General knowledge questions with answers – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Wed, 13 Sep 2023 20:47:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png General knowledge questions with answers – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 General Knowledge: দৈনন্দিন জীবনের কিছু সাধারণ জ্ঞান, যা অনেকেই জানে না https://bengalinews365.com/general-knowledge-that-many-people-dont-know/ https://bengalinews365.com/general-knowledge-that-many-people-dont-know/?noamp=mobile#respond Wed, 13 Sep 2023 20:47:28 +0000 https://bengalinews365.com/?p=4305 General Knowledge: বর্তমানে সব রকম চাকরির ক্ষেত্রেই ম্যাথমেটিক্স থেকে শুরু করে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডার অসীম। জানার আর শেষ নেই। যত পড়বে ততই জানতে পারবে। এরকমই কিছু তথ্য ছোট আকারের প্রশ্নের মাধ্যমে জেনে নেওয়া যাক।

General Knowledge – এই সাধারণ জ্ঞানগুলি আপনার জানা আছে তো?

১. পৃথিবীর সবচেয়ে উৎপাদিত ফসলের নাম কি?
উত্তরঃ গম।

২. ভারতীয় নোটের মধ্যে মোট কটি ভাষা অন্তর্ভুক্ত আছে?
উত্তরঃ ১৭ টি।

৩. কোন পদার্থটি মানব শরীরের রং কালোর জন্য দায়ী?
উত্তরঃ মেলানিন পদার্থ।

৪. মানবদেহের বৃহত্তম অঙ্গের নাম কি?
উত্তরঃ ত্বক।

৫. প্রশ্ন: কোন দেশে মুরগিদের ডিম নীল রঙের?
উত্তরঃ চিলি। চিলিতে এমন মুরগি পাওয়া যায় যাদের ডিম হয় নীল রঙের।

General Knowledge: বেশি কিছু অন্যান্য প্রজাতির পাখির ডিম নীলচে রঙের হয়ে থাকে।
General Knowledge: বেশ কিছু অন্যান্য প্রজাতির পাখির ডিম নীলচে রঙের হয়ে থাকে।

৬. কোন রোগটি আয়োডিনের অভাবে হয়ে থাকে?
উত্তরঃ গলগন্ড রোগ।

৭. কাকে ধাতুর রাজা বলা হয়?
উত্তরঃ সোনাকে।

৮. বৈদ্যুতিক বাল্বে কোন ধাতব তার ব্যবহার করা হয়ে থাকে?
উত্তরঃ টাংস্টেন ধাতু।

৯. ভারতের সবচেয়ে উচ্চতম ভবন কোনটি?
উত্তরঃ ওয়ার্ল্ড ওয়ান, উচ্চতায় ৯৩৫ ফুট, যেটি মুম্বাইয়ে অবস্থিত।

১০. ‘পরশু’কে ইংরেজিতে কী বলে?
উত্তরঃ Overmorrow.

আরও পড়ুন -> Optical Illusion: আপনি কেমন মানুষ? জানতে বলুন ছবিতে কোন প্রাণী প্রথম চোখে পড়ল?

১১. মানুষের হৃদপিণ্ড স্পন্দিত হওয়ার সংখ্যা কত?
উত্তরঃ প্রতি মিনিটে ৭২ বার।

১২. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?
উত্তরঃ ২১%।

১৩. পৃথিবীতে কোন দেশ বছরে প্রায় ৫০০০ বার ছোট-বড় ভূমিকম্পের সম্মুখীন হয়?
উত্তরঃ জাপান।

৪. কোন নদীটি বাংলাদেশ ও ভারত সীমান্তের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
উত্তরঃ গঙ্গা নদী।

৫. একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের পরিমাণ কত?
উত্তরঃ ৫-৬ লিটার।


এই ধরনের আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/general-knowledge-that-many-people-dont-know/feed/ 0 4305