Weather – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Fri, 15 Sep 2023 17:16:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Weather – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Libya floods: বিধ্বস্ত লিবিয়া, বন্যায় মৃতের সংখ্যা ৫৩০০, নিখোঁজ ১০ হাজার https://bengalinews365.com/libya-floods-causes-massive-destruction/ https://bengalinews365.com/libya-floods-causes-massive-destruction/?noamp=mobile#respond Fri, 15 Sep 2023 17:16:01 +0000 https://bengalinews365.com/?p=4562 Libya floods: ১৩ ই সেপ্টেম্বর লিবিয়ায় ঘটে গেছে এক ভয়াবহ বন্যা। ভারী বৃষ্টিতে দুটি বাঁধ ভেঙে বন্যার জল ছড়িয়ে পড়ে পুরো দেশে। জানা গিয়েছে বন্যায় লিবিয়ার দেরনা নামে এক শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনও অবধি ৭০০ মৃতদেহকে সমাহিত করা হয়েছে। তবে সারা দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩০০ ওপরে এবং নিখোঁজ ১০ হাজারেরও বেশি মানুষ। ইতিমধ্যে উদ্ধারকার্য শুরু হয়ে গেছে। তবে সত্যি কথা বলতে গেলে বেশ কিছু শহর বন্যার জলে পুরোই ভেসে গেছে। সময় যত এগোচ্ছে মৃতের সংখ্যা আরও বেড়েই যাচ্ছে ।

লিবিয়ায় বন্যার কারণ /Reason behind Libya floods

ঘটনাটি ঘটেছে আফ্রিকার লিবিয়া নামক দেশে। ‘ড্যানিয়েল’ নামে এক শক্তিশালী ঘূর্ণিঝড় লিবিয়ার ওপর আছড়ে পড়ে। ভারী বৃষ্টিপাতের ফলে দুটি বাঁধ ভেঙে সারা জায়গায় জল ঢুকে যায়। ফলে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। চোখের পলকে একের পর এক শহর জলে ভেসে যাচ্ছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুল জলিল জানিয়েছেন, ‘পরিস্থিতি ভয়াবহ’।

শহরের বিভিন্ন হাসপাতালে মৃতদেহ পড়ে রয়েছে। দেরনা নামক শহরেই নাকি মৃত্যুর সংখ্যা ২৩০০। অনুমান করা যাচ্ছে, দেরনায় অনেক মৃতদেহ এখনও ধ্বংস স্তুপের নীচে পড়ে আছে কিংবা সাগরে ভেসে গেছে। সরকারের পক্ষ থেকে অনুমান শুধুমাত্র দেরনাতেই মৃতের সংখ্যা ৬০০০ ছাড়াতে পারে।

Libya floods causes massive destruction / লিবিয়ায় বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে
Libya floods causes massive destruction / লিবিয়ায় বন্যা ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে

বর্তমান পরিস্থিতি

সূত্র মারফৎ খবর, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। উদ্ধার কার্যের কাজ যতই এগচ্ছে মৃতের সংখ্যা ততই বেড়ে চলেছে। প্রধানমন্ত্রী ওসামা হামাদ বলেছেন, “দুটি বাঁধ ভেঙে যাওয়ায় নিখোঁজদের অনেকেই ভেসে গেছে এবং তাদের বেশিরভাগের বেঁচে থাকা সম্ভবনা কম।” বসতিহীন হাজার হাজার পরিবার লিবিয়া সরকারকে তাদের পরিস্থিতির কথা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত একাধিক শহর

ক্ষতিগ্রস্ত তালিকায় দেরনা ছাড়াও যে বাকি শহরগুলি রয়েছে তা হল বেনগাজি, সুসা, মারজ এবং শাহাত। তবে সব থেকে বেশি ক্ষতি গ্রস্থ হয়েছে বেনগাজি ও দেরনা শহর। লিবিয়াতে বন্যায় (Libya floods) ক্ষতিগ্রস্থরা পূর্ব লিবিয়ার বেশ কিছু স্কুল ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপডেট পাওয়া যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ১০০০০ মানুষকে নিখোঁজ বলে ঘোষনা করলেও অনুমান করা হচ্ছে কমপক্ষে ৪০০০০ মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন -> Baba Vanga: পৃথিবীর ভয়ংকর পরিস্থিতি, বাবা ভাঙ্গা-এর ভবিষ্যৎবাণী

ত্রাণ

বর্তমানে সবাইকে সেফ জোনে নিয়ে যাওয়া হচ্ছে। যতটা সম্ভব ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। পাশ্ববর্তী দেশগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে মিশর, তুরস্ক, সংযুক্ত আরব আমীরশাহি, জারমানি, ফ্রান্স, ইতালি সহ বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ত্রাণ পাঠানো হয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের তরফ থেকেও।

চীনের সাথে সাদৃশ্যতা

লিবিয়ার বন্যার (Libya floods) মতই অতীতে ভয়াবহ বন্যার শিকার হয়েছে চীনও। ভারী বর্ষনের ফলে চীনের দক্ষিনাঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। চীনের ভাষায় এই ঝড়ের নাম ছিল ‘হাইকুই’। এই ঝড়ের ফলে ১৩৬০ জন আটকা পড়েছিল এবং ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জনেরও বেশি। অন্যদিকে, চীনের গুয়াংডংয়ের মাওমিং শহরে একটি খামার থেকে ৭০ টি কুমির বের হওয়ার ফলে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রবল বর্ষনের ফলেই এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


এই ধরনের আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/libya-floods-causes-massive-destruction/feed/ 0 4562
Cyclone Mocha: ঘূর্ণিঝড় ‘মোচা’ না ‘মোখা’? উচ্চারণ নিয়ে বিভ্রান্তি চরমে https://bengalinews365.com/cyclone-mocha-how-was-it-named/ https://bengalinews365.com/cyclone-mocha-how-was-it-named/?noamp=mobile#respond Fri, 05 May 2023 15:42:58 +0000 https://bengalinews365.com/?p=3117 আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় Cyclone Mocha। জেনে নিন এর সমস্ত খুঁটিনাটি এবং এই নামের প্রকৃত বিবরণ এবং সঠিক উচ্চারণ।

মে জুন মাস বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল গুলির জন্য বেশ আতঙ্কের। বঙ্গোপসাগরীয় উপকূলীয় অঞ্চল গুলিতে বছরের এই সময়ে প্রচন্ড গরম পড়ে। যার ফলে স্থলভাগের বাতাস গরম হয়ে উপরে উঠে শূন্যতা সৃষ্টি করে। সেই শূন্যতা পূরণ করার জন্য সমুদ্রের উপর থেকে ঠান্ডা বাতাস ছুটে আসে স্থলভাগ গুলির দিকে। যার ফলে একটি নিম্নচাপ তৈরি হয় সমুদ্রের বুকে। সময়ের সাথে সাথে সেই নিম্নচাপ পরিবর্তিত হয় ঘূর্ণিঝড়ে। বেশিরভাগ সময়ই এই ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর পূর্বমুখে ধাবিত হয়ে ছুটে আসে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা বাংলাদেশ লাগোয়া মায়ানমার উপকূলে এবং সেই সাথে প্রবল ধ্বংসলীলা চালায় ওই অঞ্চল গুলিতে।

Cyclone Mocha এর কেন্দ্রস্থল

এ বছরেও বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নিম্নচাপ আবহাওয়াবিদদের ধারণা তা কিছুদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। শেষে তা চট্টগ্রাম ও মায়ানমার উপকূলের কাছাকাছি স্থলভূমিতে গিয়ে আঘাত করবে। তবে এই ঘূর্ণিঝড়ের ফলাফল নিয়ে মানুষ যেমন চিন্তিত ঠিক তেমনি এর নাম নিয়ে তৈরি হয়েছে এক বিভ্রাট। ইংরেজিতে এই ঘূর্ণিঝড়ের নামের বানান হলো “Mocha”। আর বিভ্রান্তির সূত্র কত ঠিক এই জায়গাতেই।

Cyclone Mocha আছড়ে পড়তে চলেছে।
Cyclone Mocha আছড়ে পড়তে চলেছে।

Cyclone Mocha – ঘূর্ণিঝড়ের নামকরণ

মূলত বঙ্গোপসাগর এবং আরব সাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড় গুলির নাম দিয়ে থাকে এই দুই সাগরের তীরবর্তী ১৩ টি দেশকে নিয়ে তৈরি হওয়া একটি সংস্থা। যার নাম WMO/ESCAP (World Meteorological Organization/ Economic and Social Commission for Asia-Pacific)। এদের সদস্য দেশগুলি হলো ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইরান, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং ইয়েমেন। এই দেশগুলি আগে থেকেই নিজেদের ভাষা এবং সংস্কৃতি অনুযায়ী আগাম ঝড়গুলির নামের একটি প্যানেল তৈরি করে রেখেছে। নতুন করে কোন ঝড় এলে সেই প্যানেল থেকে পরপর তাদের নামকরণ করা হয়। এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ইয়েমেনের তরফ থেকে।

Cyclone Mocha – নামের উচ্চারণ নিয়ে বিভ্রান্তি

এই ঝড়ের নামের আক্ষরিক উচ্চারণ করলে তা বাংলাতে আদতে কি দাঁড়ায় তাই নিয়েই জনমানসে তৈরি হয়েছে বিভ্রান্তি। এই ঝড়ের নাম মোচা নাকি মোকা? এই নিয়ে বিভ্রাট তৈরি হয়েছে। আসলে এই নামের উচ্চারণ সঠিকভাবে বুঝতে গেলে নজর দিতে হবে এর নামকরণকারী দেশ ইয়েমেনের দিকে। রেড সী এর তীরে ইয়েমেনের একটি বন্দর শহর রয়েছে যার নাম “মোখা”। ইংরেজিতে এর বানান Mokha, Mukha বা Mocha। আরবিতে একে “আল-মোখা” বলেও ডাকা হয়।

নামকরণের উৎস

ইয়েমেন এই ঝড়ের নাম এই বন্দরের নাম অনুযায়ী দিয়েছে। সারা পৃথিবীতে কফি রপ্তানিতে ইয়েমেন একটি বিশেষ ভূমিকা পালন করে এবং ইয়েমেনের দ্বারা রপ্তানিকৃত কফির সিংহভাগই এই আল-মোখা বন্দর দ্বারাই হয়ে থাকে। তাই ইংরেজিতে বানান যাই হোক না কেন এই ঝড় কে মোচা বলে ডাকা হবে নাকি মোখা বলা হবে তা জলেন মতো পরিষ্কার। তবে Cyclone Mocha এর গতিবিধি মোটেই পরিষ্কার নয়। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন আবহাওয়া সংস্থা তাদের পূর্বভাষে জানিয়েছে আগামী ১৪ই মে মোখা (Cyclone Mocha) বাংলাদেশ ও মায়ানমার উপকূলে আছড়ে পড়বে। কিছু সংবাদ মাধ্যম এমন ভাবেও সংবাদ করতে শুরু করেছে যে এই ঝড়ের গতিবেগ ১৮০ থেকে ২৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে।

ঘূর্ণিঝড় নিয়ে তৈরি হওয়া আতঙ্ক

স্বভাবতই এমন সব খবরের ফলে ঘর পোড়া গরুর মত মানুষের মনে ভীতির সঞ্চার হতে শুরু করেছে। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় তৈরিই হয়নি। বঙ্গোপসাগরের বুকে সবেমাত্র নিম্নচাপটি তৈরি হয়েছে। তাই অযথা ভয় না পেয়ে আবহাওয়ার পূর্বাভাসের প্রতি খেয়াল রাখা জরুরী। তবে ওড়িশা বা পশ্চিমবঙ্গের তরফ থেকে এই ঝড় মোকাবিলা করার প্রস্তুতি তুঙ্গে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

আলিপুর আবাওয়া দপ্তরের আপডেট

আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন Cyclone Mocha ঘূর্ণিঝড়টি এখনো তৈরি হয়নি সবেমাত্র নিম্নচাপ তৈরি হয়েছে। তাই এখনই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে কিংবা তার গতিবেগ কত হবে সেটি বলা খুবই মুশকিল। ঘূর্ণিঝড়টি তৈরি হলে শীঘ্রই তার ল্যান্ড ফল সম্পর্কে আপডেট দিয়ে দেওয়া হবে।


বঙ্গোপসাগরে সাইক্লোন বা ঘূর্ণিঝড় সম্বন্ধে আরো জানতে পড়ুন এই উইকিপিডিয়ার পাতাটি পড়ুন

এইরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/cyclone-mocha-how-was-it-named/feed/ 0 3117
Weather Forecast : সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত আসতে চলেছে বঙ্গে, সেই সাথে থাকবে গাঢ় কুয়াশার প্রকোপ https://bengalinews365.com/weather-forecast-2-january-2023/ https://bengalinews365.com/weather-forecast-2-january-2023/?noamp=mobile#respond Mon, 02 Jan 2023 08:22:08 +0000 https://bengalinews365.com/?p=883 গত কয়েকদিন ধরে অল্প করে তাপ মাত্রা বাড়ার পর আজ আবারও নীচে নামলো তাপমাত্রার পারদ। আগামী দুই দিন আবহাওয়া (Weather) একই রকম থাকলেও চলতি সপ্তাহের শেষ ভাগে জাঁকিয়ে ঠান্ডা ফিরতে চলেছে বঙ্গে। তবে শীত ফেরার পাশাপাশি আগামী কয়েকদিন গোটা বাংলা জুড়ে চলবে কুয়াশার দাপট।

কলকাতার তাপমাত্রা (Temperature in Kolkata)

গত কালের থেকে কলকাতার তাপমাত্রা (temperature) বেশ খানিকটা নেমে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে যদিও তা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা কমলেও সেই সাথে বেড়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

Today's Weather - Kolkata
কলকাতায় আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া (Today’s Weather)

সর্বোচ্চ তাপমাত্রা: ২৫.২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা: ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ: ৯০ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমান: ৬৫ শতাংশ
বৃষ্টিপাতের সম্ভাবনা: নেই
হওয়ার গতিবেগ: ১.৮ কিমি/ ঘন্টা
সূর্যোদয় সকাল: ৬ টা ১৭ মি
সূর্যাস্ত সন্ধ্যা: ৫ টা ০৪ মি

দক্ষিণ বঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather) আগামী তিন দিন পুরোপুরি শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শহরে সকালের দিকে গাঢ় কুয়াশার প্রকোপ দেখা যাবে। তবে জেলায় জেলায়ও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকবে। গাড়ির চালকদের সাবধানে গাড়ি চালাতে বলা হচ্ছে। কুয়াশার কারণে সকালের দিকে আকাশ মেঘলা থাকবে ও রাতে শিশির পড়বে। তবে বেলা বাড়তেই রোদ উঠবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী তিন দিন ১৭ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলা গুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বাদ বাকি সমতলের জেলাগুলি শুষ্কই থাকবে। সেই সাথে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে উত্তরের পার্বত্য জেলাগুলিতে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলা গুলিতেও হালকা থেকে থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে। কুয়াশার কারণে গণপরিবহনের ক্ষেত্রে বেশ সমস্যার সৃষ্টি হতে পারে। সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়লে রৌদ্রোকরোজ্জ্বল আবহাওয়া (Weather) দেখা দেবে। উত্তর বঙ্গের তাপমাত্রা আগামী তিন দিন ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙের তাপমাত্রা আরো কম থাকবে।

আগামীকালের আবহাওয়া (Weather Forecast)

আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আগামী দুই তিন দিন আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। তবে বঙ্গে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সব বাঁধা দূর হয়ে যাওয়াতে আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে। সেই সাথে গোটা বাংলা জুড়ে জাঁকিয়ে নামবে ঠান্ডা। এই সপ্তাহের শেষে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। তার সাথে দক্ষিনবঙ্গের অন্যান্য জেলার তাপ মাত্রা আরো নীচে নামবে এবং উত্তরবঙ্গে হিহি করা ঠান্ডা নামতে পারে।

এরকম আরো আবহাওয়ার আপডেট (Weather Forecast ) পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/weather-forecast-2-january-2023/feed/ 0 883
Today’s Temperature : তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ বাংলা জুড়ে, কেমন থাকবে আগামী দিন গুলি? https://bengalinews365.com/todays-temperature-1-jan-2023/ https://bengalinews365.com/todays-temperature-1-jan-2023/?noamp=mobile#respond Sun, 01 Jan 2023 07:17:46 +0000 https://bengalinews365.com/?p=841 আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী বছরের প্রথম দিনেই বাড়লো তাপমাত্রা (Temperature)। সেই সাথে রাজ্য জুড়ে দাপট দেখা গেল কুয়াশার। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়েছে। তাপমাত্রা বাড়লেও একটা শীতের আমেজ বজায় ছিল গোটা দিন জুড়ে, এবং আগামী দুদিনও এমন শীত শীত আমেজ থাকবে গোটা বাংলায়।

Kolkata temperature in cold weather
কলকাতার আবহাওয়া

কলকাতার তাপমাত্রা (Temperature)

গতদিনের তুলনায় প্রায় ৩ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার উত্থান হয়েছে। গতদিন সকালে যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি। অপরদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) গতদিনের তুলনায় ১ ডিগ্রিরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।

কলকাতার আবহাওয়া

সর্বোচ্চ তাপমাত্রা: ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা: ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ: ৯১ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমান: ৪২ শতাংশ
বৃষ্টিপাতের সম্ভাবনা: নেই
হওয়ার গতিবেগ: ৯.৬ কিমি/ ঘন্টা
সূর্যোদয়: সকাল ৬ টা ১৬ মি
সূর্যাস্ত: সন্ধ্যা ৫ টা ০২ মি

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে একমাত্র দার্জিলিং জেলায় আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে গোটা উত্তরবঙ্গ জুড়েই ঘন কুয়াশার প্রকোপ দেখা দেবে আগামী দুই তিন দিন কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসবে বলেও জানানো হয়েছে তাপমাত্রা (Temperature) মোটের উপর ১০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে কুয়াশার প্রকল্প কত ঘন দেখা যাবে না দক্ষিণবঙ্গে দক্ষিণ বঙ্গ আগামী ২ থেকে ৩ দিন শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বেলা বাড়তেই ঝর্ম নিয়ে রোড দেখা যাবে। তবে দুদিন পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা (Temperature) বাড়তে শুরু করবে। তুলনামূলকভাবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকবে এখানে তাপমাত্রা ১২ থেকে ২৪ ডিগ্রির সেলসিয়াসের মধ্যে থাকবে

আগামীকালের পূর্বাভাস

আগামী কাল আবহাওয়া মোটের উপর আজকের মতই থাকবে তবে তাপমাত্রা (Temperature) সামান্য বৃদ্ধি পেতে পারে বৃষ্টির কোন পূর্বাভাস দেওয়া হয়নি তবে সকালের দিকে কুয়াশা এবং রাতে প্রচুর পরিমাণে শিশির পড়তে পারে আকাশ ঝলমলে থাকবে এবং মেঘমুক্ত থাকবে।

এই রকম আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/todays-temperature-1-jan-2023/feed/ 0 841
Today’s Temperature : বছরের শেষে এসেও বাড়লো তাপমাত্রা, জানুয়ারিও কি উষ্ণ কাটবে? জেনে নিন আবহাওয়ার হাল হকিকৎ https://bengalinews365.com/high-winter-temperature-at-the-last-day-of-2022/ https://bengalinews365.com/high-winter-temperature-at-the-last-day-of-2022/?noamp=mobile#respond Sat, 31 Dec 2022 07:44:39 +0000 https://bengalinews365.com/?p=835 বছরের শেষ দিনে এসেও উধাও গা শিরশির করা শীতের আমেজ। এদিনও দিনের সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) গতকালের মতো ১৫ ঘরের নিচে থাকলেও, বাড়লো সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন ধরে অল্প অল্প করে নামছিল দিনের সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু বছরের শেষে এসে তা আবারও উর্ধ্বমুখী।

তাপমাত্রার(temperature) সাথে বাড়বে কুয়াশা
কেমন থাকবে আজকের আবহাওয়া?

কলকাতার তাপমাত্রা (Temperature)

আজ কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা (Temperature)গতদিনের তুলনায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। তবে দিনে সর্বোচ্চ তাপমাত্রা এসে দাঁড়াতে পারে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।

কলকাতার আবহাওয়া

সর্বোচ্চ তাপমাত্রা: ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা: ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
সর্বোচ্চ জলীয়বাষ্প: ৯৬ শতাংশ
সর্বনিন্ম জলীয়বাষ্প: ৪১ শতাংশ
হওয়ার গতিবেগ: ০.০ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির পূর্বাভাস: নেই
সূর্যোদয় সকাল: ৬ টা ১৬ মিনিট
সূর্যাস্ত সন্ধ্যা: ৫ টা ০৩ মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু দিনে উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন কোন পরিবর্তন আসবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি থেকে আস্তে আস্তে তাপমাত্রা (Temperature) ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গোটা উত্তরবঙ্গ জুড়ে কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। একমাত্র দার্জিলিং জেলায় আগামী দুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা প্রকোপ দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও কুয়াশার পূর্বাভাস রয়েছে। কুয়াশার কারণে সকালের দিকে আকাশ মেঘলা থাকতে পারে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া দেখা দেবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোন পূর্বাভাস নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা (Temperature) আরো একটু নীচে নামতে পারে।

আগামীকালের পূর্বাভাস

আজকের মত আগামীকালেও আবহাওয়া একই রকম থাকবে তাপমাত্রা ২৪ থেকে ১৪° সেন্সিয়াসের মধ্যেই ঘোরাঘুরি করবে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই এবং রাতের দিকে বেশ রকম শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/high-winter-temperature-at-the-last-day-of-2022/feed/ 0 835
Today’s Weather: রাজ্যে ফিরেছে শীতের আমেজ, কেমন কাটবে বর্ষ শেষের রাত? জেনে নিন আবহাওয়ার হাল হকিকৎ https://bengalinews365.com/todays-weather-30-december-2022/ https://bengalinews365.com/todays-weather-30-december-2022/?noamp=mobile#respond Fri, 30 Dec 2022 05:28:58 +0000 https://bengalinews365.com/?p=813 পূর্বাভাস অনুযায়ী রাজ্যের আবহাওয়া (Weather) -য় দেখা মিলল শীতের পরশ। ফিরেছে গা শির শির করা অনুভূতি। কিন্তু সেই সাথে আশঙ্কা রয়েছে কত দিন থাকবে এই আবহাওয়া? কারণ আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিয়েছে তাতে আগামীকাল থেকে আবারো বাড়তে পারে রাজ্যের তাপমাত্রা। তাই বড়দিনের মতো না হলেও বর্ষবরণের রাতও উষ্ণ কাটতে পারে।

Today's Weather
কলকাতার আবহাওয়া

আজকের আবহাওয়া (Today’s Weather)

আজ নগর কলকাতার আবহাওয়া (Weather) গতকালের জায়গাতেই দাঁড়িয়ে আছে। গতকালের মত আজও কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের তুলনায় সামান্য কম। আজও শহরে বেশ কুয়াশার দাপট দেখা গিয়েছে। যার জন্য গণপরিবহনের ক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৫ শতাংশ এবং হওয়ার গতিবেগ থাকবে ০.০ কিলোমিটার প্রতি ঘন্টা। সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে ঝকঝকে রোদ উঠবে।

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া (Weather) মোটের উপর শুষ্কই থাকবে। তবে দার্জিলিং জেলায় আজ থেকে শুরু করে আগামী চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সাথে কালিম্পং জেলাতেও আজ এবং পরশু হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী দুদিনের জন্য মাঝারি থেকে ভারী কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আগামী দু দিনের জন্য রাতের সর্বনিম্ন তাপমাত্রায় কোন পরিবর্তন আসবে না, তবে তারপর থেকে আস্তে আস্তে সর্বনিম্ন তাপমাত্র ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather) -ও উত্তরবঙ্গের মতোই প্রায় একই থাকবে। তবে দক্ষিণ বঙ্গ এই মুহূর্তে বৃষ্টির কোন পূর্বাভাস দেওয়া হয়নি। তবে রাত ও সকালের দিকে হালকা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা পড়তে পারে। আগামী দুদিন রাতের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন আসবে না তবে নতুন বছর পড়ার পর আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এছাড়া রাতের দিকে বেশ শিশির পড়তে পারে।

আগামীকালের আবহাওয়া (Tomorrow’s Weather)

আজকের সঙ্গে রাজ্যের আগামীকালের আবহাওয়ার তেমন কোন ফারাক থাকবেনা। তবে রাতের দিকে উষ্ণতা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ষবরণ ও বর্ষশেষের উৎসব হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে উদযাপিত না হলেও তা বড়দিনের মতো অবস্থায় পৌঁছবে না বলেই পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া দপ্তর।

এই রূপ আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/todays-weather-30-december-2022/feed/ 0 813
Today’s Temperature: গতকালের তুলনায় পারদ নামল বেশ খানিকটা, তবে বর্ষশেষের রাতে থাকবে কি এই আমেজ? https://bengalinews365.com/will-temperature-drop-on-31st-night-2022/ https://bengalinews365.com/will-temperature-drop-on-31st-night-2022/?noamp=mobile#respond Thu, 29 Dec 2022 07:19:15 +0000 https://bengalinews365.com/?p=775 ২০২২ শেষের পথে, আর মাত্র দুই এক দিন বাকি আছে এই বছরকে বিদায় জানানোর। কিন্তু বছরের শেষে এসেও তাপমাত্রা (Temperature) নামার তেমন কোনো ইঙ্গিত পাওয়া গেলো না। যদিও গত দু-তিন দিনের থেকে আজ উষ্ণতা বেশ খানিকটা কম। তবুও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই আছে।

তাপমাত্রা না নামার ফলে চেনা শীত উধাও - Familiar winter has disappeared as the temperature is not dropping
তাপমাত্রা না নামার ফলে চেনা শীত উধাও – Familiar winter has disappeared as the temperature is not dropping

আজকের আবহাওয়া (Temperature)

দিনের সর্বোচ্চ তাপমাত্রা(Temperature) থাকবে, ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ শতাংশ।

কলকাতা অঞ্চলের আবহাওয়া

গত দু-তিনদিন ধরে বেশ গরম পড়ার পর কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের তাপমাত্রা (Temperature) হঠাৎই অনেকটাই নেমে আসে। গতকালের তুলনায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা অঞ্চলের আবহাওয়া ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের ঘোরাঘুরি করবে। তবে ৩১ তারিখ রাত থেকে ফের উষ্ণতা সামান্য বৃদ্ধি পাবে। অর্থাৎ নতুন বছরের প্রথম দুই এক দিন সেই ভাবে শীতের আমেজ পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণ বঙ্গ মোটামুটি শুষ্কই থাকবে। তবে জেলায় জেলার কিছু অঞ্চলে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। মোটের উপর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আকাশ আজ সারাদিন ঝলমলে থাকবে এবং ৩১ তারিখ থেকে আবারো তাপমাত্রা বাড়তে শুরু করবে।

উত্তর বঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার বিরাট কিছু পরিবর্তন আসবে না। গত কালের থেকে আজ তাপমাত্রা (Temperature) খানিকটা অবনমন হলেও আগামী ৩১ তারিখ থেকে তাপমাত্রা আবারও উর্ধ্বগামী হবে। মূলত বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণবাতের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার আকাশে। দার্জিলিং এবং কালিম্পং এ আজ এবং কাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া মোটামুটি বাকি উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বভাস দেওয়া হয়েছে।

আগামী কালের পূর্বাভাস

আজকের মত আগামীকালও গোটা বাংলা জুড়ে একই আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) -র বিরাট কোন পরিবর্তন ঘটবে না। আপাতত যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী ৩০ তারিখ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে ৩১ তারিখ থেকে উষ্ণতা বাড়তে শুরু করে ত ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসয়াসে গিয়ে পৌঁছাবে।

এই রকম আরো আবহাওয়ার খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/will-temperature-drop-on-31st-night-2022/feed/ 0 775
Today’s Temperature: শীত কি আর পড়বে না এ বছর? কি বলছে আবহাওয়া দপ্তর? জেনে নিন https://bengalinews365.com/will-the-temperature-drop-this-winter-2022-23/ https://bengalinews365.com/will-the-temperature-drop-this-winter-2022-23/?noamp=mobile#respond Wed, 28 Dec 2022 06:33:31 +0000 https://bengalinews365.com/?p=752 এ বছর প্রায় শেষ। বড়দিন কেটেছে গরমে গরমে। শীত প্রেমী বাঙালি শীত পড়তেই বেরিয়ে পড়েন ঘুরতে কিংবা পিকনিকে। কিন্তু সেই শীত পড়ারই কোনো নাম নেই। ভোর রাতের দিকে তাপমাত্রা (Temperature) খানিকটা নামলেও দিনের বেলা রোদ উঠতেই আবার উধাও হচ্ছে শীতের আমেজ। শীতের এই লুকোচুরি খেলা ডিসেম্বরের প্রথম থেকেই চলে আসছে। দু দিন শীত পড়লো তো দু দিন পরেই তা উধাও। কিন্তু এভাবে কতদিন চলবে?

Today's Temperature

তাপমাত্রা (Temperature) নামবে?

বাংলার আনাচে কানাচে এখন একটাই প্রশ্ন বছরটা তো গরমে গরমেই কাটলো, তবে কি বছর বরণের উৎসবও শীতের এই লুকোচুরির মধ্যেই কাটবে? তবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সম্ভবত বাংলার মানুষ এই অবস্থা থেকে খানিকটা রেহাই পেতে চলেছে এবং তার জন্য আগামী বছর অব্দি অপেক্ষা করার প্রয়োজন হয়তো হবে না। উষ্ণ ডিসেম্বরের হাত থেকে হয়তো নিষ্কৃতি পাওয়া যাবে কাল থেকেই।

তাপমাত্রা (Temperature) -এর রেকর্ড উত্থান

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা (Temperature) নামতে শুরু করবে গোটা রাজ্যে। গতকাল রাতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি বেশি। সেই সাথে কলকাতা শহরের জন্য ডিসেম্বরের নিরিখে এটি একটি রেকর্ড। তবে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও গতকাল দিনের বেলা তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আজ সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে।

রাতে আচমকা বৃষ্টি

বৃষ্টির তেমন পূর্বভাস না থাকলেও গতকাল ভোররাতে কলকাতা দক্ষিণ ভাগ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ও নদীয়ার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হয়েছে। মূলত বৃষ্টি হওয়ার কারণেই তাপমাত্রা (Temperature) -য় একটা পতন এসেছে। বৃষ্টি হওয়ার কারণে আজ দিনের বেলার বাতাসে জলীয় বাষ্পের গড় পরিমাণ থাকবে ৬৯ শতাংশ।

শীত ফেরার সম্ভাবনা কি রয়েছে?

আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে আজ থেকেই এ রাজ্যে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। গোটা রাজ্যজুড়েই বুধবার থেকে আগামী তিন চার দিনের মধ্যে তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নামবে। তবে শীত নিয়ে খুব বেশি আশারবাণীও শোনাতে পারেনি হাওয়া অফিস বরং পূর্বাভাস অনুযায়ী নতুন বছরের আগমন এবং বর্ষ শেষের অনুষ্ঠানে জাঁকিয়ে শীত পড়ার কোন সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছেন। আজ থেকে তাপমাত্রা (Temperature) নামতে নামতে ১ লা জানুয়ারি তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ রাজ্যে শীত ফিরবে ঠিকই কিন্তু তাকে কনকনে ঠান্ডা কিছুতেই বলা চলে না।

বর্ষবরণে শীতে বাধা কেন?

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বছরের শেষ ভাগে এসে নতুন করে আবারো একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। উত্তর-পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হওয়া রাজ্যের ঢুকতে বাধা প্রাপ্ত হচ্ছে। যার ফলে নামছে না তাপমাত্রা (Temperature) -র পারদ। পূর্বাভাস মতে ২৯ শে ডিসেম্বর এই পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে, যার ফলে এবারের বর্ষবরণীয় শীতের তেমন কোন কামড় দেখা যাবে না।

জাঁকিয়ে ঠান্ডা কত দুর?

পূর্বাভাস অনুযায়ী জানুয়ারির ৩-৪ তারিখ থেকে জানুয়ারির মাঝামাঝি অব্দি শীতের একটা ঝড়ো ইনিংস দেখা যেতে পারে। সেক্ষেত্রে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে পুরোটাই পূর্বানুমানের ভিত্তিতে বলা হচ্ছে। এর মধ্যে যদি আবার কোন পশ্চিমী ঝঞ্ঝা কিংবা নিম্নচাপ তৈরি হয়ে থাকে তাহলে এ বছরের শীত পুরোটাই মাটি।

এই রকম আরো আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/will-the-temperature-drop-this-winter-2022-23/feed/ 0 752
Today’s Temperature: রাজ্য জুড়ে একটাই প্রশ্ন, কবে ফিরবে শীত? জেনে নিন আবহাওয়ার হাল-হকিকৎ https://bengalinews365.com/todays-temperature-of-bengal-27-dec-2022/ https://bengalinews365.com/todays-temperature-of-bengal-27-dec-2022/?noamp=mobile#respond Tue, 27 Dec 2022 06:18:03 +0000 https://bengalinews365.com/?p=735 শীত কি তাহলে বিদায় নিল? বাঙালির মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন? এ বছর তো শেষ, বছরের শেষ সপ্তাহ চলছে, তাপমাত্রা (Temperature) নামার কোনো নামই নেই। বড়দিনও পেরিয়ে গেল। কিন্তু দেখে মনে হচ্ছে যেন পৌষ মাসের ঘাড়ে চৈত্র মাস ভর করেছে। গত দুদিনে তাপমাত্রা তো কোন অবনমন ঘটেইনি বরং তা বেশ খানিকটা উর্ধ্বমুখী। মঙ্গলবারের তাপমাত্রার ঊর্ধ্বগমন গতকাল সোমবারের থেকেও অনেকটাই বেশি। কলকাতার আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি সেলসিয়াসরেও বেশি।

Temperature of Kolkata
কলকাতার আবহাওয়া

দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature)

অপরপক্ষে দিনের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) থাকবে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আকাশ মোটামুটি মেঘলাই থাকবে দিনভর। দৃশ্যমানতা স্বাভাবিকের তুলনায় সামান্য কম থাকবে। গত কয়েক দিনের মতো এদিনও সকালে ব্যাপক কুয়াশা পড়ে যার ফলে শহরের বুকে গণপরিবহনের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হয়।

কবে ফিরবে শীত

আলিপুর আবহাওয়া দপ্তর দ্বারা আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, এ বছর বড়দিনে বেশ উষ্ণ আবহাওয়া থাকবে। তাছাড়া বড়দিনের দু-একদিন পর পর্যন্ত এই রূপ তাপমাত্রা (Temperature) -র ঊর্ধ্বগমন বজায় থাকবে। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে রাজ্যে বুধবার পর্যন্ত এই রূপ আবহাওয়া পরিলক্ষিত হবে। বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা (Temperature) -র পারদ নিচে নামতে শুরু করবে। অর্থাৎ বছরের শেষ তিনটি রাতে সামান্য শীত অনুভূত করা যাবে।

অপেক্ষার আরো একটি সপ্তাহ

আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে বৃহস্পতি, শুক্র এবং শনিবার অল্প অল্প করে তাপমাত্রা (Temperature) কমতে থাকবে। তবে বছরের শেষ দিনে এসেও তাপমাত্রা বর্তমান সময়ের স্বাভাবিক তাপমাত্রা (Temperature) নিচে নামবে না। অর্থাৎ বছরের শেষ রাতেও তাপমাত্রা সেই ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তাই বাঙালিকে হাড় কাঁপানো শীতের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৃষ্টির পূর্বাভাস

তাপমাত্রা (Temperature) -র ঊর্ধ্বগমনের সাথে সাথে রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জেলায় জেলায় হালকা-ঝিরঝিরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এর মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গ বা কলকাতার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের ফলে আকাশ সারাদিনই আংশিক মেঘলা থাকবে।

কুয়াশার সতর্কতা

পশ্চিম ভারতের অবস্থিত পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গের তাপমাত্রা (Temperature) -র এই চড়াই-উৎরাই দেখা যাচ্ছে। আকাশে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রার এই ঊর্ধ্বগমন। রাজ্য জুড়ে তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে কুয়াশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেলেও উত্তরবঙ্গে ভারি কুয়াশার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও রাতে প্রচুর পরিমাণে শিশির পড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা রাজ্যজুড়ে কুয়াশা বজায় থাকবে।

প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/todays-temperature-of-bengal-27-dec-2022/feed/ 0 735
Todays Temperature: রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, বড়দিন কাটলো বসন্তের আবহে https://bengalinews365.com/todays-temperature-of-west-bengal-26-dec-2022/ https://bengalinews365.com/todays-temperature-of-west-bengal-26-dec-2022/?noamp=mobile#respond Mon, 26 Dec 2022 06:18:21 +0000 https://bengalinews365.com/?p=716 গোটা রাজ্য জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার (Temperature) পারদ বছর শেষ হতে চলল কিন্তু দেখা নেই ঠান্ডার। উল্টে ঠান্ডা পড়ার জায়গায় পড়েছে বেজায় কুয়াশা। আজ সকাল থেকেই ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে কলকাতা, শহরতলী এবং অন্যান্য জেলাগুলি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ৭২ ঘন্টায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। সেই সাথে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলাতে।

Todays Temperature - আজকের  আবহাওয়া
Todays Weather – আজকের আবহাওয়া

দিনের তাপমাত্রা (Temperature)

আজ কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে তাপমাত্রা এর থেকে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। আকাশ পরিস্কার থাকবে। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্প থাকবে ৯৭ থেকে ৪১ শতাংশের মধ্যে।

অস্বস্তিকর আবহাওয়া

দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও ঘন কুয়াশা দাপট দেখা যাবে তবে সকালের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার হয়ে ঝলমলে রোদ্দুর উঠবে আর রোদ্দুর ওঠার সাথে সাথেই গায়ে উবে যাবে শীতের আমেজ। দিনের বেলায় তাপমাত্রা (Temperature) বেড়ে যাওয়ার রীতিমতো ঘাম দিচ্ছে গরমকালের মত।

বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। তবে সেখানে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই রকম ভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

প্রচুর কুয়াশা এবং শিশির পড়বে

আজ সোমবারের মতো মঙ্গলবারেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আকাশ মেঘলা থাকবে এবং সেই কারণে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে রাতের বেলায় প্রচুর কুয়াশা এবং শিশির পড়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের অবস্থান

আপাতত বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করেছে। এটি ক্রমশ শ্রীলংকা এবং কোমারিন এলাকার দিকে অগ্রসর হয়ে আরব সাগরের দিকে এগিয়ে যাবে। তা তাছাড়াও উত্তর-পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিম ঝঞ্ঝার জন্য একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে।

বাকি দেশের অবস্থা

পশ্চিমবঙ্গের পাশাপাশি কুয়াশা নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে ভারতের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও। তবে সেখানে কুয়াশার পাশাপাশে প্রবল শৈত্য প্রবাহেরও সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে আগামী তিন চার দিন পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লির কিছু অংশে প্রবল কুয়াশা পড়তে পারে। এছাড়া মাঝারি আকারের কুয়াশার প্রকোপ যেতে পারে হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, আসাম এবং ত্রিপুরা ও উত্তরপ্রদেশ রাজস্থানের কিছু এলাকা।

এরকম আরো আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/todays-temperature-of-west-bengal-26-dec-2022/feed/ 0 716