Argentina – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Sun, 18 Dec 2022 06:20:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Argentina – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 বিশ্বকাপ যেই জিতুক ট্রফি যাচ্ছে ফ্রান্সেই https://bengalinews365.com/why-fifa-world-cup-trophy-is-going-to-france/ https://bengalinews365.com/why-fifa-world-cup-trophy-is-going-to-france/?noamp=mobile#respond Sun, 18 Dec 2022 06:14:25 +0000 https://bengalinews365.com/?p=564 এবারের ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল মধ্যপ্রাচ্যের কাতারে। কাতারের হোস্টিং রাইট পাওয়া নিয়ে প্রথম থেকেই বিতর্কের শেষ নেই। তারপর স্টেডিয়াম বানানো থেকে শুরু করে মাঠে বল গোড়ানো অবধি বিতর্ক পিছু ছাড়েনি কাতারকে। সে স্টেডিয়ামে মহিলাদের খোলামেলা পোশাকের উপর নিষেধাজ্ঞা হোক কিংবা স্টেডিয়ামে বিয়ার বিক্রির উপর প্রতিবন্ধকতা হোক নানা ক্ষেত্রেই কাতার জন্ম দিয়েছে বিতর্কের।

বিশ্বকাপ যেই জিতুক ট্রফি যাচ্ছে ফ্রান্সেই - Whoever wins the FIFA World Cup 2022, the trophy is going to France.
আর্জেন্টিনা বনাম ফ্রান্স – Argentina vs France FIFA World Cup 2022 Final

প্রযুক্তির বিশ্বকাপ

তবে সব বিতর্ক মরুভূমির ধুলোয় মিশিয়ে দিয়ে এবারের বিশ্ব কাপ ক্রীড়া ও প্রযুক্তির এক অদ্ভুত মেলবন্ধনও করে দেখিয়েছে। গোল লাইন প্রযুক্তি বা অফ সাইড প্রযুক্তি, কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম, অনেক নতুন কিছুরই সাক্ষী কাতার বিশ্বকাপ। তবে বিতর্ক পাশে সরিয়ে গত মাসের কুড়ি তারিখে প্রথমবার মাঠে বল গড়ানোর পর থেকে পার হয়ে গিয়েছে প্রায় একটা মাস। প্রতিযোগিতা এসে দাঁড়িয়েছে শেষের দ্বারপ্রান্তে।

চমকের বিশ্বকাপ

একে একে শেষ হয়েছে ৬৩ টি খেলা। মরক্কোকে হারিয়ে ক্রোয়েশিয়া তিন নম্বর স্থান অধিকার করেছে। আর প্রথম দুই স্থানের জন্য লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। সারা পৃথিবী মুখিয়ে আছে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে মেসির হাতে কাপ ওঠে কিনা তা দেখার জন্য। বিশ্বকাপের গ্রুপ লীগ কিংবা প্রি কোয়ার্টার ফাইনাল, এমনকি কোয়াটার ফাইনালেও বেশ কিছু দল চমক দেখিয়েছে। ছোট দলগুলোর কাছে হেরেছে বড় দলগুলি। তবে এদের মধ্যে বিশেষ করে নাম বলতে হয় জাপান এবং মরক্কোর।

অঘটনের বিশ্বকাপ

মরক্কো তো সেমিফাইনাল পর্যন্ত এসে পৌঁছেছে। ওদিকে জাপানও তাদের নিজেদের গ্রূপের দুই ফুটবল জায়ান্ট জার্মানি ও স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছিল। সৌদি আরব হারিয়েছিল আর্জেন্টিনাকে, তিউনিসিয়ার কাছে হেরেছে ফ্রান্স, মরক্কোর কাছে হেরেছে বেলজিয়াম, অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ডেনমার্ক, পর্তুগালকে হারিয়েছে সাউথ কোরিয়া, কাপের অন্যতম দাবীদার ব্রাজিল হেরেছিল ক্যামেরুন এর কাছে। তাছাড়া ছোটখাটো ড্র মিলিয়ে অঘটনের শেষ ছিল না এই বিশ্বকাপে।

ফ্রান্স নাকি আর্জেন্টিনা

তবে সেসব এখন অতীত। শুধুমাত্র শেষ ল্যাপই বাকি রয়েছে। বিশ্বকাপের শেষ ম্যাচে শেষ হাসি কে হাসবে? মেসি নাকি এমবাপে? কে জিতবে তাদের তৃতীয়বারের মতো শিরোপা? ফ্রান্স নাকি আর্জেন্টিনা? তবে ফর্মের বিচারে কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হবার পরই মোটামুটি ভাবে বোঝা গিয়েছিল কোন দুটি দল খেলবে ফাইনাল।

ট্রফি যাচ্ছে ফ্রান্সেই

তবে মজার কথা এটাও যে, আর্জেন্টিনার কাছে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়া হেরে যাওয়ার পর মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা মরক্কো কাপ যেই জিতুক ট্রফি কিন্তু যাচ্ছে ফ্রান্সেই। এমনকি দ্বিতীয় সেমিফাইনালে মরক্কো হেরে যাওয়ার পরেও চিত্রটা একটুও বদলায়নি। তাই ১৮ তারিখ ফাইনালের শেষে কাপ তুলে ধরার সৌভাগ্য লরিসের হোক কিংবা মেসির, ট্রফি সেই ফ্রান্সেই যাচ্ছে।

মেসি নাকি এমবাপে

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। আসলে এবারের বিশ্বকাপে ফ্রান্সের সেরা খেলোয়াড় হলেন এমবাপে এবং ওপর দিকে অবিসংবাদিত ভাবে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হলেন মেসি। আর ঘটন চক্রে এই দুই খেলোয়াড়ই একসাথে খেলেন ফ্রান্সের বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সাঁ জের্মেইন (পিএসজি) -এ। তাই বলা হচ্ছে কাপ এমবাপের হাতে উঠুক আর মেসির হাতে উঠুক, এবারের বিশ্বকাপ ট্রফির পিএসজির মাঠ দর্শন আটকায় কে?

খেলার জগতের এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/why-fifa-world-cup-trophy-is-going-to-france/feed/ 0 564
ইতিহাসের পুনরাবৃত্তি হলেই ফাইনালে আর্জেন্টিনা, জীবনের শেষ বিশ্বকাপে কি ট্রফি ছুঁতে পারবেন মেসি? https://bengalinews365.com/argentina-never-lost-any-semi-final-at-fifa-world-cup/ https://bengalinews365.com/argentina-never-lost-any-semi-final-at-fifa-world-cup/?noamp=mobile#respond Mon, 12 Dec 2022 19:57:47 +0000 https://bengalinews365.com/?p=390 বিশ্বকাপের নির্ধারিত ৬৪টি ম্যাচের মধ্যে বাকি রয়েছে মাত্র ৪। বিশ্বকাপ এসে দাঁড়িয়েছে সেমিফাইনালের দোর গোড়ায়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি দুই দল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে প্রথমবারের জন্য আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো।

মেসির আর্জেন্টিনা কি পারবে কাতার বিশ্বকাপ জিততে?
মেসি

সেমিফাইনালে হারে না আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল ইতিহাস ঘাঁটলে দেখবেন এখনো পর্যন্ত ৪টি সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। আগামী কালের ম্যাচ ধরলে সংখ্যাটি আর এক বেড়ে হবে ৫। কিন্তু মজার একটি পরিসংখ্যান হলো গত ৪টি সেমিফাইনালের একটিও হারেনি আর্জেন্টিনা। প্রত্যেকবারই সেমিফাইনাল জিতে ফাইনালে উত্তীর্ণ হয়েছে আলবিসেলেস্তেরা।

দুটি ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা

তবে সেমিফাইনালের মত ফাইনালের সাফল্যের হার আর্জেন্টিনার অত ভালো নয়। এখন অবধি ৫টি বিশ্বকাপের ফাইনাল খেলে মাত্র ২টি ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। একটি ১৯৭৮ এ এবং অপরটি ১৯৮৬ তে। এর মধ্যে ১৯৩০ এ একবার এবং পরে ১৯৯০ এবং ২০১৪ এ বিশ্বকাপের ফাইনালে উঠেও হার মানতে হয়েছে দিয়েগো মারাদোনা, লিওনেল মেসির দেশকে।

১৯৩০ এর বিশ্বকাপ

বিশ্বকাপের প্রথম আসরে আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হয়েছিল উরুগুয়ের। আর্জেন্টিনা ফাইনালের ওঠার পথে সেমি ফাইনালে প্রতিযোগিতার আর এক হট ফেভারিট আমেরিকাকে ৬-১ গোলে হারিয়েছিল। কিন্তু ফাইনালে উঠে উরুগুয়ের কাছে ২-৪ গোলে হেরে যায় আর্জেন্টিনা।

১৯৭৮ এর বিশ্বকাপ

১৯৩০ সালের ৪৮ বছর ১৯৭৮ এ আবারো ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে এবার আর খালি হাতে ফিরতে হয় না তাদের। ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় ৩-১ গোলে নেদারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি ঘরে তোলে তারা। তবে সেবারের বিশ্বকাপে ফরম্যাট আলাদা হওয়ায় সেমিফাইনাল খেলতে হয়নি আর্জেন্টিনাকে।

সেমিফাইনাল খেলতে হয়নি আর্জেন্টিনাকে

স্বাগতিক দল হিসেবে সেবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। গ্রুপের ১৬টা দলকে ৪টি ভাগে ভাগ করে ৪টি গ্রুপে খেলা হয়েছিল সেবারের বিশ্বকাপে। ৪টি গ্রুপ থেকে ২টি করে দল নিয়ে ২টি গ্রুপে দ্বিতীয় রাউন্ডের খেলা হয় এবং দুই গ্রুপের সেরা দল সরাসরি ফাইনাল খেলে।

১৯৮৬ এর বিশ্বকাপ

তারপরেই আসে দিয়েগো মারাদোনার সেই জাদুকরী পারফরমেন্সের ১৯৮৬ সালের বিশ্বকাপ। সেবার সেমিফাইনালে বেলজিয়ামকে মারাদোনা একাই ২-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছয়। তারপর ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় বার ও শেষ বারের মতো ট্রফি ঘরে তোলে।

১৯৯০ এর বিশ্বকাপ

তারপরের বার ১৯৯০ সালে আবারও সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেমিফাইনালে তারা ইতালির বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তারপর ট্রাইব্রেকারে ৪-৩ গোলের জয় পায় তারা। কিন্তু ফাইনালে তারা মুখোমুখি হয় আগের বারের প্রতিদ্বন্দ্বী পশ্চিম জার্মানির সাথে। সেই সাথে পশ্চিম জার্মানি গত বারের হারের মধুর প্রতিশোধ নেয় আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে।

২০১৪ এর বিশ্বকাপ

তার ২৪ বছর পর ফের আবারো সেমিফাইনালে ওঠে নীল সাদা শিবির। সেমিফাইনালে নেদারল্যান্ডসের সঙ্গে তারা ১২০ মিনিট পর্যন্ত খেলে গোলশূন্য ড্র করে। পুরো ম্যাচেই নিষ্প্রভ থাকেন মেসি। তবে গোলরক্ষক রোমেরোর অতিমানবীয় পারফরমান্সে ফাইনালের টিকিট হাসিল করেন তারা। ফাইনালে উঠে মুখোমুখি হতে হয় ১৯৯০ এর প্রতিদ্বন্দ্বী জার্মানির। এবারও সেই ০-১ গোলে ট্রফি হাত ছাড়া করেন মেসিরা। মজার ব্যাপার হলো জার্মানিরও ১৯৯০ সালের পর এটি প্রথম বিশ্বকাপ জয়।

২০২২ এর বিশ্বকাপ

এবার ২০২২। কাতারে বসেছে বিশ্ব ফুটবলের আসর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন দেশের তথা পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ৩৫ বছর বয়সে এসেও দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। প্রতিযোগিতায় পাঁচ ম্যাচে চারটি গোল করা হয়ে গেছে তার। গত চারবারের মতো যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারেন তাহলে ফাইনালের পথ পাকা। আপাতত সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে গতবারের রানার্সআপ লুকা মডরিচের ক্রোয়েশিয়ার সাথে। কিন্তু সেমিফাইনালের ফলাফল কি হবে জানতে অপেক্ষা করতে হবে মাত্র আর ২৪টি ঘন্টা।

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/argentina-never-lost-any-semi-final-at-fifa-world-cup/feed/ 0 390