Sports – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Fri, 10 Mar 2023 15:28:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Sports – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Richest Footballer: বিশ্বের ধনীতম ফুটবলার কে? সম্পত্তির পরিমাণে মেসি, রোনাল্ডো নেই ধারে কাছেও https://bengalinews365.com/richest-footballer-with-20-billion-net-worth/ https://bengalinews365.com/richest-footballer-with-20-billion-net-worth/?noamp=mobile#respond Fri, 10 Mar 2023 15:27:25 +0000 https://bengalinews365.com/?p=2268 আপনি কি জানেন কে বিশ্বের সবথেকে ধনী ফুটবলার (Richest Footballer)? হয়তো ভাবছেন মেসি কিংবা রোনাল্ডো? তাহলে আপনি ভুল ভাবছেন। ২৪ বছর বয়সী এক তরুণ ফুটবলার হলেন বিশ্বের সবথেকে ধনীতম ফুটবল খেলোয়াড়। যার সম্পত্তি মেসি ও রোনাল্ডোর মিলিত সম্পত্তির থেকেও প্রায় ১৮ গুণ। কি চোখ কপালে উঠলো? তাহলে জেনে নিন এই ফুটবলার সম্পর্কে বিস্তারিত।

কে এই ধনীতম ফুটবলার (World’s Richest Footballer)?

“ফাইক জেফরি বলকিয়াহ” (Faiq Jefri Bolkiah) নামটি বিশ্ব ফুটবলে অত বেশি জনপ্রিয় নয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সবথেকে ধনী ফুটবল খেলোয়াড় (Richest Footballer)। রোনাল্ডো, মেসি, নেইমার কিংবা এমবাপের মত তিনি হয়তো অতবেশী জনপ্রিয়তা লাভ করতে পারেননি কিন্তু সম্পত্তির দিক থেকে এই তরুণ খেলোয়াড় সবার থেকে এগিয়ে। ফাইকের জন্ম হয়েছিল ১৯৯৮ সালের ৯ই মে। তিনি বর্তমানে থাইল্যান্ডের লিগ-১ ক্লাব ‘চোনবুরি’র মিডফিল্ডার।

ধনীতম ফুটবলার ফাইক জেফরি বলকিয়াহ - Richest Footballer Faiq Jefri Bolkiah
ধনীতম ফুটবলার ফাইক জেফরি বলকিয়াহ – Richest Footballer Faiq Jefri Bolkiah

কিভাবে তিনি এত কম বয়সেই এত সম্পত্তির অধিকারী?

ফাইক জেফরি বলকিয়াহ আসলে ব্রুনেই রাজ পরিবারের সদস্য। রাজ পরিবারের সদস্য হলেও ফাইক এর জন্ম হয়েছিল আমেরিকায়। ফাইক চোনবুরি’র হয়ে খেলেন এবং তিনি ব্রুনেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক। ব্রুনেই একটি ছোট দেশ হলেও আসলে একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ। তাই রাজ পরিবারের সদস্য হিসাবে অবশ্যই ফাইকের কাছে অন্যান্য যে কোন ফুটবলারের থেকে বেশি সম্পত্তি থাকা খুবই স্বাভাবিক।

এই তরুণ ফুটবলারের বিপুল ধনরাশি

ফাইকের বাবা ছিলেন জেফরি বলকিয়াহ এবং তিনি ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর ছোট ভাই। জেফরির জীবন অবশ্যই খুব রঙিন এবং জমকালো। তার সংগ্রহে অনুমান করা যায় প্রায় ২৩০০ টির বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে। ফাইকের সম্পত্তির পরিমাণও প্রচুর। একটি স্পেনীয় পত্রিকার মাধ্যমে জানা গেছে যে, বিশ্বের ধনীতম ফুটবলার (World’s Richest Footballer) ফাইকের মোট সম্পত্তির মূল্য ২০০০ কোটি ডলার। অন্যদিকে তুলনা করলে দেখা যাবে মেসি কিংবা রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ ফাইকের তুলনায় অনেক কম। তবে এর মধ্যে বেশির ভাগ সম্পত্তি তিনি জন্মসূত্রে লাভ করেছেন।

ফুটবলার হয়ে ওঠেন কিভাবে?

একজন রাজ পরিবারের সদস্য হলেও ফাইকের জন্ম হয়েছিল আমেরিকার লস এঞ্জেলসে। তবে তিনি বড় হয়ে উঠেছেন ব্রিটেনে। সেখান থেকে তার ফুটবলের প্রতি গভীর প্রেম। তার ফুটবল খেলার হাতেখড়ি হয়েছিল বর্তমানে বন্ধ হয়ে যাওয়া এএফসি নিউবারি থেকে। যখন তিনি বার্কশায়ার দলের হয়ে খেলেন, তখনই তিনি সবার নজর কেড়ে নেন।

ফাইক ২২ বছর বয়সে ব্রুনেই জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনিই ছিলেন দলের একমাত্র খেলোয়াড়, যাঁর শীর্ষ স্তরের ইউরোপীয় ফুটবল খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে। সব সময় নিজের যোগ্যতাকে বেশি মূল্য দিয়েছেন তিনি। যোগ্যতার উপর ভর করেই তিনি সাফল্যের শীর্ষ এ পৌঁছাতে চেয়েছেন। ফাইক সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়াতে খুব বেশি জনপ্রিয় নন। বেশিরভাগ সময় ফুটবল অনুশীলন নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এছাড়াও তার সময় কাটানোর সবথেকে ভালো সঙ্গী হল তার পোষ্য বাঘ।


বিশ্বের ধনীতম ফুটবলার ফাইক জেফরি বলকিয়াহ (World’s Richest Footballer Faiq Jefri Bolkiah) সম্বন্ধে আরও জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি -> en.wikipedia.org/wiki/Faiq_Bolkiah

এরকম আরও খবর জানতে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজে।

]]>
https://bengalinews365.com/richest-footballer-with-20-billion-net-worth/feed/ 0 2268
Modi gets Messi’s Jersey: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝুলিতে এবার বিশ্বকাপজয়ী মেসির রেপ্লিকা জার্সি – কারণ কি? https://bengalinews365.com/why-narendra-modi-received-lionel-messi-jersey/ https://bengalinews365.com/why-narendra-modi-received-lionel-messi-jersey/?noamp=mobile#respond Fri, 10 Feb 2023 07:49:39 +0000 https://bengalinews365.com/?p=1683 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবার বিশ্বকাপজয়ী মেসির (Lionel Messi) কাছ থেকে উপহার হিসাবে জার্সি (Jersey) পেলেন। তবে আর্জেন্টিনার ওয়াইপিএফ (YPF) এর তরফ থেকে এই সম্মান দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে। সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির রেপ্লিকা জার্সি দিয়ে তারা ভারতের প্রধানমন্ত্রীকে একটি বিশেষ সম্মানে ভূষিত করেছেন। ভারতের কাছে এটি একটি বিশেষ প্রাপ্তি।

ওয়াই পি এফ (YPF) এর উদ্যোগেই এই উপহার

ভারতের প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ও পেট্রোলিয়াম সংস্থার তরফ থেকে আয়োজিত” ইন্ডিয়ান এনার্জি উইক” (Indian Energy Week) ইভেন্টে ওয়াইপিএফ সংস্থার প্রধান পাবলো গঞ্জালেস এই জার্সিটি ভারতের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন।

আসলে কি এই ওয়াই পি এফ সংস্থা?

ওয়াইপিএফ সংস্থা সম্পর্কে অনেকেরই কোন স্বচ্ছ ধারণা নেই। এই কোম্পানিটি হল একটি রাষ্ট্রীয় মালিকাধীন আর্জেন্টাইন শক্তি কোম্পানি। এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির মূল কাজ হল, গ্যাস ও তেল অনুসন্ধান এবং উৎপাদন করা। এছাড়াও এই সংস্থাটি গ্যাস ও পেট্রোলিয়াম পরিবহন, পরিশোধন ও বিপণনের কাজের সাথেও যুক্ত রয়েছে। ভারতে জি – ২০ (G20 summit) এর অংশ হিসেবে অনুষ্ঠিত একটি প্রাকৃতিক শক্তি সংক্রান্ত ইভেন্টে এই সংস্থাটি যোগদান করেছিল। এই গুরুত্বপূর্ণ ইভেনটি আয়োজন করা হয়েছিল ব্যাঙ্গালুরুর মাটিতে।

ফিফা বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসি - Lionel Messi with FIFA world cup trophy
ফিফা বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসি – Lionel Messi with FIFA world cup trophy

ফিফা ওয়ার্ল্ড কাপে মেসির সাফল্য (Lionel Messi’s success in the FIFA World Cup 2022)

২০২২ সালের ১৮ই ডিসেম্বর আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্সের। লিওনেল মেসি তার অসামান্য দক্ষতায় জয় করে নিয়েছিল বিশ্বকাপ। ফ্রান্সের দক্ষ ফুটবলার কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক সত্বেও লিওনেল মেসি আর্জেন্টিনার ঘরে নিয়ে এসেছিল ফিফা ওয়ার্ল্ড কাপ। জোড়া গোল করে মেসি নিজের ফুটবল দক্ষতার পরিচয় দিয়েছিলেন ম্যাচে।

ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা (Greetings from Narendra Modi)

আর্জেন্টিনা তথা মেসির এই সাফল্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে, এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ অবশ্যই জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে বিজয়ী হওয়ার জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা। ভারতের লাখ লাখ মেসি এবং আর্জেন্টিনা ভক্তরা এই জয়কে উপভোগ করছে।

বেঙ্গালুরুতে আয়োজিত ইন্ডিয়ান এনার্জি উইক (Indian Energy Week)

চলতি বছরের ৬ ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত “ইন্ডিয়ান এনার্জি উইক” ইভেন্টে তিনটি নতুন উদ্যোগ চালু করেন গ্রীন এনার্জি সেক্টরের আওতায়। প্রথম উদ্যোগটি ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে ‘আনবটল্ড’ প্রকল্প। এই প্রকল্পটির অধীনে পলিথিন টেরেফথালেট বোতলগুলোকে পুনরায় ব্যবহার করা যেতে পারে এবং তার থেকে নিখুঁত ফফাব্রিক উৎপাদন করা যাবে। দ্বিতীয় প্রকল্প টি হল সোলার কুকিং সিস্টেম। তৃতীয় এবং সর্বশেষ প্রকল্পটি হল, ই ২০ যেটি আসলে একটি ইথানল মিশ্রিত জ্বালানি। এই জ্বালানি দেশের সর্বত্র ব্যবহার করার পূর্বে অবশ্যই কয়েকটি বিশেষ জায়গায় ব্যবহার করা হবে।


এই রকম আরো খবর পেতে চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজগুলিতে।

]]>
https://bengalinews365.com/why-narendra-modi-received-lionel-messi-jersey/feed/ 0 1683
World Test Championship 2023: কিভাবে আসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ছাড়পত্র? https://bengalinews365.com/world-test-championship-2023/ https://bengalinews365.com/world-test-championship-2023/?noamp=mobile#respond Wed, 08 Feb 2023 18:25:25 +0000 https://bengalinews365.com/?p=1699 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) উদ্বোধনী আসরে ফাইনালে উঠেছিল ভারত (India)। তবে সেবার বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে রানার্স হয়। এবার আর কিউইদের ফাইনালে ওঠার কোন সম্ভাবনা নেই, কিন্তু ফাইনালের দৌড়ে ভারতীয় দল বেশ ভালো রকমই বজায় আছে।

কোথায় দাঁড়িয়ে আছে পয়েন্ট টেবিল (World Test Championship 2023 Points Table)

বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল এমন জায়গায় এসে দাঁড়িয়ে আসে যে, অস্ট্রেলিয়া (Australia), ভারত (India) কিংবা শ্রীলংকা (Sri Lanka) এই তিনটি দলের মধ্যে যে কেউ ফাইনাল খেলতে পারবে। কিছুদিন আগেও এমন পরিস্থিতি ছিল যে, এই দৌড়ে বেশ ভালোভাবে বজায় ছিল পাকিস্তান এবং সাউথ আফ্রিকা। তবে বর্তমানে এই দৌড় থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। আর খাতায়-কলমে সাউথ আফ্রিকার সুযোগ থাকলেও তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন আর ঠিক এই পরিস্থিতিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফি (Border Gavaskar Trophy)।

World Test Championship 2023 Points Table
World Test Championship 2023 Points Table

বর্ডার গাভাস্কার ট্রফি (Border Gavaskar Trophy) সিরিজের মাহাত্ম্য

এই বর্ডার গাভাস্কার ট্রফি (Border Gavaskar Trophy) সিরিজ নির্ধারণ করে দেবে এবার World Test Championship 2023 এর ফাইনালে রোহিত বাহিনীর টিম ইন্ডিয়া খেলতে পারবে কিনা। যদিও শুধুমাত্র এই সিরিজের ফলাফলের উপর শুধুমাত্র ডব্লুটিসির (WTC) ফাইনাল খেলার ছাড়পত্র নির্ভর করছে এমন নয়। ২০১৪ সালের আগে কিংবা পরে সাউথ আফ্রিকা ব্যতিরেকে অন্য কোন দেশ কখনো ক্রিকেটের তিনটি ফরম্যাটে একসাথে এক নম্বর স্থানে  পৌঁছতে পারেনি। ভারত ইতিমধ্যেই ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর স্থানে রয়েছে। এই সিরিজের ফলাফলের উপর দাঁড়িয়ে আছে ভারত টেস্ট র‍্যাঙ্কিংয়ে একে পৌঁছতে পারবে।

অপ্রতিরোধ্য ভারত (Unstoppable India)

তাছাড়া গত এক দশকে ভারত দেশের মাটিতে টেস্ট হেরেছে মাত্র দুটি। অস্ট্রেলিয়াও বহু বছর হল ভারত থেকে বর্ডার ট্রফি জিতে ফিরতে পারেনি। বরং নিজেদের দেশের মাটিতে পরপর দুবার হেরে বসেছে এই ট্রফি। সেদিক থেকেও অস্ট্রেলিয়া একটি মরণ কামড় দিতে চাইছে এবার এবং সেটা তাদের প্র্যাকটিস সেশন গুলির দিকে নজর রাখলেও ভালোভাবেই বোঝা যাবে।

ফাইনালের দরজা

তবে সবকিছু ছাপিয়ে বারবার উঠে আসছে World Test Championship 2023 ফাইনালের ছাড়পত্র পাওয়ার প্রসঙ্গ। এই নিয়ে ভারতীয় শিবিরের পক্ষে জল্পনা-কল্পনার অন্ত নেই। তবে সোজা সাপ্টা হিসাব হল অস্ট্রেলিয়াকে ৩-০ কিংবা ৩-১ কিংবা ৪-০ তে সিরিজ হারাও এবং সরাসরি ফাইনালের টিকিট হাতে পাও। তবে এবারের অস্ট্রেলিয়া ও আঁটঘাট বেধেই এসেছে। যদিও প্রথম সিরিজের প্রথম বল মাঠে গড়ানোর আগে দুই দলই খানিকটা মিনি হাসপাতালে পরিণত হয়েছে। তবে তা সত্ত্বেও এবার অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে দেওয়া যাবে না বলেই মনে করছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ।

ভারত হারলে কি হবে?

তাহলে ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে বসে সেক্ষেত্রে কি দাঁড়াতে পারে সমীকরণগুলি? সমীকরণ গুলি তখন আর নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তখন ভারতকে তাকিয়ে থাকতে হবে আরো দুটি আন্তর্জাতিক টেস্ট সিরিজের ওপর। যার একটি চলবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে এবং অপরটি চলবে ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মধ্যে। সাম্প্রতিক ফর্মের বিচারে নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডকে খুব জঘন্যভাবে শ্রীলংকা হারিয়ে আসবে এমনটা আশা করা যায় না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাউথ আফ্রিকা যে ভালো ফল করবে সে সম্ভাবনাটাই প্রবল।

কিভাবে পাওয়া যেতে পারে ফাইনালের টিকিট?

তাহলে দেখে নেয়া যাক এই মুহূর্তে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship Final) খেলার কি কি সম্ভাবনা রয়েছে?

সম্ভাবনা #১

ভারতকে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ৪-০ ফলাফলে হারাতে হবে। তবে স্বাগতিকরা যদি ৩-০ বা ৩-১ ফলাফলেও জিততে পারে, তাহলেও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে।

সম্ভাবনা #২

নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কাকে নিজেদের দেশের মাটিতে ১-০ কিংবা ২-০ ফলাফলে হারিয়ে দেয় সেক্ষেত্রে ভারত তিনটের কম ম্যাচ জিতেও ফাইনালের টিকিট পেয়ে যেতে পারে।

সম্ভাবনা #৩

ভারত যদি এই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে যায়, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারতে হবে কিংবা ড্র করতে হবে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ কিংবা ০-০ ফলাফলে সিরিজ ড্র করে তাহলে ভারত ফাইনাল থেকে ছিটকে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৯ ই মার্চ থেকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২৮ শে ফেব্রুয়ারি থেকে। তাই এই দুটি সিরিজ শুরু হওয়ার আগেই নিজেদের যোগ্যতায় ভারতকে World Test Championship 2023 ফাইনালের টিকিট অর্জন করতে হবে।


World Test Championship 2023 সম্বন্ধে আরো জানতে দেখুন -> https://en.wikipedia.org/…..Championship

এরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/world-test-championship-2023/feed/ 0 1699
Pele : চলে গেলেন ফুটবল সম্রাট পেলে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, রেকর্ড, তিনটি বিশ্বকাপ https://bengalinews365.com/brazilian-legend-pele-is-no-more/ https://bengalinews365.com/brazilian-legend-pele-is-no-more/?noamp=mobile#respond Fri, 30 Dec 2022 16:43:31 +0000 https://bengalinews365.com/?p=824 বিদায় নিলেন ফুটবলের ‘কালো মানিক’ পেলে (Pele)। তার আগে অনেক মহান খেলোয়াড় এসেছেন ফুটবল জগতে এবং পরেও অনেকে এসেছেন ও আসবেন। কিন্তু ফুটবলকে বৈশ্বিক খেলায় পরিণত করার গরিমাটি শুধুমাত্র তারই। তিনি এমনই একজন খেলোয়াড় যিনি যে কোনো প্রজন্মের যেকোনো সর্বকালের সেরা টিমে অনায়াসেই জায়গা করে নেবেন।

Pele with world cup trophy in hand
Pele

পেলে (Pele) -এর পরিচয়

তার পুরো নাম এডসন আরেন্টেস ডো নাসচিমেন্টো ভি পেলে (Edson Arantes do Nascimento vi Pele)। তিনি ২৩ শে অক্টোবর ১৯৪০ সালে ব্রাজিলের ট্রেস কোরাকোয়েস, মিনাস গেরাইস (Tres Coracoes, Minas Gerais) -এ জন্ম গ্রহণ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা বিশ্বে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ব্যক্তিগত জীবন

তিনবার বিয়ে করেছিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। প্রথম বার বিবাহ করেন রোসমেরি দস রেইস চলবি (Rosemeri dos Reis Cholbi, m. 1966; div. 1982)​ কে। দ্বিতীয় বিবাহ করেন আসিরিয়া লেমস সেইকসাস (Assíria Lemos Seixas, m. 1994; div. 2008)​ কে। শেষবার বিবাহ করেন মার্সিয়া একই (Marcia Aoki, m. 2016) কে। প্রথম দুই স্ত্রী এবং দুই বান্ধবী অনিজিয়া মাচাদো (Anizia Machado) ও লেনিতা কার্টজ (Lenita Kurtz) এর সাথে মোট সাত সন্তানের বাবা পেলে (Pele)।

পেলের অসুস্থতা

অসুস্থতার কারণে এবারের বড়দিন সাও পাওলোর হাসপাতালেই কাটিয়েছেন পেলে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর হাসপাতাল থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন লিও মেসিকে (Lionel Messi)। ২০২১ সাল থেকেই অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন পেলে (Pele)। ২৯ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় সাও পাওলো অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে। প্রায় গোটা কাতার বিশ্বকাপ তার দেখতে হয়েছে হাসপাতালে ভর্তি হয়েই। মাঝে একবার রটে গিয়েছিল তিনি নাকি মারা গিয়েছেন। তবে ভক্তদের মুখে হাসি ফুটিয়ে সে খবর মিথ্যা বলে প্রমাণিত হয়। তবে এবার আর ফেরা হলো না ফুটবল সম্রাটের।

পেশাদার জীবন

পেশাদার জীবনে খেলেছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এবং আমেরিকার ক্লাব নিউ ইয়র্ক কসমসে। কখনো ইউরোপিয়ান ক্লাবে খেলেননি। তাই পেলের (Pele) জেতা হয়নি ব্যালন ডি’ওর। তা সত্ত্বেও তর্ক সাপেক্ষে পৃথিবী সেরা খেলোয়াড় তিনিই। নামের পাশে আছে তিন তিনটি বিশ্বকাপের ট্রফি। সেই সাথে রয়েছে একের পর এক ট্রফি, সম্মান, রেকর্ড এবং অগণিত স্মৃতি।

বিশ্বকাপ

খেলোয়াড় জীবনে পেলে (Pele) চারবার বিশ্বকাপ খেলেছেন। তার মধ্যে বিশ্বকাপ জিতেছেন তিনবার। প্রথম বার ১৯৫৮ সালে, দ্বিতীয় বার ১৯৬২ সালে এবং তৃতীয় বার ১৯৭০ সালে। বিশ্বের আর কোনও ফুটবলারের এই রেকর্ড নেই। ১৯৫৮ সাল এবং ১৯৭০ সালের ফাইনালে গোলও করেছিলেন পেলে। ব্রাজিলের হয়ে খেলতে নেমে মোট ৯২ টি ম্যাচ খেলে ৭৭ টি গোলও করেছিলেন পেলে। যা ব্রাজিলের হয়ে নেইমারের সাথে যুগ্ম ভাবে সর্বোচ্চ গোল। কসমসের হয়ে খেলতে এসেছিলেন কলকাতাতেও। খেলেছেন মোহনবাগানের বিরুদ্ধে।

গোল

এছাড়াও পেলে (Pele) বিশ্বকাপে করেছেন মোট ১২ টি গোল, যা বিশ্বকাপে পঞ্চম সর্বোচ্চ। ক্লাবের হয়ে করেছেন ৭০০ ম‍্যাচে ৬৫৫ টি গোল। যার মধ্যে সান্তোসের হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮ গোল এবং কসমসের হয়ে ৬৪ ম্যাচে ৩৭ গোল। বিশ্বকাপের ইতিহাসে সব থেকে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড রয়েছে তার। তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে গোল করে এই রেকর্ডটি গড়েছিলেন। সেই সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। ফুটবলার হিসেবে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ হ্যাট্রিক করা খেলোয়াড়ও তিনি। ওই বিশ্বকাপেই তিনি ১৭ বছর ২৪৪ দিন বয়সে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।

শুধু তাই নয় এক ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটিও তারই ছিল। যদিও পরবর্তীকালে লিওনেল মেসি বার্সেলোনার হয়ে তার সেই রেকর্ডটি ভেঙে দেন কিছু অসমর্থিত সূত্র অনুযায়ী শোনা যায় পেলে (Pele) নাকি সারা জীবনে এক হাজারেরও বেশি গোল করেছেন। দুটি ভিন্ন বিশ্বকাপের ফাইনালে গোল করার রেকর্ডটিও এতদিন পর্যন্ত তারই ছিল এবার সেই রেকর্ডে ভাগ বসালেন এমবাপে

বিদায় সম্রাট

ব্রাজিলের এই কিংবদন্তি খেলোয়াড় আজ আর আমাদের মধ্যে নেই। যত দিন ফুটবল থাকবে, ততদিন মানুষ পেলে (Pele)- এর নাম মনে রাখবে। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বিশ্বের তাবড় তাবড় তারকা থেকে সাধারণ মানুষ সকলেই। তার মৃত্যুতে শেষ হলো একটি যুগের। শুধু ফুটবলই নয় তার মৃত্যু গোটা বিশ্বের কাছেই এক অপূরণীয় ক্ষতি। তাকে অন্তিম শয্যায় শায়িত করা হবে ২ বা ৩ রা জানুয়ারি ব্রাজিলের সান্তোসে।

পেলে সম্বন্ধে আরো জানতে পড়তে পারেন -> https://en.m.wikipedia.org/wiki/Pelé

এইরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/brazilian-legend-pele-is-no-more/feed/ 0 824