PAN AADHAAR Link Fee Payment: সহজ উপায়ে প্যান-আধার লিঙ্ক করতে ফি দেবেন কিভাবে?

PAN AADHAAR Link Fee Payment: সহজ উপায়ে প্যান-আধার লিঙ্ক করতে ফি দেবেন কিভাবে?

সমগ্র দেশবাসীকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে চলতি বছরের ৩০ শে জুনের মধ্যে। যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজটি সম্পন্ন না হয় তাহলে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালের তথ্য অনুযায়ী যেকোনো ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা (PAN AADHAAR Link Fee Payment) দিতে হবে। সরকার এই ফি বাধ্যতামূলক করে দিয়েছে। চলতি বছরের ৩০ শে জুনের মধ্যে যদি এই দুটি গুরুত্বপূর্ণ নথি লিংক করা না হয় তাহলে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে। এখন ভাবছেন কিভাবে এই ফি জমা দেবেন?

কত টাকা ধার্য করেছে সরকার?

কেন্দ্রীয় সরকার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য এর আগে অব্দি কোনরকম ফি নিচ্ছিল না। এই পদ্ধতির কিছুটা রদবদল ঘটে। এপ্রিল ২০২২ থেকে জুন ২০২২ পর্যন্ত এই লিংক করার জন্য ৫০০ টাকা করে কেন্দ্রীয় সরকার ধার্য করেছিল। পরবর্তীকালে এই ফি বৃদ্ধি পেয়ে যায় হাজার টাকা। জুলাই ২০২২ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত যারা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেছেন তাদের ফি বাবদ দিতে হয়েছে এক হাজার টাকা। মার্চের ৩১ তারিখ এর সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা বাড়িয়ে ৩০ শে জুন পর্যন্ত করা হয়েছে। ফি বাবদ ৩০ শে জুন পর্যন্ত আগের মতই দিতে হবে এক হাজার টাকা।

প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফি দেওয়ার পদ্ধতি / PAN AADHAAR Link Fee Payment Process
প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফি দেওয়ার পদ্ধতি / PAN AADHAAR Link Fee Payment Process

এই টাকা জমা দেওয়ার প্রক্রিয়া বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম। আয়কর বিভাগের ওয়েবসাইটে যে তথ্য দেওয়া হয়েছে সেটা অনুসারে, আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করার সময় প্যান কার্ড হোল্ডার পোর্টালে ই-পে ট্যাক্স এর মাধ্যমে এই ১০০০ টাকা জমা করা যেতে পারে।

ই-পে ট্যাক্সের সাথে যুক্ত ব্যাংকের গ্রাহকরা কিভাবে দেবেন এই ফি?

PAN AADHAAR Link Fee Payment through e-Pay Tax

১. প্রথমে আপনাকে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে যেতে হবে।
২. তারপর কুইক লিংকে আধার লিংকিং অপশনে যান।
৩. তারপর প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার এবং বৈধ মোবাইল নাম্বার দিতে হবে।
৪. এরপরে ওটিপি লিখতে হবে এবং তারপরে আসবে বিভিন্ন টাকা জমা দেওয়ার অপশন।
৫. সেখানে আপনি পাবেন ই-পে ট্যাক্সের সুবিধা। বিকল্প গুলোর মধ্যে একটি নির্বাচন করে আপনাকে টাকা জমা দিতে হবে।

যেসব ব্যাংক এই সুবিধার সাথে যুক্ত নয় তাদের গ্রাহকদের জন্য

PAN AADHAAR Link Fee Payment through other payment methods

১. যেসব ব্যাংকের সাথে ই-পে ট্যাক্সের সংযুক্তকরন নেই তাদের গ্রাহকদের কিছু ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। ই- ফাইলিং ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে যেতে হবে ই- পে ফাংশনালিটিতে।
২. NSDL ওয়েবসাইটের একটি লিংক আপনাকে দেওয়া হবে, যার মাধ্যমে আপনি ক্লিক করে এক্সেস করতে পারবেন।
৩. এরপর আপনাকে চালান নম্বর বা ITNS 280 তে ক্লিক করে আরো এগিয়ে যেতে হবে।
৪. এখানে ইনকাম ট্যাক্স আন্ডার অ্যাপ্লিকেবিল ট্যাক্স নির্বাচন করার পর ১০০০ টাকার রশিদ সিলেক্ট করতে হবে।
৫. সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনার পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে।


প্যান কার্ড (PAN Card) সম্বন্ধে আরও জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি। আপনি যদি আধার কার্ড (AADHAAR Card) সম্বন্ধে আরও জানতে চান, তাহলে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *