Hilsa Fish – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Tue, 29 Aug 2023 20:01:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Hilsa Fish – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Ilish side effects: ইলিশ প্রেমীদেরও রেহাই নেই! হুমকি সুগার, কোলেস্টেরল, প্রেসারের? https://bengalinews365.com/ilish-side-effects-must-know-to-stay-healthy/ https://bengalinews365.com/ilish-side-effects-must-know-to-stay-healthy/?noamp=mobile#respond Tue, 29 Aug 2023 20:01:29 +0000 https://bengalinews365.com/?p=4300 Ilish side effects: ইলিশ ভালোবাসে না এমন মানুষ খুব কমই দেখা যায়। বিশেষত বাঙালিরা বর্ষার অপেক্ষায় থাকে একটু রুপোলি ইলিশের স্বাদ নেওয়ার জন্য। তাই ইলিশের দাম যতই চড়া হোক না কেন সবাই কম বেশি ইলিশ কিনে, ইলিশ ভাঁপা, ইলিশের পোলাও, সরষে ইলিশ এমনকি খিচুড়ির সাথে করা তেলে ভাজা ইলিশের স্বাদ উপভোগ করতে চান।

কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে, ঘন ঘন ইলিশ খেলে নাকি বাড়তে পারে, সুগার, কোলেস্টেরল এবং প্রেসার। তাই ইলিশের পার্শ্বপ্রতিক্রিয়ার (Ilish side effects) ভয়ে অনেক সচেতন মানুষই ইলিশ খাওয়া কমিয়ে দিচ্ছেন। চলুন পুষ্টিবিদদের কাছ থেকে ঘটনার সত্যতা যাচাই করা যাক।

ইলিশের উপকারিতা

ইলিশ খেলে যেমন মস্তিষ্কের কর্ম ক্ষমতা বাড়বে তেমনি ইনসুলিন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। ইলিশের মধ্যে যেমন রয়েছে প্রোটিন তেমনি রয়েছে ভিটামিনের সম্ভার। শরীরের ভিটামিন এ, ভিটামিন বি ১২ এবং ভিটামিন ডি অভাব পূরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে ইলিশ মাছ। এর ফলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এবং BMR বৃদ্ধি করত বিশেষ ভূমিকা পালন করে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্ট এবং চোখের জন্য বিশেষত উপকারী। ইলিশ মাছ প্রচুর ওমেগা- ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। ইলিশ খেলে শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়।

পুষ্টিবিদরা জানিয়েছেন, ১০০ গ্রাম ইলিশ থেকে প্রায় 21 গ্রাম প্রোটিন পাওয়া যায়। তাই রোজ ইলিশ খেলে যে কারো প্রোটিনের ঘাটতি দূর হয়ে যাবে। ইলিশ এপিএ ও ডিএইচএ নামক ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে বলেই ইলিশ মাছ দেহের রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ইলিশে রয়েছে আয়রন ক্যালসিয়াম এবং সেলেনিয়াম, যা হাড়কে জোরদার রাখতে সাহায্য করে।

Ilish side effects: ইলিশের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি জেনে রাখুন
Ilish side effects: ইলিশের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি জেনে রাখুন

ইলিশের কিছু সীমাবদ্ধতা ও পার্শ্বপ্রতিক্রিয়া / Ilish side effects

সব মাছের থেকে ইলিশ সুস্বাদু হওয়ায় লোভটা সামলে রাখা দুষ্কর হয়ে যায়। বিশেষত হাই প্রেসার, সুগার, কোলেস্টেরল যাদের আছে। কারণ ইলিশে অন্যান্য পুষ্টি গুণের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমানে কোলেস্টেরল। পুষ্টিবিদদের মতে, যদি ১০০ গ্রামের নিচে ইলিশ খেলেও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। পুষ্টিবিদদের ভাষায়, সুগার যাদের রয়েছে তাদের ইলিশ খেতে হবে মেপে ঝেপে, নইলে হবে বিপদ। বেশি ইলিশ খেলে যখন তখন সুগার হাই হয়ে যেতে পারে। ফলে লোভের কারণে ক্ষতি হয়ে যেতে পারে কিডনি, চোখ, স্নায়ু সহ শরীরের অন্যান্য অঙ্গের।

যাদের এইচবি১সি ৬.৫ বা তার নীচে রয়েছে তাঁরা চাইলে মাসের মধ্যে ২০০ গ্ৰাম পর্যন্ত ইলিশ খেতে পারবেন। সেক্ষেত্রে ইলিশের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি (Ilish side effects) খুব বেশি প্রভাব ফেলবে না। কিন্তু যাদের এইচবি১সি ৬.৫ এর ওপরে তাদের এক্ষেত্রে লোভ না করাই ভালো। আর যাদের ব্লাড প্রেসার রয়েছে তারা খুব সম্ভব মাসে একবার জোর হলে দুবার ইলিশ খেতে পারবেন। নইলে বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানতা আপনার বা আপনাদের হাতেই।

আরও পড়ুন -> পুকুরে ইলিশ! অবাক কান্ড! কী বলছেন মৎস্যজীবী ও বিশেষজ্ঞরা?

সব কিছুই পরিমান মাফিক

যেকোনো খাবার খাওয়ার ক্ষেত্রে পরিমাণ মত খাওয়ার উচিত। অত্যাধিক খাবার খাওয়া শরীরের পক্ষে অবশ্যই ক্ষতিকর। বিশেষত, তেল-মশলাযুক্ত খাবার বেশি খাওয়া মোটেই হিতকর নয়। তাই শরীরকে সুস্থ রাখতে সপ্তাহে এক আধবার ইলিশ খাওয়া যেতে পারে। কিন্তু অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করা যাবে না। তাই এভাবে মেপে চললে সুস্থ থাকাটা সেরকম কঠিন ব্যাপার নয়।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চললে এবং পরিমাণ মতো খাবার খেলে এবং সাথে শরীরচর্চার মধ্যে থাকলে শরীরের সাথে সাথে মনও ভালো থাকবে এবং ইলিশের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি (Ilish side effects) খুব বেশি প্রভাব ফেলতে পারবে না।। বিস্তারিত জানতে অবশ্যই নিজস্ব চিকিৎসকের পরামর্শ নিন।


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/ilish-side-effects-must-know-to-stay-healthy/feed/ 0 4300
পুকুরে ইলিশ! অবাক কান্ড! কী বলছেন মৎস্যজীবী ও বিশেষজ্ঞরা? https://bengalinews365.com/hilsa-farming-in-pond-is-it-possible/ https://bengalinews365.com/hilsa-farming-in-pond-is-it-possible/?noamp=mobile#respond Sat, 26 Aug 2023 20:26:33 +0000 https://bengalinews365.com/?p=4315 “পুকুরে ইলিশ -একথা বাঙালির কাছে রসিকতা হিসেবেই পরিচিত। কিন্তু অদ্ভুত মনে হলেও জ্যান্ত ও সতেজ ইলিশ মাছ এবার পাওয়া গেল সেই পুকুরে! বাঙালি আর মাছ কথাটি একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। কথায় আছে মাছে-ভাতে বাঙালি। বর্ষাকালে খিচুড়ির সাথে ইলিশ ভাজা। এছাড়া সর্ষে ইলিশ, ভাপা ইলিশ আরও কত কি? ইলিশের সব আইটেমই রয়েছে বাঙালির প্রিয় খাদ্য তালিকার মধ্যে।

কিন্তু গত দুই তিন বছরে, ইলিশের সেরকম ফলন হয়নি। তাই বাজারে মাছের দামও অত্যাধিক ছিল। তাই উচ্চবিত্তের পক্ষে মাছ কিনে খাওয়া সম্ভব হলেও সাধারণ নিম্নবিত্তের কাছে তা ভাবনার বাইরে। কিন্তু বিগত বছরগুলির তুলনায় এবার ইলিশের অনেক ভালো ফলন হয়েছে। সাধারণ মানুষেরাও হাত চেটে খেতে পেরেছেন ইলিশ। কিন্তু পরবর্তীকালে যদি আবার ইলিশের ফলন কম হয়, তবে কি পুকুরে ইলিশ চাষ হবে?

ইলিশের ধরন ও প্রকৃতি

ইলিশ হলো একটি লবনাক্ত জলের মাছ। তাই ইলিশের জন্ম সাগরেই বলা চলে। তবে মা ইলিশ ডিম পাড়তে লবনাক্ত জল ত্যাগ করে মিষ্টি জলে এসে বাস করে। বিগত বছরের তুলনায় এবারে নদীতে প্রচুর পরিমাণে ইলিশের দেখা মিলেছে। কিন্তু পুকুরে ইলিশও যে ধরা পড়তে পারে – এই শুনেই সবাই অবাক। এই বছর বাংলাদেশের নদী থেকে সাগরে জাল ফেলতেই প্রচুর পরিমাণে ইলিশ উঠে আসছে। প্রায় সব রকমের ওজনের মাছ ধরা পড়েছে। কিন্তু সেই তুলনায় দাম তেমন একটা কমেনি। ফলে রুপলি ইলিশের ধারে কাছে যাওয়া যাচ্ছে না। সেই সুযোগে মৎস্যজীবীরাও প্রচুর পরিমাণে লাভ করেছেন।

তাহলে কি এবার পুকুরে ইলিশ চাষ হবে? / Hilsa farming in pond
Hilsa farming in pond: তাহলে কি এবার পুকুরে ইলিশ চাষ হবে?

পুকুরে ইলিশ কোথায় পাওয়া গেল?

পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হান নামক গ্ৰামে একটি বৃহৎ পুকুরে জাল ফেলতেই ধরা পড়েছে ইলিশ মাছ। শোনা যায় ১০০টির মতো ইলিশের দেখা মিলেছে সেই পুকুরে। একদম যে কম ওজনের তাও বলা চলে না (৪০০ গ্ৰাঃ – ৬০০ গ্ৰাঃ)। তবে মৎস্য দপ্তরের এখনও বোধগম্য হচ্ছে না এই মাছ ধরা পড়ার বিষয়টি।

মৎস্য দপ্তরের ভাষ্য মতে

মৎস্য দপ্তরের সূত্রে জানা যায়, ইলিশের আনাগোনা সাগরেই। কারণ সাগরের জল লবনাক্ত আর ইলিশ লবনাক্ত মাছ। শুধুমাত্র মা ইলিশ ডিম পাড়ার সময়ই সাগর সংলগ্ন নদীর মিষ্টি জলে গমন করে। কিন্তু পুকুরে ইলিশ ধরা পড়ার ব্যাপারটি এ বছরেই শোনা যাচ্ছে। বাংলাদেশের বরগুনা জেলার রায়হানপুর গ্ৰামেই এই ঘটনাটি ঘটেছে।

সিদাম মিয়ার প্রায় ৭৫ শতাংশ জায়গা জুড়ে এই পুকুর। প্রতিবছরের ন্যায় এই বছরেও গত মঙ্গলবার তার ছেলে সুজন মাছ ধরতে নেমেছিল পুকুরে। এরকম করে প্রায় ৯৫টি ইলিশের দেখা মেলে। রীতিমতো সবাই অবাক। সিদাম মিয়ার বাড়িতে ভিড় জমে যায়। তারা জানান যে, সেই মাছ তারা প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে ভাগ করে দেন।

আরও পড়ুনঃ গুণগত মানের পরীক্ষায় ফেল ৪৮টি নিত্য প্রয়োজনীয় ওষুধ

মৎস্য অধিদপ্তর সূত্রে খবর

মৎস্য অধিদপ্তর থেকে জানা যায়, পুকুরে ইলিশ মাছ বেড়ে ওঠার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই (Department of Fisheries)। বরগুনার মৎস্য অধিকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, তিনি পরে অর্থাৎ সামাজিক গনমাধ্যম থেকে ঘটনাটি জেনেছেন। তিনি জানিয়েছেন ঘটনাটি সত্যিই। তবে ধারণা করেছেন, নদী থেকে ইলিশগুলি সাগরে ফেরার পথে বাধাগ্রস্ত হয়ে কোনো খাল বা জোয়ারের জলের সাহায্যে পুকুরে ঢুকে পড়েছে। তবে ব্যাপারটা খতিয়ে দেখছে মৎস্য অধিদপ্তর।


এই ধরনের আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/hilsa-farming-in-pond-is-it-possible/feed/ 0 4315