Shivratri Puja Process – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Sat, 18 Feb 2023 07:47:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Shivratri Puja Process – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Shivratri Puja Process: মহাশিবরাত্রিতে কিভাবে ভগবান শিব কে তুষ্ট করবেন ? https://bengalinews365.com/shivratri-puja-process-to-appease-lord-shiva/ https://bengalinews365.com/shivratri-puja-process-to-appease-lord-shiva/?noamp=mobile#respond Sat, 18 Feb 2023 07:47:38 +0000 https://bengalinews365.com/?p=1939 আজকে আমরা জানব মহাশিবরাত্রিতে কিভাবে পুজো করলে (Shivratri Puja Process) ভগবান শিব সন্তুষ্ট হবেন এবং তার কারণগুলি।

বেদ পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রে ভগবান শিবের নানা মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভগবান শিব আদিদেব মহাদেব। আমাদের সংস্কৃতি অনুসারে ভগবান শিব ৩৩কোটি দেবতার শিরোমণি দেবতা। ভগবান শিব সর্বব্যাপক এবং সর্বশক্তিমান। শিব প্রলয়ের দেবতা এবং প্রলয় বা ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির বীজ। মহাশিবরাত্রি ভগবান শিবশংকরের তান্ডব নৃত্যের মহাপর্ব।

শিব শব্দের অর্থ কল্যাণকর এবং ‘রা’ এই ধাতু থেকে রাত্রি শব্দের সৃষ্টি। অর্থাৎ শিবরাত্রির অর্থ যে রাত্রি কল্যাণকারী। শিবস্য প্রিয়া রাত্রিঅস্মিন ব্রতে বিহিতা তদব্রতং শিবরাত্র্যাখ্যাম। অর্থাৎ যে রাত্রি আনন্দ প্রদায়িনী এবং যে রাতের শিবের সাথে প্রত্যক্ষ সম্বন্ধ আছে। শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রিতে জাগরণ উপবাস এবং কোথাও না কোথাও যে কোন শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের লিঙ্গ মুর্তির দর্শন করে সে জন্ম মরণের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হয়।

শাস্ত্র এবং পুরাণে বলা হয়েছে যে শিবরাত্রির ব্রত সমস্ত ব্রতের থেকে অধিক শক্তিশালী। এই ব্রত নিষ্কাম এবং সকাম ভাবে সমস্ত সাংসারিক জীব, সকল বর্ণের জাতির মানুষ স্ত্রী পুরুষ পালন করলে ত্রিপাপ জনিত কষ্ট থেকে মুক্তি লাভ করে থাকে। চলুন এবার জেনে নেই যে শিবরাত্রিতে কিভাবে পুজো করলে (Shivratri Puja Process) মহাদেব সন্তুষ্ট হবেন।

শিবরাত্রিতে কিভাবে মহাদেবের পুজো করবেন - Shivratri Puja Process to appease Lord Shiva / Mahadev
শিবরাত্রিতে কিভাবে মহাদেবের পুজো করবেন – Shivratri Puja Process to appease Lord Shiva / Mahadev

শিবরাত্রিতে কিভাবে করবেন পুজো (Shivratri Puja Process)

যেকোনো পুজো শাস্ত্রমতে পূর্বদিকে বা উত্তরদিকে মুখ করে বসে করার নিয়ম কিন্তু শিব পুজো একমাত্র উত্তর দিকে বসেই করতে হয়। অনেকের ভ্রান্ত ধারণা আছে শিবপুজো পূর্বদিকে মুখ করে করা যায় কিন্তু এটি ভুল। সুতরাং শিবরাত্রি পুজো (Shivratri Puja Process) সর্বদা উত্তর মুখে বসেই করবেন। শিবরাত্রিতে চার প্রহরে ভগবান শিবের চারটি আলাদা মূর্তির পুজো করতে হয়। রাতের প্রথম প্রহরে ঈশাণ দ্বিতীয় প্রহরে অঘোর তৃতীয় প্রহরে বামদেব এবং চতুর্থ প্রহরে সদ্যোজাত।

শিবপুরাণ অনুসারে ভগবান শিবকে কোন ধরনের শস্যদানা দিলে কোন ফল লাভ হয়।

আতপচাল – ভগবান ভোলানাথকে আতপচাল দিলে ধনসম্পত্তি বৃদ্ধি হয়।
তিল – ভগবান ভোলানাথকে সাদা তিল দিলে জ্ঞানাজ্ঞানত করা সমস্ত পাপ ক্ষয় হয়।
যব – ভগবান মহাদেবকে যব দিয়ে পুজো করলে সুখ বৃদ্ধি হয়।
গম – গম দিয়ে মহাদেবের পুজো করলে সন্তান বাধা দুর হয়।

কোন ফুলে ভগবান শিবের পুজো করলে তিনি সন্তুষ্ট হন।

আকন্দ – প্রতিদিন ভগবান শিবকে আকন্দ ফুল দিয়ে পুজো করলে জীবনে সুখসমৃদ্ধি বৃদ্ধি হয় এবং মোক্ষপ্রাপ্তি হয়।
জুঁই – জুঁই ফুল দিয়ে ভোলানাথকে পুজো করলে বাহন প্রাপ্তির বাধা কাটে। এছাড়া জুঁই ফুলে শিবের পুজো করলে গৃহে অন্নের অভাব হয় না।
শমীপাতা – ভগবান মহাদেবকে শমীপত্র দিলে মোক্ষপ্রাপ্তি হয়।
বেলফুল – যে সমস্ত পুরুষের বিবাহে বাধা আসছে তারা বেলফুল দ্বারা শিবপুজো করলে স্ত্রী প্রাপ্তি হয়।
করবীফুল – এই ফুল দ্বারা ভগবান শিবের পুজো করলে বস্ত্রাভাব হয় না।
শিউলিফুল – ভগবান মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল শিউলি বা পারিজাত। নিয়মিত শিবের পুজো শিউলি ফুলে করলেও সুখসমৃদ্ধি বৃদ্ধি পায়।
ধুতরো – সন্তান প্রাপ্তির বাধা থাকলে ধুতরো ফুলের দ্বারা শিবকে পুজো করতে হয়।
দুর্বাঘাস – মহাদেবকে দুর্বাঘাস অর্পণ করলে আয়ু বৃদ্ধি হয়।

শিব পুজো (Shivratri Puja Process) কিন্তু তাঁর অর্ধাঙ্গিনী অর্থাৎ পার্বতীর পুজো না করলে অসম্পূর্ণ থাকে। সুতরাং শিবরাত্রিতে অবশ্যই মাতা পার্বতীকেও মহাদেবের সাথে পূজো করবেন। সম্ভব হলে শিবরাত্রিতে অর্ধনারীশ্বর স্তোত্র পাঠ করতে পারেন। বিশেষত যাদের বিবাহে বাধা আসছে বা দেরি হচ্ছে তারা অবশ্যই শিব এবং পার্বতীকে পুজো করে অর্ধনারীশ্বর স্তোত্র পাঠ করবেন।


শিবরাত্রি সম্বন্ধে আরো জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি -> wikipedia.org/wiki/Maha_Shivaratri

এরূপ আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/shivratri-puja-process-to-appease-lord-shiva/feed/ 0 1939