Shani Mantra: জীবনে সুখ-সমৃদ্ধি পেতে এই শনি দেবের মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন

Shani Mantra: জীবনে সুখ-সমৃদ্ধি পেতে এই শনি দেবের মন্ত্রগুলি অবশ্যই পাঠ করুন

শনি দেবের মন্ত্রগুলি (Shani Mantra) পাঠ করার অনেক কারণ রয়েছে। প্রত্যেক মানুষই তার জীবনে শনি দেবকে তুষ্ট রাখতে চায়। কারণ একমাত্র শনিদেব মানুষকে তার সুখ স্বাচ্ছন্দ থেকে বার করে এনে কঠিন বাস্তবের সম্মুখীন করায়। সারা জীবনে মানুষ এই কারণে শনির দৃষ্টি এড়িয়ে চলতে চায়। শনির কুদৃষ্টি যার জীবনে একবার পড়ে, তার জীবন ছারখার হয়ে যায়। কিন্তু কিভাবে রেহাই পাওয়া যায় শনি মহাদেবের কুদৃষ্টি থেকে?

কিভাবে সন্তুষ্ট রাখবেন শনিদেবকে?

সর্বশক্তিমানের রোষ যখন জীবনে এসে পড়ে শত চেষ্টা করেও তার থেকে মানুষ বাঁচতে পারে না। তাই শনিদেবের আশীর্বাদ লাভের জন্য কি কি করা উচিত তা জেনে নেওয়া দরকার। এই প্রতিবেদনে উল্লেখিত শনি দেবের মন্ত্রগুলি (Shani Mantra) অবশ্যই প্রতি শনিবার নিয়মমত পাঠ করতে হবে। দেখবেন জীবনের শনির সাড়ে সাতি খুব সহজেই তাহলে কেটে যাচ্ছে, আর জীবন হয়ে উঠছে সুখ ও সমৃদ্ধিতে ভরপুর। যে কোনো রকম কষ্ট কমাতে সাহায্য করবে।

শনি দেবের মন্ত্র (Shani Mantra) নিয়মিত পাঠ করলেই জীবনে আসবে সুখ-সমৃদ্ধি
শনি দেবের মন্ত্র (Shani Mantra) নিয়মিত পাঠ করলেই জীবনে আসবে সুখ-সমৃদ্ধি

কি সেই শনি দেবের মন্ত্র (Shani Mantra)?

প্রত্যেক শনিবার ১০৮ বার আপনাকে শনি দেবের মন্ত্র (Shani Mantra) পাঠ করতে হবে তাহলে জীবন থেকে কেটে যাবে সমস্ত দুর্যোগ ও বিপদ। মন্ত্রটি হল-

“ওম ত্রয়ম্বকম ইজামাহে সুগন্ধম পুষ্টি-বার্ধানাম উর্বারুকা মিভা বন্ধনাম মৃত্যুর মুকশো মামরাত…”।

এই মন্ত্র পাঠের এমনই গুণ যে আপনাকে ৭ বছর আর শনির কুদৃষ্টিতে পড়তে হবে না। যখনই জীবন থেকে শনির সাড়ে সাতি প্রভাব কেটে যাবে তখনই জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনি সফলতা লাভ করবেন। যদি আপনার জীবনে শনির কুদৃষ্টির কারণে খুব খারাপ সময় চলে তাহলে শুধুমাত্র এই মন্ত্রপাঠের জন্যই আপনার আশেপাশের পজিটিভ শক্তি অনেক অংশে বেড়ে যাবে। এমনকি যে কোন রকম দুর্ঘটনা থেকেও আপনি মুক্তি পাবেন।


পড়ুন:

—> ২০২৩ সালে এই তিন রাশির উপর প্রভাব শনির সাড়ে সাতি দশার

—> শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ, খুশির খবর রয়েছে কোন কোন রাশির?

—> মানুষের জীবনে শনির ‘মহাদশা’ শুধু ক্ষতি করে না; রাজসুখের অধিকারী হয় অনেকেই

—> শনির ঘর পরিবর্তনে কোন রাশির লাভ, কোন রাশির ক্ষতি – দেখে নিন এক নজরে

—> ৩০ বছর পর শনিদেব অস্ত যাচ্ছেন। কোন কোন রাশির জাতকেরা লাভবান হবেন?

—> ২০২৩ সালে শনির কুদৃষ্টি পড়তে চলেছে কোন কোন রাশির ওপর?

—> ২০২৩ এর বিস্তারিত বার্ষিক রাশিফল

শনিদেব সম্বন্ধে আরো জানতে পড়ুন এই উইকিপিডিয়ার পাতাটি

শনি দেব (Shani Dev) ও জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত তথ্য, রাশিফল (Rashifal / Horoscope) জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর রাশিফল পাতায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *