Train Accident History: ফিরে দেখা অতীত থেকে বর্তমানের ট্রেন দুর্ঘটনার তালিকা

Train Accident History: ফিরে দেখা অতীত থেকে বর্তমানের ট্রেন দুর্ঘটনার তালিকা

ভারতীয় রেল বহু বছরের পুরোনো এক ঐতিহ্যশালী পরিবহন ব্যবস্থা। বর্তমানে অনেকটাই উন্নত হয়ে উঠলেও কিছু ক্ষেত্রে সময়ের সাথে সাথে যথেষ্ঠ পরিমানে আধুনিকীকরণ না হওয়ার কারণে বারংবার দুর্ঘটনা দেখা দিয়েছে ভারতীয় রেলে। এর ফলে সম্পত্তি হানি ও জীবন হানি হয়েছে অগুনতি। একাধিক প্রশ্ন উঠেছে রেল পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে। এই প্রতিবেদনে দেখে নেব ভারতীয় রেলের কিছু ট্রেন দুর্ঘটনার ইতিহাস (Train Accident History)।

সূচিপত্র (Table of Contents)

ভারতীয় রেলের গুরুত্ব

ভারতের পরিবহন ব্যবস্থার মধ্যে নিঃসন্দেহে সবথেকে গুরুত্বপূর্ণ হল রেল পরিবহন ব্যবস্থা। যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্বল্প খরচে পৌঁছে যেতে পারছে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এই ভারতীয় রেল। পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় রেল। পণ্য-পরিবহন ব্যবস্থা এবং অর্থনৈতিক দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতীয় রেলের। বহু মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে রুটি-রুজির যোগান দিয়ে থাকে ভারতীয় রেল।

ভারতীয় রেলের ইতিহাসে কয়েকটি ভয়ংকর ট্রেন দুর্ঘটনা (Train Accident History)

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা – Coromandel Express Train Accident (2023)

সাম্প্রতিক সময়ের ৩রা জুন ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে বালেশ্বরে। সিগন্যালিং ত্রুটির কারণে শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। করমন্ডল এক্সপ্রেস নিজের সোজা পথ ছেড়ে লুপ লাইনে গিয়ে ধাক্কা দেয় দাড়িয়ে থাকা একটি লৌহ আকরিক বোঝাই মাল গাড়ীর পিছনে। বেলাইন হয়ে যাওয়া কর মন্ডল এক্সপ্রেসের কামড় ছিটকে পড়ে পাশের লাইন দিয়ে ছুটে চলা হামসাফার এক্সপ্রেসের উপর। সব মিলিয়ে বেলাইন হয় ২১ টি কামরা। একটি ট্রেনের উপর উঠে পড়ে অপর ট্রেনের বগি। ফলে মৃত্যু হয় প্রায় ২৮৮ জন মানুষের। আহত হন সহস্রাধিক মানুষ। চলছে তদন্ত।

Train Accident History in India: করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা (বাঁ দিকে), গাইসাল ট্রেন দুর্ঘটনা (ডান দিকে)।
Train Accident History in India: করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা (বাঁ দিকে), গাইসাল ট্রেন দুর্ঘটনা (ডান দিকে)।

গাইসাল ট্রেন দুর্ঘটনা – Gaisal Train Accident (1999)

১৯৯৯ সালের ২রা আগস্ট আরো এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছিল পশ্চিমবঙ্গের গাইসাল। সিগন্যালিং ত্রুটির কারণেই ২,৫০০ জন লোক বহনকারী অবধ-অসম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এত বছর পরও সেই ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেনি গাইসালের জনসাধারণ। এই ভয়ানক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬৮ জনের। আহত হয়েছিলেন প্রায় ৩৫৯ জন।

জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা – Jnaneswari / Gyaneshwari Express Train Accident (2010)

এখনো টাটকা রয়েছে এই ট্রেন বিপর্যয়। ২০১০ সালের ২৮ শে মে পশ্চিম মেদিনীপুরে এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ট্রেন বিপর্যয় হয়েছিল। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের লাইনচ্যুত বগিতে একটি চলন্ত মালগাড়ির ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে। মূলত অর্ন্তঘাত বা বোমা বিস্ফোরণের ফলেই লাইন ক্ষতিগ্রস্ত হয়ে এই বিপর্যয় ঘটে। এই ট্রেন বিপর্যয় আহত হয়েছিলেন ২০০ জনেরও বেশি মানুষ এবং মৃতের সংখ্যা ১৪৮ জনেরও বেশি।

পূর্বতন রেলমন্ত্রীদের আমলের ট্রেন বিপর্যয়

মমতা ব্যানার্জির আমলের ট্রেন দুর্ঘটনা (Train Accidents while Mamata Banerjee was the Railway Minister)

২০০৯ সালের মে মাস থেকে ২০১১ সালের মে মাস পর্যন্ত ভারতীয় রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। এই রেলমন্ত্রীর আমলে মুখোমুখি সংঘর্ষের ট্রেন বিপর্যয় হয় ৫৪টি এবং লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনা ঘটে ৮৩৯টি। ওই সময়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪৫১ জনের।

নীতিশ কুমারের আমলের ট্রেন বিপর্যয় (Train Accidents while Nitish Kumar was the Railway Minister)

১৯৮৮ সালের ১৫ ই মার্চ থেকে ১৯৯৯ সালের ৫ ই আগস্ট মাস পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন তিনি। এই রেলমন্ত্রীর আমলে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বিপর্যয় ঘটে ৭৯টি। লাইনচ্যুত হয়ে ট্রেন বিপর্যয় ঘটে ১০০০টি। ওই সময় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল মোট ১৫২৭ জনের।

History of train accidents during the tenure of past railway ministers / পূর্ববর্তী রেলমন্ত্রীদের আমলের ট্রেন দুর্ঘটনার ইতিহাস
History of train accidents during the tenure of past railway ministers / পূর্ববর্তী রেলমন্ত্রীদের আমলের ট্রেন দুর্ঘটনার ইতিহাস

লালু প্রসাদ যাদবের আমলের ট্রেন দুর্ঘটনা (Train Accidents while Lalu Prasad Yadav was the Railway Minister)

লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন মুখোমুখি সংঘর্ষে ট্রেন বিপর্যয় ঘটে ৫১টি। ৫৫০ টি ট্রেন বিপর্যয় ঘটে লাইনচ্যুত হয়ে। আর এই ট্রেন বিপর্যয়ের কারণে ১১৫৯ জনের প্রাণহানি হয়।

সুরেশ প্রভুর আমলে ট্রেন দুর্ঘটনা (Train Accidents while Suresh Prabhu was the Railway Minister)

সুরেশ প্রভু রেলমন্ত্রী থাকাকালীন মুখোমুখি সংঘর্ষে ট্রেন বিপর্যয় ঘটে ২০টি। লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনা ঘটে ২০৭টি। ওই সময়ের ট্রেন বিপর্যয়ে মোট মৃত্যু হয় ২২৯ জনের।

২০০৭ সাল থেকে ট্রেন দুর্ঘটনার পরিসংখ্যান (Yearly Train Accident History Since 2007)

২০০৭ – ০৮

এই বছরের মধ্যে মোট ট্রেন দুর্ঘটনা ঘটে ১৯৪টি। এই ট্রেন বিপর্যয়ে আহত হয় ৪১২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ায় ১৯১ জন।

২০০৯ – ১০

এই সময়ের মধ্যে ট্রেন বিপর্যয় ঘটে মোট ৬৫টি। এই ট্রেন বিপর্যয়ে আহত হয় ৩৯৭ জন এবং মৃত্যু হয় ২৩৮ জনের।

২০১১ – ১২

এই সালের মধ্যে মোট ১৩১টি ট্রেন বিপর্যয় ঘটে। যার ফলে প্রাণহানি হয় ৩১৯ জনের এবং আহত হন ৭১৬ জন।

২০১৩ – ১৪

এই সময়ের মধ্যে মোট ১২৮টি ট্রেন দুর্ঘটনা ঘটে। যার ফলে মৃত্যু হয় ১৫২ জনের এবং আহত হন ২৩৪ জন।

২০১৫ – ১৬

মোট ১০৭টি ট্রেন বিপর্যয় ঘটে। এই সালের মধ্যে এই ট্রেন বিপর্যয়ে মৃত্যু হয় ১২২ জনের এবং আহত হন ১৮৭ জন।

২০১৭ – ১৮

৭৩ টি টেন বিপর্যয় ঘটে এই সময়ের মধ্যে। এই ট্রেন বিপর্যয়ে ৫৮ জনের প্রাণহানি হয় এবং আহত হন ১৯৭ জন।

২০১৯ – ২০

এই সালের মধ্যে মোট ট্রেন দুর্ঘটনা ঘটে ৫৫টি। যেখানে মৃত্যু হয় ৫ জনের এবং আহতের সংখ্যা দাঁড়ায় ৮২।

২০২০ – ২১

২২টি ট্রেন দুর্ঘটনা ঘটে এই সালের মধ্যে। যার ফলে মৃত্যু হয় ৪ জনের এবং আহত হন ১১ জন।

২০২১ – ২২

এই সালের মধ্যে মোট ট্রেন দুর্ঘটনা ঘটে ৩৫টি। এই ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ১৭ টি এবং আহত হন ৪৭ জন।

২০২২ – ২৩

এই বছরের মধ্যে ট্রেন দুর্ঘটনা ঘটে ৪৮টি। এই সময়ে ট্রেন দুর্ঘটনায় আহত হন ৮১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ায় ৮ জন (হিসেব করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ছাড়া)।


সুত্র: TV9 Bangla

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *