Shani Sade Sati : 2023 সালে এই তিন রাশির উপর প্রভাব শনির সাড়ে সাতি দশার, মুক্তি পেতে মেনে চলুন এই উপায়।

Shani Sade Sati : 2023 সালে এই তিন রাশির উপর প্রভাব শনির সাড়ে সাতি দশার, মুক্তি পেতে মেনে চলুন এই উপায়।

জ্যোতিষশাস্ত্র মতে জানা গিয়েছে শনির সাড়ে সাতি দশা (Shani Sade Sati) থাকে একটি রাশিতে আড়াই বছর করে। যা তিনটি রাশিতে মিলে হয় সাড়ে সাতি। কোনো রাশির চন্দ্র থেকে দ্বাদশঘরে যখন শনি গমন করে তখনই শুরু হয় সাড়ে সাতি। তিনটি রাশি অতিক্রম করতে শনির সময় লাগে সাড়ে সাত বছর। তাই এটাকে বলা হয় শনির সাড়ে সাতি (Shani Sade Sati)। তবে এই সাড়েসাতি দশায় শনি যদি শক্তিশালী হয় তাহলে সেই রাশির জাতক-জাতিকারা সুফল পাবে। তবে যেসব রাশির শনি দুর্বল হবে সেইসব রাশির জাতক-জাতিকাদের কু-প্রভাব প্রভাব দেখা দেবে।

শনির সাড়ে সাতি দশা / Shani Sade Sati
শনির সাড়ে সাতি দশা / Shani Sade Sati

জ্যোতিষশাস্ত্র

সাম্প্রতিক সময়ে কম-বেশি অনেকেই জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন। সম্প্রতি জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে জানা গিয়েছে, বেশ কিছু রাশির উপর পড়তে চলেছে শনির সাড়ে সাতি দশা (Shani Sade Sati)। যার ফলে সেইসব রাশির জাতক-জাতিকারা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির উপর পড়বে এই প্রভাব। এর পাশাপাশি জেনে নেওয়া যাক তা থেকে নিস্তার পাওয়ার উপায়।

শনির সাড়ে সাতি 2023 (Shani Sade Sati 2023)

বর্তমানে যুগের পরিবর্তনে অনেক মানুষেরই ধ্যান-ধারণার পরিবর্তন হয়েছে। তবে বেশ কিছু মানুষের মধ্যে আগের ধ্যানধারণা রয়েছে। জ্যোতিষশাস্ত্র বিদদের মতে রাশিচক্রে এমন কিছু গ্রহের হের ফের হয় যার ফলে বাধা বিঘ্ন ঘটে সেই জাতক-জাতিকাদের উপর। সম্প্রতি সেরকমই তিন রাশির জাতক-জাতিকাদের উপর পড়তে চলেছে শনির সাড়ে সাতি দশা (Shani Sade Sati)। যার ফলে খুব ভয়ংকর সময় আসতে চলেছে সেই সব জাতক-জাতিকাদের।

কোন কোন রাশির উপর শনির দৃষ্টি

জ্যোতিষশাস্ত অনুযায়ী জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে এই সাড়ে সাতি চলবে ধনু, মকর ও কুম্ভ রাশির উপর। তবে শনির শক্তি ও দুর্বলতা অনুযায়ী এই রাশির জাতক জাতিকাদের উপর সুফল ও কুফল দেখা যাবে। তবে যাদের উপর কু-প্রভাব পড়বে তাদের এই প্রভাব থেকে বাঁচার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করতে হবে। চলুন জেনে নিন শনিকে শান্ত রাখতে হলে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়।

শনির সাড়ে সাতি (Shani Sade Sati) থেকে মুক্তি পেতে হলে কোন কাজ করা যাবে না

১) আড়াই বছর শনির সাড়ে সাতি দশা (Shani Sade Sati) থাকার ফলে সেইসব রাশির জাতক-জাতিকাদের সর্তকভাবে সব কাজ করতে হবে।
২) এছাড়া গাড়ি চালানোর সময়ও খুব সতর্ক থাকতে হবে।
৩) শনিবার কখনো কালো রঙের কোনো পোশাক পড়বেন না। তাহলে শনি দুর্বল হবে না।
৪) এছাড়া শনির সাড়ে সাতি দশা (Shani Sade Sati) আর চলাকালীন কোথাও ঘুরতে যাওয়া থেকে বিরত থাকুন।
৫) তবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শনির সাড়ে সাতি (Shani Sade Sati) থেকে মুক্তি পেতে গেলে মদ্যপান এড়িয়ে করবেন না। তার সাথে এড়িয়ে চলুন দুষ্কর্ম বা অন্যায় কাজ।
উপরে উল্লিখিত এই কাজগুলি যদি না করেন তাহলে আপনি সাড়ে সাতি দশা থেকে প্রতিকার পেতে পারেন।

সাড়ে সাতি দশা থেকে প্রতিকারের উপায়

অন্যদিকে শনির সাড়ে সাতি (Shani Sade Sati) থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করা উচিত। চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

১) জ্যোতিষশাস্ত্র মতে, শনির সাড়ে সাতি দশা (Shani Sade Sati) থেকে মুক্তি পেতে গেলে প্রতি শনিবার শনিদেবের পুজো করা উচিত। এর পাশাপাশি শনি স্তোত্র পাঠ করা উচিত।
২) প্রতি শনিবার বা অন্যদিনও কাকদের সেবা করুন। এর পাশাপাশি পিঁপড়েদের মধু ও চিনি খাওয়ান।
৩) এছাড়া দরিদ্রদের শনি সংক্রান্ত জিনিস দিয়ে সাহায্য করলেও কৃপা পেতে পারেন শনিদেবের।
৪) শনি দেবের কৃপা পেতে গেলে সাহায্য করুন প্রতিবন্ধীদের।
৫) শনিদেবকে শক্তিশালী করতে গেলে প্রতি শনিবার শনিদেবকে অর্পণ করুন তামা ও তিলের তেল।
৬) এছাড়া সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেতে গেলে ডান হাতের মধ্যাঙ্গুলিতে পড়ুন ঘোরার নালের তৈরি লোহার আংটি।
৭) শনি সাড়ে সাতি দশা (Shani Sade Sati) চলাকালীন নীল রঙের জিনিস ব্যবহার করুন। এছাড়া প্রতিদিন খালি পেটে খান পাঁচটা কালো তিল। খেলে পেতে পারেন শনির সাড়ে সাতি (Shani Sade Sati) থেকে মুক্তি।
৮) এর পাশাপাশি অবশ্যই শনির দশা থেকে মুক্তি পেতে গেলে বাড়িতে বসান নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের গাছ।


পড়ুন -> ২০২৩ সালে শনির কুদৃষ্টি পড়তে চলেছে কোন কোন রাশির ওপর?

পড়ুন -> ২০২৩ এর বিস্তারিত বার্ষিক রাশিফল

পড়ুন -> জেনে নিন সংখ্যাতত্ত্ব দিয়ে কেমন যাবে আপনার নতুন বছর 2023?

শনি দেবতা (Shani Dev) সম্বন্ধে আরো জানতে ক্লিক করুন -> https://en.wikipedia.org/wiki/Shani

এই ধরণের আরো রাশিফল (Rashifal / Horoscope) জানতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর Astrology / রাশিফল পাতায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *