uric acid control – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Mon, 20 Nov 2023 14:34:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png uric acid control – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Uric Acid: অতিরিক্ত ইউরিক অ্যাসিডে ভুগছেন? বিনা খরচে আনুন নিয়ন্ত্রণে https://bengalinews365.com/how-to-control-uric-acid-easily/ https://bengalinews365.com/how-to-control-uric-acid-easily/?noamp=mobile#respond Mon, 20 Nov 2023 14:30:57 +0000 https://bengalinews365.com/?p=4637 Uric Acid Control: যেকোনো কিছুর ক্ষেত্রেই যদি পরিমাণের তুলনায় অত্যাধিক হয়ে যায় তার বিপরীত প্রতিক্রিয়া ঘটে। তেমনি শরীরের ক্ষেত্রেও তা ব্যতিক্রমী নয়। শরীরে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায় তার শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এর ফলে শরীরে নানা রকম রোগের সৃষ্টি হয়। চিকিৎসকদের মতে, প্রাকৃতিকভাবেও ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করা সম্ভব। চলুন সে বিষয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

অতিরিক্ত ইউরিক অ্যাসিডের (Uric Acid) প্রভাবে যা ঘটতে পারে

শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে গেলে শরীরে নানান রকমের সমস্যা দেখা দেয়। অল্প বয়সেই বাতের ব্যথা শরীরে বাসা বাঁধে। এমনকি অত্যাধিক ইউরিক অ্যাসিডের প্রভাবে কিডনিতে পাথর ও কিডনি ফেইলিউর হয়ে যেতে পারে। এছাড়াও বেশিক্ষণ হাঁটাচলা করলে শরীর ক্লান্ত হয়ে পড়ে নানান ধরনের রোগের সৃষ্টি হয়।

ইউরিক অ্যাসিড (Uric Acid) কমাতে যেসব খাদ্য গ্রহণ করতে হবে

নিজের খাদ্য তালিকা ঠিক রাখার মাধ্যমেও ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করা সম্ভব। এরজন্য অবশ্যই প্রতিদিন ৩-৪ লিটার জল খেতে হবে। অতিরিক্ত আমিষ খাবার খাওয়া যাবে না। কারণ আমিষ খাবারের মধ্যে থাকা ‘পিউরিন‘ যা শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়। উচ্চ প্রোটিন যুক্ত খাবার এরিয়ে চলাই শ্রেয়। বেশি পরিমাণে ফল ও শাক সবজি গ্রহণ করতে হবে।

নিয়ম মেনে সঠিক খাদ্যতালিকা মেনে চললেই ইউরিক অ্যাসিড (Uric Acid) থাকবে নিয়ন্ত্রণে।
নিয়ম মেনে সঠিক খাদ্যতালিকা মেনে চললেই ইউরিক অ্যাসিড (Uric Acid) থাকবে নিয়ন্ত্রণে।

শারীরিক কার্যকলাপ

শরীরকে সুস্থ রাখতে অবশ্যই প্রয়োজন উন্নত জীবনযাত্রা। পর্যাপ্ত পরিমাণে ঘুম ও নিয়ম মাফিক খাদ্য গ্রহণ যা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রনে সাহায্য করে। এছাড়াও রোজ ৩০ মিনিট করে হাঁটাচলা কিংবা শারীরিক ব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী। এর ফলে শরীরের বাতের ব্যাথা দূর হয় এবং শরীর সবসময় সক্রিয় থাকে।

আরও পড়ুন -> Weakness: সারাদিন ক্লান্ত অনুভব করছেন? সহজেই কাটিয়ে উঠুন এই সমস্যা

ইউরিক অ্যাসিড (Uric Acid) কম করতে নিন ডাক্তারের পরামর্শ

শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ মাত্রারিক্ত হয়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসা করানো উচিত। ইউরিক অ্যাসিড ধরা পরলে তা এরিয়ে যাওয়া উচিত নয়। যদি ইউরিক অ্যাসিড তাড়াতাড়ি ধরা পড়ে তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে কয়েক মাসের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। ওষুধের সাথে সাথে প্রাকৃতিক উপায় গুলো অনুসরণ করলে উপকার পাওয়া যাবে।

বিঃদ্রঃ এই প্রতিবেদনটি শুধুমাত্র প্রাথমিক সাহায্যের জন্য। আপনার শরীরে যদি ইউরিক অ্যাসিডের ফলে বেশি সমস্যা দেখা দেয় অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।


এই রকম আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/how-to-control-uric-acid-easily/feed/ 0 4637
Uric Acid Food Chart: ইউরিক অ্যাসিড মানেই খাবারের তালিকায় কাটছাঁট; কিভাবে পাবেন মুক্তি? https://bengalinews365.com/uric-acid-food-chart-in-bengali/ https://bengalinews365.com/uric-acid-food-chart-in-bengali/?noamp=mobile#respond Fri, 03 Mar 2023 15:18:16 +0000 https://bengalinews365.com/?p=2115 শরীরে ইউরিক অ্যাসিড এর পরিমাণ বৃদ্ধি পেলেই অনেক প্রিয় খাবারই আমাদের খাদ্যতালিকা থেকে বাদ হয়ে যায়। টমেটো, মুসুরির ডাল এবং অন্যান্য আরো খাবার না ছুঁয়ে দেখাই ভালো। জেনে নিন কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন ইউরিক অ্যাসিড ও খাওয়া দাওয়া কেমন করবেন (Uric acid food chart)।

ভাবছেন এই সমস্যা শুধুই আপনার একার? বিশ্বের প্রায় পাঁচ কোটি মানুষ আজ ইউরিক অ্যাসিডের মত রোগে ভুগছে। বহু মানুষ শরীরে ইউরিক অ্যাসিড এর পরিমাণ বেড়ে গেলেও তা বুঝতে পারেন না।

ইউরিক অ্যাসিড ব্যথার স্থান - Uric acid pain area
ইউরিক অ্যাসিড ব্যথার স্থান – Uric acid pain area

কেন হয় ইউরিক অ্যাসিড? (What causes uric acid)

ইউরিক অ্যাসিড শরীরে তৈরি হওয়ার প্রধান কারণ হলো বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে শরীরে পিউরিন তৈরি হওয়া। অতিরিক্ত রেড মিট, অতিরিক্ত মিষ্টি খাবার বা তেলযুক্ত মাছ বেশি খাওয়া, মদ্যপান, শুয়ে-বসে থাকা এবং চলাচল বা ব্যায়াম কম করার কারণে শরীরে ইউরিক অ্যাসিড জমতে শুরু করে। এর ফলে গাঁটে ব্যথা, পা ফোলা ইত্যাদি রোগ আরো বৃদ্ধি পেয়ে যায়। এর থেকে কিডনিতে পাথর পর্যন্ত জমতে পারে।

ইউরিক অ্যাসিডের লক্ষণ (Uric acid symptoms)

ইউরিক অ্যাসিডের প্রধান লক্ষণই হল গোড়ালি ফুলে যাওয়া, পায়ের বুড়ো আঙ্গুলে ব্যাথা ও গাঁটে ব্যথা। যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় তখনই ডাক্তারের দ্বারস্থ হতে হয়।

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে কি খাবেন এবং কি খাওয়া থেকে বিরত থাকবেন - Uric acid food to eat and food to avoid
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে কি খাবেন এবং কি খাওয়া থেকে বিরত থাকবেন – Uric acid food to eat and food to avoid

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে কি কি খাওয়া বন্ধ করবেন? (Uric acid – Food to avoid)

যদি আপনি ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে খাওয়া দাওয়ার প্রতি যত্নবান হতে হবে। মাংস, মূলতঃ খাসির মাংস বা কোনো রেড মীট খাওয়া একদমই চলবে না। রেড মীট থেকে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পায়। এছাড়া অতিরিক্ত তেলযুক্ত মাছ, অতিরিক্ত মিষ্টি খাবার, প্রক্রিয়াজাত খাবার ও মাংসের গিলে-মেটে খাওয়া চলবে না। ডাল, ডালজাতীয় খাবার, ছোলা, মটর, রাজমা, শিম, টমেটো খাওয়া কমাতে হবে। উপরোক্ত খাবারগুলি আরও বেশি ক্ষতিকর হয়ে ওঠে যদি কোনো ব্যাক্তি মদ্যপান করেন বা দিনে বেশিরভাগ সময় শুয়ে-বসে কাটান এবং চলাচল বা ব্যায়াম কম করেন।

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে কি কি খাবেন ও কতক্ষন ব্যায়াম করবেন? (Uric acid food chart & importance of exercise)

আয়ুর্বেদিক ভেষজ গিলয়ের সেবনের দ্বারা এই রোগ থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যেতে পারে। তবে বিশেষজ্ঞদের মতামত কি সেটাও জেনে নেওয়া দরকার। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কয়েকটি নিয়ম অবশ্যই পালন করা উচিত।

  • নিয়মিত কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম করুন
  • প্রচুর পরিমাণে জল পান করুন
  • শাক-সবজি বেশি করে খান
  • ভিটামিন সি যুক্ত খাবার বেশি পরিমাণে খান
  • এছাড়া পাতিলেবুর রস ও আপেল সাইডার ভিনিগার ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে থাকে

তবে বিপাকীয় হারের পরিমাণ বৃদ্ধি পেলে ইউরিক অ্যাসিড এর মাত্রা কমতে থাকবে। শুয়ে-বসে থাকা কমাতে হবে এবং হাঁটাচলা অবশ্যই বাড়াতে হবে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে।

কি বলছেন বিশেষজ্ঞরা?

অনেক বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, আপনি যদি আয়ুর্বেদিক ওষুধের দ্বারা ইউরিক অ্যাসিড কমাতে চান, তাহলে নিয়মিত ব্যায়াম করা, প্রচুর পরিমাণে জল পান ও শাক-সবজি বেশি করে খাওয়ার পাশাপাশি ভেষজ গিলয় হলো সবথেকে বড় সমস্যার সমাধান। বিভিন্ন গবেষণার দ্বারা প্রকাশিত হয়েছে যে, গিলয়ের কাণ্ডের রস এই রোগের পক্ষে খুব উপকারী। গিলয় শরীরে উচ্চ ইউরিক অ্যাসিডের মাত্রা কমতে সাহায্য করে।

কিভাবে করবেন গিলয় এর ব্যবহার? (Uric acid – Usage of Giloy)

গিলয় এর ব্যবহারে ইউরিক অ্যাসিড কমে যায় এ কথা সত্য, কিন্তু ব্যবহার কিভাবে করবেন সেটা অনেকেই জানেন না। এর কান্ড থেকে পাতা সবকিছু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। গিলয় এর ডাল ও পাতা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। পরেরদিন সকালবেলা মিশ্রণটিকে ভালোভাবে ফোটাবেন, এমনকি অর্ধেক হওয়া পর্যন্ত মিশ্রণটিকে ফোটাতে হবে। তারপরে ছেঁকে মিশ্রণটি পান করুন। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনতে এর জুড়ি মেলা ভার। বাজারে গিলয় এর ট্যাবলেট ও পাউডারও পাওয়া যায়। কোন জুসের সাথে মিশিয়েও আপনি এটা খেতে পারেন।


ইউরিক অ্যাসিড (Uric acid) সম্বন্ধে বাংলায় জানুন। দেখুন উইকিপিডিয়ার এই পাতাটি

এই সংক্রান্ত আরো খবর পেতে অবশ্যই চোখ রাখবেন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/uric-acid-food-chart-in-bengali/feed/ 0 2115