Site icon Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন।

Recruitment: রাজ্যে নতুন চাকরির খবর! গ্রুপ সি, ডি, সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ড, কি যোগ্যতা লাগবে আর কিভাবেই বা আবেদন করতে পারবেন?

West Bengal job recruitment

সারা রাজ্য জুড়ে এবার সুখবর। শোনা গেল, রাজ্যে নতুন চাকরির (Recruitment) খবর। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে বাংলা মিডিয়াম স্কুল, গ্রুপ সি গ্রুপ ডি সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ডের চাকরির কথা প্রকাশিত হয়।

West Bengal job recruitment

রাজ্যের একটি জেলার বিভিন্ন ব্লকের বাংলা মিডিয়াম স্কুল ও ইংলিশ মিডিয়াম স্কুল গুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরি পেতে গেলে কি কি যোগ্যতা লাগবে? শোনা যায়, সরাসরি ইন্টারভিউ নিয়ে এই চাকরিতে কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে?

পদের নাম (Recruitment)

নাইট গার্ড ও সিকিউরিটি গার্ড

ইন্টারভিউ তারিখ

২০২৩ সালে ১৬ এবং ১৭ তারিখ।

যোগ্যতা

চাকরিপ্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্য পদ

৫ টি

নিয়োগ স্থান

ঝাড়্গ্রাম জেলার নানান ব্লক ভিত্তিক বাংলা এবং ইংলিশ মিডিয়াম স্কুল।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের আর আলাদা করে কোন আবেদন করতে হবে না একেবারে ইন্টারভিউয়ের দিন নিজের সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলেই হবে।

ইন্টারভিউ স্থান

বিবেকানন্দ মিটিং হল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, ঝাড়গ্রাম।

পদের নাম

গ্রুপ সি

যোগ্যতা

চাকরিপ্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্য পদ

৭ টি

পদের নাম

গ্রুপ ডি

যোগ্যতা

চাকরিপ্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে অবসর হতে হবে।

মোট শূন্যপদ

৮ টি

এই রকম আরো চাকরির খবর পড়তে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Exit mobile version