Joseph Dituri Underwater habitat – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Tue, 23 May 2023 06:57:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Joseph Dituri Underwater habitat – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Joseph Dituri Living Underwater: জলের নীচে টানা ৮৫ দিন রয়েছেন এই ব্যাক্তি https://bengalinews365.com/professor-joseph-dituri-living-underwater/ https://bengalinews365.com/professor-joseph-dituri-living-underwater/?noamp=mobile#respond Tue, 23 May 2023 06:57:11 +0000 https://bengalinews365.com/?p=3297 মানুষ চাইলে কি না করতে পারে, আর এরকমই একটি দৃষ্টান্ত পাওয়া গেল এবার সমুদ্রের জলের তলায়। আমাদের মধ্যে অনেকেই সাঁতার কাটতে জানে, অনেকে ডুব-সাঁতারও কাটতে পারে। তবে যদি কাউকে বলা হয় জলের নিচে ৫ মিনিট থাকার জন্য, সে খানিক অবাকই হবে। তার কারণ জলের নিচে ১-২ মিনিট ডুবে থাকাটাও একজন মানুষের পক্ষে কষ্টকর। কিন্তু জোসেফ দিতুরি (Joseph Dituri) নামক মানুষটির কথা জানলে অবাক হবেন, যিনি জলের নিচে রীতিমতো তার বাসস্থান বানিয়ে ফেলেছেন।

কে এই জোসেফ দিতুরি? (Who is Joseph Dituri?)

দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (University of South Florida) প্রফেসর, ৫৫ বছর বয়সী জোসেফ দিতুরি (Joseph Dituri) এক অত্যাশ্চর্য দৃষ্টান্ত তৈরী করলেন। তিনি ২৮ বছর মার্কিন নেভিতে কর্মরত ছিলেন। এবার তিনি ১ লা মার্চ, ২০২৩ এ ফ্লোরিডার সমুদ্রে প্রায় ৩০ ফুট নিচে এবং সেখানেই বাসস্থান গড়ে তোলা সিদ্ধান্ত নেন। জলের নিচে বাসস্থানের জন্য তিনি ব্যবস্থা করেছেন একটি ১০০ বর্গফুটের ক্যাপসুলের। তার সাথে সাথে পণ করেছেন ১০০ দিন জলের নিচে বসবাস করার। শুনেই অবাক লাগছে?

এখনও পর্যন্ত ৮৫ দিন জলের নীচে রয়েছেন প্রফেসর জোসেফ দিতুরি / Professor Joseph Dituri Living Underwater for 85 consecutive days
এখনও পর্যন্ত ৮৫ দিন জলের নীচে রয়েছেন প্রফেসর জোসেফ দিতুরি / Professor Joseph Dituri Living Underwater for 85 consecutive days

জোসেফ দিতুরির মিশন

জোসেফ দিতুরির (Joseph Dituri) প্রধান লক্ষ্যই হল – জলের তলায় চাপের যে দীর্ঘমেয়াদী প্রভাব থাকে তার সাথে মানবদেহের সামাজিক বিচ্ছিন্নতার প্রভাব তুলনা করে বের করা। তাঁর এই মিশনের একটি নামও দিয়েছেন – ‘প্রোজেক্ট নেপচুন ১০০ (Project Neptune 100)‘। উক্ত গবেষণাটির জন্য তিনি বেছে নিয়েছেন জুলের ‘আন্ডারওয়াটার লজে’ (Jules’ Undersea Lodge), যার অবস্থান রয়েছে ৩০ ফুট গভীর লেগুনে (অগভীর সমুদ্র)। আর এই লেগুনটি ফ্লোরিডার ‘কী লার্গো’তে অবস্থিত।

তিনি যে ১০০ বর্গফুটের ক্যাপসুলে রয়েছে তার মধ্যে প্রয়োজনীয় আন্ডারওয়াটার সম্পর্কিত সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার, মাইক্রোওভেন এবং অন্যান্য জিনিসপত্র। এই ক্যাপসুলে একটি জানালাও রয়েছে, যা থেকে তিনি বাইরের দৃশ্য উপলব্ধি করতে পারছেন।

কীভাবে কাটাচ্ছেন জলের তলায় জোসেফ দিতুরি? (Joseph Dituri’s Underwater Life)

জোসেফ দিতুরি (Joseph Dituri) টানা ৮৫ দিন জলের তলায় কিভাবে কাটাচ্ছেন, তা খোঁজ নিতে গিয়ে জানা গেল যে, জলের নিচে তিনি ডিম ও স্যামন মাছ সম্মিলিত একটি প্রোটিন খাবারের গ্রহণ করছেন। যাতে তার শরীরে প্রোটিনের চাহিদা বজায় থাকে। এছাড়া নিয়মিত তার রক্ত ও প্রস্রাব পরীক্ষা হচ্ছে, তার শারীরিক স্থিতি জানার জন্য। এছাড়া মনোবিজ্ঞানীরাও নানান পরীক্ষা-নিরীক্ষা করছেন, যাতে তার মানসিক পরিস্থিতিও সমানভাবে সুস্থ অবস্থায় থাকে। তবে তিনি টানা ১০০ দিন সুস্থ ভাবে কাটিয়ে ৯ ই জুন, ২০২৩ এ উপরে উঠে আসবেন বলে জানিয়েছেন সকলকে।


Joseph Dituri’s Instagram Profile: @drdeepsea

জোসেফ দিতুরির ওয়েবসাইট (Joseph Dituri’s Website): Dr. Deep Sea

এরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/professor-joseph-dituri-living-underwater/feed/ 0 3297