Online aadhaar Card update – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Mon, 16 Jan 2023 04:53:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Online aadhaar Card update – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Aadhaar Update : ঘরে বসেই করে ফেলুন আধার কার্ডের ভুল সংশোধন কিংবা আপডেট https://bengalinews365.com/how-to-update-aadhaar-online/ https://bengalinews365.com/how-to-update-aadhaar-online/?noamp=mobile#respond Mon, 16 Jan 2023 04:53:11 +0000 https://bengalinews365.com/?p=1112 আধার কার্ড (Aadhaar card) হল ভারত বর্ষের একজন অধিবাসীর পরিচয়পত্র হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এখন পর্যন্ত আধার কার্ড দ্বারা ভোটাধিকার প্রয়োগ করা না গেলেও সচিত্র পরিচয় পত্র হিসাবে তা অত্যন্ত অপরিহার্য। যে কোন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে নথি হিসাবে প্রথমেই উঠে আসে আধার কার্ডের নাম।

Aadhaar Card online update is an easy process - আধার কার্ডের অনলাইন আপডেট একটি সহজ প্রক্রিয়া
Aadhaar Card online update is an easy process – আধার কার্ডের অনলাইন আপডেট একটি সহজ প্রক্রিয়া

আধার (Aadhaar) কার্ডের প্রয়োজনীয়তা

বর্তমানে দেশে সমস্ত নাগরিকের জন্য আধার কার্ড (Aadhaar card) বাধ্যতামূলক, এমনকি শিশুদের জন্য আনা হয়েছে আধার কার্ড। এখন যেকোনো কাজের ক্ষেত্রেই আধার কার্ডের ব্যবহার আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেক সময় এই আধার কার্ডে নামের বানান, বয়স, এমনকি ঠিকানাতেও ভুল দেখা যায়। আর এটা সংশোধন করাতে গিয়ে বিস্তর হয়রানি পোহাতে হয় সাধারণ মানুষকে। তারপরেও অনেক সময় সমস্যার সঠিক সুরাহা হয় না। তাই এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নিন যে কিভাবে ঘরে বসেই আধার কার্ডের ভুল সংশোধন করা যায়।

আধার কার্ড (Aadhaar card) নিয়ে ভোগান্তি

আধার কার্ডে (Aadhaar card) ভুল থাকলে খুবই সমস্যা দেখা দেয়। তাই অবিলম্বে এই ভুল সংশোধন করা উচিত। ভুল সংশোধন থেকে আপডেট সমস্ত দেশের জন্য সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। সরকারি দপ্তরে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে হয়তো এই সমস্যার সমাধান হয়। অনেকেই এই লাইনে হাত থেকে বাঁচার জন্য ভুল থাকলেও তা সংশোধন করান না। এখন আর এইসব নিয়ে ভাবার কোন দরকার নেই ঘরে বসে খুব সহজেই এই ভুল সংশোধন করা যেতে পারে। কয়েকটি পদ্ধতি অনুসরণ করে অনলাইনে এই সমস্যাটার থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক (Linking mobile with Aadhaar)

তবে অনলাইন পদ্ধতিতে আধার (Aadhaar) কার্ডের ভুল সংশোধন করতে হলে সর্বপ্রথম আধার কার্ডের সাথে নিজের মোবাইল নাম্বারটি লিংক থাকা প্রয়োজন। তাই যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক না থাকে, সবার আগে সেটি করিয়ে নিতে হবে। এটি করার জন্য নির্দিষ্ট কিছু ব্যাংক, পোস্ট অফিস বা অন্য প্রতিষ্ঠান আছে। সেখান থেকে আধার এবং মোবাইল লিংক করিয়ে নিতে হবে

অনলাইন অ্যাপয়েন্টমেন্ট

আধার (Aadhaar) কার্ডের ভুল সংশোধন করতে অথবা আপডেট করাতে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। নতুন আধার কার্ড কিংবা বায়োমেট্রিক করার জন্য অবশ্যই আধার কেন্দ্রে বুকিং করতে হবে। এই বুকিংটি অনলাইনে ঘরে বসেই করা যেতে পারে। তার জন্য আর কষ্ট করে এখন কোন সাইবার ক্যাফেতে যেতে হয় না। এতে সময় ও কষ্ট দুটোই কম হবে।

ঘরে বসে বদলানোর পদ্ধতি

একমাত্র আধার কার্ডের (Aadhaar card) সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলেই এই প্রসেসে ঢুকতে পারা যায়। নিম্নে পর পর প্রসেসটি উল্লেখ করা হলো।

অনলাইনে ইউআইডিএআই অ্যাপে চেক করে দেখে নিতে হবে মোবাইল নম্বরের সাথে লিংকটি সঠিকভাবে হয়েছে কিনা।

এরপর https://ssup.uidai.gov.in/ssup/ লিংকে ক্লিক করতে হবে।

এরপরে আপডেট করার জন্য ‘প্রসিড টু আপডেট’ আধারে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিতে হবে।

এরপরে মোবাইলে যে ওটিপিটি আসবে সেটিকে ওয়েবসাইটে দিতে হবে।

পরবর্তী পদক্ষেপে ‘আপডেট ডেমোগ্রাফিক্স ডাটা’ তে যেতে হবে।

সেখানে গিয়ে নাম বা অন্য কিছু বদলাতে চাইলে সেটাকে বদলে ফেলা যাবে।

বদল করা সম্পন্ন হলে ‘প্রসিড’ এ ক্লিক করতে হবে।

পরবর্তী পেজে গিয়ে আধার (Aadhaar) কার্ডের সাপোর্টের জন্য সমস্ত রকম প্রমাণপত্র স্ক্যান করতে তার সফট কপি আপলোড করতে হবে।

সেটা প্যান কার্ড হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে,অথবা ঠিকানার প্রমাণ হিসেবে ইলেকট্রিক বিলও হতে পারে।

কপি আপলোড হয়ে গেলে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

এরপর সাইট থেকে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে, সেটির মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপডেটটি সম্পন্ন হয়েছে কিনা।

আধার কেন্দ্রের (Aadhaar center) জন্য বুকিং

যদি আধার কেন্দ্রে (Aadhaar center) গিয়ে সমস্ত রকম ভুল সংশোধন বা আপডেট করাতে চান তাহলে নিম্নলিখিত পদ্ধতিগুলোকে অনুসরণ করতে হবে।

এক্ষেত্রে  প্রথমেই যেতে হবে https://appointments.uidai.gov.in/bookappointment.aspx – এই ওয়েব সাইটটিতে।

এরপর নিজের শহর সিলেক্ট করতে হবে।

তারপরে চলে আসতে হবে ‘প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট’ অপশনে।

এরপর ‘সার্ভিস’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী পদক্ষেপ হলো মোবাইল নম্বর ও ক্যাপচা কোড আপলোড করতে হবে এবং ‘জেনারেট ওটিপি’ তে ক্লিক করুন।

এরপর ওটিপিটি লিখতে হবে ও ‘ভেরিফাই ওটিপি’তে ক্লিক করতে হবে।

এরপরে একটি নম্বর ও টাইম স্লট দেওয়া হবে।

সেই টাইম অনুসারে আধার কেন্দ্রে (Aadhaar center) গিয়ে নম্বরটি দেখিয়ে সমস্ত রকম আপডেট ও ভুল সংক্রান্ত বিষয় যাচাই করে নেওয়া যাবে।


এই বিষয়ে বিস্তারিত আরো খবর জানতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/how-to-update-aadhaar-online/feed/ 0 1112