Largest Company in India: দেশের সেরা ১০ কোম্পানির তালিকা, বড় চমক রইল

Largest Company in India: দেশের সেরা ১০ কোম্পানির তালিকা, বড় চমক রইল

এখন ভারতের কোম্পানিগুলি বিশ্ববাজারে তীব্র গতিতে এগিয়ে চলেছে। দেশে ধনকুবেরদের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা অনেকেই ভাবি যে দেশের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি (Largest Company in India) কোনটি?

এবার বাজারে মূলধন অনুযায়ী দেশের সবথেকে ধনী, অর্থাৎ সবথেকে বড় দশটি কোম্পানির তালিকা (List of top 10 Companies in India by Market Capitalization) সামনে এলো। যাতে গত বারের মতো এবারও প্রথম স্থানে বাজিমাত করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইনডাস্ট্রিজ। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি ভারতের সবথেকে মূল্যবান কোম্পানিদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। সবদিক থেকে বিচার করলে প্রথম স্থানে নিজেদের আধিপত্য তারা বজায় রেখেছে।

বাজারে মূলধন অনুযায়ী ভারতের বৃহত্তম কোম্পানি কোনটি? / Which is the largest company in India by market capitalization?
বাজারে মূলধন অনুযায়ী ভারতের বৃহত্তম ১০ টি কোম্পানি কোনগুলি? / Top 10 companies in India by market capitalization

প্রথম (Largest Company in India)

ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliance Industries) মার্কেট ক্যাপিটালাইজেশন হলো ১৫,৮৩,৮২৪.৪২ কোটি টাকা। রিলায়েন্সের সম্পদ বর্তমানে বৃদ্ধি পেয়েছে প্রায় ৬,৭৩১.৭৬ কোটি টাকা।

দ্বিতীয় (2nd Largest Company in India)

দেশের ধনী কোম্পানি গুলোর তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে আছে টাটা গ্রুপের টিসিএস (TCS)। সম্প্রতি টাটার এই সংস্থাটির ভ্যালু বৃদ্ধি পেয়ে হয়েছে ৫,৮১৭.৮৯ কোটি টাকা। বর্তমানে টিসিএসের মার্কেট ক্যাপিটাল হলো ১১,৭৮,৮৩৬.৫৮ কোটি টাকা।

তৃতীয় (3rd Largest Company in India)

টাটার পরে দেশের ধনী কোম্পানি গুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এইচডিএফসি ব্যাংক (HDFC Bank)। তাদের মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে ৩১,৫৫৩.৪৫ কোটি টাকা। বর্তমানে তাদের মার্কেট ভ্যালু ৯,২৯,৭৫২.৫৪ কোটি টাকায় এসে পৌঁছেছে।

চতুর্থ (4th Largest Company in India)

আইসিআইসিআই ব্যাংক (ICICI bank) অধিকার করেছে এই তালিকার চতুর্থ স্থান। আইসিআইসিআই ব্যাংক তাদের মার্কেট ক্যাপিটাল ১,৭৮০.৬২ কোটি টাকা হ্রাস পাওয়ার পরেও দেশের ধনীতম কোম্পানি গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপিটাল ৬,১০,৭৫১.৯৮ কোটি টাকা।

পঞ্চম (5th Largest Company in India)

দেশের মূল্যবান ও ধনী কোম্পানিগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (Hindustan Unilever Ltd.)। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল ১,১৩৯.৫৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটাল দাড়িয়েছে ৬,০২,৩৪১.২২ কোটি টাকা।

ষষ্ঠ (6th Largest Company in India)

ষষ্ঠ স্থানে রয়েছে ইনফোসিস (Infosys)। আইসিআইসিআই এর মত এদেরও মার্কেট ক্যাপিটাল হ্রাস পেয়েছে। ২৩২৩.২ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল হ্রাস পাওয়ার পরেও তাদের মোট ভ্যালু ৫,৮৯,৯৬৬.৭২ কোটি টাকাতে দাড়িয়েছে।

সপ্তম (7th Largest Company in India)

এইচডিএফসি লিমিটেড (HDFC Limited) রয়েছে এই তালিকার সপ্তম স্থানে। বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পেয়ে মোট ভ্যালু দাঁড়িয়েছে ১৮,৮৭৭,৫৫ কোটি টাকায়।

অষ্টম (8th Largest Company in India)

দেশের  মূল্যবান কোম্পানি গুলির তালিকায় অষ্টম স্থানে রয়েছে আইটিসি (ITC)। বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপিটাল আগের তুলনায় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটাল ৪,৮১,২৭৪.৯৯ কোটি টাকা।

নবম (9th Largest Company in India)

এই তালিকাতে নবম স্থানে রয়েছে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India / SBI)। এই ব্যাংকের মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পেয়ে হয়েছে ৪,৭১,১৭৪.৮৯ কোটি টাকা।

দশম (10th Largest Company in India)

ভারতী এয়ারটেল (Bharti Airtel) আছে এই তালিকার একদম দশম স্থানে। তাদের মার্কেট ভ্যালু বেড়েছে  ৯,৫৩৩.৪৮ কোটি টাকা। ফলে এই সংস্থার বর্তমান মূল্য এসে দাড়িয়েছে ৪,২৭,১১১.০৭ কোটি টাকাতে।


ভারতের সবথেকে বড় ১০০ টি কোম্পানির পুরো তালিকাটি (List of top 100 Companies in India) দেখতে এখানে ক্লিক করুন

এই ধরনের আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *