government job – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Mon, 20 Feb 2023 11:38:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png government job – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Assam Rifles Recruitment: মাধ্যমিক পাশ হলেই অসম রাইফেলস ট্রেডসম্যান পদে আবেদন করুন https://bengalinews365.com/assam-rifles-recruitment-2023/ https://bengalinews365.com/assam-rifles-recruitment-2023/?noamp=mobile#respond Mon, 20 Feb 2023 11:38:10 +0000 https://bengalinews365.com/?p=1997 যোগ্য চাকরি প্রার্থীদের জন্য আছে সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Government) অন্তর্গত স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্ভুক্ত অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment) করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের প্রার্থীরা, এমনকি পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন করার পদ্ধতি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment)
অসম রাইফেলস ট্রেডসম্যান পদে কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment)

মোট শুন্যপদের সংখ্যা

মোট শূন্য পদ রয়েছে ৬১৬ টি। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ রয়েছে ১২ টি।

শূন্য পদের নাম

Technical and Tradesmen

কোন কোন পদে অসম রাইফেলস ট্রেডসম্যান কর্মী নিয়োগ (Assam Rifles Recruitment) করা হবে?

Clerk, Religious Teacher, Electrician, Fitter, Plumber, Female Safai, Cook

আবেদনের শেষ তারিখ

যোগ্যপ্রার্থীদের আবেদন করতে হবে ১৯ শে মার্চ ২০২৩ তারিখের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন করার পদ্ধতি

অসম রাইফেলস ট্রেডসম্যান পদে নিয়োগের (Assam Rifles Recruitment) জন্যে যোগ্য আবেদনপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন জানাতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় যোগ্য প্রার্থীর নাম, বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।


আবেদন করুন অসম রাইফেলস-এর অফিসিয়াল ওয়েবসাইটে -> www.assamrifles.gov.in/onlineapp/

এই সংক্রান্ত আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজগুলোতে।

]]>
https://bengalinews365.com/assam-rifles-recruitment-2023/feed/ 0 1997
West Bengal Judicial Service Exam : পশ্চিমবঙ্গ বিচার বিভাগে একাধিক শূন্য পদে হবে নিয়োগ! বের হলো চাকরির বিজ্ঞপ্তি https://bengalinews365.com/west-bengal-judicial-service-exam-2023/ https://bengalinews365.com/west-bengal-judicial-service-exam-2023/?noamp=mobile#respond Fri, 13 Jan 2023 08:09:06 +0000 https://bengalinews365.com/?p=1046 সম্প্রতি পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার (West Bengal Judicial Service Exam) মাধ্যমে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন দ্বারা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। কিভাবে এই শূন্য পদে আবেদন করতে হবে? আর কারাই বা আবেদন করতে পারবেন? সেই সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

West Bengal Judicial Service Exam : পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ
West Bengal Judicial Service Exam : পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ

পদ:

সিভিল জাজ জুনিয়র ডিভিশন

West Bengal Judicial Service Exam এর জন্যে আবেদন করার পদ্ধতি:

১) রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ( www.wbpsc.gov.in) থেকে কেবলমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে।
২) ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। আর তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন করার পর আবেদনপত্র পূরণ করার জন্য লগইন করতে হবে। আর তারপর সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে আবেদন পত্রটিকে ফিল আপ করে দিতে হবে।
৪) সবশেষে আবেদন ফি জমা দিতে হবে। এবং তার পর আবেদন পত্রটিকে সাবমিট করে দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

১) রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত যে কোন ইউনিভার্সিটি অথবা যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ল’ পাস করতে হবে।

২) দেশের যেকোনো কেন্দ্রশাসিত অথবা রাজ্য শাসিত অঞ্চলের বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে নিজের নাম নথিভুক্ত করা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি:

পশ্চিমবঙ্গের বিচার বিভাগে পরীক্ষার (West Bengal Judicial Service Exam) মাধ্যমে এই পদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পরীক্ষাগুলি হল প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট।

আবেদন ফি:

আবেদন করার জন্য আবেদনকারীকে ২১০ টাকা ফি হিসেবে জমা করতে হবে। তবে তিনি যদি এসসি, এসটি অথবা পিডব্লিউডি শ্রেণীভুক্ত হন তাহলে তার কোনরকম ফি জমা দেবার দরকার নেই।

আবেদন করার তারিখ:

এই পদের জন্য অনলাইন মাধ্যমে আবেদন শুরু হচ্ছে ১০.০১.২০২৩। আর আবেদন করার শেষ তারিখ হল ৩১.০১.২০২৩।

বয়সসীমা:

এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩৫ বছরের মধ্যে । আর বয়সের হিসাব করতে হবে ৩০ ডিসেম্বর ২০২২ অনুযায়ী। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি শ্রেণীভুক্ত আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে ৫ এবং ৩ বছরের ছাড় পাবেন।

বেতন:

মাসিক বেতন ২৭ হাজার ৭০০ টাকা থেকে ৪৪ হাজার ৭৭০ টাকা পর্যন্ত।

মোট শূন্য পদ:

এই বিভাগের মোট শূন্যপদ ২৯ টি।

তাহলে আর দেরি কিসের? আপনি যদি উপযুক্ত প্রার্থী হয়ে থাকেন এই চাকরির জন্য তাহলে অতি সত্বর আবেদন করে ফেলুন।

এরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/west-bengal-judicial-service-exam-2023/feed/ 0 1046
Recruitment: রাজ্যে নতুন চাকরির খবর! গ্রুপ সি, ডি, সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ড, কি যোগ্যতা লাগবে আর কিভাবেই বা আবেদন করতে পারবেন? https://bengalinews365.com/west-bengal-group-d-recruitment-school-night-guard/ https://bengalinews365.com/west-bengal-group-d-recruitment-school-night-guard/?noamp=mobile#respond Tue, 10 Jan 2023 16:29:04 +0000 https://bengalinews365.com/?p=1012 সারা রাজ্য জুড়ে এবার সুখবর। শোনা গেল, রাজ্যে নতুন চাকরির (Recruitment) খবর। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে বাংলা মিডিয়াম স্কুল, গ্রুপ সি গ্রুপ ডি সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ডের চাকরির কথা প্রকাশিত হয়।

West Bengal job recruitment

রাজ্যের একটি জেলার বিভিন্ন ব্লকের বাংলা মিডিয়াম স্কুল ও ইংলিশ মিডিয়াম স্কুল গুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরি পেতে গেলে কি কি যোগ্যতা লাগবে? শোনা যায়, সরাসরি ইন্টারভিউ নিয়ে এই চাকরিতে কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে?

পদের নাম (Recruitment)

নাইট গার্ড ও সিকিউরিটি গার্ড

ইন্টারভিউ তারিখ

২০২৩ সালে ১৬ এবং ১৭ তারিখ।

যোগ্যতা

চাকরিপ্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্য পদ

৫ টি

নিয়োগ স্থান

ঝাড়্গ্রাম জেলার নানান ব্লক ভিত্তিক বাংলা এবং ইংলিশ মিডিয়াম স্কুল।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের আর আলাদা করে কোন আবেদন করতে হবে না একেবারে ইন্টারভিউয়ের দিন নিজের সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলেই হবে।

ইন্টারভিউ স্থান

বিবেকানন্দ মিটিং হল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, ঝাড়গ্রাম।

পদের নাম

গ্রুপ সি

যোগ্যতা

চাকরিপ্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্য পদ

৭ টি

পদের নাম

গ্রুপ ডি

যোগ্যতা

চাকরিপ্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্যপদ

৮ টি

এই রকম আরো চাকরির খবর পড়তে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/west-bengal-group-d-recruitment-school-night-guard/feed/ 0 1012
কেন্দ্রীয় সরকারি চাকরিতে টেকনিসিয়ান, ক্লার্ক ও গ্রুপ সি এর শূণ্য পদে কর্মী নিয়োগ, শীঘ্র আবেদন করুন https://bengalinews365.com/central-government-job-2022-23-group-c/ https://bengalinews365.com/central-government-job-2022-23-group-c/?noamp=mobile#respond Fri, 16 Dec 2022 16:10:55 +0000 https://bengalinews365.com/?p=533 যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্যে শীঘ্রই শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের অধীনে ক্লার্ক ও গ্রুপ সি শূণ্য পদে কর্মী নিয়োগ। সরকারের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এ ক্লার্ক, স্টোর কিপার, ড্রাইভার, মাল্টিটাস্কিং স্টাফ ও ফরেস্ট গার্ডসহ বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের নাগরিক হলেই আবেদন করা যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

সরকারি চাকরির সংবাদ - Government job news
সরকারি চাকরির সংবাদ

পদের নাম: Multi Tasking Staff (MTS)

মোট শূণ্য পদ- ২২ টি।
বেতন- পে লেভেল ১ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম: Lower Division Clerk/ Forest Guard/ Driver

মোট শূণ্য পদ- ১১ টি। (Lower Division Clerk-5, Forest Gaurd-2, Drive-4)
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম: Steno Grade-II

মোট শূণ্য পদ- ১ টি।
বেতন- পে লেভেল ৪ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

পদের নাম: Store Keeper

মোট শূণ্য পদ– ২ টি।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- উভয় প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: Technician (Lab Research/ Field)

মোট শূণ্য পদ- ২৩ টি।
বেতন- পে লেভেল ৩ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: Technician (Maintenance)

মোট শূণ্য পদ- ৬ টি।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: Technical Assistant (Para Medical)

মোট শূণ্য পদ- ৭ টি।
বেতন- পে লেভেল ৫ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করার পদ্ধতি:

যেসব প্রার্থীরা এই শুন্য পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক, তারা এই কেন্দ্রীয় সরকারি চাকরির জন্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় ইচ্ছুক পদপ্রার্থীর বৈধ ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মোবাইল নাম্বার সহ সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন করার শুরু ও শেষ তারিখ:

২০ শে ডিসেম্বর, ২০২২ থেকে ১৯ শে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

নিয়োগ করার পদ্ধতি:

প্রার্থীদের Computer Based Exams -(Stage-I), Descriptive Paper-(Stage-II) and Skill/Trade Test (Stage-III) -এর মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।

ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চাকরির নোটিশ পড়ুন -> https://fri.icfre.gov.in/wp-content/uploads/2022/12/Short-Advertisement-notice.pdf

এই রকম আরো সরকারি চাকরির খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/central-government-job-2022-23-group-c/feed/ 0 533