get rid of mosquito at home – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Tue, 04 Apr 2023 13:16:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png get rid of mosquito at home – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Mosquito Home Remedy: মশা থেকে মুক্তি চান? সহজ ঘরোয়া পদ্ধতিগুলি জেনে নিন https://bengalinews365.com/mosquito-home-remedy-in-bengali/ https://bengalinews365.com/mosquito-home-remedy-in-bengali/?noamp=mobile#respond Tue, 04 Apr 2023 13:16:15 +0000 https://bengalinews365.com/?p=2660 আবহাওয়ার খামখেয়ালীপনার সাথে সাথে মশার উপদ্রব দিন দিন আরও বেড়ে চলেছে। মশা বৃদ্ধির সাথে সাথে সারা বছর ধরেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই সবার অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত। মশার হাত থেকে রেহাই পেতে জেনে নিন কটি সহজ ঘরোয়া পদ্ধতি (Mosquito Home Remedy)।

কিভাবে আটকাবেন মশার বংশবৃদ্ধি?

মশার হাত থেকে রেহাই পেতে বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে কোনরকম ভাঙা পাত্র, টব, টায়ার, ডাবের খোলা বা অন্যান্য কোথাও যেন জল জমে না থাকে। নর্দমার মুখ যেন আটকে না থাকে। জমা জল হল মশার বংশবৃদ্ধির অন্যতম কারণ।

তাছাড়া, আগাছা পরিষ্কার করে বাড়ির উঠান বা বাড়ির পেছনের দিক পরিষ্কার রাখুন।

এছাড়া মশার উপদ্রব কমানোর জন্য ঘরোয়া কিছু টিপস (Mosquito Home Remedy) অবশ্যই আপনারা অনুসরণ করতে পারেন।

এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলি (Mosquito Home Remedy) অবলম্বন করে সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন।
এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলি (Mosquito Home Remedy) অবলম্বন করে সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন।

মশা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া পদ্ধতি (Mosquito Home Remedy)

১. এমন কিছু গাছ আছে যা মশার উপদ্রব কমাতে সাহায্য করে। যেমন ঘরের আঙ্গিনা বা উঠানে যদি পুদিনা, তুলসী, ল্যাভেন্ডার কিংবা গাঁদা গাছ রাখলে মশার উপদ্রব কমাতে অনেকটা সহায়তা করবে।

২. ঘরের কোণে কর্পূর রেখে দিলে সেই গন্ধ মশা কমাতে সাহায্য করে। এছাড়া কর্পূর জ্বালিয়ে দিলেও সেই গন্ধ পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনার ঘর থেকে মশা দূর করবে।

৩. রসুনের রস মিশিয়ে সেই জল যদি বাগানে স্প্রে করে দেন, সেটিও মশা দূর করতে সাহায্য করবে।

৪. কফি গুঁড়োর তীব্রতা মশা দূর করতে অনেকটাই সহায়তা করে। তাই বাগানে কফি গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন।

৫. আপনি যদি লেমন গ্রাস ওয়েল আপনার ত্বকে লাগান সেটিও মশা থেকে আপনাকে দূরে রাখবে।

৬. এছাড়াও মশা দূর করতে নারকেলের খোসার আঁশ জ্বালাতে পারেন।

৭. আপনি যদি নিমের তেল ত্বকে লাগান তাহলে তিন ঘন্টা মশার উপদ্রব থেকে রেহাই পাবেন। এছাড়া নিমপাতা পোড়ালেও মশার আনাগোনা অনেকাংশে কমে যায়।


মশার সংখ্যা কিভাবে বৃদ্ধি পায় ও মশাবাহিত রোগ সম্বন্ধে আরও জানতে পড়ুন এই উইকিপিডিয়ার পাতাটি

এই রকম আরো খবর পেতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/mosquito-home-remedy-in-bengali/feed/ 0 2660