Beauty – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Sat, 07 Oct 2023 06:28:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Beauty – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Methi Face Pack: বাড়িতেই বানান এই ফেসপ্যাক, ত্বক হবে কাঁচের মতো উজ্বল https://bengalinews365.com/methi-face-pack-for-healthy-and-glowing-skin/ https://bengalinews365.com/methi-face-pack-for-healthy-and-glowing-skin/?noamp=mobile#respond Sat, 07 Oct 2023 06:22:21 +0000 https://bengalinews365.com/?p=4800 Methi Face Pack: বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো হোক, স্বরস্বতী পুজো হোক বা অন্য কোনো অনুষ্ঠান, যেমন বিয়েবাড়ি, জন্মদিন ইত্যাদি। প্রায় সব ক্ষেত্রেই আমরা অনেকেই মুখের উজ্জ্বলতা বাড়াতে ছুটছি বিউটি পার্লার। তবে বিউটি পার্লারের খরচ অনেকটাই বেশি। তাই যদি কম খরচে আপনার বাড়িতেই মুখের উজ্জ্বলতা বাড়ানো যায়, তাহলে কেমন হয়? এই প্রতিবেদনে সেই রকমই কয়েকটা উপায়ের সন্ধান দেওয়া হল।

আপনি বাড়ির হেঁসেলে থাকা কয়েকটি উপকরণ ব্যবহার করেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন। মেথি তো সকলেই চেনেন। এটি যেমন রান্নায় মশলা হিসাবে ব্যবহার করা হয়, তেমনই আমাদের চুলকে শক্তিশালী করতেও এর বিশেষ গুণ রয়েছে। তবে খুব কম মানুষই জানেন যে, মেথি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়। তাই মেথি দিয়ে ফেসপ্যাক (Methi Face Pack) বানিয়ে নিয়মিত মাখলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ভাবছেন কীভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত।

Methi face pack recipe: মেথির সাথে এই উপাদানগুলি দিয়ে ফেসপ্যাক বানালেই ত্বকের জেল্লা বাড়বে।
Methi face pack recipe: মেথির সাথে এই উপাদানগুলি দিয়ে ফেসপ্যাক বানালেই ত্বকের জেল্লা বাড়বে।

মেথি ও টক দই দিয়ে ফেসপ্যাক (Yoghurt – Methi Face Pack)

ফেসপ্যাক হিসেবে মেথি ও টক দইয়ের মিশ্রণ খুবই কার্যকরী।এই ফেসপ্যাক টি বানানোর জন্য প্রথমে মেথি শুকিয়ে সেটিকে গুঁড়ো করে নিতে হবে। তারপর ১ চা চামচ টক দইয়ের সাথে ১ চা চামচ মেথি গুঁড়ো ভালোভাবে মেশাতে হবে। এইভাবে ফেসপ্যাকটি বানিয়ে সেটিকে মুখে এবং গলায় লাগাতে হবে। এটি ৩০ মিনিট লাগিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়। এমনিতে টক দই ত্বককে উজ্জ্বল করে, এর সাথে মেথি মেশালে দ্বিগুন উপকার পাওয়া যায়।

মেথি ও হলুদ দিয়ে ফেসপ্যাক (Turmeric – Methi Face Pack)

ফেসপ্যাক হিসেবে মেথি ও কাঁচা হুলুদের মিশ্রণও খুবই ভালই। এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এই ফেস প্যাকটি বানাতে হলে, সেক্ষেত্রেও প্রথমে মেথি শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। তারপর ১ চা চামচ মেথি গুঁড়ো, ১ চা চামচের অর্ধেক কাঁচা হলুদের রস ও ১ চা চামচের অর্ধেক লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে।

মেথি ও অ্যালোভেরা জেল দিয়ে ফেসপ্যাক (Aloe Vera – Methi Face Pack)

এই ফেসপ্যাকটি বানাতে হলে প্রথমে মেথিকে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর ১ টেবিল চামচ জলে ভেজানো মেথির একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার সদ্য কাটা অ্যালোভেরা পাতার মধ্য থেকে জেলি অংশ বের করে নিতে হবে। এবার দুই প্রকার ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ১৫ মিনিট মুখে মাখিয়ে রাখার পর শুকিয়ে গেলে, জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত মাখলে ভালো ফল পাওয়া যাবে।

তবে মনে রাখা প্রয়োজন যে কারো কারো ক্ষেত্রে অ্যালোভেরা জেল সরাসরি ত্বকের সংস্পর্শে আসলে এলার্জির সৃষ্টি করে। সেক্ষেত্রে তাদের এই ফেসপ্যাকটি ব্যবহার না করাই শ্রেয়। আগে অ্যালোভেরা জেল ত্বকের সামান্য অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে পরীক্ষা করে দেখে নিতে পারেন।

আরও পড়ুন -> Hair Spa: অতিরিক্ত চুল ঝরায় বিরক্ত? বাড়িতেই করে নিন স্পা

মেথি ও শসা দিয়ে ফেসপ্যাক (Cucumber – Methi Face Pack)

শসা সাধারণভাবেই ত্বকের ক্ষেত্রে একটি কুলিং এফেক্ট দেয় তার সাথে মেথি যোগ করে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করলে সেটি ত্বককে আরো আর্দ্রতা প্রদান করে। এক্ষেত্রে একটা অর্ধেক পরিমান শসা নিয়ে সেটিকে গ্রেট করে নিতে হবে। এর পর সেটির সঙ্গে ১ চা চামচ মেথি গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। তবে কেউ ইচ্ছে করলে এই মিশ্রণের সঙ্গে গ্লিসারিনও মেশাতে পারেন। এই মিশ্রণ মুখে এবং গলায় মেখে ১০ মিনিট রাখুন। তারপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।

এক্ষেত্রেও মনে রাখতে হবে কারো কারো ক্ষেত্রে গ্লিসারিন ত্বকে চুলকানির সৃষ্টি করে। তাই তাদের ক্ষেত্রে এই ফেসপ্যাকটি এড়িয়ে যাওয়া ভালো।

মেথি ও মধু দিয়ে ফেসপ্যাক (Honey – Methi Face Pack)

মধু ত্বককে আদ্রতা প্রদান করে। তাই যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকারী। এই ফেসপ্যাকটি বানানোর জন্য ১ চা চামচ মেথি গুঁড়োর সাথে সম পরিমান মতো মধু মিশিয়ে নিয়ে হবে। মধু আর মেথিকে ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এটিকে মুখে ও গলায় বা ঘাড়ে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে। ফেস প্যাকটি শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিলে দারুন ফল ফল পাওয়া যাবে।

তবে যাদের মুখে ব্রণ বা র‍্যাস আছে তাদের ক্ষেত্রে মধু ব্যবহার না করা উচিত হবে।


এই রকম আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/methi-face-pack-for-healthy-and-glowing-skin/feed/ 0 4800
Cosmetics: সাজসজ্জার ঝোঁক বাড়ছে ভারতীয় নারীদের। অবাক করা সমীক্ষা!! https://bengalinews365.com/cosmetics-usage-is-increasing-among-india-women/ https://bengalinews365.com/cosmetics-usage-is-increasing-among-india-women/?noamp=mobile#respond Wed, 13 Sep 2023 20:08:49 +0000 https://bengalinews365.com/?p=4303 Cosmetics usage: সাজগোজ প্রতিটি মহিলাদের কাছে একটি আবেগ এবং এটিকে এক ধরনের প্রেমও বলা চলে। তবে এক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় ভারতীয় মহিলারা ঐশ্বর্যশালী। এদের কাছে এমন অনেক মেকআপ পণ্য রয়েছে যা অন্যান্য দেশের মহিলারা ব্যবহার করেন না। সম্প্রতি এই সাজগোজের ব্যয় নিয়ে একটি আনুমানিক চিত্র তুলে ধরা হয়েছে যা অবাক করার মত।

আনুমানিক ৬ মাসের খরচ

ভারতে যে মেকআপ কিটের বিস্তৃতি এতটা বৃদ্ধি পেয়েছে তা এতদিনে কেউ খেয়াল করে দেখেনি। সম্প্রতি কান্তার ওয়ার্ড প্যানেল দ্বারা ভারতে পরিচালিত একটি প্রাথমিক সমীক্ষা থেকে জানা যায়, ভারতীয় ক্রেতারা এই পণ্যের জন্য ছয় মাসে পাঁচ কোটি টাকা ব্যয় করে ফেলেছেন। তাই এর জন্য বাইরে থেকে 10 কোটি টাকার প্রসাধনী পণ্য (Cosmetics) ক্রয় করতে হয়েছে। এছাড়া সচ্ছল মহিলারা ভারতীয় ক্রেতাদের তুলনায় অনলাইন কিংবা অফলাইন থেকে করে প্রায় ১.৬ গুন বেশি ব্যয় করে থাকেন।

নামী-দামী কোম্পানীগুলি প্রসাধনীর (Cosmetics) চাহিদা বৃদ্ধির জন্যে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে থাকে।
নামী-দামী কোম্পানীগুলি প্রসাধনীর (Cosmetics) চাহিদা বৃদ্ধির জন্যে নিয়মিত বিজ্ঞাপন দিয়ে থাকে।

সময়ের সাথে প্রসাধনীর (Cosmetics) চাহিদা

দৈনন্দিন ব্যস্ততার জীবনে কলেজ পড়ুয়া থেকে শিক্ষিকা এমনকি অন্যান্য কর্মজীবী মহিলারা বিশেষ অনুষ্ঠান ছাড়া ব্যস্ততার সাথে সাজসয্যার জন্য বেশিরভাগই লিপস্টিক আইলাইনার এবং নেলপালিশ ব্যবহার করে থাকেন । গবেষণায় দেখা গিয়েছে, গত ছয় মাসে আয়লাইনার গড়ে বিক্রি হয়েছে ১২১৪ কোটি টাকার। লিপস্টিক বিক্রি হয়েছে ৩৮%। এরপরই রয়েছে নেইলপলিশের চাহিদা। এর থেকেই বোঝা যায় ভারতীয় নারীরা তাদের সৌন্দর্যের পেছনে কত টাকা ব্যয় করে থাকেন।

আরও পড়ুন -> Hair Spa: অতিরিক্ত চুল ঝরায় বিরক্ত? বাড়িতেই করে নিন স্পা

অনলাইনের প্রসাধনী পণ্যের (Cosmetics) প্রাচুর্যতা

বর্তমান বাজারে অনলাইনের যথেষ্ট প্রচলন রয়েছে। মোটামুটি সব কিছুই অনলাইনে পাওয়া যায়। অতএব সাজসার জিনিসও রয়েছে। দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে সময় বাঁচানোর জন্য সবাই অনলাইনে অর্ডার করে দেয়। অন্যান্য সামগ্রীর তুলনায় কেনাকাটার দিক দিয়ে আইলাইনার লিপস্টিক এবং নেইলপলিশের বেশি চাহিদা রয়েছে। গবেষণায় দেখা গেছে ছয় মাসে যে ৫ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করা হয়েছে তার মধ্যে প্রায় 40 শতাংশ অনলাইনেই কেনাকাটা হয়েছে। অনুমান করা যাচ্ছে যে, ভবিষ্যতে যত বেশি নারীরা বাইরের কাজে ছুটবেন, তাতে আরো প্রসাধনী (Cosmetics) খাত আরো প্রসারিত হবে তাতে কোন সন্দেহ নেই।

তবে বর্তমানে নারীরা নিজেদের আরও সৌন্দর্যময় এবং এমনকি কার্যের ক্ষেত্রে নিজেদের বিশ্বাস বাড়ানোর জন্য নানান সাজ সজ্জার মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করতে চাইছেন তাই প্রাইমার, ফাউন্ডেশন কম্প্যাক্ট, পাউডার, ব্লাসারের চাহিদা বাড়ছে।


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/cosmetics-usage-is-increasing-among-india-women/feed/ 0 4303