Finance – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Thu, 06 Jul 2023 22:20:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Finance – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 Bank Locker Rules: ব্যাংক লকারে দামী জিনিসের ক্ষতি হলে দায় কার? https://bengalinews365.com/bank-locker-rules-in-bengali/ https://bengalinews365.com/bank-locker-rules-in-bengali/?noamp=mobile#respond Thu, 06 Jul 2023 22:20:31 +0000 https://bengalinews365.com/?p=3834 Bank Locker Rules সম্বন্ধে আমাদের অনেকেরই স্বচ্ছ ধারণা নেই। আমাদের সঞ্চিত টাকা রাখার নির্ভরযোগ্য স্থান ব্যাংকগুলি। শুধু টাকাই গচ্ছিত রাখা হয় না ব্যাংকে, ব্যাংকের লকারে গুরুত্বপূর্ণ নথি এবং গয়নাও রাখা হয় সুরক্ষিত রাখার জন্য। কিন্তু আমরা অনেক সময় দেখি কোন একটি নামজাদা ব্যাংক হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার কারণগুলি কি কি?

ব্যাংক বন্ধ হয়ে যাওয়া বা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে মূলতঃ তিনটি কারণে। প্রথমত, কোন ব্যাংক যদি অপর কোন ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয় সে ক্ষেত্রে দ্বিতীয় ব্যাংকটি প্রধান হয়ে ওঠে। দ্বিতীয়ত, ঋণের ভার সামলাতে না পেয়ে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তবে সেই ব্যাংক উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, ব্যাংকের লেনদেনে যদি কোন কারচুপি থাকে অর্থাৎ ব্যাংকের কাজে যদি স্বচ্ছলতা প্রকাশ না পায় তবে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সেই ব্যাংকটিকে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা থাকে।

ব্যাংক লকার সংক্রান্ত নিয়মকানুন (Bank Locker Rules)
ব্যাংক লকার সংক্রান্ত নিয়মকানুন (Bank Locker Rules)

Bank Locker Rules: ব্যাংক বন্ধ হলে কি কি করণীয়?

ব্যাংক যে কারণেই বন্ধ হোক না কেন ব্যাংকে গচ্ছিত সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলি কি হবে এটি একটি চিন্তার বিষয়। এ বিষয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। ব্যাংক কোন কারনে যদি তার ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয় সেক্ষেত্রে প্রত্যেক গ্রাহককে বিজ্ঞপ্তির মাধ্যমে খবর জানাতে বাধ্য। অতএব ব্যাংক বন্ধ (Closing of banks) হওয়ার বিজ্ঞপ্তি জারি হলে সাধারণ মানুষ সহজেই লকারে থাকা তার মূল্যবান জিনিস অন্যত্র সরিয়ে নিয়ে যেতে পারেন।

Bank Locker Rules: চুরি বা ডাকাতি অথবা ব্যাংকের অবহেলার কারণে ক্ষতি

রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নয়া লকারের চুক্তি (Bank Locker Agreement) অনুসারে লকারে থাকা মূল্যবান জিনিস যদি চুরি বা ডাকাতি অথবা ব্যাংকের অবহেলার জন্য ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষকেই সম্পূর্ণ দায়ভার নিতে হবে। লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণ পর্যন্ত সে ক্ষতিপূরণের মাত্রা গিয়ে দাঁড়ায়।

Bank Locker Rules: প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি

কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে লকার যদি ক্ষতিগ্রস্ত হয় সে ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের কোন দায়ভার থাকবে না এমন কথাও রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে।

Bank Locker Rules: লকার গ্রহণকারী ব্যক্তি কোনো কারণে মারা গেলে

লকার গ্রহণকারী ব্যক্তি যদি মারা যান তবে তার নমিনি সেই লকারের মালিকানা পাবেন। নমিনি যদি লকার রাখতে চান বা লকার বন্ধ করতে চান উভয় ক্ষেত্রেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা আবশ্যক। নমিনির উত্তরাধিকারী সূত্রে লকারের মালিকানা পেতে লকার চুক্তিতে সই করতে হবে।

অতএব, লকার সংক্রান্ত কোনো রকম সংশয় থাকলে অতি সত্বর ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই শ্রেয়।


RBI-এর ব্যাংক লকার সংক্রান্ত নিয়মকানুন (Bank Locker Rules) বিস্তারিত জানতে দেখুন এই পাতাটি

এই রকম আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/bank-locker-rules-in-bengali/feed/ 0 3834
Post Office Schemes: টাকা বাড়বে তরতরিয়ে এই পোস্ট অফিসের স্কিম গুলিতে https://bengalinews365.com/these-post-office-schemes-will-grow-your-money/ https://bengalinews365.com/these-post-office-schemes-will-grow-your-money/?noamp=mobile#respond Wed, 28 Jun 2023 03:30:22 +0000 https://bengalinews365.com/?p=3736 টাকায় টাকা বাড়ে। তাই সকল মানুষের কথা মাথায় রেখে পোস্ট অফিসে বেশ কিছু লাভজনক স্কিম (Post Office Schemes) আনা হয়।

বর্তমানে যেভাবে হু হু করে জিনিসপত্রের দাম বাড়ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে মোটা অংকের টাকা বিনিয়োগ করা অথবা মোটা অংকের অর্থ ব্যাংকে ফেলে রাখাটা সত্যি কষ্টকর। যেহেতু ভারতবর্ষে দরিদ্র, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি, তাই এই সমস্ত মানুষগুলির পক্ষে সংসার চালিয়ে সবকিছু সামলে বিনিয়োগ করাটা চাপের বিষয়। তাই সকল মানুষের কথা মাথায় রেখে পোস্ট অফিসে বেশ কিছু স্কিম (Post Office Schemes) আনা হল। প্রতিটি স্কিমেরই সুযোগ-সুবিধা সুদের হার এবং সময়সীমা ভিন্ন।

তিন মাস অন্তর সুদের হার পরিবর্তণ

হঠাৎ ২০১৬ সালে ভারত সরকার ঘোষণা করে যে, পোস্ট অফিসের এই স্কিমগুলোর (Post Office Schemes) সুদের হার প্রতি তিন মাস অন্তর অন্তর ঘোষণা করা হবে। এর ফলে সাধারণ মানুষের টাকার হিসেব রাখতেও সুবিধা হবে। তবে তিন মাসের মধ্যে সুদের হার পরিবর্তণ হতে পারে, আবার অপরিবর্তিতও হতে পারে। তো চলুন আজকের এই প্রতিবেদনে দেখবো বর্তমানে অর্থাৎ ২০২৩ এ আপাতত পোস্ট অফিস কি কি স্কিম (Post Office Schemes) আছে এবং এই স্কিমগুলি সুদের হার কত?

Best Post Office Schemes 2023: পোস্ট অফিসে বেশ কিছু লাভজনক স্কিম রয়েছে, যা আপনার টাকা দ্রুতগতিতে বাড়াতে সাহায্য করবে।
Best Post Office Schemes 2023: পোস্ট অফিসে বেশ কিছু লাভজনক স্কিম রয়েছে, যা আপনার টাকা দ্রুতগতিতে বাড়াতে সাহায্য করবে।

পোস্ট অফিসের স্কিমগুলি (Post Office Schemes) হল:-

১) ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)

এই স্কিম অনুযায়ী, আপনি একটি নির্দিষ্ট অংকের টাকা পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের জন্য। ১ বছরে সুদের হার ৬.৮ শতাংশ, ২ বছরে ৬.৯ শতাংশ, ৩ বছরে ৭ শতাংশ ও ৫ বছরের জন্য ৭.৫ শতাংশ।

২) সেভিংস অ্যাকাউন্ট (Savings Account)

পোস্ট অফিসে টাকা জমাতে হলে আপনাকে প্রথম একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যার নাম সেভিংস অ্যাকাউন্ট। যে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি (১৮+) অথবা দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি একসাথে জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। সেভিংস অ্যাকাউন্ট খুলতে ন্যূনতম ৫০০ টাকা প্রয়োজন হয়। এই অ্যাকাউন্টে আপনি যখন তখন টাকা রাখতে পারবেন, আবার তুলতেও পারবেন। তবে সেভিংস অ্যাকাউন্টের সুদ সবথেকে কম মাত্র ৪ শতাংশ।

৩) এমআইএস (MIS)

আপনি যদি ঘরে বসে মাসে মাসে উপার্জন করতে চান, তার জন্য আপনাকে পোস্ট অফিসে একটি এমআইএস স্কিম করতে হবে। এর জন্য প্রথমে আপনাকে একটি মোটা অংকের টাকা বিনিয়োগ করতে হবে। আপনি ২৫ হাজার, ৫০ হাজার, ১ লাখ যত ইচ্ছে টাকা বিনিয়োগ করতে পারেন। এর থেকে প্রতি মাসে একটি উপার্জন আপনি পাবেন। ন্যূনতম ৫ বছরের জন্য এমআইএস করা যায়।

৪) রেকারিং ডিপোজিট (Recurring Deposit)

রেকারিং ডিপোজিট সাধারণ মানুষের জন্য অত্যন্ত লাভজনক একটি স্কিম। এতে প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একটি নির্দিষ্ট অংকের টাকা রাখতে হবে। এর সময়সীমা ৫ বছর থেকে ১০ বছর হতে পারে। ৫ বছর বা ১০ বছর পর সুদসহ আপনার টাকাটি ম্যাচিউরিটি হবে।

৫) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)

সিনিয়র সিটিজেন অর্থাৎ ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের জন্য সর্বদাই সব জায়গায় বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকে। পোস্ট অফিসেও অন্যথা হয়নি। পোস্ট অফিসে সিনিয়র অর্থাৎ ৬০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের জন্য রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এইখানে টাকা রাখলে আপনি সবথেকে বেশি সুদ লাভ করতে পারবেন। এটিতে ন্যূনতম ১০০০ থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত জমাতে পারবেন এই স্কিমের সময়সীমা ন্যূনতম ৫ বছর।

৬) সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

ভারতবর্ষ যেহেতু দরিদ্র সীমার নিচে, তাই অনেক পরিবারে মেয়েদেরকে পড়াশুনা শেখানো হয় না পয়সার অভাবে। পড়াশোনা তো দূর, ঠিক করে বিয়ে দিতেও কষ্ট হয় মেয়ের বাবা-মায়ের। তাই মেয়েদের জন্য ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নামক একটি প্রকল্প চালু হয় ২০১৫ সালে। এরই একটি স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এর সুদের হার ৮ শতাংশ। এতে আপনি আপনার মেয়ের নামে ১৫ বছর পর্যন্ত টাকা জমাতে পারবেন। মেয়ের বয়স যখন ১৫ বছর হবে তখন তার উচ্চশিক্ষার জন্য বা বিবাহের জন্য সেই টাকাটি আপনার কাজে লাগবে।

৭) পাবলিক প্রফিডেন্ট ফান্ড (PPF)

যে সমস্ত ব্যক্তিরা কোন সরকারি চাকরি করেন না, তারা সর্বদাই একটি চিন্তায় থাকেন যে, অবসর নেওয়ার পর তাদের কিভাবে সংসার চলবে। তার কারণ বেসরকারি কর্মক্ষেত্রে বা ব্যবসাতে পেনশন বলে কিছুই থাকেনা। সেই সকল মানুষের জন্য পোস্ট অফিসে রয়েছে পাবলিক প্রফিডেন্ট ফান্ড। এখানে সুদের পরিমাণ বেশ ভালো প্রায় ৭.১ শতাংশ। নূন্যতম ৫০০ টাকা থেকে রাখা যায় এই অ্যাকাউন্টে। আপনি নিজের ইচ্ছে মত টাকা জমাতে পারবেন। তবে এর সময়সীমা ১৫ বছর। ১৫ বছর পর আপনি সুদ সমেত সব টাকা ম্যাচুরিটি পাবেন।

৮) কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra)

পোস্ট অফিসের এই স্কিমটিও (Post Office Scheme) সাধারণ মানুষের জন্য একটি লাভজনক স্কিম। এতে আপনি যে অংকের টাকা রাখবেন তা ১০ বছর পর ঠিক দ্বিগুণ হয়ে ফেরত পাবেন। যদি আপনি ৫০ হাজার টাকা রাখেন তবে দশ বছর পর সেটি থেকে ১ লাখ টাকা ম্যাচুরিটি পাবেন।

পোস্ট অফিসে ২০২৩ এর স্কিম অনুযায়ী সুদের হার কত? (Post Office Schemes 2023 Interest Rates)

1. ফিক্সড ডিপোজিট (FD): ৬.৮ শতাংশ
2. সেভিংস অ্যাকাউন্ট: ৪ শতাংশ (২ বছরে ৬.৯ শতাংশ, ৩ বছরে ৭ শতাংশ, ৫ বছরে ৭.৫ শতাংশ)
3. এমআইএস: ৭.৪ শতাংশ
4. রেকারিং ডিপোজিট: ৬.২ শতাংশ
5. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: ৮.২ শতাংশ
6. সুকন্যা সমৃদ্ধি যোজনা: ৮ শতাংশ
7. পিপিএফ: ৭.১ শতাংশ
8. কিষান বিকাশ পত্র: ৭.৫ শতাংশ


পোস্ট অফিসের এই স্কিমগুলি (Post Office Schemes) সম্বন্ধে আরও জানতে দেখুন ভারতীয় ডাক-এর এই পাতাটি

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/these-post-office-schemes-will-grow-your-money/feed/ 0 3736
Increase CIBIL Score: ব্যাংক থেকে লোন পেতে অসুবিধা? সিবিল স্কোর বাড়াবেন কিভাবে? https://bengalinews365.com/increase-cibil-score-easily-in-bengali/ https://bengalinews365.com/increase-cibil-score-easily-in-bengali/?noamp=mobile#respond Tue, 28 Mar 2023 16:58:35 +0000 https://bengalinews365.com/?p=2166 সিবিল স্কোর খারাপ হলে আপনার পক্ষে ব্যাংক অথবা কোনো সংস্থা থেকে লোন পাওয়া খুবই অসুবিধাজনক হতে পারে। এমনকি, সেক্ষেত্রে নতুন ক্রেডিট কার্ড পাওয়াও বেশ মুশকিল হবে। এই প্রতিবেদন থেকে জেনে নিন কিভাবে আপনার সিবিল স্কোর বাড়াবেন (Increase CIBIL Score) এবং এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন।

আসলে কী এই সিবিল স্কোর? / What is CIBIL Score?

এটি একধরনের ক্রেডিট স্কোর (Credit Score) যা ভারতের সর্ববৃহৎ ক্রেডিট তথ্য অনুসন্ধানকারী সংস্থা Transunion CIBIL Limited (পূর্বে: Credit Information Bureau India Limited) দ্বারা সংরক্ষণ ও সরবরাহ করা হয়।

আমাদের সকলের এই সিবিল স্কোর ভালো রাখাটা অত্যন্ত জরুরী। তিন অঙ্কের এই স্কোর 300 থেকে 900 এর মধ্যে হয়ে থাকে এবং এটি নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, যেমন – আপনার লোন অ্যাকাউন্ট, ঋণ শোধের ইতিহাস ও ক্রেডিট কার্ড ব্যবহারের রেকর্ডসমূহ ইত্যাদি।

সুতরাং, যদি পূর্বে কোন কারনে ঋণ নেওয়া হয়ে থাকে, তাহলে সেই ঋণ শোধ এর ওপরেও নির্ভর করে এই সিবিল স্কোর।

সিবিল স্কোর কিভাবে তৈরি হয়? / Major CIBIL Score factors
সিবিল স্কোর কিভাবে তৈরি হয়? / Major CIBIL Score factors

কিভাবে তৈরি হয় সিবিল স্কোর? / CIBIL Score factors

একজন ঋণগ্রহীতা কতদিন ধরে তার ঋণ শোধ করছেন এবং কিভাবে করছেন, অথবা সঠিক সময়ে ঋণ বা মাসিক ইনষ্টলমেন্ট পরিশোধ করছেন কিনা, তার ওপর নির্ভর করে তার সিবিল স্কোর। ঋণগ্রহীতা কিভাবে ক্রেডিট ব্যবহার করছেন কিনা, তার ওপরেও নির্ভর করে এই স্কোর। বলা বাহুল্য, ডেবিট কার্ড বা এটিএম কার্ডের সাথে এই স্কোর এর কোনো সম্পর্ক নেই।

সোজা কথায় বলতে গেলে, আপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর হলো আপনার ঋণ পরিশোধ করার ইতিহাস বা রেকর্ড। আপনি যত ভালোভাবে এবং নিয়মমত আপনার ঋণ শোধ করবেন, আপনার স্কোর ততটাই ভাল হবে। তাই, অতীতের ভুলে আপনার স্কোর খারাপ হয়ে গিয়ে থাকলেও আপনি সঠিক পদ্ধতিতে সেটি বাড়িয়ে নিতে পারবেন (Increase CIBIL Score)।

সিবিল স্কোর কম থাকলে কি কি সমস্যা হয়? Low CIBIL Score Problems

লোনের ক্ষেত্রে সিবিল স্কোরের গুরুত্ব অনেকটাই বেশি। যেসব ব্যক্তির এই স্কোর খুব ভালো তারা খুব চটজলদি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। খারাপ সিবিল স্কোর ভবিষ্যতের লোন এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। শুধু তাই নয়, এই স্কোর খারাপ হলে আপনাকে ব্যাংক থেকে ধার নেওয়া টাকার জন্যে বেশি সুদও দিতে হবে।

একজন ব্যক্তির সিবিল স্কোর যত বেশি হবে, লোন পেতে তার ততটাই সুবিধা হবে এবং সুদও অপেক্ষাকৃত কম দিতে হবে। সুতরাং, আপনার স্কোর খারাপ থাকলে অবশ্যই সেটি বাড়িয়ে নিতে হবে (Increase CIBIL Score)।

নূন্যতম কত সিবিল স্কোর থাকা উচিত? / Minimum CIBIL Score you should Maintain

যদি কোনো ব্যক্তির সিবিল স্কোর 700 বা তারও বেশি হয়, তাহলে তার লোন পেতে কোনো সাধারনতঃ কোনো অসুবিধা হয় না। 750 বা 800 এর বেশি থাকলে সেটি সবথেকে ভাল বলে গণ্য হয়। এই নম্বর 700 থেকে যত কম হবে, ব্যাংকের ক্ষেত্রে সেই ব্যক্তিকে লোন বা ক্রেডিট কার্ড দেওয়া ততটাই বেশি ঝুঁকিপূর্ণ মনে হবে। সেই কারণে ব্যাংকের লোন দেওয়ার সম্ভাবনা কম থাকবে এবং লোন দিলেও ব্যাংক বেশি পরিমাণে সুদ আদায় করবে।

সিবিল স্কোর কম হওয়ার কারণ এবং কীভাবে এটি বাড়ানো যায়? / Reasons for Low CIBIL Score and how to increase CIBIL Score?
সিবিল স্কোর কম হলে ব্যাংক লোন দেওয়ার আগে ১০ বার ভাববে!
এই স্কোর কম হওয়ার কারণ কি এবং কীভাবে এটি বাড়ানো যায়? / Reasons for Low CIBIL Score and how to increase CIBIL Score?

সিবিল স্কোর খারাপ হওয়ার কারণ / Low CIBIL Score Reasons

১. লোন এর ইএমআই সঠিক সময় প্রদান না করা।

২. ক্রেডিট কার্ডের ইএমআই অথবা বিল সঠিক সময় প্রদান না করা।

৩. ক্রেডিট কার্ডের লিমিটের ৩০ শতাংশের বেশি ব্যয় করা। এটি সাময়িকভাবে সিবিল স্কোর এর উপর প্রভাব ফেলে থাকে। তবে নিয়মিত এই ভুলটি করলে তার মাশুল হিসেবে এই স্কোর এর উপর অনেকটাই প্রভাব পড়ে। সুতরাং, আপনার ক্রেডিট কার্ডের লিমিট যদি ১ লাখ টাকা হয়, তবে এক মাসের মধ্যে ৩০,০০০ টাকার বেশি খরচ করলে সেটি আপনার সিবিল স্কোর এর উপর খারাপ প্রভাব অবশ্যই ফেলবে।

৪. আপনি যদি লোন বা নতুন ক্রেডিট কার্ডের জন্য বিভিন্ন জায়গায় অনুসন্ধান বা আবেদন করে থাকেন, তা আপনার সিবিল স্কোরের ক্ষেত্রে অবশ্যই খারাপ প্রভাব ফেলবে। এমনকি আবেদন করার সময় প্রথমে ব্যাংক বা সংশ্লিষ্ট সংস্থা যখন আপনার প্যান কার্ড নম্বর দিয়ে সার্চ করবে, সেটিও আপনার সিবিল স্কোর এর উপর খারাপ প্রভাব ফেলবে।

৫. যত বেশি লোন বা ক্রেডিট কার্ড থাকবে আপনার, ততটাই আপনার সিবিল স্কোর খারাপ হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই, অপ্রয়োজনীয় লোন বা ক্রেডিট কার্ড নেওয়া থেকে বিরত থাকুন।

৬. ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় মিনিমাম অ্যামাউণ্ট প্রদান করলে পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। মিনিমাম অ্যামাউণ্ট প্রদান করার ফলে সুদ বাড়তে থাকে এবং বার বার এই কাজ করলে সুদ, সুদের উপর সুদ এবং আসল টাকা জমে এতটাই বেশি হয়ে যায় যে সেটি পরিশোধ করা খুব কঠিন হয়ে পড়ে। পরবর্তীকালে সেই পাহাড়প্রমাণ টাকার বিল মেটাতে না পারলে অবশ্যই আপনার সিবিল স্কোর খারাপ হবে।

আপনার সিবিল স্কোর বাড়িয়ে নিন যাতে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে লোন পেতে সমস্যা না হয় / Increase CIBIL score for a better creditworthiness
আপনার সিবিল স্কোর বাড়িয়ে নিন যাতে ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে লোন পেতে সমস্যা না হয় / Increase CIBIL score for a better creditworthiness

কিভাবে সিবিল স্কোর বাড়াবেন? / How to Increase CIBIL Score?

১. Increase CIBIL Score by paying EMI on time: লোন এবং ক্রেডিট কার্ডের ইএমআই সঠিক তারিখের মধ্যে প্রদান করুন।

২. Increase CIBIL Score by paying Credit Card bill on time: ক্রেডিট কার্ডের বিলের পুরো টাকা নির্দিষ্ট তারিখের মধ্যে প্রদান করুন। মিনিমাম অ্যামাউণ্ট দেওয়া থেকে বিরত থাকুন। সিবিল স্কোর খারাপ হয়ে গিয়ে থাকলেও, ক্রেডিট কার্ডের বিল, লোন ও ক্রেডিট কার্ডের ইএমআই সঠিকভাবে শোধ করতে থাকলে ধীরে ধীরে সিবিল স্কোর বাড়তে শুরু করবে যদি অন্য কোনো ভুল আপনি না করেন।

৩. Increase CIBIL Score by avoiding high credit utilisation: একটি বিলিং সাইকেল (Billing Cycle) বা এক মাসের মধ্যে ক্রেডিট কার্ডের লিমিটের ৩০ শতাংশের বেশি খরচ না করাই বুদ্ধিমানের কাজ। উদাহরণস্বরূপ, যদি আপনার ক্রেডিট কার্ডের লিমিট ১ লাখ টাকা হয়, তবে খুব প্রয়োজন না পড়লে ৩০,০০০ টাকার বেশি খরচ করবেন না। এটি মেনে চললে, ধীরে ধীরে আপনার সিবিল স্কোর বাড়তে শুরু করবে।

যদি ক্রেডিট কার্ডে আপনার খরচ লিমিটের ৩০% এর কাছাকাছি চলে যায়, তবে বিল শোধ করে তারপর পরবর্তী খরচগুলি করুন। এই ৩০% যদি আপনার কাছে খুব কম মনে হয় তাহলে আপনি ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর জন্যে আবেদন করতে পারেন।

৪. Increase CIBIL Score by avoiding unnecessary credit: খুব প্রয়োজন না হলে নতুন লোন বা ক্রেডিট কার্ড নেবেন না এবং আবেদনও করবেন না।

৫. Increase CIBIL Score by avoiding debt trap: প্রয়োজন বুঝে খরচ করুন। ঋণের ফাঁদ এড়িয়ে চলুন।

৬. আপনার যদি একাধিক ক্রেডিট কার্ড থাকে এবং আপনি কোনো ক্রেডিট কার্ড বন্ধ করাতে চান, সেক্ষেত্রে সম্ভব হলে নতুন ক্রেডিট কার্ডটি বন্ধ করান। পুরোনো ক্রেডিট কার্ডের সাথে অনেক বড় ক্রেডিট রেকর্ড (Credit History) জড়িয়ে রয়েছে। আপনার ক্রেডিট রেকর্ড যত পুরোনো হবে, সেটি আপনার সিবিল স্কোর এর জন্যে ততই ভালো।


Transunion CIBIL সম্বন্ধে আরো জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতা

এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ পেজে।

]]>
https://bengalinews365.com/increase-cibil-score-easily-in-bengali/feed/ 0 2166
Tax on Gift: উপহারের উপরেও এবার কর দিতে হবে? জানুন কেন এই নিয়ম https://bengalinews365.com/tax-on-gift-in-india/ https://bengalinews365.com/tax-on-gift-in-india/?noamp=mobile#respond Sun, 05 Mar 2023 17:38:55 +0000 https://bengalinews365.com/?p=2164 “উপহার কর” (Tax on Gift) কথাটি শুনলেই অবাক হওয়াটা অনেকের পক্ষেই স্বাভাবিক।

ভারত মতো অন্য কোনো দেশে আপনি এত বেশি মিষ্টি মধুর পারিবারিক সম্পর্ক লক্ষ্য করবেন না। ভারতীয়রা সারা বছরই নানা রকম উৎসব অনুষ্ঠানে মেতে থাকে। পারিবারিক মেলবন্ধনের এই সুন্দর ছবির নজির মেলা ভার, পারিবারিক অনুষ্ঠান মানে উপহারের আদান-প্রদান তো হবে। সোনা কিংবা রুপোর গয়না উপহার হিসেবে অনেকেই আত্মীয়-স্বজনদের অনুষ্ঠানে দিয়ে থাকেন। কিন্তু এবার এই উপহারেও লাগতে চলেছে কর (Tax on Gift)।

কেন লাগবে উপহারে কর (Why pay tax on gift)?
কেন লাগবে উপহারে কর (Why pay tax on gift)?

কেন লাগবে উপহারে কর (Why pay tax on gift)?

উপহার মানেই কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা ফন্দি বা পরিকল্পনা। অনেকেই আছেন যারা আইনের নিয়ম কানুন ঠিকমতো মানেন না, এমনকি কর ঠিকমত প্রদান করেন না। তাই ট্যাক্স ফাঁকি দিলে কপালে জুটতে পারে শাস্তি। সরকারের পক্ষ থেকে প্রথমবার ১৯৫৮ সালে উপহার কর আইন চালু করা হয়েছিল। উপহার আদান-প্রদানের ওপরে কর বসানোর জন্যই এই কর আইন চালু করা হয়েছিল।

বিভিন্ন মূল্যবান উপহার যেমন ডিমান্ড ড্রাফট, চেক, নগদ অর্থ প্রভৃতির ওপরে এই উপহার কর (Gift Tax) আইন বসানো হয়েছিল। ১৯৮৮ সালে এই উপহার কর আইন বা জিটিএ তুলে দেওয়া হয়েছিল। কিন্তু ফের ২০০৪ সালে নতুন করে এই উপহার কর আইন আবার চালু হয়।

কোন ক্ষেত্রে কর বসানো হবে না?

ধরুন কোন বৌমা তার শাশুড়িকে কোন গয়না উপহার দিচ্ছে, সেই গয়না বংশপরম্পরায় পেয়েছে বৌমা। তাহলে সেক্ষেত্রে কোনো রকম উপহার কর দিতে হবে না (No tax on gift)। বিভিন্ন কর বিশেষজ্ঞদের মতে, আয়কর আইন অনুসারে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আত্মীয়-স্বজনকে কোন অস্থাবর সম্পত্তি উপহার হিসেবে দিলে তার ওপরে কোনরকম কর বসানো হবে না। তাই বৌমার দেওয়া উপহারের ওপরে কোনরকম কর বসানো যাবেনা। কিন্তু শাশুড়িমা যদি সেই উপহারে পাওয়া গয়না দোকানে বিক্রি করতে যান সেক্ষেত্রে তাকে কর প্রদান করতে হবে।

কি বলা হয়েছে ২০১৭ এর সংশোধনী আইনে?

বিস্তারিতভাবে জেনে নিন ২০১৭ এর সংশোধনী আইনে উপহার কর (tax on gift) সম্বন্ধে কি কি বলা হয়েছে:

১. কোনরকম গণনা ছাড়া যদি কোন অর্থ উপহার হিসেবে আসে এবং তা যদি ৫০,০০০ টাকার ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই তার ওপর কর প্রদান করতে হবে।

২. কোন রকম গণনা বা বিবেচনা ছাড়া  যে কোনো রকম পরিমাণ সম্পত্তির এফএমভি যদি ৫০ হাজারের উর্ধ্বে হয় তাহলেও তা কর প্রদানের আওতায় আসে।

৩. কোনরকম গণনা ছাড়া যদি স্থাবর সম্পত্তি র স্ট্যাম্প ডিউটি মূল্য ৫০ হাজারের বেশি হয় সেক্ষেত্রেও প্রাপ্ত অর্থের ওপরে কর বসানো হবে।

৪. অস্থাবর সম্পত্তির স্ট্যান্ড ডিউটি মূল্য যদি ৫০ হাজারের বেশি হয় তাহলে সেটিও কর প্রদানের আওতার মধ্যে চলে আসে।


এই উপহার কর (tax on gift) সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পড়ে নিন আয়কর দপ্তরের তরফ থেকে প্রকাশিত নিয়মাবলীর এই পিডিএফ -> TAX TREATMENT OF GIFTS RECEIVED BY AN INDIVIDUAL OR HUF, by Income Tax Department of India

এরকম আরো খবর জানতে চাইলে চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজগুলিতে।

]]>
https://bengalinews365.com/tax-on-gift-in-india/feed/ 0 2164
India Earthquake: তুরস্কের মতই কি অবস্থা হবে ভারতের? কি বলছেন বিশেষজ্ঞরা? https://bengalinews365.com/will-india-earthquake-be-as-dangerous-as-turkey/ https://bengalinews365.com/will-india-earthquake-be-as-dangerous-as-turkey/?noamp=mobile#respond Fri, 17 Feb 2023 06:59:58 +0000 https://bengalinews365.com/?p=1882 ভূমিকম্পের হাত থেকে রেহাই পায়নি ভারত, গত কয়েক মাসে বিভিন্ন সময়ে কেঁপে উঠেছে ভারতের উত্তরভাগের ভূখণ্ড (India Earthquake)। তবে বিশেষজ্ঞদের মতে তুরস্কের মতো খারাপ অবস্থা নাও হতে পারে ভারতের। কেন এ কথা বললেন বিশেষজ্ঞরা? জেনে নিন বিস্তারিত খবর।

ভারতের কোথায় হলো এই ভূমিকম্প? (India Earthquake Location)

তুরস্কের ধ্বংসলীলার সাথে আজ গোটা বিশ্ব পরিচিত। ভূমিকম্পের দাপটে তছনছ হয়ে গেছে সুন্দর একটি দেশ। তবে ভারত এর আঘাত থেকে মুক্তি পায়নি। সোমবার ভারতের উত্তর-পূর্ব দিকে দফায় দফায় কম্পন হয়েছে। অসমের পর এই কম্পন উপলব্ধি হয়েছে সিকিমে। সিকিমের ইউকসাম শহরে সোমবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ এই কম্পন টের পাওয়া যায়। এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৩। সোমবার সিকিমে যে কম্পনটি অনুভূত হয়,তার উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পটি সিকিমের ইউকসাম শহরে ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে উৎপন্ন হয়ে থাকে।বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এর প্রভাব।

ভারতের ভূমিকম্প কি তুরস্কের মতো বিপজ্জনক হবে? - Will India Earthquake be as dangerous as Turkey?
ভারতের ভূমিকম্প কি তুরস্কের মতো বিপজ্জনক হবে? – Will India Earthquake be as dangerous as Turkey?

তুরস্কের মতই কি হবে ভারতের অবস্থা?

তুরস্কের মতো নেপালের ভূমিকম্পের ধ্বংসলীলার সাক্ষী রয়েছে গোটা বিশ্ব। তাই ভূবিজ্ঞানীরা এখন আতঙ্কে রয়েছে উত্তর ভারতের এই কম্পন (India earthquake) নিয়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতে হিমালয় উত্তর-পশ্চিম দিকে যে ভূমিকম্পের আশঙ্কা রয়েছে তাতে রিখটার স্কেলে মাত্রা উঠতে পারে ৮। হিমালয় পর্বতমালাতে এমনিতেই ভূমিকম্পের প্রবণতা খুব বেশি। একটি জোরালো কম্পনে এখানে খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তবে তুরস্কের মতো ধ্বংসলীলা সম্মুখীন হতে হবে কিনা এটি এখন সব থেকে বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা নানা মত পোষণ করেছে এই সম্পর্কে।

বারবার কেন হচ্ছে ভূমিকম্প?

পরিবেশবিদ ও ভূবিজ্ঞানীদের মতে, হিমালয়ের সমস্ত ভূস্তর যথেষ্ট পরিমাণে অস্থির হয়ে আছে। এই অস্থির অবস্থার ফলে একটি মাঝারি কম্পনের পরবর্তী সময়ে একটি শক্তিশালী ভূমিকম্প আকার ধারণ করছে।

পৃথিবীর ভিতরে আছে বিভিন্ন স্তর। যার রাসায়নিক, ভৌত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। সব থেকে বাইরের স্তরটি রাসায়নিক বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা যাতে আমরা গুরুমন্ডল নামে জানি। ভূত্বক ও গুরুমন্ডলের উপরের স্তরটিকে বলে নিথোস্ফিয়ার। পৃথিবীর নিচে শিলামন্ডল কতগুলো খন্ড বা অংশে বিভক্ত যাকে আমরা প্লেট বলে জানি। এই প্লেটগুলোই প্রতিবছর একটি নির্দিষ্ট দিকে সরে যায়, আবার কখনো একে অন্যের ওপরে উঠে আসে। প্লেটগুলো একে অন্যের দিকেও ফিরে আসে কখনো কখনো। পৃথিবীপৃষ্ঠের নিচে এই প্লেটগুলোর অস্থিরতাকে ভূমিকম্প বলা হয়।

কিভাবে ভারত রেহাই পাচ্ছে?

হিমালয় পর্বত অঞ্চলে এই ভূমিকম্পের মূল কারণ হলো, ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশীয় প্লেটের মধ্যে যে রেষারেষি হয় তার ফলে এই ভূমিকম্প সৃষ্টি হয়। তবে ভারতে যেসব কম্পন (India earthquake) লক্ষ্য করা যাচ্ছে তার মাত্রা খুবই অল্প, এই ছোট ছোট কম্পনই বাঁচিয়ে দিচ্ছে ভারতকে। তাই হয়তো তুরস্কের মতো ধ্বংসের মুখোমুখি নাও হতে পারে ভারত। ভারতের উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ পাকিস্তানের কাছে অঞ্চলটি অত্যন্ত আশঙ্কা জনক ও ভূমিকম্প প্রবণ এলাকা। মাটির নিচে সব সময় তরঙ্গের শক্তিশালী স্রোত বয়ে চলেছে এবং সেটি মাঝে মাঝে ওপরে উঠে এসে চাপমুক্ত হয়ে যায়। তবে কোনো বড় রকম পরিবর্তন বা ভূমিকম্পের সম্ভাবনা নেই বললেই চলে। অন্তত ভূ বিজ্ঞানীরা আপাতত সেরকমই মত পোষণ করেছেন।

তবে ১০০% আশঙ্কা এড়িয়ে যায় যেতে পারছে না ভূবিজ্ঞানীরা। কারণ হিমালয় পার্বত্য অঞ্চলের অভ্যন্তরের অবস্থান যথেষ্টই নড়বড়ে। কারণ পরিবেশ কে নিয়ে খেললে তার ফলাফল একদিন মানুষকে পেতেই হবে। যত্রতত্র গজিয়ে ওঠা হোটেল, বাড়ি, সেতু এবং বনাঞ্চল কেটে ফেলাই ভারতে ভূমিকম্পের (India earthquake) অন্যতম কারণ। বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যে, অদূর ভবিষ্যতে কাশ্মীর, সিকিম, নেপাল, অসম, অরুণাচল বিভিন্ন এলাকাগুলো ভূমিকম্পের শিকার হতে পারে।


পড়ুন -> Turkey Earthquake: কেন এত ধ্বংসাত্মক হল তুরস্কের ভূমিকম্প? মৃত্যু মিছিলের কারণ কি?

ভারত ও পার্শ্ববর্তী দেশগুলিতে ঘটে চলা ভূমিকম্পগুলির ম্যাপসহ সমস্ত তথ্য পেতে চোখ রাখুন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) এর এই পাতায় -> riseq.seismo.gov.in/riseq/earthquake

এই সংক্রান্ত আরো খবর পেতে চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ পেজগুলিতে।

]]>
https://bengalinews365.com/will-india-earthquake-be-as-dangerous-as-turkey/feed/ 0 1882
Old Pension Scheme: কর্মীদের খুশি করতে মোদি সরকারের তিনটি মোক্ষম চাল; নতুন চমক ওল্ড পেনশন স্কিমে https://bengalinews365.com/government-rethinking-old-pension-scheme/ https://bengalinews365.com/government-rethinking-old-pension-scheme/?noamp=mobile#respond Mon, 13 Feb 2023 15:11:21 +0000 https://bengalinews365.com/?p=1801 কেন্দ্র হোক কিংবা রাজ্য, পেনশন (Pension) সমস্ত সরকারি কর্মচারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের যারা কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কর্মী তাদের মধ্যে চাহিদা বাড়ছে ওল্ড পেনশন স্কিমের (Old Pension Scheme)। সামনেই আছে বিভিন্ন বিধানসভার নির্বাচন ও ২০২৪ সালের লোকসভার নির্বাচন, এগুলি হল সরকারের বাড়তি চিন্তার কারণ। তাই নরেন্দ্র মোদির সরকার কর্মচারীদের চাহিদা পূরণ করতে উদ্যোগী ক্ষমতা ধরে রাখার জন্য।

নতুন চমক ওল্ড পেনশন স্কিমে (Old Pension Scheme / OPS)
নতুন চমক ওল্ড পেনশন স্কিমে (Old Pension Scheme / OPS)

কিভাবে পাবেন কর্মচারীরা এই সুবিধা?

কর্মচারীরা কিভাবে এই সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবে তাই নিয়ে ক্রমশ সরকারের অন্দরমহলে চলছে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা। কেন্দ্রীয় সরকার ও পেনশন (Pension) নিয়ন্ত্রক এই নিয়ে গভীর আলাপ আলোচনা করেছে এবং তার মধ্যেই তিনটি মোক্ষম উপায়ের কথা মাথায় এসেছে।

প্রথম উপায়

পেনশন (Pension) দেওয়ার নিয়ম হল কর্মচারীদের শেষ বেতনের অর্ধেক হবে তাদের পেনশন। এ বিষয়ে অবশ্যই প্রয়োজন কর্মচারীদের যোগদান। অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমানে এইরকমই পেনশন স্কিম চালু আছে। এই বিষয় নিয়েই কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলেছে পেনশন ফান্ড রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট।

দ্বিতীয় উপায়

এছাড়া আর একটি উপায় নিয়ে যথেষ্ট পরিমাণে ভাবনা চিন্তা করা হচ্ছে। নূন্যতম পেনশনের (Pension) ব্যবস্থা রাখা হোক চলতি এনপিএস (NPS) এই। এই ব্যবস্থা নিয়ে বহু অভিযোগের কথা উঠেছে। মূলত অভিযোগ হল এই স্কিমে কর্মীদের যোগদান থাকলেও রিটার্নের আশা সেরকম নেই। এই স্কিমের ওপর যথেষ্ট রকম কাজ করা হচ্ছে এবং বোর্ডের সম্মতির জন্যই অপেক্ষায় রয়েছে। রিটার্নের পরিমাণ অনেকটাই কম ন্যূনতম চার থেকে পাঁচ শতাংশ। তবে ভালো রিটার্ন একমাত্র পাওয়া যেতে পারে বাজার ভালো হলেই। সেক্ষেত্রে দুই থেকে তিন শতাংশ বেশি রিটার্ন পাওয়ার আশা থাকে। এনপিএস এ ম্যাচিউরিটির অর্থের মাত্র ৬০% পান কর্মচারীরা। একমাত্র পেনশনে যদি এই অর্থ যোগ করা হয় তাহলে টাকা বাড়বে।

তৃতীয় উপায়

তবে বর্তমানে অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) মাধ্যমে সবাইকে ন্যূনতম পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত PFDRA এই ব্যবস্থাটি দেখাশোনা করছে। এই ব্যবস্থার মাধ্যমে সকলকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা অব্দি পেনশন দেওয়ার স্কিম আছে। তবে বর্তমানে এই পাঁচ হাজার ব্যাবস্থা তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। এর পরিবর্তে পেনশন আরো বাড়ানোর কথা ভাবা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য ছাড়া এইসব ব্যবস্থা চালু করা কখনো সম্ভবপর নয়। এখন শুধুই অপেক্ষা নতুন চেয়ারম্যান এর। পুরনো চেয়ারম্যান এর পরিবর্তে নতুন চেয়ারম্যান আসলেই সমস্ত প্রক্রিয়া চালু হবে।


পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য, রেজিস্ট্রেশন, ফর্ম ডাউনলোড, অভিযোগ জানানো ইত্যাদির জন্যে যেতে পারেন কেন্দ্রীয় সরকারের ‘পেনশনার্স পোর্টালে’ -> pensionersportal.gov.in

এই সংক্রান্ত বিস্তারিত খবর পেতে অবশ্যই ফলো করুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজ।

]]>
https://bengalinews365.com/government-rethinking-old-pension-scheme/feed/ 0 1801
Mutual Fund: সঞ্চয়ের সাথে উপার্জনও করতে চান? কোন ফান্ডে বিনিয়োগ করলে মিলবে ট্যাক্স এ ছাড় ও সবচেয়ে বেশি রিটার্ন? https://bengalinews365.com/save-tax-and-grow-money-with-elss-mutual-funds/ https://bengalinews365.com/save-tax-and-grow-money-with-elss-mutual-funds/?noamp=mobile#respond Thu, 02 Feb 2023 10:39:16 +0000 https://bengalinews365.com/?p=1486 টাকা উপার্জন করে এমন সব মানুষই চায় আয়করে ছাড় পেতে। আয়কর আইন এর অধীন এমন অনেক নিয়ম আছে, যার দ্বারা সাধারণ মানুষ আয়করে নানাভাবে ছাড় পেয়ে থাকে। এর মধ্যে বিনিয়োগকারীদের কাছে খুব পছন্দের হল আয়কর আইনের ৮০সি ধারা (Income tax section 80C)। এই ধারার সুবিধা অনুযায়ী সাধারণ মানুষ বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পেতে পারে। এই প্রতিবেদনে আলোচনা করা হলো যে কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) মাধ্যমে এই সুবিধা নিয়ে ট্যাক্স বাঁচানোর সাথে সাথে অনেক উপার্জনও করতে পারবেন।

চাকুরীজীবী, স্বনির্ভর, ব্যবসায়ী – সকলের সুবিধা

চাকুরীজীবীদের জন্য বিভিন্ন সুবিধা আছে। আয়কর আইনের ৮০ সি ধারায় তারা প্রথম পাওয়া বেতনের থেকেই সঞ্চয় ও বিনিয়োগ শুরু করতে পারেন। তবে ৮০ সি ধারার লাভ শুধুমাত্র চাকুরীজীবীদের জন্যেই নয়, স্বনির্ভর ব্যাক্তি অথবা ব্যবসা থাকলেও আপনার নিজস্ব আয়কর দেওয়ার ক্ষেত্রে আপনি ৮০ সি ধারায় ছাড় পাবেন। আর মাত্র দু মাস বাকি ২০২২-২০২৩ অর্থবর্ষ (Financial Year 2022-23) শেষ হতে। যদি এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে চান তাহলে ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড (Tax Saving Mutual Fund) বা ইএলএসএস মিউচুয়াল ফান্ডে (ELSS Mutual Fund) বিনিয়োগ অবশ্যই করতে হবে।

ইএলএসএস মিউচুয়াল ফান্ডের একাধিক সুবিধা রয়েছে / ELSS Mutual Funds have multiple benefits
ইএলএসএস মিউচুয়াল ফান্ডের একাধিক সুবিধা রয়েছে / ELSS Mutual Funds have multiple benefits

ELSS Mutual Fund / ইএলএসএস মিউচুয়াল ফান্ডের একাধিক সুবিধা

ইএলএসএস মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের প্রচুর সুবিধা দান করে থাকে। আয়কর আইনের আওতায় যে 80C ধারা, তার মাধ্যমে প্রচুর ছাড় পাওয়া যায়। এখানে সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুবিধা রয়েছে। সব থেকে মজার বিষয় হলো, প্রতিবছরই তার ওপরে কর ছার পাওয়ার সুবিধাও বরাদ্দ আছে। তবে আপনাকে জেনে নিতে আগে যে ইএলএসএস আসলে কী?

ইএলএসএস মিউচুয়াল ফান্ড (ELSS Mutual Fund) বা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড (Tax Saving Mutual Fund) সবসময় স্টক এ বিনিয়োগ করে। এতে ঝুঁকি অবশ্যই বেশি। বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, বিশেষ করে যারা ইকুইটি মিউচুয়াল ফান্ডে প্রথমবার বিনিয়োগ করতে চলেছেন। আবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) কিংবা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) একেবারে ঝুঁকি নেই। এতে ইএলএসএস এর থেকে বেশ কিছুটা কম রিটার্ন মেলে, যদিও ফিক্সড ডিপোজিটের (FD) থেকে বেশি রিটার্ন পাওয়া যায়। তবে, স্বল্পমেয়াদে ইএলএসএস ফান্ডে রিটার্ন ভালো মিলবে কিনা তার কিন্তু কোন গ্যারান্টি নেই। বাজার খারাপ থাকলে সাময়িক ক্ষতির সম্মুখীন হতে পারেন বিনিয়োগকারীরা। তবে, দীর্ঘমেয়াদী রিটার্ন ভালই হয় এবং FD, PPF, NSC ইত্যাদির থেকে অনেকটাই বেশি রিটার্ন হয়।

কেনো বিনিয়োগ করবেন?

ইএলএসএস মিউচুয়াল ফান্ডে (ELSS Mutual Fund) বিনিয়োগ করার পেছনে নানা কারণ আছে, সেগুলো আলোচনা করা হলো:

১. বিনিয়োগকারীদের জানতে হবে যে, ট্যাক্স সেভিং বিনিয়োগ মাধ্যমগুলির মধ্যে ইএলএসএস এর লক-ইন পিরিয়ড সবথেকে কম। ৮০সি র ধারা অনুযায়ী বিনিয়োগের অন্যান্য বিকল্পগুলোর বেশিরভাগই সরকার দ্বারা সমর্থিত। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও পাবলিক প্রফিডেন্ট ফান্ডের লক-ইন পিরিয়ড সবথেকে বেশি। যেমন পাবলিক প্রফিডেন্ট ফান্ডে পনেরো বছরের মেয়াদ কিন্তু ৬ বছরের পর আংশিক উইথড্রল হতে পারে। তিন বছরে যদি আপনি রিটার্ন পেতে চান তবে অবশ্যই বিনিয়োগ করবেন ইএলএসএস মিউচুয়াল ফান্ডে। তবে ভালো রিটার্ন পেতে গেলে তিন বছরের মেয়াদ একটু ঝুঁকিপ্রবণ। যদি ইএলএসএস বা যে কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই মেয়াদ হওয়া উচিত আরো দীর্ঘ।

২. যেহেতু ইএলএসএস স্টকে বিনিয়োগ করে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন বেশি পাওয়ার একটা আশা থেকে যায়। যদি বিনিয়োগ ১০ বছরের বেশি হয় তাহলে রিটার্ন ১৫ শতাংশের বেশি হওয়ার উদাহরণও রয়েছে।

৩. সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল, ইএলএসএস এর মাধ্যমে কিন্তু অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করার ক্ষেত্রে হাতেখড়ি হয়। স্টক মার্কেটের টালমাটাল অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য এই স্কিম এ তিন বছরের লক ইন পিরিয়ড হয়। রিটার্ন যখন বিনিয়োগকারীরা ভাল পায় তখন পাঁচ বা সাত বছরের জন্য তারা বিনিয়োগ করতে চায়।

৪. দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ঝুঁকি নেই বললেই চলে।

৫. ধারাবাহিক ভাবে বা নিয়মিত ভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে অন্যান্য বিনিয়োগের তুলনায় বেশ অনেকটাই সম্পদ বেশি বৃদ্ধি পাবে। এসআইপি (SIP / Systematic Investment Plan) সম্বন্ধে নিচে আলোচনা করা হলো।

আপনার সম্পদ বাড়াতে এসআইপি করুন / SIP to grow your wealth
আপনার সম্পদ বাড়াতে মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন / Mutual fund SIP to grow your wealth

SIP / এসআইপির সুযোগ

এসআইপির (SIP / Systematic Investment Plan) মত সুবিধা আপনি একমাত্র মিউচুয়াল ফান্ডেই পাবেন। সমস্ত রকম বিনিয়োগকারীদের জন্য এই সুবিধা প্রদান করা হয়ে থাকে। এই ব্যবস্থায় আপনি নিয়মিত আপনার পছন্দমত পরিমাণে টাকা প্রতি মাসের পছন্দমত কোন তারিখে বিনিয়োগ করতে পারেন। সবথেকে ভাল কথা হলো যে এই পুরো ব্যবস্থাটি আপনাকে শুধু প্রথমে একবার সেটআপ করতে হবে। পরে, প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবে সমপরিমাণ টাকা আপনার পছন্দের ফান্ডে বিনিয়োগ হতে থাকবে। মাত্র ৫০০ টাকা থেকে এসআইপি করা যেতে পারে, তবে সর্বোচ্চ বিনিয়োগের কোন নির্দিষ্ট সীমা নেই।

২০২৩ সালে বিনিয়োগকারীদের জন্য সুবর্ণ সুযোগ

বিনিয়োগকারীদের সুবিধার্থে এখানের ১০ টি ইএলএসএস বা ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডের (Tax Saving Mutual Fund) হদিস দেওয়া হল। এদের পারফরমেন্স অবশ্যই ভালো। তাই রিটার্ন ভালো পাওয়ার আশাও রয়েছে। এছাড়াও আছে আয়কর ছাড় পাবার বিশাল সুযোগ। এক ঝলকে দেখে নিন:

১. কোয়ান্ট ট্যাক্স প্ল্যান
২. আইডিএফসি ট্যাক্স অ্যাডভান্টেজ ফান্ড
৩. মিরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড
৪. অ্যাক্সিস লং টার্ম ইকুইটি ফান্ড
৫. কানাড়া রবেকো ইকুইটি ট্যাক্স সেভার ফান্ড
৬. ইনভেস্কো ইন্ডিয়া ট্যাক্স প্ল্যান ফান্ড
৭. ডিএসপি ট্যাক্স সেভার ফান্ড
৮. টাটা ইন্ডিয়া ট্যাক্স সেভিংস ফান্ড
৯. এইচডিএফসি ট্যাক্সসেভার ফান্ড
১০. এসবিআই লং টার্ম ইক্যুইটি ফান্ড

শেষ ৫ বছরে সবথেকে বেশি রিটার্ন দেওয়া ৫ টি ফান্ড

নিচে এসআইপির মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে শেষ ৫ বছরে সবথেকে বেশি রিটার্ন দেওয়া ৫ টি ইএলএসএস মিউচুয়াল ফান্ডের নাম ও তথ্য দেওয়া হলো:

ফান্ডVRO রেটিংরিটার্ন (৫ বছরে)রিটার্ন (৩ বছরে)
কোয়ান্ট ট্যাক্স প্ল্যান
(Quant Tax Plan)
⭐⭐⭐⭐⭐+২৮.১%+৩০.৮২%
আইডিএফসি ট্যাক্স অ্যাডভান্টেজ (ইএলএসএস) ফান্ড
(IDFC Tax Advantage (ELSS) Fund)
⭐⭐⭐⭐+১৯.১২%+২৪.২১%
পিজিআইএম ইন্ডিয়া ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড
(PGIM India ELSS Tax Saver Fund)
⭐⭐⭐⭐+১৭.৩৩%+২০.৫৯%
মিরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড
(Mirae Asset Tax Saver Fund)
⭐⭐⭐⭐⭐+১৭.২৩%+১৭.৫৮%
কানাড়া রবেকো ইকুইটি ট্যাক্স সেভার ফান্ড
(Canara Robeco Equity Tax Saver Fund)
⭐⭐⭐⭐⭐+১৬.৯৬%+১৬.৬৪%
সমস্ত রিটার্ন ও রেটিং এই প্রতিবেদন লেখার দিন পর্যন্ত আপডেট করা

উচ্চ আয়ের সুযোগ

অন্যান্য ট্যাক্স সেভিং বিনিয়োগ মাধ্যমগুলির থেকে ইএলএসএস অবশ্যই বেশি রিটার্নের সুযোগ করে দেয়। বিনিয়োগকারীরা ১৫ শতাংশ থেকে ১৮ শতাংশ রিটার্ন পেতে পারেন।

অন্যান্য বিনিয়োগের সাথে ইএলএসএস এর তুলনা

ইএলএসএস মিউচুয়াল ফান্ডে (ELSS Mutual Fund) মাত্র তিন বছরের লক ইন পিরিয়ড থাকে। অন্যদিকে, অন্যান্য ট্যাক্স সঞ্চয়কারী বিনিয়োগে লক ইন পিরিয়ড অনেক বেশি থাকে। যেমন পাবলিক প্রফিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইত্যাদি।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় – আয়কর ছাড় (Income Tax Exemption)

আয়কর আইনের ৮০সি (Income tax section 80C) র ধারায় ইএলএসএস এর ক্ষেত্রে বছরে প্রায় ₹১,৫০,০০০/- (দেড় লক্ষ টাকা) পর্যন্ত আয়কর ছাড়ের সুযোগ থাকে। এছাড়া বিনিয়োগকারীদের জন্য থাকে অন্যান্য সুবিধা। দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে রিটার্ন লাভের ক্ষেত্রেও কোনরকম কর নেওয়া হয় না। তবে, কেউ চাইলে দেড় লক্ষ টাকার বেশীও বিনিয়োগ করতে পারেন। কিন্তু দেড় লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হলেও, এর অতিরিক্ত বিনিয়োগের লভ্যাংশের উপর ১০% LTCG (Long Term Capital Gains) ট্যাক্স দিতে হবে অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতই।

সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিনিয়োগ

সর্বোচ্চ ও সর্বনিম্ন বিনিয়োগ বিভিন্ন স্কিম এর উপর নির্ভর করে। সাধারণতঃ ইএলএসএস মিউচুয়াল ফান্ডে (ELSS Mutual Fund) আপনি কমপক্ষে ৫০০০ টাকা লাম্পসাম ও ৫০০ টাকা এসআইপিতে বিনিয়োগ করতে পারবেন।

Indexation / ইনডেক্সেশনের সুবিধা কি পাওয়া যায়?

ইএলএসএস থেকে যে রিটার্ন পাওয়া যায় বা লাভের উপর কিন্তু আপনি ইনডেক্সেশনের সুবিধা পাবেন না।


তথ্য সংগ্রহ : https://www.etmoney.com/mutual-funds/equity/elss/38

এইরূপ আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/save-tax-and-grow-money-with-elss-mutual-funds/feed/ 0 1486
Budget 2023: কোন জিনিসের দাম কমলো, কোন জিনিসের দাম বাড়লো? চটজলদি দেখে নিন ২০২৩ এর বাজেটের মূল বিষয়গুলি। https://bengalinews365.com/india-budget-2023-details-in-bangla/ https://bengalinews365.com/india-budget-2023-details-in-bangla/?noamp=mobile#respond Wed, 01 Feb 2023 21:26:29 +0000 https://bengalinews365.com/?p=1481 জিনিসপত্রের দামের হ্রাস-বৃদ্ধির দ্বারাই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ভারসাম্য বজায় থাকে। বাজেটের সাথে সাধারণ মানুষের বহু আশা নিরাশা জড়িয়ে থাকে। কারণ, এই বাজেটের ফলে মানুষ জানতে পারে কোন জিনিসের দাম সস্তা হতে চলেছে, আর কোন জিনিসেরই বা দাম বৃদ্ধি পাচ্ছে। তবে চলতি বছর ২০২৩ এর বাজেটে (Budget 2023) সাধারণ মানুষকে খুব একটা হতাশ করেননি ভারতের অর্থমন্ত্রী।

নির্মলা সীতারামন এই ২০২৩ সালের বাজেট (Budget 2023) সংসদে পেশ করেছেন
নির্মলা সীতারামন এই ২০২৩ সালের বাজেট (Budget 2023 / FY 2023-24) সংসদে পেশ করেছেন

কবে পেশ হলো এই বাজেট?

১লা ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বছরের সাধারণ বাজেট (Budget 2023 / Financial Year 2023-24) সংসদে পেশ করেছেন। এই বছরের বাজেটে মূলত সাতটি বিষয়ের উপরে খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই সাতটি বিষয়েরই নাম রাখা হয়েছে সপ্তর্ষি। ১লা এপ্রিল থেকেই চালু হতে চলেছে নতুন অর্থবর্ষ, তাই তিনি এই কেন্দ্রীয় বাজেট পেশ করলেন। আসুন দেখিনি কোন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে আর কোন জিনিসের দাম সস্তা হচ্ছে।

Budget 2023 এ মূল্যবৃদ্ধি পাওয়া দ্রব্যের তালিকা

ছাতা
সোনা
হেডফোন অথবা ইয়ারফোন
ঘরের জন্য কিচেন চিমনি
প্লাটিনাম
রুপোর বাসনপত্র
ইমিটেশন জুয়েলারি
সোলার সেল
এক্সরে মেশিন
সিগারেট
বিদেশী জিনিসপত্র
বৈদ্যুতিক খেলনার পার্টস
সিঙ্গেল বা মাল্টিপল লাউডস্পিকার

Budget 2023 এ মূল্যহ্রাস পাওয়া দ্রব্যের তালিকা

ওয়ার্কশপে তৈরি হীরে
মোবাইল
কাপড়
বৈদ্যুতিক গাড়ি ও বাইক
মোবাইল ফোন চার্জার
এলইডি টেলিভিশন
খেলনা
সাইকেল
টেলিভিশন

২০২৩ বাজেটের মূল বিষয়গুলি / Budget 2023 Highlights

মানুষের বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত বাজেট সংসদে পেশ করা হয়েছে ১লা ফেব্রুয়ারি ২০২৩। এই বাজেটের সাথে জড়িয়ে থাকে সাধারণ মানুষের বহু পরিকল্পনা। তাই এক নজরে দেখা যাক কি আছে এই সালের বাজেটে।

যোগাযোগ ব্যবস্থা

হেলিপ্যাড, ৫০ টি বিমানবন্দর, ওয়াটার এরো ড্রোন, এবং আঞ্চলিক বিমান যোগাযোগ উন্নত করার জন্য অগ্রিম ল্যান্ডিং গ্রাউন্ড আপগ্রেড করা হবে।

ঋণ ও ব্যবসা

এই বছর ব্যবসার ক্ষেত্রে কেওয়াইসির জন্য প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। গত অর্থবর্ষে ইউ পি আই ট্রানজাকশন এর মাধ্যমে ১২৬ লক্ষ কোটি টাকার লেনদেন করা হয়েছিল। রাজ্য সরকারের ৫০ বছরের সুদমুক্ত ঋণের মেয়াদ আরো এক বছর বাড়ানো হলো। কেওয়াইসি প্রক্রিয়া সহজ করার জন্য প্যান কার্ড পরিচয় প্রমাণ হিসেবেও গ্রহণ করা হবে।

নতুনভাবে বিনিয়োগ

১৯ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জাতীয় হাইড্রোজেন মিশনের জন্য। লক্ষ্য একটাই যে, ২০৩০ সালের মধ্যে ৫ মেট্রিক মিলিয়ন টন শক্তি সরবরাহ করা। ৩৫ হাজার কোটি টাকা জ্বালানি নিরাপত্তার জন্য বরাদ্দ করা হবে। ২০ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে নবায়নযোগ্য শক্তি খাতে। এগুলো বাদেও কয়লা ও খাদান খাতে বিনিয়োগ করা হবে ৭৫ হাজার কোটি টাকা।

কর্মসংস্থান

দেশে প্রায় দশ হাজার বায়ো ইনপুট ইনস্টিটিউট সেন্টার তৈরি করা হবে। যার মাধ্যমে বহু ছেলেমেয়েরা নিজেদের আন্তর্জাতিক দক্ষতা বাড়িয়ে তোলার সুযোগ পাবে। বিভিন্ন রাজ্যগুলিতে স্থাপন করা হবে স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার। যার সংখ্যা প্রায় ৩০ টি। একলব্য মডেল আবাসিক স্কুলগুলো স্থাপন করা হবে আগামী তিন বছরের মধ্যে। নিয়োগ করা হবে প্রায় ৩৮ হাজার ৮০০ শিক্ষক। ৭৪০ জন সহায়ক কর্মচারী ও নিয়োগ করা হবে।৩.৫ লক্ষ্য অনগ্রসর ছেলেমেয়েদের শিক্ষা প্রদান করা হবে এখানে।

রেল

রেলের জন্য আগের থেকে আরও অনেক বেশি টাকা বরাদ্দ করা হয়েছে এই বছর বাজেটে। তাও প্রায় ২.৪১ লক্ষ্য কোটি টাকা। রেল বাজেটে বরাদ্দের ক্ষেত্রে এটা সর্ব কালীন রেকর্ড।

কৃষি

এই বছরের বাজেটে প্রাকৃতিক চাষের উপরে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হবে। আগামী তিন বছরের মধ্যে এক কোটি কৃষককে বিশেষ সুবিধা প্রদান করা হবে। মৎস্য, দুগ্ধ ও পশুপালন খাতে ও উন্নতির জন্য অর্থ বরাদ্দ করা হবে।

আয়কর

আয়করের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ৫ লক্ষ থেকে বাড়িয়ে আয়করের ঊর্ধ্বসীমা ৭ লক্ষ টাকা করা হয়েছে। তবে বছরে যারা ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন তাদের আয়কর দিতে হবে ৪৫ হাজার টাকা। এক্ষেত্রে ২৫ শতাংশ আয়কর কমানো হয়েছে।
এছাড়াও এই বছরের বাজেটে শিক্ষা খাতে, প্রবীণ নাগরিকদের জন্য, নারী প্রকল্প হিসাবে, আবাস যোজনাতে ও দেশবাসীর জন্য নতুন নতুন বিভিন্ন প্রকল্প আনা হয়েছে।

জিডিপি বৃদ্ধি

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ২০২২ থেকে ২০২৩ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছিলেন। ২০২৩ থেকে ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে ভারতের জিডিপি বৃদ্ধি পাচ্ছে ৬.৫ শতাংশ। তবে গত দুই অর্থবর্ষে তুলনায় এই জিডিপির বৃদ্ধি অনেকাংশই কম।

প্রতিরক্ষা

২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা। ২০২২ সালের প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট ছিল ৫ লক্ষ ৩৯ হাজার কোটি টাকা। অর্থাৎ এবারের বাজেট গত বছরের তুলনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল ১৩ শতাংশ।

দ্রুত এগিয়ে থাকা অর্থনীতি

বর্তমানে বিশ্ব অর্থনীতিতে রীতিমত টালমাটাল অবস্থা। সেই তুলনায় ভারতের অর্থনীতি অনেকটাই সম্প্রসারিত হয়েছে। বিশ্বের মধ্যে ভারতের অর্থনীতি সবথেকে দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রেখেছেন যে, বিশ্ব অর্থনীতির খারাপ অবস্থার মধ্যেও ভারতের এই বাজেট সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং গোটা বিশ্বকেও নতুন আলোর পথ দেখাবে। বর্তমানের অর্থনৈতিক মন্দা অবস্থা শিল্প থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই প্রভাব ফেলবে। তবে সেই সমস্ত বিষয়ের উপরে ভাবনা চিন্তা করা হয়েছে এই বাজেটে। সামনেই নির্বাচন তাই চলতি বছরের বাজেট (Budget 2023) নিয়ে সবারই আগ্রহ তুঙ্গে।


২০২৩ বাজেটের (Budget 2023) সারসংক্ষেপ জেনে নিন ভারত সরকারের ওয়েবসাইট থেকে -> https://www.pib.gov.in/PressRe…

এই সংক্রান্ত আরো খবর পেতে অবশ্যই চোখ রাখবেন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজগুলোতে।

]]>
https://bengalinews365.com/india-budget-2023-details-in-bangla/feed/ 0 1481
Hindenburg report: চাঞ্চল্যকর দাবি আদানির — আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্দেনবার্গ এর রিসার্চ রিপোর্ট মিথ্যা ? https://bengalinews365.com/adani-shocking-response-to-hindenburg-report/ https://bengalinews365.com/adani-shocking-response-to-hindenburg-report/?noamp=mobile#respond Tue, 31 Jan 2023 15:35:58 +0000 https://bengalinews365.com/?p=1403 সম্প্রতি আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে নানা অভিযোগ সামনে উঠে এসেছে। মার্কিন সংস্থা হিন্দেনবার্গ এর রিসার্চ রিপোর্ট (Hindenburg report) সম্পর্কে প্রশ্ন তুলেছে আদানি গোষ্ঠী। আদানির প্রতিক্রিয়া, ভারত তথা আদানি কোম্পানির উপর আঘাত হানা হয়েছে এই রিপোর্ট-এর মাধ্যমে। আদানি গোষ্ঠী দাবি করেছে, তাদের কোম্পানি ও ভারতের উপর গঠনমূলক আঘাত করছে এই সংস্থা এবং হিন্ডেনবার্গ এর রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা।

অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন?

গত ২৪ শে জানুয়ারি হিন্ডেনবার্গ সংস্থা যে রিসার্চ রিপোর্ট করেছিল সেটি ভুল তথ্যের সংমিশ্রণ বলে দাবি করেছেন আদানি গোষ্ঠী। রিসার্চ এর রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন ভুল তথ্যের প্রতিবেদন এবং তাদের অপমানিত করার উদ্দেশ্য নিয়েই এই রিপোর্টটি (Hindenburg report) তুলে ধরা হয়েছে। ভারতের নামকরা শিল্প সংস্থা আদানি গোষ্ঠী (Adani Group) অভিযোগ এনেছে, শেয়ার বাজারে একটি মিথ্যে কথা রটানোর উদ্দেশ্যে এই রিপোর্টটি পেশ করা হয়েছে। এছাড়াও তাদের বক্তব্য যে, বিনিয়োগকারীদের মূল্যে আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্যই এই মার্কিন সংস্থা কাজটি করেছে।

হিন্ডেনবার্গ রিপোর্টের প্রতি আদানির বিস্ময়কর প্রতিক্রিয়া - Adani shocking response to Hindenburg report
হিন্ডেনবার্গ রিপোর্টের প্রতি আদানির বিস্ময়কর প্রতিক্রিয়া – Adani shocking response to Hindenburg report

স্বার্থসিদ্ধির উদেশ্যে করা হিন্দেনবার্গ এর রিপোর্ট (Hindenburg report)?

ভারতের ইকুইটি শেয়ারে যখনি আদানি এন্টারপ্রাইজ লিমিটেড বড়ো সড়ো পাবলিক অফার নিয়ে এসেছে, ঠিক সেই সময়ই এইরকম একটি রিপোর্টের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আদানি গোষ্ঠী। এছাড়াও আদানি গোষ্ঠী (Adani Group) আরো অভিযোগ তুলেছে যে, হিন্দেনবার্গের এই রিপোর্টটি শুধুমাত্র তাদের নিজস্ব রিপোর্ট নয় কোনরকম স্বার্থের দিকে লক্ষ্য রেখে এটি করা হয়েছে।

আর কি বলছে আদানি গোষ্ঠী?

আদানি গোষ্ঠী (Adani Group) ৪১৩ পাতার একটি প্রতিক্রিয়া পেশ করেছে হিন্ডেনবার্গ রিপোর্টের (Hindenburg report) বিরুদ্ধে। প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং কোন খারাপ উদ্দেশ্য নিয়েই এটি সামনে আনা হয়েছে বলে অভিযোগ আদানি গোষ্ঠীর। আদানি গোষ্ঠী বলেছে যে, শুধুমাত্র কোন নির্দিষ্ট সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ নয় বরং এই রিসার্চের মাধ্যমে আঘাত হানা হয়েছে গোটা ভারতের ওপর। ভারতীয় প্রতিষ্ঠানদের অখন্ডতা, স্বাধীনতা, যেকোনো ভারতীয় সংস্থার বৃদ্ধি ও তাদের এগিয়ে যাওয়ার পথে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ।

জালিয়াতির কথা উঠেছে এই রিপোর্টে

মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ গত ২৪ শে জানুয়ারি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন ও অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে এই রিপোর্টটি তুলে ধরা হয়েছে। এই রিসার্চ রিপোর্টে বলা হয়েছে, আদানি গোষ্ঠী কয়েক দশক ধরে এই পরিকল্পনা করে চলেছে। এই রিসার্চ রিপোর্ট প্রকাশ করার পরপরই গত বৃহস্পতিবার ও শুক্রবার আদানি গোষ্ঠী ৫০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাজার হারায়। প্রায় ২০ বিলিয়নেরও বেশি নিজস্ব সম্পত্তি হারিয়ে ফেলেন আদানি।

কিভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন আদানি গোষ্ঠী (Adani Group)?

এই রিসার্চ রিপোর্টের (Hindenburg report) ৮৮ টি প্রশ্নের মধ্যে ৬৫ টি প্রশ্ন ছিল আদানি গোষ্ঠীর পোর্টফোলিও নিয়ে। আদানি গোষ্ঠী দাবি করেছেন, তাদের সংস্থা সমস্ত রকম আইন মেনেই কাজকর্ম করেছেন। আদানি গোষ্ঠী সবসময়ই তাদের স্টক হোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ। দাবি করা হয়েছে, যে আদানির পোর্টফোলিও তে শক্তিশালী অভ্যন্তরী নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়াও অভিযোগ করা হয়েছে যে, তালিকাভুক্ত কোম্পানিগুলোতে প্রশাসনিক কাঠামো ভীষণ শক্তিশালী।


আদানি গ্রুপের সম্পূর্ণ প্রতিক্রিয়াটি পিডিএফ (PDF) আকারে পড়ুন -> https://www.adani.com/….Hindenburg-January-29-2023.pdf

এরকমই আরো খবর দেখতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/adani-shocking-response-to-hindenburg-report/feed/ 0 1403
FD : পোস্ট অফিস নাকি ব্যাঙ্ক – কোথায় করবেন ফিক্সড ডিপোজিট? কোথায় পাবেন বেশি সুদ? https://bengalinews365.com/bank-vs-post-office-fd-interest-rate-2023/ https://bengalinews365.com/bank-vs-post-office-fd-interest-rate-2023/?noamp=mobile#respond Sun, 15 Jan 2023 08:13:30 +0000 https://bengalinews365.com/?p=1062 সঞ্চয় করার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট (FD) একটি খুবই জনপ্রিয় মাধ্যম। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ মানুষই খরচের পাশাপাশি সঞ্চয় করার চেষ্টা করে। এককালীন অনেক টাকা সুদ (interest) সমেত ফেরত পাওয়ার জন্য বর্তমানে অনেকেই মোটা টাকার অঙ্ক ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে। এই ফিক্সড ডিপোজিট ব্যাঙ্ক (Bank), পোস্ট অফিস (Post Office), উভয় ক্ষেত্রেই রয়েছে। তবে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে, 2023 সালে দাঁড়িয়ে কোথায় ফিক্সড ডিপোজিট করা ভালো ব্যাঙ্ক নাকি পোস্ট অফিস।

Bank vs Post Office FD interest rate in 2023 / কোথায় করবেন ফিক্সড ডিপোজিট - পোস্ট অফিস নাকি ব্যাঙ্ক?
Bank vs Post Office FD interest rate in 2023 / কোথায় করবেন ফিক্সড ডিপোজিট – পোস্ট অফিস নাকি ব্যাঙ্ক?

কোথায় করবেন ফিক্সড ডিপোজিট (FD)?

করোনাকালীন সময়ে খেটে খাওয়া অনেক মানুষের কাজ চলে যাওয়ায় জমানো অর্থ খরচ করেই তাদের সংসার চালাতে হয়েছে। ফলে বেশ ভালো পরিমাণ টাকা ব্যয় হয়েছে সেইসব মানুষদের। তবে সাম্প্রতিক সময়ে সেই সব অতিমারি থেকে মুক্তি পেয়ে পৃথিবী যখন মাথাচাড়া দিয়ে উঠছে, আশার আলো দেখছে তখন সাধারণ মানুষ খরচের পাশাপাশি কিছু টাকা জমানোর চিন্তাভাবনা করছেন। আর এই টাকা জমানোর এক অন্যতম পদ্ধতি হলো ফিক্সড ডিপোজিট। যেখানে এককালীন সুদ (interest) সমেত অনেক টাকা ফেরত পাওয়া যায়। তবে কোথায় করবেন এই ফিক্সড ডিপোজিট (FD)? জানুন এই প্রতিবেদনে।

ব্যাংক (Bank) নাকি পোষ্ট অফিস (Post Office)?

প্রথমত ফিক্সড ডিপোজিট (FD)-এর ক্ষেত্রে ব্যাঙ্ক (Bank) এবং পোস্ট অফিস (FD) -এর মধ্যে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে। এই বিষয়ে এইউএম ওয়েলথ ম্যানেজমেন্টের সিইও অমিত সুরি বলছেন, “পোস্ট অফিস (Post Office) -এর ফিক্সড ডিপোজিটে সোভেরিন গ্যারান্টি থাকে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের গ্যারেন্টার ব্যাঙ্ক (Bank) খোদ। ব্যাঙ্কের ক্ষেত্রে, আমানত বিমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের (DICGC) অধীনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্যারান্টি মূল এবং সুদ (interest) ৫ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ।”

সুদের হার (interest rate)

এছাড়াও আরো অনেক বিষয়ে পার্থক্য রয়েছে ব্যাঙ্ক (Bank) এবং পোস্ট অফিস (Post Office) -এর মধ্যে। প্রথমত, ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (FD) -এর পার্থক্য হল সরকারের নির্ধারিত এফডি স্কিম হলো পোস্ট অফিসের। আর অন্যদিকে, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট হল আরবিআই নির্ধারিত স্কিম। সুতরাং আরবিআই বারে বারে সুদ (interest) -এর হ্রাস-বৃদ্ধি ঘটায়। তবে অন্যদিকে, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট সরকারি হওয়ায় সেখানে সুদের হার (interest rate) -এর হ্রাস-বৃদ্ধি খুব কম হয়।

ফিক্সড ডিপোজিট (FD)

এছাড়া, মেয়াদের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে পোস্ট অফিস ও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) -এর মধ্যে। পোস্ট অফিসে ফিক্স ডিপোজিট করা যায় এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর ও লাস্ট পাঁচ বছর পর্যন্ত। তবে অন্যদিকে, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট করা যায় সাত দিন থেকে শুরু করে প্রায় দশ বছর পর্যন্ত।

ব্যাংক (Bank) ও পোষ্ট অফিসের (Post Office) পার্থক্য?

এছাড়া সুদের হার (interest rate) -এও পার্থক্য রয়েছে ব্যাঙ্ক এফডি এবং পোস্ট অফিসের এফডি (FD) -এর মধ্যে। আরবিআই নির্ধারিত ব্যাঙ্কের এফডি স্কিমে সুদের হার (interest rate) বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকম হয়। তবে পোস্ট অফিসে এফডি সুদ (interest) একই থাকে। তবে এই সুদের পরিমাণ কম-বেশি হয় সেই ব্যক্তি কত বছর পর্যন্ত এফডি করবেন সেই অনুযায়ী। আরবিআই নির্ধারিত এফডি সুদের হার সবথেকে বেশি থাকে এসবিআই ব্যাঙ্কে। প্রায় দশ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করা যায় এই ব্যাঙ্কে। তবে মেয়াদ অনুযায়ী এখানে সুদের হার (interest rate) নির্ধারিত রয়েছে।

সুদ (interest)

ফিক্সড ডিপোজিটের মেয়াদ দীর্ঘ বছর হলে তার সুদের পরিমাণও বেশ দীর্ঘ হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া / State Bank of India-তে ১, ২, ৩ ও ৫ বছরের মেয়াদে সুদ (interest) দেওয়া হয় ৬.৭৫ শতাংশ, ৬.৭৫ শতাংশ, ৬.২৫ শতাংশ ও ৬.২৫ শতাংশ হারে। তবে অন্যদিকে, পোস্ট অফিসে ১, ২, ৩ ও ৫ বছরের মেয়াদ পর্যন্ত সুদ (interest) দেওয়া হয় যথাক্রমে ৬.৬ শতাংশ, ৬.৮ শতাংশ, ৬.৯ শতাংশ ও ৭ শতাংশ হারে।

কোথায় গেলে বাড়বে টাকা?

দুই ক্ষেত্রেই কিছু সাদৃশ্যতা রয়েছে। এফডি-এর মেয়াদ শেষ হওয়ার আগে বিনিয়োগকারী যদি তার টাকা তুলে নেন তাহলে কেটে নেওয়া হয় কিছু পরিমাণ টাকা – ব্যাঙ্ক (Bank) এবং পোস্ট অফিস (Post Office) উভয় সংস্থাই এটি করে থাকে। এছাড়া, ব্যাঙ্ক (Bank) ও পোস্ট অফিস (Post Office) উভয় ক্ষেত্রেই ফিক্সড ডিপোজিট (FD) -এর ক্ষেত্রে পাঁচ বছর বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের ট্যাক্সে ছাড় দেওয়া হয়। বছর প্রতি অর্জিত সুদ (interest) -এর পরিমাণ হিসেবে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়ে থাকে বিনিয়োগকারীকে।

তবে, সবথেকে বড় ও অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক এসবিআই (SBI) এবং পোস্ট অফিসের (Post Office) মধ্যে তুলনা করলে দেখা যায়, সব মিলিয়ে পোস্ট অফিস থেকেই আপনি সুদ বেশি পেতে পারেন। তবে, ব্যাঙ্কের ক্ষেত্রে সাধারণতঃ সিনিয়র সিটিজেন (৬০ বছরের বেশি বয়সের) ব্যক্তিদের জন্যে সুদের পরিমান ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ বেশি থাকে। কিছু ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্যে এর থেকেও সুদের পরিমান সামান্য বেশি হতে পারে।

উল্লেখ্য, সুদের পরিমান পরিবর্তনশীল। বর্তমান সুদের পরিমান জানতে আপনি নিম্নলিখিত লিংকগুলি খুলে দেখতে পারেন।

দেখুন -> এসবিআই / SBI FD Interest Rate

দেখুন -> পোস্ট অফিস / Post Office FD Interest Rate


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/bank-vs-post-office-fd-interest-rate-2023/feed/ 0 1062