Brain Games – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Thu, 13 Jul 2023 21:59:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Brain Games – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Math Tricks: এই গাণিতিক ধাঁধার সমাধান করলেই অংকে দক্ষতা অর্জন করবেন https://bengalinews365.com/math-tricks-to-improve-calculation-skills/ https://bengalinews365.com/math-tricks-to-improve-calculation-skills/?noamp=mobile#respond Thu, 13 Jul 2023 21:59:39 +0000 https://bengalinews365.com/?p=3887 একই রকমের সংখ্যা দিয়ে তৈরি হয়, এমন গাণিতিক ধাঁধা (Math Tricks) প্রথমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, কিন্তু শান্ত মনে সেটি নিয়ে চিন্তাভাবনা করলে সহজেই উত্তর বেরিয়ে আসে।

সামাজিক মাধ্যমের দৌলতে বিভিন্ন ধরনের খেলায় মজে থাকে যুবসমাজ। এর কুফল সুফল নিয়ে বহু বিতর্ক চলে প্রায় প্রতিনিয়তই। বহু মানুষ এই কারণে সামাজিক মাধ্যমের বহুল ব্যবহারকে দায়ী করছেন। তবে এই সামাজিক মাধ্যমে অনেক রকম বুদ্ধিদীপ্ত খেলা বা ধাঁধা সমাধানের সুযোগ পাওয়া যায়। সেগুলো কখনো হাতছাড়া হাতছাড়া করা উচিত নয় কারণ সে সমস্ত খেলা বা ধাঁধা সমাধানের মাধ্যমে বুদ্ধি বিকাশের সম্ভাবনা থাকে

অঙ্ক ভীতি

অংকের উপর ভীতি রয়েছে এমন মানুষের সংখ্যা একটু বেশি আমাদের চারপাশে। তবে আবার বেশ কিছু মানুষের কাছে ভীষণ সহজ সরল বিষয় এই অংক। অংক বা গণিতের ধাঁধা (Math Tricks) সমাধান করার সুযোগ এলে কখনো সেটি হাতছাড়া করা উচিত নয়। এর বেশ কিছু কারণ বর্তমান বিশেষজ্ঞদের মতে সেগুলি নিম্নলিখিত।

গাণিতিক ধাঁধার (Math Tricks) সমাধানের মাধ্যমে মস্তিষ্কের তীক্ষ্ণতা বৃদ্ধি পায় ও মনের একাগ্রতার উন্নতি হয়।
গাণিতিক ধাঁধার (Math Tricks) সমাধানের মাধ্যমে মস্তিষ্কের তীক্ষ্ণতা বৃদ্ধি পায় ও মনের একাগ্রতার উন্নতি হয়।

ধাঁধা সমাধানের সুবিধাবলি

  • মজাদার গণিতে ধাঁধা (Math Tricks) সমাধানের ফলে মস্তিষ্কের সচলতা এবং সক্রিয়তা বৃদ্ধি পায়। প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের মস্তিষ্কের সক্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে অতএব গণিতের ধাঁধা সমাধানের ফলে আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সক্রিয় হয়ে উঠবে।
  • একই সংখ্যা বারংবার ব্যবহার করে গণিতের যে ধাঁধাগুলি তৈরি করা হয় সেগুলি আপাতত দৃষ্টিতে কঠিন মনে হলেও মন শান্ত রেখে একাগ্রতার সঙ্গে ভাবলে সহজে এর সমাধানের পথ বেরিয়ে আসে। অতএব এ ধরনের ধাঁধা সমাধানের হাত ধরে একাগ্রতা বাড়ানো সম্ভব হয়
  • বিশেষ করে গাণিতিক ধাঁধা (Math Tricks) সমাধানের ফলে শিশুদের মধ্যে গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। এর ফলে শিশুর মানসিক বিকাশ ঘটে
  • মজার ছলে যেহেতু ধাঁধাগুলি তৈরি করা থাকে সে কারণে মানসিক দুশ্চিন্তাও হ্রাস পায় এই ধাঁধা সমাধানের ফলে।
  • গাণিতিক ধাঁধা (Math Tricks) সমাধানের ফলে মস্তিষ্কের ব্যবহার যেহেতু বেশি প্রয়োজন সে কারণে মস্তিষ্কের তীক্ষ্ণতাও বৃদ্ধি পায়। এর ফলে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম জটিলতা এলেও তা সহজে সমাধান করা সম্ভব হয়।

৩+৩×৩÷৩ : গাণিতিক ধাঁধার (Math Tricks) সমাধান

আজকে যে ধাঁধাটি দেওয়া হয়েছে সেটি আপাতদৃষ্টিতে জটিল মনে হলেও এটি অত্যন্ত সরল একটি গণিত। ইতিমধ্যে হয়তো বেশিরভাগ মানুষই এটি সমাধান করে ফেলেছেন তাদের জন্য রইল বিশেষ অভিবাদন। তবুও এই ধাঁধাটির একবার সমাধান প্রক্রিয়া আলোচনা করা হলো। ৩ একাধিক ব্যবহারের ফলে এই সহজ অংকটিকে জটিল ভাবতে যাবেন না একদমই।

এটি আর পাঁচটা সরল অঙ্কের মতোই। প্রথমে ভাগ এর কাজটি সম্পন্ন করতে হবে, এরপর গুণ এবং সবশেষে করতে হবে যোগের কাজটি।

৩+৩×৩÷৩

= ৩+৩×১

= ৩+৩

= ৬

অতএব এই সরল অংকটির উত্তর হবে ৬। ইতিমধ্যে যারা এটি সমাধান করেছেন তাদের গাণিতিক দক্ষতা সত্যি প্রশংসনীয়। সবশেষে যেটি বলার সেটি হল এ ধরনের গাণিতিক ধাঁধা (Math Tricks) সমাধানের সুযোগ কখনো হাতছাড়া করবেন না আপনার মস্তিষ্কে কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলার জন্য।

যোগ, বিয়োগ, গুণ, ভাগ – কোনটি আগে বা পরে করতে হবে, তা বোঝার জন্যে পরে দেখতে পারেন BODMAS Rule

আরও পড়ুন -> Optical Illusion: আপনি কেমন মানুষ? জানতে বলুন ছবিতে কোন প্রাণী প্রথম চোখে পড়ল?


এই রকম আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/math-tricks-to-improve-calculation-skills/feed/ 0 3887
Optical Illusion: আপনি কেমন মানুষ? জানতে বলুন ছবিতে কোন প্রাণী প্রথম চোখে পড়ল? https://bengalinews365.com/optical-illusion-for-brain-teaser/ https://bengalinews365.com/optical-illusion-for-brain-teaser/?noamp=mobile#respond Tue, 11 Jul 2023 15:44:10 +0000 https://bengalinews365.com/?p=3884 এই প্রতিবেদনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ধাঁধা আপনার ব্যক্তিত্বকে চিনতে সাহায্য করবে।

বর্তমানে অবসর সময় পাওয়া মানেই স্মার্টফোনে এক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে অন্য একটি প্লাটফর্মে ঘুরপাক খাওয়া। আগে যেমন পড়াশোনা বা কাজের ফাঁকে ছবি আঁকা, গান শোনা, পরিবারের সাথে সময় কাটানো অথবা খবরের কাগজে প্রকাশিত পাজলগুলির সমাধান করা ইত্যাদিতে মানুষ সময় ব্যয় করতেন। কিন্তু বর্তমানে কমবেশি প্রতিটি মানুষের জীবনে স্মার্টফোন এসে গোটা সময়টা যেন কেড়ে নিয়েছে। প্রয়োজন থেকে বিনোদন সব কিছুরই একমাত্র সমাধান স্মার্টফোন। এর ফলে গুটি কয়েকজন ছাড়া বাকি সব সৃজনশীল চিন্তাভাবনা করা প্রায়ই বন্ধ করে দিয়েছে।

অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) কি?

আমাদের বেঙ্গলি নিউজ ৩৬৫ আপনাদের চিন্তা শক্তি বাড়াতে, স্মৃতিশক্তিকে মজবুত করতে এবং সৃজনশীল চিন্তাভাবনাসহ বুদ্ধি ইত্যাদিকে তীক্ষ্ণ করতে নিয়ে এসেছে অপটিক্যাল ইলিউশন (Optical illusion)। অপটিক্যাল ইলিউশন হল একপ্রকার ধাঁধা যা, আপনার সামনে এমন একটি ছবি বা প্যাটার্ন তুলে ধরবে। যা পারতোপক্ষে ভীষণই সহজ, কিন্তু আপাতদৃষ্টিতে তার সমাধান করতে গেলে আপনি নাজেহাল হয়ে যেতে পারেন। তার কারণে এ সমস্ত ছবি বা প্যাটার্ণগুলি আপনার সামনে এক প্রকার বিভ্রান্তি সৃষ্টি করবে। আপনাকে বুদ্ধি খাটিয়ে সেই বিভ্রান্তির জট ছাড়িয়ে ধাঁধাটির সমাধান খুঁজে বের করতে হবে।

Optical Illusion: ছবিটিকে মনোযোগ সহকারে দেখুন।
Optical Illusion: ছবিটিকে মনোযোগ সহকারে দেখুন।

আজকের অপটিক্যাল ইলিউশন (Today’s Optical Illusion)

আপনাদের সামনে একটি ছবি তুলে ধরা হলো। এই ছবিটির মধ্যে লুকিয়ে রয়েছে বিভিন্ন জন্তু। ছবিটিকে ভালো করে দেখে আপনি যে জন্তুটিকে প্রথমে খুঁজে পাবেন, সেটি বলে দেবে আপনি কেমন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। ছবিটিকে ভালো করে মনোযোগ সহকারে দেখে বলুনতো কোন প্রাণীটিকে আপনি প্রথম দেখতে পাচ্ছেন?

উত্তর জেনে নিন

১) সিংহ

যদি আপনি প্রথমেই এই সাদা কালো ছবিটি থেকে একদম বাঁদিকে লুকিয়ে থাকা সিংহকে দেখতে পান, তবে আপনার ব্যক্তিত্ব হবে সিংহের মত। সিংহ সর্বদাই তেজ এবং বীরত্তের চিহ্ন। সিংহের মধ্যে একটি শাসন করার ক্ষমতা বিরাজমান। সিংহ প্রচন্ড আত্মবিশ্বাসী হয়। তবে আপনার ব্যক্তিত্বের মধ্যেও এই গুণগুলি বর্তমান থাকবে।

২) ঘোড়া

আচ্ছা যদি আপনার চোখ এই ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এর মাঝখানে আটকে যায়, তবে সেখানে দেখতে পারবেন ঘোড়া। আপনি যদি প্রথমেই ঘোড়াকে দেখতে পান তবে আপনার ব্যক্তিত্বের মধ্যে ঘোড়ার মত গুণগুলি বর্তমান। ঘোড়া মানেই অতীব স্বাধীনতা প্রিয় একটি জীব। যে সমস্ত বন্ধনকে ভেঙে ছুটে বেরিয়ে যেতে পছন্দ করে। তবে আপনিও সেরকমই একজন স্বাধীনচেতা মানুষ হবেন।

৩) হাতি

সিংহের ঠিক নিচে রয়েছে হাতি। যদি আপনার চোখ হাতির উপর পড়ে তবে হাতির বৈশিষ্ট্যগুলি সঙ্গে আপনার ব্যক্তিত্বের মিল পাওয়া যাবে। হাতি সর্বদাই তার পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে পছন্দ করে। তার আশেপাশে কি ঘটছে, কখন হচ্ছে ইত্যাদি সম্পর্কে সতর্ক থাকে। তবে অন্য কেউ তাকে নিয়ে কি ভাবছে সেই বিষয়ে হাতির খুব একটি ভাবনাচিন্তা থাকে না।

৪) সারমেয়

ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ডানদিকে উপরে রয়েছে সারমেয় এর ছবি। এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ধাঁধায় আপনার চোখে যদি সারমেয় জন্তুটি ধরা পড়ে, তবে বুঝতে হবে যে আপনি একজন বিশ্বাসযোগ্য মানুষ। তার কারণ সারমেয় এটি বিশ্বাসযোগ্য প্রাণী। সারমেয়কে যারা পছন্দ করে বা যারা নির্ভরশীল, তাদেরকে সারমেয় নিজের জীবন দিয়ে রক্ষা করতে পিছপা হয় না।

৫) ভাল্লুক

ভালোভাবে তাকালে ছবিটির ডানদিকে পাবেন ভাল্লুকের ছবি। ভাল্লুক অত্যন্ত স্পষ্টবাদী এবং সরল ও খোলা মনের একটি প্রাণী। এই বৈশিষ্ট্য গুলো তবে আপনার মধ্যেও রয়েছে।

৬) উট

এবার ভালো করে খুঁজলে পড়ে দেখতে পাবেন হাতির ঠিক ডান পাশে রয়েছে একটি উটের ছবি। যদি আপনার চোখে প্রথম উট ধরা পড়ে, তবে মনে রাখতে হবে যে আপনিও উটের মত জীবনের প্রতি আশাবাদী।

৭) শূকর

যদি সারা ছবিটিতে প্রথমেই শূকর দেখতে পান তবে আপনি একজন সৎ চরিত্রের মানুষ। কারণ সুকর উদারতা চরিত্রবান এবং পণ্যের প্রতি কর্তব্যপরায়ণ ইত্যাদি বৈশিষ্ট্যকে হাইলাইট করে।


দৃষ্টিভ্রম বা অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) সম্বন্ধে আরো জানতে পড়তে পারেন উইকিপিডিয়ার এই পাতা

আপনারা যদি এই রকমের ধাঁধা আরও সমাধান করতে চান, তবে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/optical-illusion-for-brain-teaser/feed/ 0 3884