Amrit Bharat Station Scheme – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Thu, 10 Aug 2023 13:36:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Amrit Bharat Station Scheme – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Amrit Bharat Station Scheme: পশ্চিমবঙ্গে কোন স্টেশন কি পেল? শিয়ালদা কত পেল? https://bengalinews365.com/amrit-bharat-station-scheme-in-west-bengal/ https://bengalinews365.com/amrit-bharat-station-scheme-in-west-bengal/?noamp=mobile#respond Thu, 10 Aug 2023 13:34:13 +0000 https://bengalinews365.com/?p=4140 কেন্দ্র এক অসাধারণ প্রজেক্ট হতে নিয়েছে। দেশের ৫০৮ টি রেল স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে অমৃত ভারত ষ্টেশন স্কীম (Amrit Bharat Station Scheme)

এই স্কীমের আওতায় থাকা সব স্টেশন পুরনো রূপ থেকে নতুন রূপে ফিরে আসছে। এর মধ্যে এই প্রকল্পে আছে শিয়ালদা সহ পশ্চিমবঙ্গের আরো ৩৬ টি ষ্টেশন, অর্থাৎ মোট ৩৭ টি ষ্টেশন। এই ষ্টেশন গুলির জন্য টাকাও বরাদ্দ করা হয় গিয়েছে। কিন্তু সব স্টেশনের জন্য এই প্রকল্প সমান ভাবে টাকা দিচ্ছে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেইসব স্টেশনগুলি কি কি?

পশ্চিমবঙ্গের ষ্টেশনগুলি

পশ্চিমবঙ্গের যেসব ষ্টেশন এই অমৃত ভারত ষ্টেশন স্কীমের (Amrit Bharat Station Scheme) আওতায় রয়েছে সেগুলি হলো –

  1. ব্যারাকপুর
  2. চাঁদপাড়া
  3. ডালগাঁও
  4. ফালাকাটা
  5. নিউ আলিপুরদুয়ার
  6. অন্ডাল জংশন
  7. আসানসোল জংশন
  8. বর্ধমান
  9. কাটোয়া জংশন
  10. পান্ডবেশ্বর
  11. বোলপুর শান্তিনিকেতন
  12. রামপুরহাট জংশন
  13. দিনহাটা
  14. আলুবাড়ি রোড
  15. ডালখোলা
  16. কালিয়াগঞ্জ
  17. অম্বিকা কালনা
  18. শেওরাফুলি জংশন
  19. তারকেশ্বর
  20. বিন্নাগুড়ি
  21. ধূপগুড়ি
  22. হলদিবাড়ি
  23. হাসিমারা
  24. জলপাইগুড়ি
  25. জলপাইগুড়ি রোড
  26. কামাখ্যাগুড়ি
  27. নিউ মাল জংশন
  28. শিয়ালদহ
  29. মালদা টাউন
  30. সামসি
  31. আজিমগঞ্জ
  32. বহরমপুর কোর্ট
  33. নিউ ফারাক্কা জংশন
  34. বেথুয়াদহরি
  35. কৃষ্ণনগর সিটি জংশন
  36. নবদ্বীপ ধাম
  37. শান্তিপুর
ABSS (Amrit Bharat Station Scheme)
ABSS (Amrit Bharat Station Scheme) announced by PM Narendra Modi
অমৃত ভারত ষ্টেশন স্কীমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অমৃত ভারত ষ্টেশন স্কীমের (Amrit Bharat Station Scheme) বরাদ্দ হওয়া অর্থ

পুরনো রূপ থেকে নতুন ভাবে সেজে ওঠার জন্য এই প্রজেক্টে শিয়ালদা পেয়েছে মাত্র ২৭ কোটি টাকা। বর্ধমান ষ্টেশনকে দেওয়া হয়েছে ৬৪ কোটি টাকা আর আসানসোল পেয়েছে ৪৩১ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে পূর্ব রেলের উক্ত ষ্টেশনগুলির ভোল একেবারে বদলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ৩৭ টি স্টেশন এর জন্য মোট বরাদ্দ হয়েছে ১,১৮৭ কোটি টাকা।

বরাদ্দকৃত অর্থ নিয়ে বিতর্ক

এই অমৃত ভারত ষ্টেশন স্কীম (Amrit Bharat Station Scheme) প্রকল্পের আওতায় থাকা পশ্চিমবঙ্গের ৩৭ টি রেল স্টেশনের মধ্যে শিয়ালদা বা শিয়ালদহ হচ্ছে অন্যতম একটি ব্যস্ততম রেল স্টেশন। আর এই স্টেশনের জন্য মাত্র ২৭ কোটি টাকা। এই নিয়েই নানা রকম জল্পনা তৈরি হয়েছে। কারণ শিয়ালদা স্টেশন এতটাই ব্যস্ততম যে এখানে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ লাখ যাত্রী আসা-যাওয়া করেন। সেদিক থেকে দেখতে গেলে টাকার পরিমাণ অনেকটাই কম। এছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রো ধরার জন্য এখান থেকে ৪৫ থেকে ৫০ হাজার মানুষ চলাচল করে।


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/amrit-bharat-station-scheme-in-west-bengal/feed/ 0 4140