Site icon Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন।

Lottery First Prize: লটারিতে প্রথম পুরস্কার জেতার পাঁচটি গোপন মন্ত্র

How to win lottery first prize?

How to win lottery first prize?

Tips to Win Lottery First Prize: লটারি মানেই পুরোটা ভাগ্যের খেলা। ভাগ্য সুপ্রসন্ন হলে একবার লটারি কেটেই জিতে যেতে পারেন লাখো লাখো টাকা। আর যদি ভাগ্য সুপ্রসন্ন না থাকে তাহলে বারবার লটারি কেটেও অর্থদণ্ড ছাড়া আর কোন ফলাফল মেলেনা। আপনি নিয়মিত লটারি কাটছেন? আপনিও কি স্বপ্ন দেখেন লটারি জিতে এক লহমায় ধনী হয়ে যাওয়ার। কিন্তু নিয়মিত লটারি কেটেও ভাগ্য বদলাচ্ছে না? তাই লটারি জিতে টাকা পাওয়ার জন্য কিছু গোপন ৫ টি টিপস আপনাকে জানতে হবে।

লটারি জেতার ভাগ্য

লটারি এমনই একটা জিনিস যেটা জেতার পর আপনি এক দিনে অনেক বড়লোক হয়ে যেতে পারেন। আবার এমনও হতে পারে যে লটারি কেটে কেটে আপনার আর্থিক ক্ষতি ছাড়া আর কোন লাভ হচ্ছে না। লটারিতে প্রথম পুরস্কার (Lottery First Prize) পাওয়ার ভাগ্য সবার হয় না। লাখ লাখ মানুষ লটারি কাটে ধনী হওয়ার জন্য। কিন্তু তার মধ্যে দু একজন মানুষের লটারি জেতার সৌভাগ্য হয়। আর এই সৌভাগ্য ফেরাতে হলে টিকিট কাটার সময় কয়েকটি নিয়ম মেনে চললেই আপনিও হয়ে যেতে পারেন সেই সৌভাগ্যবান। নিম্নে কয়েকটি নিয়ম সম্বন্ধে আলোচনা করা হলো।

Tips you should follow to Win Lottery First Prize / লটারিতে প্রথম পুরস্কার জিততে হলে অবশ্যই মেনে চলুন এই টিপস্গুলি
Tips you should follow to Win Lottery First Prize / লটারিতে প্রথম পুরস্কার জিততে হলে অবশ্যই মেনে চলুন এই টিপস্গুলি

যুক্ত নম্বর দেখে লটারি কাটুন

লটারি কেনার সময় সব সময় পরপর সংখ্যা যুক্ত নম্বর দেখে কিনতে পারেন। যেমন ৫৫, ৬৬ , ৩৩। এই রকম একই নম্বরের বৈশিষ্ট্য দেখে কিনুন। এই ধরনের নম্বরের লটারি কিনে অনেককেই জিততে দেখা গেছে।

বিজোড় সংখ্যা দেখে লটারি কাটলে রয়েছে জেতার সম্ভাবনা

আবার অনেকের বলেন যে, লটারির প্রথম পুরস্কার (Lottery First Prize) জিততে হলে সব সময় বিজোড় সংখ্যা দেখে কিনতে হয়। কারণ এই বিজোড় সংখ্যা বিশিষ্ট নম্বরের লটারি কিনে অনেকেই পুরস্কার জিতেছেন। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে যে ১,৩,৫,৭, ৯ নম্বর যুক্ত লটারি কিনলে জেতার সম্ভবনাও রয়েছে।

বেশি সংখ্যক লটারি কাটুন

একটা লটারি কিনে প্রথম পুরস্কার (Lottery First Prize) পাওয়ার থেকে অনেকগুলো লটারি কাটলে পুরস্কার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাই লটারি কিনতে গেলে কখনো একটা লটারি কিনবেন না। লটারির পুরো মালা ধরে নেওয়া উচিত। স্বাভাবিকভাবেই তাতে পুরস্কার জেতার সম্ভাবনা বাড়ে।

তাড়া হুড়ো করে লটারি কাটবেন না

লটারি টিকিট কাটার সময় ভুলেও কখনো তাড়াহুড়ো করবেন না। এই একটি কাজ আপনাকে লটারি জেতার সম্ভাবনা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। হাতে সময় কম থাকলে লটারি কাটা থেকে বিরত থাকুন। অসময়ে কিংবা অপছন্দের নম্বরের লটারি কাটা উচিত নয়। তাই ধীরে সুস্থে সাবধান হয়ে লটারি টিকিট কাটবেন।

এই সংখ্যার লটারি জেতাতে পারে প্রথম পুরস্কার (Lottery First Prize)

একটি গবেষণায় উঠে এসেছে যে গত ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যেসব বিজেতারা লটারি টিকিট কেটে বিজয় প্রাপ্ত হয়েছেন তাদের বেশিরভাগ বিজয়ের লটারির মধ্যে একটি বিশেষ নম্বর রয়েছে। একটি সমীক্ষা করে দেখা গেছে যে তারা যেসব লটারি কেটেছেন তাদের টিকিটে ‘১’ নম্বরটি রয়েছে। তাই যারা ভাবছেন টিকিট কাটবেন তারা এই ‘১’ নম্বর বিশিষ্ট লটারি কাটতে পারেন। লটারির প্রথম পুরস্কার (Lottery First Prize) জিততে চাইলে এই টিপস্গুলি মেনে চলতে পারেন।

আরও পড়ুন -> How to Win Lottery: লটারিতে প্রথম পুরস্কার চান? জেনে নিন লটারি জেতার গোপন মন্ত্র

পুনশ্চ: লটারি হলো পুরোটাই ভাগ্যের খেলা। এটা যেমন নিমিষেই আপনার ভাগ্য বদলে দিতে পারে তেমনি আপনার অর্থের ক্ষতি করতে পারে। এই খেলার প্রতি মানুষদের আসক্তি ও আসতে পারে। উপরোক্ত সম্ভাবনাগুলি শুধুমাত্র অনুমানপ্রসূত। আমাদের ওয়েবসাইট কোনরকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন যোগায় না। আমাদের ওয়েবসাইট কখনোই লটারি খেলতে মানুষকে উৎসাহ দেয় না।


লটারি কাটতে চাইলে দেখে নিন ডিয়ার লটারির অফিসিয়াল ওয়েবসাইট

এরকম আরো লটারি সংবাদ পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Exit mobile version