Fake Universities: দেশে 20 টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ UGC-এর, আপনার বিশ্ববিদ্যালয়ের নাম নেই তো?

Fake Universities: দেশে 20 টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ UGC-এর, আপনার বিশ্ববিদ্যালয়ের নাম নেই তো?

List of Fake Universities: এক বারে দেশের ২০ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে ঘোষণা করল UGC। এই মর্মে একটি তালিকাও প্রকাশ করেছে UGC। তালিকায় স্পষ্টভাবে ওই বিশ্ববিদ্যালয়গুলির নাম উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে দিল্লি থেকেই সব থেকে বেশি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ পেয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ।

UGC এর বক্তব্য

UGC র সচিব এই দিন জানিয়েছেন যে, ইউজিসি এর নজরে এসেছে যে, দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের এর বিপরীতে হেটে চলেছে এবং ছাত্র ছাত্রীদের ডিগ্রি দিয়ে চলেছে। তার পর তিনি এও উল্লেখ করেছেন যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের যে সমস্ত ডিগ্রি দিচ্ছে তা কোন বড় কর্মসংস্থান বা শিক্ষার জন্য বৈধ নয় বা স্বীকৃত নয়। এক কথায় এই বিশ্ববিদ্যালয়গুলি সমস্তটাই ভুয়ো।

UGC releases list of fake universities
UGC releases list of fake universities

আরও পড়ুন -> Best Engineering Colleges in India: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজেগুলির সেরা কোর্স

ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা (UGC’s List of Fake Universities)

কুড়ি টির মধ্যে দিল্লী থেকে নাম রয়েছে আটটি বিশ্ব বিদ্যালয়ের।

তালিকায় থাকা সেই আটটি দিল্লীর বিশ্ববিদ্যালয়ের নাম গুলি হল (Fake Universities in Delhi)

১) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক এন্ড হেলথ সাইন্স (আলিপুর)
২) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড (দরিয়াগঞ্জ)
৩) ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটি (দিল্লী)
৪) ভোকেশনাল ইউনিভার্সিটি (দিল্লী)
৫) এডিআর-সেনট্রিক জুডিশিয়াল ইউনিভার্সিটি (নয়া দিল্লী)
৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (নয়া দিল্লী)
৭) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ-এমপ্লয়মেন্ট (নয়া দিল্লী)
৮) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়(স্পিরিচুয়াল ইউনিভার্সিটি) (দিল্লী)

দিল্লীর পর এই তালিকায় সব থেকে বেশি নাম রয়েছে উত্তরপ্রদেশ থেকে।

উত্তরপ্রদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে (Fake Universities in UP)

১) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ (প্রয়াগ)
২) ন্যাশনাল ইন্সটিটিউ অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি (কানপুর)
৩) ভারতীয় শিক্ষা পরিষদ (লখনৌ)
৪) নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি (আলীগড়)

এর পর UGC এর তালিকায় অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গ থেকে দুটি করে বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে দুটি বিশ্ববিদ্যালয় হল (Fake Universities in Delhi)

১) ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন (কলকাতা)
২) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এন্ড রিসার্চ (কলকাতা)

অন্ধ্রপ্রদেশ থেকে তালিকায় থাকা দুটি বিশ্ববিদ্যালয় (Fake Universities in Andhra Pradesh)

১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিম্ড ইউনিভার্সিটি (গুন্টুর)
২) বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া (বিশাখাপত্তনম)

ইউসিজির তালিকায় থাকা অন্যান্য চারটি বিশ্ববিদ্যালয় হল (Other Fake Universities)

১) বাদাগাংভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি (কর্ণাটক, বেলাগম)
২) সেন্ট জন্স ইউনিভার্সিটি (কেরল, কিশানাত্তম)
৩) রাজা আরবিক ইউনিভার্সিটি (মহারাষ্ট্র, নাগরপুর)
৪) শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশন (পন্ডিচেরি, পুদুচেরি)


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *