইখানকার মহিলাদেরই নেওয়া হয় মূলত। তবে যোগাযোগের দক্ষতা এবং নেতৃত্বের ক্ষমতা রয়েছে, এবং অষ্টম শ্রেণি পাশ– নিযুক্তির মাপকাঠি রয়েছে এমন কয়েকটি।

পার্বত্য, আদিবাসী অঞ্চল অথবা অন্য স্বল্প জনঘনত্বের এলাকায় বসতি পিছু একজন করে আশা-কর্মী নিয়োগ, হাজার জনে একজন আশাকর্মী নিয়োগের লক্ষ্য। এখনও পর্যন্ত ১০.৪ লক্ষ আশা-কর্মী রয়েছেন সারা দেশে। বেশি জনঘনত্বের রাজ্য উত্তরপ্রদেশে ১.৬৩ লক্ষ, বিহারে ৮৯,৪৩৭, মধ্যপ্রদেশে ৭৭,৫৩১ জন আশা-কর্মী রয়েছেন। গোয়া হলো একমাত্র রাজ্য, যেখানে এমন কোনও ভল্যান্টিয়ার নেই।

ডাউনলোড (Download)

আশা কর্মী নিয়োগের সরকারী বিজ্ঞপ্তি : Click here to Download “Asha Recruitment 2023 Notification”

আবেদন করার ফর্ম : Click here to Download Asha Karmi Recruitment Application Form


এরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ পাতায়।

]]>
https://bengalinews365.com/asha-karmi-recruitment-2023/feed/ 0 1626
Job in LIC: চাকরি প্রার্থীদের জন্য সুখবর – এলআইসি তে প্রচুর চাকরি। শুধুমাত্র স্নাতক ডিগ্রি থাকলেই চাকরির বড় সুযোগ। https://bengalinews365.com/job-opening-lic-apprentice-development-officer/ https://bengalinews365.com/job-opening-lic-apprentice-development-officer/?noamp=mobile#respond Mon, 30 Jan 2023 08:24:10 +0000 https://bengalinews365.com/?p=1372 আপনি কি ভারতীয় জীবনবীমা নিগমে চাকরির স্বপ্ন দেখেন? তাহলে শীঘ্রই আসছে সুখবর। লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি তে বিভিন্ন জায়গায় অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার (Job in LIC as Apprentice Development Officer) পদে বহু কর্মী নিয়োগ করা হবে। জায়গাগুলি হল কলকাতা পূর্বাঞ্চল, পূর্ব মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল দক্ষিণ মধ্যাঞ্চল ইত্যাদি জায়গা, তাই ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন। আবেদনের খুঁটিনাটি জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

এলআইসি তে অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরির জন্য নিয়োগ - Recruitment for Job in LIC as Apprentice Development Officer
এলআইসি তে অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরির জন্য নিয়োগ – Recruitment for Job in LIC as Apprentice Development Officer

আবেদনকারীর বয়সসীমা (Age limit of the job applicant)

শূন্য পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১লা জানুয়ারি ২০২৩ সালের হিসাব অনুযায়ী ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর।

যথাযথ যোগ্যতা (Eligibility)

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অবশ্যই হতে হবে যে কোন শাখার স্নাতক। এমনকি জীবনবীমার এজেন্টরা (LIC Agents) বা কর্মরতরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ (Vacancy)

এই চাকরির জন্য মোট শূন্য পদ হলো ৯ হাজার ৩৯৪।

আবেদন করার শেষ দিন (Last date to apply)

যোগ্য আবেদন প্রার্থীরা আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে আবেদন করবেন।

আবেদন করার সঠিক পদ্ধতি (How to apply for the job in LIC)

যেসব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের www.licindia.in/career.htm এই ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। অথবা মূল ওয়েবসাইট www.licindia.in এ গিয়েও প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারেন।

আবেদন করার ফি (Job application fee)

এই চাকরিতে আবেদন করার জন্য সাধারণ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৭৫০ টাকা ফি হিসাবে ব্যাঙ্কে জমা দিতে হবে। আর তপশিলি ও উপজাতি প্রার্থীদের মাত্র ১০০ টাকা ফি হিসেবে জমা দিতে হবে।

প্রার্থী বাছাই করার পদ্ধতি

এলআইসিতে অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার (Job in LIC as Apprentice Development Officer) পদে প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হবে। আগামী ১২ই মার্চ এই পরীক্ষা নেওয়া হবে অনলাইন মাধ্যমে। যেসব প্রার্থীরা আগ্রহী তারা অবশ্যই ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে আবেদন করে ফেলুন।


এই সংক্রান্ত আরো খবর পেতে চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজগুলিতে।

]]>
https://bengalinews365.com/job-opening-lic-apprentice-development-officer/feed/ 0 1372
Karmai Dharma Scheme: পশ্চিমবঙ্গে যুবক যুবতীদের সরকার দিচ্ছে বিনামূল্যে বাইক, স্কুটি https://bengalinews365.com/how-to-apply-karmai-dharma-scheme/ https://bengalinews365.com/how-to-apply-karmai-dharma-scheme/?noamp=mobile#respond Tue, 17 Jan 2023 15:43:28 +0000 https://bengalinews365.com/?p=1138 নতুন বছরে 2023-এ নতুন চমক পশ্চিমবঙ্গ সরকারের। দুই লাখ বেকার যুবক-যুবতীদের জন্য সরকার থেকে আনা হচ্ছে নতুন স্কিম; কর্মই ধর্ম (Karmai Dharma Scheme)। বেকারদের জীবনে আশার আলো সঞ্চার করার জন্য ও মুখে হাসি ফোটানোর জন্যই এই নতুন উদ্যোগ। সরকারের পক্ষ থেকে আপনিও পেতে পারেন বিনামূল্যে বাইক অথবা স্কুটি (Free motorcycle or scooter)। তাই এই নতুন স্কিমটি পেতে চটজলদি আবেদন করুন।

কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme) - আপনিও পেতে পারেন বিনামূল্যে বাইক অথবা স্কুটি (Free motorcycle or scooter)
কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme) – আপনিও পেতে পারেন বিনামূল্যে বাইক অথবা স্কুটি (Free motorcycle or scooter)

বেকারত্বই বড় সমস্যা

দেশ তথা রাজ্যে বেকারত্বের হার ক্রমশই বৃদ্ধিমান। কর্মক্ষেত্রের পরিস্থিতি দিনকে দিন খারাপের থেকে আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। শুধুমাত্র সরকারি নয় বেসরকারি ক্ষেত্রেও কাজের অবস্থা খুবই সংকুচিত। প্রতিবছর লাখ লাখ ছেলেমেয়েরা নিজেদের পড়াশোনা শেষ করে নতুন কাজের জন্য উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু ফলাফল খারাপ ছাড়া ভালো কখনোই হয় না। সরকারি চাকরির পরিবর্তে যখন তারা সামান্য মাইনার বেসরকারি চাকরি করে, তখন সংসার চালানো সত্যি বড় দুর্বিষহ হয়ে ওঠে। বহু বেসরকারি সংস্থাও কর্মচারীদের ঠিকমতো মাইনে দিতে পারে না। তাই এই মুহূর্তে সমাজের সবথেকে বড় সমস্যা হল বেকারত্ব।

যুবক যুবতীদের সঠিক কাজের সন্ধান

দেশ তথা রাজ্যের বেকারত্ব তখনই দূর হতে পারবে যখন প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে তাদের মন মতো ও পর্যাপ্ত মাইনের কাজ থাকবে। তাই সমাজের সার্বিক উন্নয়নের জন্য বেকারত্ব দূর করা অতি আবশ্যক। “কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme)” পশ্চিমবঙ্গ সরকারের একটি অভিনব উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে বহু বেকার যুবক ও যুবতীরা কর্মমুখী উদ্যোগ নিতে সক্ষম হবে। যেসব যুবক-যুবতীরা পর্যাপ্ত কাজের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুন্দর প্রকল্পটি নিয়ে এসেছেন। বিস্তারিত জেনে নেওয়া যাক এই কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme) টি সম্পর্কে।

কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme) এর উদ্দেশ্য

মানুষ বর্তমানে কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য হয় এবং তার জন্য প্রয়োজন একটি বাহন। মানুষের সুবিধার কথা মাথায় রেখে মাননীয়া মুখ্যমন্ত্রীর এই নতুন প্রকল্প। পরিবহনের সবথেকে ভালো মাধ্যম হলো মটোরবাইক বা স্কুটার (motorcycle or scooter)। এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াতাড়ি যেতে প্রয়োজন একটি মোটরবাইক। মোটরবাইক শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য নয় কর্মক্ষেত্র এ অতি প্রয়োজনীয় একটি বস্তু। বহু যুবক যুবতী এর মাধ্যমে উপার্জন করছেন।তাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২ লাখ যুবক যুবতীদের মোটরবাইক বা স্কুটার দেওয়ার উদ্যোগ নিয়েছে।

কি কাজ করা যেতে পারে?

মোটরসাইকেল বা স্কুটারের মাধ্যমে বর্তমানে বহু কাজ করা যেতে পারে। বিভিন্ন সংস্থার ডেলিভারির কাজে, ফুড ডেলিভারি সংস্থায়, ই-কমার্স প্লাটফর্মে, বিভিন্ন দোকানে জিনিসপত্র আদান-প্রদানের জন্য মোটরসাইকেল একটি প্রয়োজনীয় কাজের মাধ্যম। তাই বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্প এনে পশ্চিমবঙ্গ সরকার তাদের আর্থিক সহায়তা করতে চায়। কর্মই ধর্ম প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা যুবক যুবতীরা পাবে, তা দিয়ে মোটরসাইকেল অথবা স্কুটার (motorcycle or scooter) কিনে তারা কাজের সন্ধান করতে পারবে অথবা কাজের জায়গায় পৌঁছাতে পারবে খুব তাড়াতাড়ি।

হোম ডেলিভারি অথবা ফুড ডেলিভারি সংস্থার সাথে যে সমস্ত যুবক যুবতীরা জড়িত তাদের পক্ষে মোটরসাইকেল খুবই প্রয়োজনীয়। সরকারের এই সুন্দর প্রকল্পের মাধ্যমে সত্যি তারা লাভবান হবে। নিঃসন্দেহে বলা যায় কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme) বেকারত্ব কমানোর ক্ষেত্রে একটি সফল প্রচেষ্টা। এর মাধ্যমে যুবক যুবতীরা কর্মমুখী হয়ে উঠবে।

কারা পাবে এই সুবিধা?

পশ্চিমবঙ্গের অধিবাসী এমন সমস্ত বেকার যুবক-যুবতীরাই কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme) এর আওতায় আসতে পারে। বর্তমানে যে সমস্ত যুবক যুবতীরা এই সংক্রান্ত কোন কাজের সঙ্গে যুক্ত আছেন অথবা কোন কাজ করছেন তাদের জন্য এই প্রকল্পটি বিশেষভাবে সুবিধাজনক। পশ্চিমবঙ্গের প্রায় ২ লাখ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতার মধ্যে পড়বে।

যোগ্য আবেদনকারী (Eligibility)

যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস আবশ্যক। ব্যক্তিকে অবশ্যই কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, যার জন্য প্রয়োজন এই মোটরসাইকেলটি। অথবা বেকার যুবক যুবতীদের কাছে কাজের সন্ধানের জন্যও এই মোটরসাইকেল অথবা স্কুটার কার্যকরী হতে পারে।

আবেদন করার পদ্ধতি (How to apply)

গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের ক্ষেত্রে আবেদন করার পদ্ধতি সম্পূর্ণ পৃথক। যারা গ্রামে বাস করেন প্রদান করার জন্য নির্দিষ্ট পঞ্চায়েত অফিস এবং যারা শহরে বাস করেন তারা এই প্রকল্পের আবেদন করার জন্য নির্দিষ্ট পৌরসভায় যোগাযোগ করতে পারেন। গ্রামাঞ্চলের অধিবাসীরা পঞ্চায়েত অফিস থেকে আবেদন করার ফর্ম ফিলাপ করবেন এবং অবশ্যই সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট। একই রকম ভাবে শহরাঞ্চলের অধিবাসীরা নির্দিষ্ট পৌরসভা থেকে ফর্মটি কালেক্ট করেবেন এবং সাথে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট দেবেন।

তবে সরকারিভাবে এখনো সার্কুলার আসেনি সব জায়গাতে। তাই আবেদন করার আগে অবশ্যই জেনে নিতে হবে যে ফর্মটি পাওয়া যাচ্ছে কিনা। সরকার থেকে এই প্রকল্প সম্পর্কে ঘোষণা করা হয়েছে সত্য কিন্তু যেহেতু সব জায়গায় সার্কুলার জারি করা হয়নি তাই আবেদন করার ওয়েবসাইট ফলো করুন। ওয়েবসাইট থেকে বিস্তারিত খবর পাওয়া যাবে। তবে শীঘ্রই কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme) সব জায়গায় চালু হবার সম্ভাবনা আছে।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents required)

কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme) এর জন্য আবেদন করতে গেলে অবশ্যই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, আবেদন পত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আবেদনকারী দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, এছাড়া অন্যান্য কোন ডকুমেন্টস প্রয়োজন হলে সাথে রাখতে হবে।


অফিসিয়াল ওয়েবসাইট / Official website -> https://wb.gov.in/

আরো প্রয়োজনীয় খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/how-to-apply-karmai-dharma-scheme/feed/ 0 1138
West Bengal Judicial Service Exam : পশ্চিমবঙ্গ বিচার বিভাগে একাধিক শূন্য পদে হবে নিয়োগ! বের হলো চাকরির বিজ্ঞপ্তি https://bengalinews365.com/west-bengal-judicial-service-exam-2023/ https://bengalinews365.com/west-bengal-judicial-service-exam-2023/?noamp=mobile#respond Fri, 13 Jan 2023 08:09:06 +0000 https://bengalinews365.com/?p=1046 সম্প্রতি পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার (West Bengal Judicial Service Exam) মাধ্যমে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন দ্বারা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। কিভাবে এই শূন্য পদে আবেদন করতে হবে? আর কারাই বা আবেদন করতে পারবেন? সেই সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

West Bengal Judicial Service Exam : পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ
West Bengal Judicial Service Exam : পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ

পদ:

সিভিল জাজ জুনিয়র ডিভিশন

West Bengal Judicial Service Exam এর জন্যে আবেদন করার পদ্ধতি:

১) রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ( www.wbpsc.gov.in) থেকে কেবলমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে।
২) ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। আর তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন করার পর আবেদনপত্র পূরণ করার জন্য লগইন করতে হবে। আর তারপর সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন পত্রটিকে ফিল আপ করে দিতে হবে।
৪) সবশেষে আবেদন ফি জমা দিতে হবে। এবং তার পর আবেদন পত্রটিকে সাবমিট করে দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

১) রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত যে কোন ইউনিভার্সিটি অথবা যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ল’ পাস করতে হবে।

২) দেশের যেকোনো কেন্দ্রশাসিত অথবা রাজ্য শাসিত অঞ্চলের বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে নিজের নাম নথিভুক্ত করা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি:

পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার (West Bengal Judicial Service Exam) মাধ্যমে এই পদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পরীক্ষাগুলি হল প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট।

আবেদন ফি:

আবেদন করার জন্য আবেদনকারীকে ২১০ টাকা ফি হিসেবে জমা করতে হবে। তবে তিনি যদি এসসি, এসটি অথবা পিডব্লিউডি শ্রেণীভুক্ত হন তাহলে তার কোনরকম ফি জমা দেবার দরকার নেই।

আবেদন করার তারিখ:

এই পদের জন্য অনলাইন মাধ্যমে আবেদন শুরু হচ্ছে ১০.০১.২০২৩। আর আবেদন করার শেষ তারিখ হল ৩১.০১.২০২৩।

বয়সসীমা:

এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩৫ বছরের মধ্যে । আর বয়সের হিসাব করতে হবে ৩০ ডিসেম্বর ২০২২ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে ৫ এবং ৩ বছরের ছাড় পাবেন।

বেতন:

মাসিক বেতন ২৭ হাজার ৭০০ টাকা থেকে ৪৪ হাজার ৭৭০ টাকা পর্যন্ত।

মোট শূন্য পদ:

এই বিভাগের মোট শূন্যপদ ২৯ টি।

তাহলে আর দেরি কিসের? আপনি যদি উপযুক্ত প্রার্থী হয়ে থাকেন এই চাকরির জন্য তাহলে অতি সত্বর আবেদন করে ফেলুন।

এরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/west-bengal-judicial-service-exam-2023/feed/ 0 1046
Recruitment: রাজ্যে নতুন চাকরির খবর! গ্রুপ সি, ডি, সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ড, কি যোগ্যতা লাগবে আর কিভাবেই বা আবেদন করতে পারবেন? https://bengalinews365.com/west-bengal-group-d-recruitment-school-night-guard/ https://bengalinews365.com/west-bengal-group-d-recruitment-school-night-guard/?noamp=mobile#respond Tue, 10 Jan 2023 16:29:04 +0000 https://bengalinews365.com/?p=1012 সারা রাজ্য জুড়ে এবার সুখবর। শোনা গেল, রাজ্যে নতুন চাকরির (Recruitment) খবর। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে বাংলা মিডিয়াম স্কুল, গ্রুপ সি গ্রুপ ডি সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ডের চাকরির কথা প্রকাশিত হয়।

West Bengal job recruitment

রাজ্যের একটি জেলার বিভিন্ন ব্লকের বাংলা মিডিয়াম স্কুল ও ইংলিশ মিডিয়াম স্কুল গুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরি পেতে গেলে কি কি যোগ্যতা লাগবে? শোনা যায়, সরাসরি ইন্টারভিউ নিয়ে এই চাকরিতে কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে?

পদের নাম (Recruitment)

নাইট গার্ড ও সিকিউরিটি গার্ড

ইন্টারভিউ তারিখ

২০২৩ সালে ১৬ এবং ১৭ তারিখ।

যোগ্যতা

চাকরিপ্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্য পদ

৫ টি

নিয়োগ স্থান

ঝাড়্গ্রাম জেলার নানান ব্লক ভিত্তিক বাংলা এবং ইংলিশ মিডিয়াম স্কুল।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের আর আলাদা করে কোন আবেদন করতে হবে না একেবারে ইন্টারভিউয়ের দিন নিজের সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলেই হবে।

ইন্টারভিউ স্থান

বিবেকানন্দ মিটিং হল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, ঝাড়গ্রাম।

পদের নাম

গ্রুপ সি

যোগ্যতা

চাকরিপ্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্য পদ

৭ টি

পদের নাম

গ্রুপ ডি

যোগ্যতা

চাকরিপ্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্যপদ

৮ টি

এই রকম আরো চাকরির খবর পড়তে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/west-bengal-group-d-recruitment-school-night-guard/feed/ 0 1012
কেন্দ্রীয় সরকারি চাকরিতে টেকনিসিয়ান, ক্লার্ক ও গ্রুপ সি এর শূণ্য পদে কর্মী নিয়োগ, শীঘ্র আবেদন করুন https://bengalinews365.com/central-government-job-2022-23-group-c/ https://bengalinews365.com/central-government-job-2022-23-group-c/?noamp=mobile#respond Fri, 16 Dec 2022 16:10:55 +0000 https://bengalinews365.com/?p=533 যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্যে শীঘ্রই শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের অধীনে ক্লার্ক ও গ্রুপ সি শূণ্য পদে কর্মী নিয়োগ। সরকারের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এ ক্লার্ক, স্টোর কিপার, ড্রাইভার, মাল্টিটাস্কিং স্টাফ ও ফরেস্ট গার্ডসহ বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের নাগরিক হলেই আবেদন করা যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

সরকারি চাকরির সংবাদ - Government job news
সরকারি চাকরির সংবাদ

পদের নাম: Multi Tasking Staff (MTS)

মোট শূণ্য পদ- ২২ টি।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম: Lower Division Clerk/ Forest Guard/ Driver

মোট শূণ্য পদ- ১১ টি। (Lower Division Clerk-5, Forest Gaurd-2, Drive-4)
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম: Steno Grade-II

মোট শূণ্য পদ- ১ টি।
বেতন- পে লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম: Store Keeper

মোট শূণ্য পদ– ২ টি।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- উভয় প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: Technician (Lab Research/ Field)

মোট শূণ্য পদ- ২৩ টি।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: Technician (Maintenance)

মোট শূণ্য পদ- ৬ টি।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: Technical Assistant (Para Medical)

মোট শূণ্য পদ- ৭ টি।
বেতন- পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করার পদ্ধতি:

যেসব প্রার্থীরা এই শুন্য পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক, তারা এই কেন্দ্রীয় সরকারি চাকরির জন্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় ইচ্ছুক পদপ্রার্থীর বৈধ ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মোবাইল নাম্বার সহ সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন করার শুরু ও শেষ তারিখ:

২০ শে ডিসেম্বর, ২০২২ থেকে ১৯ শে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

নিয়োগ করার পদ্ধতি:

প্রার্থীদের Computer Based Exams -(Stage-I), Descriptive Paper-(Stage-II) and Skill/Trade Test (Stage-III) -এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরির নোটিশ পড়ুন -> https://fri.icfre.gov.in/wp-content/uploads/2022/12/Short-Advertisement-notice.pdf

এই রকম আরো সরকারি চাকরির খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/central-government-job-2022-23-group-c/feed/ 0 533