Mukesh Ambani – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Tue, 14 Mar 2023 12:17:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Mukesh Ambani – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Campa Cola Relaunch: মুকেশ আম্বানির হাত ধরে ক্যাম্পা কোলা বাজারে ফিরছে https://bengalinews365.com/campa-cola-relaunch-by-mukesh-ambanis-reliance/ https://bengalinews365.com/campa-cola-relaunch-by-mukesh-ambanis-reliance/?noamp=mobile#respond Tue, 14 Mar 2023 12:17:48 +0000 https://bengalinews365.com/?p=2304 আপনার জন্ম কি ৭০ কিংবা ৮০ দশকে? তাহলে ক্যাম্পা কোলার নাম তো আপনার নিশ্চয়ই মনে আছে। ছোটবেলার সেই পুরনো টেস্ট আবার ফিরে আসতে চলেছে তিনটি ফ্লেভারে। সফট ড্রিংকস এর বাজারে সেই পুরনো ব্র্যান্ডকে আবার ফিরিয়ে আনতে চলেছে রিলায়েন্স (Campa Cola Relaunch by Reliance)।

পুরনো ড্রিংকস আবার নতুন চেহারায়

প্রতিযোগিতার দৌড়ে ক্রমশ হারিয়ে গেছে “ক্যাম্পা কোলা” ব্র্যান্ড। সময়ের সাথে তাল মিলিয়ে বাজারে এসেছে নতুন নতুন কোম্পানি, যেমন কোকাকোলা, পেপসি, ইত্যাদি। তবে এবার যদি সুপার মার্কেটে যান তাহলে অবশ্যই আপনার চোখে পড়বে সেই পুরনো ক্যাম্পা কোলা নতুন মোড়কে। তবে কারো কারো কাছে এই ব্র্যান্ডটি একেবারে নতুন। এর সম্পূর্ণ উদ্যোগ হল রিলায়েন্স গ্রুপের।

ক্যাম্পা কোলার পুরানো বিজ্ঞাপন (মে, ১৯৭৯) / Old advertisement of Campa Cola (May 1979)
ক্যাম্পা কোলার পুরানো বিজ্ঞাপন (মে, ১৯৭৯) / Old advertisement of Campa Cola (May, 1979)

কি কি ফ্লেভার আসতে চলেছে বাজারে? (Campa Cola Relaunch with new flavours)

একেবারে নতুন স্বাদে নতুন মোড়কে নিজেকে সাজিয়ে বাজারে আসতে চলেছে এই কোম্পানিটি। ক্যাম্পার তিনটে ফ্লেভার আপাতত বাজারে আসছে, ক্যাম্পা অরেঞ্জ, ক্যাম্পা লেমন, এবং ক্যাম্পা কোলা। মুকেশ আম্বানির রিলায়েন্স কোম্পানি রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কোক ও পেপসিকে। আপাতত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে মার্কেট চালু হলেও পরে পুরো ভারত জুড়ে এই কোম্পানি তার মার্কেট বিস্তার করবে।

মুকেশ আম্বানির রিলায়েন্স ক্যাম্পা কোলা পুনরায় বাজারে আনতে চলেছে / Campa Cola Relaunch by Mukesh Ambani's Reliance
মুকেশ আম্বানির রিলায়েন্স ক্যাম্পা কোলা পুনরায় বাজারে আনতে চলেছে / Campa Cola Relaunch by Mukesh Ambani’s Reliance

“ক্যাম্পা কোলা” ব্র্যান্ড কিনে নিল রিলায়েন্স (Campa Cola Relaunch by Reliance)

রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড হলো রিলায়েন্সের একটি শাখা। প্রায় ২২ কোটি টাকা দিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে পিওর ড্রিংকস কোম্পানির কাছ থেকে কিনে নেয় এই ব্র্যান্ডটি। পিওর ড্রিংকস গ্রুপটি ছিল আসলে কোকাকোলার ডিস্ট্রিবিউটার। পরে এই কোম্পানিটি ক্যাম্পা কোলা নামে নতুন একটি ব্র্যান্ড বাজারে আনে।
দিল্লি ও মুম্বাইতে তৈরি হয়েছিল এই সফট ড্রিংকস তৈরির কারখানা। ব্যাপক সাফল্য হয়েছিল এই ব্র্যান্ডটি তবে ৯০ এর দশকে প্রতিযোগিতায় কোথাও যেন হারিয়ে যায় ক্যাম্পা কোলা।

কি বলেছে রিলায়েন্স সংস্থা?

রিলায়েন্স কোম্পানির একটাই উদ্দেশ্য তা হল, ভারতীয় কোম্পানী ক্যাম্পা কোলাকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া। আম্বানিদের বক্তব্য এই যে, এই কোম্পানিটি সম্পূর্ণ একটি দেশীয় কোম্পানি এবং এর সাথে ভারতের মানুষের ঐতিহ্য জড়িয়ে আছে। তারা যথেষ্ট আশাবাদী যে এই কোম্পানিতে বড় থেকে ছোট সবারই মন জয় করবে আবারো। থাকছে তিনটি ফ্লেভার এবং পাঁচটি আকারের বোতল। আশির দশকের এই নরম পানীয় আবারো বাজার মাত করতে আসছে।


ক্যাম্পা কোলা এর ইতিহাস (Campa Cola History) জানতে দেখুন -> en.wikipedia.org/wiki/Campa_Cola

এইরকম আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজে।

]]>
https://bengalinews365.com/campa-cola-relaunch-by-mukesh-ambanis-reliance/feed/ 0 2304
লিভারপুল না আর্সেনাল – ইংল্যান্ডের কোন ফুটবল দল কিনতে চলেছেন মুকেশ আম্বানি? https://bengalinews365.com/mukesh-ambani-buying-arsenal-or-liverpool/ https://bengalinews365.com/mukesh-ambani-buying-arsenal-or-liverpool/?noamp=mobile#respond Tue, 13 Dec 2022 14:41:08 +0000 https://bengalinews365.com/?p=414 সম্প্রতি খবর শোনা গিয়েছিল ভারতীয় ধনকূবের মুকেশ আম্বানি নাকি ফুটবল দল কিনতে চলেছেন। তাকে নাকি ইংলিশ প্রিমিয়ার লীগের বিখ্যাত দল লিভারপুল কেনার জন্য অনুরোধ করা হয়েছিল। তখন এমনও খবর শোনা গিয়েছিল যে তিনি ক্লাবটি কেনার জন্য খোঁজ-খবর নিতেও শুরু করেছিলেন। খবরটি বেশি পুরনো নয়। মাত্র এক মাস আগে এই খবর ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে যথেষ্ঠ চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

Emirates stadium (Arsenal) - Mukesh Ambani to buy? আর্সেনাল ফুটবল দল কিনতে চলেছেন মুকেশ আম্বানি?
এমিরেটস স্টেডিয়াম (আর্সেনাল) / Emirates stadium (Arsenal)

লিভারপুল কেনার জল্পনা

আইএসএল তো আগে থেকেই আছে। তার সাথে আম্বানি পরিবারের সম্পৃক্ততাও সর্বজন বিদিত। মুকেশ আম্বানি যদি প্রিমিয়ার লিগের কোনো দল কেনেন তাহলে নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্যও এক নতুন দিগন্ত খুলে যাবে। আর তা থেকেই শুরু হয়েছিল জল্পনা। আদৌ কি মুকেশ এই অনুরোধে সাড়া দেবেন? তবে তখন মুকেশ আম্বানির তরফ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। বর্তমানে শোনা যাচ্ছে তিনি লিভারপুল সম্পর্কে খুব একটা আগ্রহী নন।

হতাশ হওয়ার কারণ নেই

তবে ভারতীয় ফুটবল প্রেমীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ তিনি লিভারপুলের বদলে আগ্রহ প্রকাশ করেছেন লন্ডনের বিখ্যাত ইংলিশ ফুটবল দল আর্সেনাল কেনার জন্য। এমনিতেই ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল মত বড় বড় ক্লাবগুলিকে সম্প্রতি বিক্রির জন্য রাখা হয়েছে। এই উভয়ে ক্লাবেরই বর্তমান মালিকরা সঠিক মূল্য পেলে তাদের অংশীদারিত্ব বিক্রি করে দিতে চাইছেন।

আর্সেনাল কিনতে চান?

আর মুকেশ আম্বানিও যখন ইংল্যান্ডে একটি ফুটবল দল কিনতে চান বলে জানা গিয়েছিল তখনই লিভারপুলের পক্ষ থেকে তাকে দলটি কেনার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু এখন যা খবর তাতে শোনা যাচ্ছে লিভারপুল বা ম্যানচেস্টার নয় বরং তিনি সমূহ আগ্রহ প্রকাশ করেছেন দ্য গার্নার্সদের জন্য। দ্য অ্যাথলেটিক এর একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি আর্সেনালের একজন বড় ভক্ত।

ছেলের ইচ্ছেতেই কি মত বদল?

সাম্প্রতিক খবর অনুযায়ী, ছেলের ইচ্ছাতেই মত বদল করে লিভারপুল ছেড়ে আর্সেনালের দিকে ঝুঁকেছেন মুকেশ আম্বানি। প্রতিবেদনে এও বলা হয়েছে, লিভারপুলের বর্তমান মালিক গোষ্ঠী স্পোর্টস গ্রুপ ক্লাবটি বিক্রি করে দেওয়ার ঘোষণা করার সাথে সাথেই মুকেশ আম্বানি ক্লাবটি কেনার জন্য যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে বর্তমানে আর সে সম্ভাবনা প্রায় নেই বলেই জানা গিয়েছে। আর্সেনালের বর্তমান মালিকানা রয়েছে ক্রোয়েঙ্ক স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের কাছে। এখন দেওয়ার বিষয় এই গুঞ্জন কতটা দিনের আলো দেখে।

এইরকম আরো খেলা সংক্রান্ত খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/mukesh-ambani-buying-arsenal-or-liverpool/feed/ 0 414