hair loss – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Fri, 18 Aug 2023 20:16:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png hair loss – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Monsoon Hair Fall: বর্ষায় চুল পড়ছে? ঘরোয়া উপায়ে সমাধান জেনে নিন https://bengalinews365.com/monsoon-hair-fall-problem-and-remedies/ https://bengalinews365.com/monsoon-hair-fall-problem-and-remedies/?noamp=mobile#respond Fri, 18 Aug 2023 20:16:08 +0000 https://bengalinews365.com/?p=4163 Monsoon Hair Fall Problem: একজন নারীর সৌন্দর্যের মুল বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে তার চুল। আর সেই চুলই যখন মাথায় না থেকে ঘরের আনাচে কানাচে খুঁজে পাওয়া যায় তখন কেমন লাগে বলুন তো? আসলে চুল পড়ার সমস্যা প্রায় প্রত্যেক নারীর জীবনেরই এক দুর্বিষহ ব্যাপার। সেই চুল পড়া কমাতে প্রায় প্রত্যেকেই নানান রকম ব্রান্ডের তেল, শ্যাম্পু ব্যবহার করে থাকে। কেউ কেউ পার্লারেও বারংবার গিয়েও তেমন কোনো লাভ পাননি।

অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় টাকার নামে টাকা খরচ হয় সমস্যার সমস্যা সমস্যার জায়গাতেই থেকে যায়। তবে শুধু নারী নয় একই ঘটনা পুরুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।

Home remedies to prevent monsoon hair fall / বর্ষায় চুল পড়া আটকাতে ঘরোয়া টোটকা কাজে লাগান
Home remedies to prevent monsoon hair fall / বর্ষায় চুল পড়া আটকাতে ঘরোয়া টোটকা কাজে লাগান

বর্ষায় চুল পড়া আটকাবেন কিভাবে? (Prevent Monsoon Hair Fall)

তাই আজকের প্রতিবেদনে চুল পড়ার মতো দুর্বিষহ সমস্যার হাত থেকে রক্ষা করার কিছুটা রাস্তা দেখানোর চেষ্টা করা হলো। বিশেষজ্ঞরা তাদের গবেষণা থেকে জানিয়েছেন যে, আপনার রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় কয়েকটি সামান্য উপকরণ দিয়েই চুলের যাবতীয় সমস্যা দুর করা সম্ভব। তাহলে আসুন জেনে নেওয়া যাক ঠিক কিভাবে ঘরোয়া উপায়ে চুল পড়ার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

১. মধু

মধু চুলের বৃদ্ধিতে ও গোড়া শক্ত করতে সাহায্য করে। এমনকি যাদের খুশকির সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও মধু ব্যাবহার যথেষ্ঠ উপকারী হতে পারে। এছাড়া মধু মাথার ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। শুধু তাই নয় মধুর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আপনার চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে।

২. নারকেল তেল

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমরা মোটামুটি সবাই জানি। নারকেল তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। নারকেল তেল হাতের তালুতে নিয়ে স্ক্যাল্পে মাসাজ করার ফলে রক্ত সঞ্চালন ভালো হয়। বর্ষায় চুল পড়া (Monsoon Hair Fall) আটকাতে এই তেল খুব কাজে লাগে।

৩. অ্যাভোকাডো

অ্যাভোকাডোয় থাকা ভিটামিন A, B6, C, E সহ বিভিন্ন খনিজ উপাদান চুলের প্রভূত উপকার করে থাকে। এছাড়া অ্যাভোকাডো চুলকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

৪. ডিম

ডিমের মধ্যে এমন কিছু উপাদান আছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ডিম বর্ষায় চুল পড়া (Monsoon Hair Fall) কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুলকে জেল্লাদার করে তুলতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।

৫. কর্নফ্লাওয়ার

অনেক সময় লক্ষ্য করা যায় শ্যাম্পু করার পরেও মাথার ত্বক তেলতেল করছে। কর্নফ্লাওয়ার ব্যাবহারের ফলে এই তেলতেলে ভাব সমাধান করা সম্ভব। এছাড়া বাইরে কোথাও বেরনোর আগে যদি চুলটা তেলতেলে মনে হয় কিন্তু শ্যাম্পু করার মতো হাতে সময় নেই তাহলে সর্ট ট্রিকসে কর্নফ্লাওয়ারকে পাউডারের মতো করে ব্যবহার করে নিন।

৬. দই

চুল ভালো রাখতে এমনকি স্ক্যাল্পের সমস্যা সমাধানের জন্য দই বেশ উপকারী। এছাড়া চুলের ফলিকলে পুষ্টির অভাব ঘটলে তা পরিপূর্ণ করে দই।

৭. কলা

কলা চুলের জন্য এমন একটি উপাদান যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এমনকি কলার মধ্যে উপস্থিত এক প্রকারের প্রাকৃতিক তেল যা কোকড়ানো চুলকে মসৃণ করতে সাহায্য করে। চুলের আদ্রতা ধরে রাখতে চুলের উপকারিতা অতুলনীয়।

আরও পড়ুন -> Detox Water: কমবে ওজন, ঝরবে মেদ, এই জাদুকরী পানীয়তেই

এবার আপনার পছন্দ মতো কয়েকটি উপাদান নিয়ে ভালো করে মিশ্রণ করে একটি প্যাক বানিয়ে নিন। কিন্তু মনে রাখতে হবে যেকোনো প্যাক ব্যবহারের পুর্বে আপনার ব্যবহার্য শ্যাম্পু দিয়ে মাথার স্ক্যাল্পসহ সমস্ত চুল পরিষ্কার করে নেবেন। তারপর আধ ভেজা অবস্থায় পুরো চুলে প্যাকটি মেখে আধ ঘন্টার মতো রেখে ধুয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে যে মাথার মধ্যে বা চুলের সাথে এই মিশ্রনের বিন্দু মাত্র পরিমানও যেন আটকে না থাকে। এই টিপস্গুলি মেনে চললে বর্ষায় চুল পড়া (Monsoon Hair Fall) আটকাতে পারবেন।


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/monsoon-hair-fall-problem-and-remedies/feed/ 0 4163
চুল পড়া থেকে মুক্তি চান? সঠিক উপায় এ সাত দিনের মধ্যেই চুল পড়া বন্ধ হবে https://bengalinews365.com/prevent-hair-loss-with-hibiscus/ https://bengalinews365.com/prevent-hair-loss-with-hibiscus/?noamp=mobile#respond Sun, 11 Dec 2022 07:58:47 +0000 https://bengalinews365.com/?p=363 রোজকার ব্যস্ত জীবনের যাতাকলে চুলের যত্ন নেওয়া প্রায় হয় না বললেই চলে। কিন্তু যদি সপ্তাহের সাতটি দিনই চুলের নিয়মিত যত্ন নেওয়া হয় তাহলে চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। চুলের যত্ন ঠিকমতো না নিলেই ঘটে যাবে মহাবিপদ।চুল কেন পড়ে যাচ্ছে? সবার মনে শুধু এই একটাই প্রশ্ন। চুল পড়ার পিছনে নানাবিধ কারণ আছে। তবে আমাদের আসল কারণটি জেনে নিতে হবে। অনেকের হরমোনের সমস্যার কারণে চুল পড়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকদের সাথে পরামর্শ করা অতি প্রয়োজন।

মুক্তি পান চুল পড়া থেকে

প্রাকৃতিক উপায়

প্রাচীনকালে চুলের যত্ন নেওয়ার জন্য জবা ফুল ও তার পাতা বিশেষভাবে ব্যবহৃত হতো। জবা ফুল ও তার পাতা বেটে একটি পেস্ট বানানো হয় এবং সেই পেস্ট যদি চুলের গোড়ায় খুব ভালোভাবে মাসাজ করা যায় তাহলে চুল পড়া বন্ধ হবে অবশ্যম্ভাবী। চুল হবে কুচকুচে কালো ঘন এবং খুব সুন্দর। আগেকার সময় এত কেমিক্যাল শ্যাম্পু, তেল ছিলনা। মানুষ ভরসা করত প্রকৃতির ওপরে, তাই তখনকার মানুষের এরকম সমস্যাও কম হতো।

পদ্ধতি

এই পেস্টটির সাথে যদি কয়েক ফোঁটা তেল মিশিয়ে নেন তাহলে আর কোনো রকম ঔষধের প্রয়োজন পড়বে না। আপনি এই মিশ্রণটি ফ্রিজের দুই তিন দিন রেখে ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পাবেন এবং চুল পড়ার হাত থেকে মুক্তি পাবেন। নারকেল তেলের সাথেও এই পেস্টটি মিশিয়ে তা ভালো করে ফুঁটিয়ে যদি ছেঁকে রেখে দেন সেটাও আপনি আপনার চুলের ব্যবহার করতে পারেন।

কেমিক্যাল যুক্ত প্রসাধনীর অপকারিতা

বাজারের কেমিক্যাল ব্যবহারের পরিবর্তে যদি আপনি এই প্রাকৃতিক জিনিস গুলি ব্যবহার করেন তাহলে অবশ্যই চুল পড়ার হাত থেকে রেহাই পাবেন। প্রাকৃতিক জিনিসের উপকারিতা সবসময়ই সব থেকে বেশি থাকে। বর্তমানে একটি ভয়ংকর তথ্য সোশ্যাল মিডিয়ায় আনাগোনা করছে, নামিদামি কোম্পানির শ্যাম্পু ব্যবহারে নাকি ক্যান্সার আক্রান্ত হতে পারে মানুষ। এই খবর মানুষের মধ্যে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

গাছ গাছড়ার গুনাগুন

তাই চুল ভালো রাখতে আর বাজারের কেমিক্যাল এর উপরে ভরসা করা চলে না সে যতই নামিদামি কোম্পানি হোক না কেন। প্রকৃতি এমন একটি জিনিস যা কখনো মানুষের সাথে বেইমানি করে না। তাই আমাদের প্রাকৃতিক জিনিসকেই আপন করে নিতে হবে। জবা ও জবা পাতা ছাড়াও কারি পাতা, তুলসী পাতা ইত্যাদি কে আমরা ব্যবহার করতে পারি চুলের যত্নের জন্য। তবে আজকে আমরা জবা ফুল ও পাতাকে নিয়ে আলোচনা করব।

জবা পাতা

জবা পাতার পেস্টের সাথে যদি আমরা টক দই মিশিয়ে সেটি আমরা চুলে লাগাই তাহলেও আমরা যথেষ্ট উপকার পাব।সপ্তাহে মাত্র দু’দিন ব্যবহার করে আপনার নতুন চুল গজাবে এবং চুল পড়া বন্ধ হবে। চোখ বন্ধ করে আপনি এই প্রাকৃতিক জিনিসগুলোর উপর ভরসা করতে পারেন। এই হোমমেড পদ্ধতির সাথে আপনি ডিম মিশিয়েও তা ব্যবহার করতে পারেন, ডিম চুলে সিল্কি ভাব এনে দেয়। এই মিশ্রণটি মাথায় ভালো করে ম্যাসাজ করে তারপর কিছুক্ষণ রেখে সেটিকে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুলের তফাৎ নিজেই বুঝতে পারছেন।

শুধু শ্যাম্পু নয় জবা ফুলের তেলও আপনার চুলের পক্ষে খুবই উপকারী সপ্তাহের প্রতিদিন তেল এবং দুদিন যদি শ্যাম্পু করতে পারেন তাহলে দেখবেন আপনার চুল পড়ার সমস্যা একেবারে মিটে গেছে। তাই চুল পড়ার হাত থেকে রেহাই পেতে আপনাকে এই পদ্ধতি গুলো অবশ্যই পালন করতে হবে।

সতর্কীকরণ

উপরে উল্লেখিত কোন জিনিসের যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে সে জিনিসটা অবশ্যই ত্যাগ করা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। উপরিউক্ত কোন মিশ্রণ ব্যবহার করে যদি কোন রকম শারীরিক ক্ষতি হয় তাহলে অবশ্যই সেটি বন্ধ করে দিতে হবে।

এই রূপ আরো রূপ চর্চার পরামর্শ পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/prevent-hair-loss-with-hibiscus/feed/ 0 363