Technology – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com Mon, 18 Sep 2023 20:29:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://bengalinews365.com/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Technology – Bengali News 365 | বাংলা খবর, প্রতিদিন, বছরের ৩৬৫ দিন। https://bengalinews365.com 32 32 211438164 UPI Lite এ লেনদেন নিয়ে RBI-এর সিদ্ধান্ত – ইন্টারনেট ছাড়াই লেনদেন https://bengalinews365.com/upi-lite-security-to-be-increased-by-rbi/ https://bengalinews365.com/upi-lite-security-to-be-increased-by-rbi/?noamp=mobile#respond Mon, 18 Sep 2023 20:26:40 +0000 https://bengalinews365.com/?p=4621 UPI Lite: ভারতবর্ষে যে UPI ব্যবস্থা চালু হয়েছে তা যে আমজনতার কাছে যথেষ্ট সুবিধাভোগ্য হয়ে উঠেছে এ কথা বলার অপেক্ষায় রাখে না। ছোট চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁ পর্যন্ত, ছোট বড় সব ব্যবসায়ী এই ব্যবস্থার সুবিধা গ্রহণ করছেন। ফোন পে, গুগল পে, পেটিএম এর মত থার্ড পার্টি অ্যাপ UPI অ্যাপের মাধ্যমে আমজনতাকে আরও সুযোগ-সুবিধা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে RBI।

নতুন সিদ্ধান্ত

অনেক এলাকায় ইন্টারনেট ব্যবস্থার অসুবিধা জন্য অনলাইনে পেমেন্ট করা অসুবিধা হয়ে পড়ে। তাই তাদের কথা মাথায় রেখে রিভার্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২২ সালে UPI Lite Wallet এর মাধ্যমে অফলাইন পেমেন্টের ব্যবস্থা চালু করে RBI । এই ব্যবস্থার মাধ্যমে ২০০ টাকা থেকে ৫০০ টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালে এই অফলাইনে পেমেন্টের জন্য একটি নতুন ইউনিফাইড পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই লাইট চালু করা হয়েছিল। তবে ২০০ টাকার বেশি লেনদেন করা যেত না। তাই RBI এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

UPI Lite এর লেনদেন ব্যবস্থা

বিশেষত প্রত্যন্ত এলাকা গুলিতে যারা ইন্টারনেট বিহীন মোবাইল ব্যবহার করে থাকেন তাদের কাছে এই ইউপিআই লাইট ব্যবস্থাটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনের আপডেটের মাধ্যমে জানা যায়, এই প্লাটফর্মের মাধ্যমে মাসে প্রায় এক কোটি টাকার বেশি লেনদেন চলতে থাকে।

UPI Lite এর নিরাপত্তা বাড়াতে তৎপর আরবিআই
UPI Lite এর নিরাপত্তা বাড়াতে তৎপর আরবিআই

UPI-Lite এর জনপ্রিয়তার কারণ

১. ইন্টারনেট বিহীন মোবাইল এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
‌২. ইউপিআই লাইট এর মাধ্যমে লেনদেন করার জন্য বেশি খরচের প্রয়োজন হয় না। ‌
‌৪. এই ব্যবস্থার দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা কম রয়েছে।

আরও পড়ুন ->Free Google Pay Rewards: ভুল করে ৮০ হাজার টাকা রিওয়ার্ড দিল গুগল পে

RBI জানিয়েছে

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এই ব্যবস্থাকে আরো সহজ ও নিরাপত্তার সাথে ব্যবহার করার জন্য নতুন প্রযুক্তি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। আরো জানা যাচ্ছে যে, UPI Lite ব্যবহারকারীরা কোন পিন নম্বর ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। ভবিষ্যতে এই লেনদেন ব্যবস্থার আরও প্রসার ঘটবে বলে ধারণা করা যায়।

এই রকম আরও খবর পেতে হলে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/upi-lite-security-to-be-increased-by-rbi/feed/ 0 4621
Lost Phone: ফোন হারিয়ে গেলেই খুঁজে দিচ্ছে গুগল ফাইন্ড মাই ডিভাইস https://bengalinews365.com/lost-phones-found-by-google-find-my-device/ https://bengalinews365.com/lost-phones-found-by-google-find-my-device/?noamp=mobile#respond Fri, 08 Sep 2023 08:16:44 +0000 https://bengalinews365.com/?p=4310 Tracking Your Lost Phone: বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষই স্মার্ট ফোন ব্যবহার করে থাকেন। যুগের সাথে টেকনোলজি উন্নত হয়েছে। সেই টেকনোলজির সাহায্যে স্মার্ট ফোনগুলিও হয়ে উঠছে আরও ব্যাবহার সুবিধাযোগ্য। একটি স্মার্ট ফোনের দ্বারা আজ কি না সম্ভব। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ প্রায় সকল কাজই করে দিচ্ছে মুঠোয় থাকা ফোনটি। তাই দিন দিন মানুষও আরও বেশি রকম ভাবে ফোনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে।

কিন্তু সেই ফোনটাই যদি কোন কারণে হারিয়ে যায়? তখন এক প্রকার ঠুঁটো জগন্নাথ হওয়া ছাড়া উপায় থাকে না। আর্থিক ক্ষতির দিকটি বাদ দিলেও ফোনে থাকা দরকারি ফটো, ভিডিও বা ডকুমেন্টস হারিয়ে গেলে তো খুবই অসুবিধেয় পড়তে হয়।

ফোন হারালে উপায় কি? – How To Find Your Lost Phone?

যদি ফোনটি হয় আই ফোন, তাহলে খানিকটা আশা থাকে। আইফোন হারিয়ে গেলে তার নিজস্ব কিছু ফিচারের মাধ্যমে ফোন ট্র্যাক করলে, পুলিশকে রিপোর্ট করলে ফোন খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু অ্যানড্রয়েডের ক্ষেত্রে তা অসম্ভব হয়ে পড়ে। মার্কিন প্রযুক্তির জায়েন্টে গুগলের ফাইন্ড মাই ডিভাইস এখনও সেরমভাবে উন্নত হয়নি। তাই গুগলের ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ্লিকেশন দ্বারা হারিয়ে যাওয়া অ্যানড্রয়েড ফোনটিকে ট্র্যাক করা (Tracking Your Lost Phone) বেশ কষ্টসাধ্য। তাই গুগলের তরফ থেকে ফাইন্ড মাই ডিভাইসকে নতুন রুপে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে।

তবে এর নতুন সংস্করণটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করার প্রস্তুতি নেওয়া হলেও কিছু ট্যাকনিক্যাল সমস্যার জন্য নতুন ফিচার চালু করতে দেরি হচ্ছে বলে জানা গিয়েছে।

Lost phones found by Google Find My Device app / গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া যাচ্ছে
Lost phones found by Google Find My Device app / গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া যাচ্ছে

গুগলের ব্লগ পোস্ট এর তথ্য

গুগলের ব্লগ পোস্ট থেকে জানা যাচ্ছে যে, অ্যাপেলের আইওএস-এ প্রাইভেসি ফিচার না আনতে পারায় অ্যানড্রয়েড ব্যাবহারকারীদের জন্য নতুন ফিচার আনতে একটু দেরি হচ্ছে। অ্যাপল যতক্ষণ না আইওএস-এর জন্য সুরক্ষা প্রদান করতে না পারছে গুগল ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের রোল আউট হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন -> Increase Phone Speed: ফোনের স্পিড স্লো? বাড়িয়ে নিন এইভাবে

ফাইন্ড মাই ডিভাইস – Tracking Lost Phones Using Google Find My Device

চলতি বছরের শুরুতেই গুগল ঘোষণা করেছিল এই ফাইন্ড মাই ডিভাইসের নতুন সংস্করণের কথা। গুগল ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে লাখ লাখ ডিভাইস নিয়ে আসতে চলেছে এবং অ্যাপলের আইওএস দ্বারা চালিত ডিভাইসগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার চেষ্টা হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে এখনও সমস্যা থাকায় অ্যাপল এখনও আইওএস-এর জন্য প্রয়োগ করতে পারে নি। সমস্যা গুলি মূলত গ্রাহকদের সিকিউরিটিগত দিকে।

তাই গুগল ফাইন্ড মাই ডিভাইস এর নতুন সংস্করণটি পুরোপুরি ভাবে কবে সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। অ্যাপল যতক্ষণ না কোনো আশ্বাস দিচ্ছে, ততক্ষণ গুগল কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাই উভয় কোম্পানিরই আপডেটের ওপর নজর রাখা হচ্ছে।


এই ধরনের আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/lost-phones-found-by-google-find-my-device/feed/ 0 4310
Moon Landing: ভারত সফল কিন্তু রাশিয়ার লুনা-২৫ চাঁদে অবতরণে ব্যর্থ কেন? https://bengalinews365.com/moon-landing-india-succeeded-but-russia-failed/ https://bengalinews365.com/moon-landing-india-succeeded-but-russia-failed/?noamp=mobile#respond Wed, 23 Aug 2023 20:22:32 +0000 https://bengalinews365.com/?p=4288 Moon Landing: চাঁদের মাটিতে রুশ মহাকাশযান লুনা-২৫ ভেঙে পড়ায় ইতিহাস গড়তে ব্যর্থ হলো রাশিয়া। গত সোমবার চাঁদের মাটিতে অবতরণ করার কথা ছিল রাশিয়ার এই মহাকাশযানটির। কিন্তু ভারতের পর মহাকাশ যান লঞ্চ করে গতির দিক থেকে ভারতকে টপকে গিয়ে চাঁদে নামতে গিয়ে ব্যর্থ হল এই রাশিয়ার মহাকাশযান। রবিবার রুশ মহাকাশ সংস্থা রসকসমসের এক বিবৃতিতে এই খবর জানা গেছে। যদি চাঁদের দক্ষিণ মেরুতে সোমবার রুশ মহাকাশযান অবতরণ করতে পারত তাহলে নতুন ইতিহাস গড়তে পারতো রাশিয়া। কিন্তু স্বপ্নপূরণ ব্যর্থ হয়ে গেল।

চন্দ্রাভিযানের সংক্ষিপ্ত ইতিহাস / Brief History of Moon Landing

চাঁদে মানুষের অভিযান এই প্রথম নয়। পূর্বতন সোভিয়েত ইউনিয়ন (অধুনা রাশিয়া) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকা)-এর মধ্যকার ঠান্ডা যুদ্ধ চলাকালীন সময় থেকেই চন্দ্রাভিযানের প্রতিযোগিতা তুঙ্গে উঠেছিল। রাজনৈতিক ক্ষমতা থেকে শুরু করে অর্থনৈতিক, প্রযুক্তিগত, বিজ্ঞান, ক্রীড়া জগত সহ সবক্ষেত্রেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতায় মেতেছিল দুই দেশ। যার ফল স্বরূপ আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা কর্তৃক পরিচালিত অ্যাপেলো-১১ মিশনের মাধ্যমে ১৯৬৯ সালের ২০শে জুলাই প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখে মানুষ (Moon Landing)।

তারপর ১৯৬৯ সালের জুলাই মাস থেকে ১৯৭২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত নাসা ছয় বারে ১২ জন মানুষকে চাঁদে পাঠায়। বরং তার উল্টোদিকে রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমস একবারও চাঁদে মানুষ পাঠাতে পারেনি। যার ফলে দুই মহাকাশ গবেষণা কেন্দ্রের মধ্যে প্রতিযোগিতার অবসান ঘটে। আর তার পাশাপাশি গোটা বিশ্বের মানুষের মতো মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির কাছেও চাঁদে মানুষ পাঠানোর গুরুত্ব হ্রাস পায়। তাই ১৯৭২ সালের পর ৫ দশক কেটে গেলেও পৃথিবী থেকে কোন মহাকাশ গবেষণা কেন্দ্রই চাঁদে মানুষ পাঠায়নি।

Chandrayaan 3 of India did successful moon landing, but why did Russia's Luna-25 fail? ভারতের চন্দ্রযান-৩ চাঁদে অবতরণে সফল, তবে রাশিয়ার লুনা-২৫ ব্যর্থ কেন?
Chandrayaan 3 of India did successful moon landing, but why did Russia’s Luna-25 fail?
ভারতের চন্দ্রযান-৩ চাঁদে অবতরণে সফল, তবে রাশিয়ার লুনা-২৫ ব্যর্থ কেন?

লুনা-২৪ এর চন্দ্রাভিযান / Moon Landing of Luna 24

লুনা-২৫ এর আগে রাশিয়া কর্তৃক লুনা-২৪ মিশনটি লঞ্চ করা হয়েছিল আজ থেকে ৪৭ বছর আগে ১৯৭৬ সালের ৯ই অগাস্ট। লুনা-২৪ মডিউলটি ১৮ই অগাস্ট ১৯৭৬ সালে চাঁদের মাটিতে অবতরণ করে ১৭০.১ গ্রাম স্যাম্পেল সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসে। রাশিয়া বা আমেরিকার পাশাপাশি চীনও চাঁদে অভিযান চালিয়েছে। যদিও এত দেশের এই সমস্ত এত চন্দ্রাভিযানের কোন ল্যাণ্ডারই চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশ যান অবতরণ করতে পারেনি। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে (South Pole) অবতরণ করার কথা ভারতের চন্দ্রযান-৩ এর। তাই বর্তমানে একমাত্র ভারতের কাছেই রয়েছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।

লুনা-২৫ এর অভিযান ব্যর্থ হওয়ায় কারণ / Why Luna 25’s Moon Landing Failed?

রুশ মহাকাশ সংস্থা শনিবারই রুশ মহাকাশযান নিয়ে সংশয়ে ছিলেন। মহাকাশ সূত্রের খবর আর এক ধাপ পেরোলেই চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে ভারতীয় মহাকাশযানের গতিকে টপকাতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় লুনা-২৫। ফলস্বরূপ নির্দিষ্ট পরিমাপ ও পরিকল্পনা অনুযায়ী তার কক্ষপথে পৌঁছাতে পারিনি। যদিও রস কস মস থেকে জানানো হয়েছে যে, দীর্ঘ যাবৎকাল ধরে চন্দ্রাভিযানে (৪৭ বছর) লিপ্ত না থাকায় পূর্বের অভিজ্ঞতা ও জ্ঞান নষ্ট হয়েছে। তাই প্রায় ৫০ বছর পর রাশিয়ার চাঁদে মহাকাশযান পাঠানোরর প্রথম অভিযান ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন -> ISRO RLV: পুনঃব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণে বিরাট সাফল্য ভারতের

চন্দ্রযান-৩ বনাম লুনা-২৫

অন্যদিকে ভারতের চন্দ্রযান-৩ এর বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা। মূল মহাকাশযান থেকে বিচ্ছেদের পর দক্ষিণ মেরুতে প্রস্থানের জন্য নিজস্ব গতি কমাচ্ছে এই যান। ISRO এর পরিকল্পনায় পাখির পালকের মতো আলতো করে চাঁদের মাটিতে অবতরণ (Moon Landing) করানো হবে ভারতীয় চন্দ্রযানকে। যাকে বলা হয় ‘সফ্ট ল্যান্ডিং’ (Soft Landing)। গত ১৪ই জুলাই ভারত তথা পৃথিবীর মাটি ত্যাগ করে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে চন্দ্রযান চন্দ্রযান-৩। আর এইদিকে, ১০ই অগাস্ট চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল লুনা-২৫ এবং চাঁদের বুকে ভেঙে পড়ে ২০ শে আগস্ট। সুতরাং, রাশিয়া অনেক তাড়াহুড়ো করে ফেলেছিলো কিনা – এ নিয়ে প্রশ্ন থাকতেই পারে।

ভারতীয় নাকি রাশিয়ান চন্দ্রযান কোনটি আগে চাঁদের মাটি স্পর্শ (Moon Landing) করবে তা নিয়ে সংশয় ও আলোচনার অন্ত ছিল না বিশ্ব জুড়ে। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হল মস্কো। শনিবার রাশিয়ার মহাকাশযানে বিপত্তি দেখা দেওয়ার পরপরই রবিবার দুপুরে সংবাদ মাধ্যমে জানা গেছে, চাঁদে রুশ মহাকাশযান তার অভিষ্ট লক্ষ্য পূরণে ব্যর্থ।


এই ধরনের আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/moon-landing-india-succeeded-but-russia-failed/feed/ 0 4288
কোনোভাবেই অসফল হবে না চন্দ্রযান ৩, ইসরোর কাছে তৈরি সেরা প্ল্যান https://bengalinews365.com/chandrayaan-3-will-not-fail-says-isro/ https://bengalinews365.com/chandrayaan-3-will-not-fail-says-isro/?noamp=mobile#respond Mon, 21 Aug 2023 20:45:19 +0000 https://bengalinews365.com/?p=4268 চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan 3) অর্থাৎ বিক্রম। আগামী ২৩ শে অগাষ্ট সন্ধ্যে পৌনে ৬ টা নাগাদ তার চন্দ্রপৃষ্টে অবতরণ করার কথা। আর এই অভিযান কোনভাবেই অসফল হওয়া যাবেনা। তাই যে কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য ইসরোর বিজ্ঞানীরা দ্বিতীয় স্কিম তৈরি করে রেখেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই দ্বিতীয় প্রস্তুতির বিস্তারিত খবর।

চন্দ্রযান ৩-এর উন্নত ল্যান্ডার

ল্যান্ডার বিক্রমের যন্ত্র কোনোভাবে থেমে গেলেও থামবে না মিশন ‘চন্দ্রযান ৩’। যা কিছু হয়ে যাক চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ সফল ভাবে ল্যান্ড করবেই, এমনটাই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এর আগে ২০১৯ এর ‘চন্দ্রযান ২’ সেইভাবে সফল হতে পারেনি। মিশনের উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ না হলেও ল্যান্ডারটি আছড়ে পড়েছিল চাঁদের বুকে। তাই গত বারের কিছু ভুল শুধরে এবার আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে ল্যান্ডারটি।

ইসরোর দাবি

‘চন্দ্রযান ৩ ‘সফল হবে তো? এ রকমই আশঙ্কা করছে বহু মানুষ। আর সেই আশঙ্কা থেকে দেশবাসীকে কিছুটা হলেও আশ্বস্ত করছেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি এ বিষয়ে জানিছেন যে সমস্ত যন্ত্রপাতি বিকল হয়ে গেলেও নতুন চন্দ্রযান মহাকাশযানটি চাঁদের বুকে ল্যান্ড করবেই। তার জন্য যা করণীয় সেই ব্যবস্থা করা হয়েছে। আর এর থেকে আশা করা যায় যে আগামী ২৩ শে আগস্টই চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে ISRO এর তৈরি এই মহাকাশযান।

'চন্দ্রযান ৩' এর চাঁদে অবতরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা / Chandrayaan 3 landing on the Moon is just a matter of time now
‘চন্দ্রযান ৩’ এর চাঁদে অবতরণ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা / Chandrayaan 3 landing on the Moon is just a matter of time now

আরও পড়ুন -> ISRO RLV: পুনঃব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণে বিরাট সাফল্য ভারতের

ইসরোর ‘প্ল্যান বি’ মিশন কি?

ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছে যে, কোনভাবে যদি ল্যান্ডার বিক্রমের সমস্ত যন্ত্রপাতি খারাপ হয়েও যায় তাহলেও সে পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে। আর সেরকমই অত্যাধুনিক টেকনোলজির দ্বারা ‘চন্দ্রযান ৩’ এর ল্যান্ডারটি তৈরি করা হয়েছে। যেটা আগের ‘চন্দ্রযান ২’ এর থেকে অনেক বেশি কার্যকরী ও শক্তিশালী। আর সফল হওয়ারও চান্স অনেক বেশি।

মিশন Chandrayaan 3 দুরন্ত সাফল্যের অপেক্ষায়

ইসরোর বিজ্ঞানী প্রধান এস সোমনাথ আরো জানিয়েছে যে আগামী ২৩ সে আগস্ট চাঁদের মাটিতে ল্যান্ড করবে ‘চন্দ্রযান ৩’ এর ল্যান্ডারটি। পরপর তিনটি ধাপে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে নিয়ে যাওয়া হবে এই মহাকাশযানকে। তারপর আরো কয়েকটি ধাপ পেরিয়ে পূর্ণতা পাবে এই মিশন। আশার কথা এই যে পরিকল্পনা মাফিক সমস্ত ধাপগুলি সফল ভাবে অতিক্রম করার পর ভারতের গৌরবের এই মহাকাশযান একেবারে শেষ ধাপে রয়েছে।


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/chandrayaan-3-will-not-fail-says-isro/feed/ 0 4268
Chandrayaan 3 Landing: সফ্ট ল্যান্ডিং কি? কেন এটি চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ? https://bengalinews365.com/chandrayaan-3-landing-news/ https://bengalinews365.com/chandrayaan-3-landing-news/?noamp=mobile#respond Sun, 20 Aug 2023 19:28:33 +0000 https://bengalinews365.com/?p=4241 Chandrayaan 3 Landing News: গত ১৪ই জুলাই চাঁদে পাড়ি দিয়েছে ‘চন্দ্রযান ৩’। এর আগেও ২০১৯ সালে ‘চন্দ্রযান ‘২ চাঁদে পাঠানো হয়েছিল। তবে সেই মিশন সফল হয়নি। তবে চলতি বছর ২০২৩ সালে চন্দ্রযান ৩ ভারতীয় মহাকাশযান পাঠানো হয়েছে চাঁদে। এবার লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু। যেখানে এখনো কোন মহাকাশযান পৌঁছতে পারেনি। তাই সব কিছু ঠিক থাকলে ইতিহাস তৈরি করবে ভারত। সাক্ষী থাকবে গোটা দেশ, গোটা বিশ্ব। তবে এখনো পর্যন্ত যাত্রা সফলই রয়েছে চন্দ্রযান ৩ এর।

Chandrayaan 3 Landing: চন্দ্রযান ৩ মহাকাশ অবতরণের জন্যে সফ্ট ল্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ?
Chandrayaan 3 Landing: চন্দ্রযান ৩ মহাকাশ অবতরণের জন্যে সফ্ট ল্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ?

Chandrayaan 3 Landing: সফ্ট ল্যান্ডিং

আপাতত লক্ষ্য সফট ল্যান্ডিং। পাখির পালকের মতো আলতো করে ছুঁয়ে যাবে মাটি। কিন্তু কি এই সফট ল্যান্ডিং? কিভাবেই বা সম্ভব হবে গোটা বিষয়টি। আর কেনই বা এর এত গুরুত্ব? তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সফ্ট লান্ডিংয়ের খুঁটিনাটি বিষয়টি।

তিনটি মডিউল

চন্দ্রযান মহাকাশযানে রয়েছে তিনটি মডিউল। প্রোপালসান, রোভার ও ল্যান্ডার। এই ল্যান্ডারটির নাম বিক্রম। চাঁদের মাটিতে এই ল্যান্ডারটিই আলতোভাবে সফ্ট ল্যান্ডিং করবে। অনেকটা পাখির পালকের মত। প্রোপালসান মডিউলটি আকাশেই থেকে যাবে। ল্যান্ডারটি সফল ভাবে অবতরণ করার পর তাঁর পেটের মধ্যে থেকে বেরিয়ে আসবে রোভার। তাই ল্যান্ডারটিকে ঠিকঠাক ভাবে চাঁদের মাটিতে পৌঁছানোই হল আসল চ্যালেঞ্জ।

চাঁদের মায়া বৃত্তে

প্রোপালসান মডিউলের কাজ হল ল্যান্ডার ও রোভারকে চাঁদের কক্ষপথে পৌঁছে দেওয়া। কিছুদিন আগেই তারা চাঁদের ‘স্ফয়ার অফ ইনফ্লুয়েন্স’ অর্থাৎ চাঁদের মায়া বৃত্তে ঢুকে পড়েছে। চাঁদ থেকে যার দূরত্ব ৬২ হাজার ৬৩০ কিলোমিটার। এই মায়াবৃত্তে ঢুকে পড়ার অর্থ হল চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির আওতায় আসা।

প্রোপালসান থেকে বিচ্ছিন্ন

চন্দ্রযান ৩-এর অরবিটার ১৫৩ কিমিx ১৬৩ কিমি অরবিটে এসে ইতিমধ্যেই প্রোপালসান থেকে আলাদা হয়েছে রোভার ও ল্যান্ডার। এবার রোভার সহ ল্যান্ডারটি ক্রমশ এগিয়ে যাবে চাঁদের পৃষ্ঠের দিকে। তারপর ধীরে ধীরে গতি কমিয়ে সফল ভাবে অবতরণ করার পর ল্যান্ডারটি এক জায়গায় স্থিত হবে ও রোভার ঘুরে ঘুরে চাঁদের বুকে অভিযান চালাবে।

Chandrayaan 3 Landing: সফ্ট ল্যান্ডিং ও হার্ড ল্যান্ডিং – পার্থক্য কি?

সফট ল্যান্ডিং বলতে এখানে বোঝানো হয়েছে ধীরে ধীরে গতি কমিয়ে আলতো ভাবে চাঁদের বুকে সফল অবতরণ করা। এক্ষেত্রে কোনো ভাবেই চন্দ্রপৃষ্ঠে জোরালো আঘাত করা যাবে না। যাতে কিছুতেই রোভার ও ল্যান্ডারের কোনরকম ক্ষতি না হয়। এই বিষযৎটিকেই এক কথায় সফট ল্যান্ডিং বলা হয়ে থাকে।

আর যদি ল্যান্ডারটি জোরালো ভাবে চাঁদের বুকে আছড়ে পড়ে (গতবার চন্দ্রযান ২ এর ক্ষেত্রে যা ঘটেছিল) তাকে বলা হবে হার্ড-র্ল্যান্ডিং, এমনটাই জানিয়েছে ইসরো।

আরও পড়ুন -> Chandrayaan 3: কিভাবে চাঁদে নামবে ভারতের মহাকাশযান? অবাক গোটা বিশ্ব

চন্দ্রযান ২ এর হার্ড ল্যান্ডিং

চন্দ্রযান ২ এর ক্ষেত্রে সফলভাবে অবতরণ হয়নি। কারণ সেটিরও সফ্ট ল্যান্ডিং করার কথা ছিল। কিন্তু প্রযুক্তি গত ত্রুটির কারণে সফ্ট ল্যান্ডিং এর বদলে চন্দ্র পৃষ্ঠের কিছুটা ওপর থেকে আছড়ে পড়েছিল চাঁদের মাটিতে। যার ফলে ক্ষতিগ্রস্থ হয় ল্যান্ডারটি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আরো সতর্ক ভাবে কাজ করেছেন ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম ও রোভার সফলভাবে অবতরণ করার জন্য একটুও ঝুঁকি নিচ্ছেন না ইসরোর বিজ্ঞানীরা। ল্যান্ডার অবতরণের আগে সেই স্থান ভালো ভাবে খতিয়ে দেখবেন বিজ্ঞানীরা। এই কাজ পৃথিবীতে বসেই করবে বিজ্ঞানীরা।

কেনো সফ্ট ল্যান্ডিং গুরুত্বপূর্ন

অবতরণের সময় যাতে সামান্যতম ক্ষতিও না হয় ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের, সে দিকে তীক্ষ্ণ ভাবে নজর রাখা হচ্ছে। কারণ এমন ঘটনা ঘটলে কোনভাবেই সাফল্য আসবে না চন্দ্রযান-৩ অভিযানের। তাতে পরিশ্রম ও অর্থ দুই ই বরবাদ হবে। সাথে সাফল্যের জন্য বাড়বে অপেক্ষা। আর সাফল্য এলে ভারতেই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অভিযান চালাবে এবং সব নমুনা সংগ্রহ করবে। ইতি মধ্যেই রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমসের পাঠানো লুনা ২৫ আছড়ে পড়েছে চাঁদের বুকে।

Chandrayaan 3 Landing Preparation: চন্দ্রযান ৩ ল্যান্ডিং এর প্রস্তুতি

চন্দ্রযান ২ এর অবতরণের ক্ষেত্রের তুলনায় এবারের চন্দ্রযান ৩ এর অবতরণের জায়গা চারগুণ বাড়ানো হয়েছে। সমস্ত রকমের ত্রুটি ও সমস্যার মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বিজ্ঞানীরা। সম্ভাব্য কি কি সমস্যা দেখা দিতে পারে এবং সেই সমস্যার মোকাবিলা কিভাবে করা যাবে সব কিছুর জন্যই প্রস্তুত রয়েছে ইসরো বিজ্ঞানীরা।


এই রূপ আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/chandrayaan-3-landing-news/feed/ 0 4241
Twitter Name Change: ‘টুইটার’ কে কেনো বিদায় জানালেন ইলন মাস্ক? https://bengalinews365.com/twitter-name-change-has-created-controversies/ https://bengalinews365.com/twitter-name-change-has-created-controversies/?noamp=mobile#respond Fri, 04 Aug 2023 15:39:51 +0000 https://bengalinews365.com/?p=4079 কয়েক মাস আগেই বেশ টানা পোড়েনের পর ইলন মাস্ক অধিগ্রহণ করেন ট্যুইটারকে। এটি সারা বিশ্বের কাছে অন্যতম একটি মাইক্রোব্লগিং প্লাটফর্ম। আর মাস্কের অধীনে যাওয়ার পর থেকেই তিনি ট্যুইটারে বেশ পরিবর্তন করেছেন। তৎকালীন সিইও কে ছাঁটাই থেকে ব্লুটিক সাবস্ক্রিপশন অনেক পরিবর্তন নিয়েই আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এত পর্যন্তও ঠিক ছিল, তবে এবার কি ট্যুইটার-এর নামও পরিবর্তন (Twitter Name Change) হয়ে গেলো?

ট্যুইটার-এর নাম পরিবর্তন (Twitter Name Change)

সম্প্রতি ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে তার মালিকানাধীন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির নতুন ব্র্যান্ড উন্মোচন করলেন। তিনি ঘোষণা করেন যে এবার থেকে ট্যুইটারের নতুন নাম হচ্ছে ”X”। ট্যুইটারে নতুন লোগো তৈরি করার জন্য নির্দিষ্ট টিম তৈরি করেছিলেন কর্তৃপক্ষ।

Twitter name change controversy / টুইটার-এর নাম পরিবর্তন নিয়ে তুমুল বিতর্ক
Twitter name change controversy / টুইটার-এর নাম পরিবর্তন নিয়ে তুমুল বিতর্ক

কি ধরনের ফিচারস যুক্ত হতে চলেছে?

“X” এবার থেকে হয়ে উঠবে চীনের উইচ্যাট (WeChat)-এর মত একটি সুপার অ্যাপ। শুধু তাই নয় “X” এ এবার এইআই প্রযুক্তিকেও কাজে লাগানো হবে বলে আশা করা যাচ্ছে। অডিও, ভিডিও এবং মেসেজ পরিষেবার পাশাপাশি একটি ইন্ট্রোডাকশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এছাড়া “X” এর নতুন ভার্সনে উইচ্যাট এর মত ব্যাঙ্কিং এবং পেমেন্ট পরিষেবাও পাওয়া যাবে।

নতুন নাম নিয়ে প্রতিক্রিয়া

ইয়াক্বারিনোর টুইট অনুসারে “X” এর দৃষ্টিভঙ্গি হল ধারণা পণ্য পরিষেবা এবং সুযোগগুলোকে একত্র করে একটি বিশ্ব বাজার তৈরি করা। কিন্তু এরই মধ্যে ট্যুইটারে নাম পরিবর্তন (Twitter Name Change) নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। অনেক ট্যুইটার ব্যবহারকারী নতুন করে রাখা এই নাম পরিবর্তন এর জন্য দাবি করছেন। আবার একাংশের মতে “X” এর নতুন নাম হওয়া উচিত ছিল “Xers”। কেউ কেউ তো এই নামটিই রাখার পরামর্শ দিয়ে ফেলেছেন, ইলন মাস্ককে। তাদের মতে এই নামটিই বেশি দৃষ্টি আকর্ষণ করবে। তবে ইলন মাস্ক জানিয়েছেন “X” অর্থাৎ কোনো নামহীন। তার মতে ” X” ব্যবহারকারীরা ব্যক্তি নামহীন হবে।

আরও পড়ুন -> Twitter vs Threads: টুইটারের নকল থ্রেডস? জুকারবার্গের বিরুদ্ধে আদালতে মাস্ক?

টুইটারের ভবিষ্যত “X”

এখন দেখার বিষয় এই যে নতুন এই “X” মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। “X” ও কি টুইটারের মতোই জনপ্রিয় হয়ে উঠতে পারবে? এছাড়াও প্রশ্ন রয়েছে পুরনো একাউন্ট গুলি নিয়ে। ট্যুইটারে যাদের ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে তাদের কিভাবে পরিষেবা দেওয়া হবে? এরকম অনেক প্রশ্নই গ্রাহকদের মনে উঁকি দিচ্ছে। সেই সাথে নানা রকম বিতর্ক সৃষ্টি হচ্ছে। তবে যে কোনো নতুন কিছুতেই বিতর্ক থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এখন দেখার বিষয় এতসব বিতর্কের পরেও কত তাড়াতাড়ি সাফল্য পেতে পারে এই নতুন অ্যাপ “X”।


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/twitter-name-change-has-created-controversies/feed/ 0 4079
Twitter vs Threads: টুইটারের নকল থ্রেডস? জুকারবার্গের বিরুদ্ধে আদালতে মাস্ক? https://bengalinews365.com/twitter-vs-threads-will-musk-sue-zuckerberg/ https://bengalinews365.com/twitter-vs-threads-will-musk-sue-zuckerberg/?noamp=mobile#respond Sat, 15 Jul 2023 17:46:51 +0000 https://bengalinews365.com/?p=3952 সাধারণ মানুষের সাথে সাথে বিশ্বের তাবড় তাবড় তারকা, খেলোয়াড় থেকে শুরু করে রাজনীতিবিদরা সবাই Twitter ব্যাবহার করেন। এদিকে টুইটারের মতই ‘Threads’ নামক আরেকটি অ্যাপ চালু করেছে জুকারবার্গের কোম্পানী মেটা। এই নিয়েই আপত্তি এলন মাস্কের।

Meta vs. Twitter

জুকারবার্গের সংস্থা মেটার (Meta) দুনিয়ায় মজে রয়েছে গোটা বিশ্ব। তাদের Facebook, Instagram এবং WhatsApp সারা বিশ্বে খুবই জনপ্রিয়। এদিকে এলন মাস্কের টুইটারও বহুল প্রচলিত এবং জনপ্রিয়। সম্প্রতি Threads নামের একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে মেটা। মনে করা হচ্ছে এই নতুন অ্যাপ জোরদার প্রতিযোগী হয়ে উঠবে টুইটারের।

কিভাবে ব্যাবহার করবেন Threads অ্যাপ?

ইনস্টাগ্রামের এক্সটেনশন হিসাবে লঞ্চ করা হয়েছে এই থ্রেডস অ্যাপটিকে। ভারত সহ আরো ১০০ টি দেশে এই নতুন থ্রেডস অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এই অ্যাপটি গুগল প্লে স্টোর (Google Play store) থেকে ডাউনলোড করা যাবে আর অ্যাপেল ফোনের ক্ষেত্রে অ্যাপেল অ্যাপ স্টোর (Apple Store) থেকে এটি ডাউনলোড করা যাবে। Thread ব্লু টিকের সুবিধা দিচ্ছে ইনস্টাগ্রাম এর ভেরিফাইড ইউজারদের সাইন আপের সময়। এই নতুন অ্যাপটি লঞ্চ করার দু’ঘণ্টার মধ্যেই প্রায় 2 লক্ষের বেশি ইউজাররা ব্যবহার করতে শুরু করেছেন।

Twitter vs. Threads - টুইটারকে টক্কর দিতে পারবে থ্রেডস?
Twitter vs. Threads – টুইটারকে টক্কর দিতে পারবে থ্রেডস?

থ্রেডস এর বৈশিষ্ট্য

  • থ্রেডস একটি টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ। অতএব ইনস্টাগ্রাম এর থেকে এটি অনেক অংশেই ভিন্ন।
  • ক্লোজ ফ্রেন্ড এর সুবিধা বা GIFS যোগ করতে পারবেন না থ্রেডস ব্যবহারকারীরা।
  • ৫০০ অক্ষর পর্যন্ত লেখা পোস্ট করা সম্ভব এই থ্রেডস এর মাধ্যমে। এতে ফটো, GIF, ৫ মিনিট পর্যন্ত ভিডিও অথবা লিংক দেওয়া যেতে পারে।
  • ব্যবহারকারীরা কোন প্রোফাইলকে ব্লক আনফলো অথবা রিপোর্ট করতে পারবেন থ্রি ডট মেনুতে ট্যাপ করে। ইনস্টাগ্রাম এর সাথে যুক্ত থাকায় সেখানে ব্লক করা অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে এই থ্রেডস অ্যাপেও ব্লক হয়ে যাবে।
  • এই থ্রেডস অ্যাপে কারা ব্যবহারকারীর পোস্টে রিয়াক্ট করতে পারবেন সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
  • সরাসরি মেসেজ পাঠানো বা স্টোরি দেওয়ার সুবিধাটি দেওয়া হয়নি থ্রেডসকে এখনো পর্যন্ত।

আরও পড়ুন -> WhatsApp Multi Device Login: একই হোয়াটসঅ্যাপ লগইন করুন একাধিক ফোন থেকে

শুরুতেই অভিযোগ

তবে এই নতুন Threads অ্যাপটি স্বতন্ত্র হলেও Twitter-এর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলি নকল করেই তৈরি করা হয়েছে এমনই দাবি করেছেন টুইটারের কর্তৃপক্ষ। এমনকি জুকারবার্গকেও আইনি চিঠি দেওয়া হয়েছে। টুইটার দাবি জানিয়েছেন তাদের প্রচুর কর্মীকে থ্রেডস এ চাকরি দিয়ে গোপন তথ্য এবং টুইটার-এর ফিচারস্ নকল করেছে মেটা। এই কর্মী নিয়োগের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন মেটার অ্যান্ডি স্টোন। এখন শুধু সময়ের অপেক্ষা, কিভাবে আগামীতে থ্রেডস সামাজিক মাধ্যমে তার প্রভাব বিস্তার করতে পারে সেটা দেখা।


এই রকম আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/twitter-vs-threads-will-musk-sue-zuckerberg/feed/ 0 3952
ChatGPT App: চ্যাটজিপিটি শিক্ষা ক্ষেত্রে সুফল নাকি কুফল? https://bengalinews365.com/chatgpt-good-or-bad-for-education/ https://bengalinews365.com/chatgpt-good-or-bad-for-education/?noamp=mobile#respond Fri, 07 Jul 2023 20:26:37 +0000 https://bengalinews365.com/?p=3848 ChatGPT নিয়ে নেতিবাচক কথা চলছে নেট দুনিয়ার অনেক জায়গাতেই। নেতিবাচক বিষয়ের মধ্যেও অনেক সময় লুকিয়ে থাকে বহু ইতিবাচক ইঙ্গিত। আমাদের উচিত সেগুলোকে খুঁজে বার করা। ঠিক তেমনভাবেই কি চ্যাটজিপিটির ইতিবাচক দিক গুলি কাজে লাগানো যায়? কিন্তু কিভাবে? সেটিই দেখার বিষয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) এই টুলটি শিক্ষাক্ষেত্রে খুব সহজেই কাজে লাগানো যায়। এই প্রযুক্তি থেকে লাভবান হবে শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরাও। কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করেছে সাম্প্রতিককালে।

AI এর প্রাসঙ্গিকতা ও গুরুত্ব

AI এর প্রাসঙ্গিকতা ও গুরুত্ব স্বীকার করেছেন আমাদের দেশের সরকারও। শিক্ষাদান এবং শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার সম্পর্কে একটি বিশেষ নীতি জারি করা হয়েছিল 2020 এর নতুন শিক্ষানীতিতে। ভাষার প্রতিবন্ধকতাকে দূরে রেখেই শিক্ষার পরিকল্পনা এবং ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে চ্যাটজিপিটির (ChatGPT) মতো এআই (AI)। ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম প্রস্তাবিত তথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (Artificial Intelligence) কাজে লাগানো যেতে পারে শিক্ষাগত বিভিন্ন প্রকার গবেষণা ক্ষেত্রে।

Education sector can benefit from AI like ChatGPT / শিক্ষাক্ষেত্রে চ্যাটজিপিটি-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তার থেকে উপকার পাওয়া যেতে পারে
Education sector can benefit from AI like ChatGPT / শিক্ষাক্ষেত্রে চ্যাটজিপিটি-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তার থেকে উপকার পাওয়া যেতে পারে

অনুভূতি বিশ্লেষণ ও প্রযুক্তিগত ভাবে ব্যবহার

এআই (AI) দ্বারা পরিচালিত চ্যাটবট (Chatbot) গুলি প্রযুক্তিগত ল্যান্ডস্কেপের অংশ হলেও মেশিন লার্নিং এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে বিশেষ কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। সেই দিক থেকে চ্যাটজিপিটি (ChatGPT) অনেক বেশি উন্নত। মানুষের অনুভূতি বিশ্লেষণ করে প্রযুক্তিগত ভাবে ব্যবহার করতে পারে OpenAI এর এই App। গুগলের বার্ড (Google Bard) এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। GTP4 এর সঙ্গে যুক্ত হয়েছে মাইক্রোসফট বিংকে। চ্যাট এবং প্রোডাক্ট তৈরীর পরিষেবা পাওয়া যাবে সার্চ ছাড়াও।

আরও পড়ুন -> AI Weird Behavior: এআই চ্যাটবট এর অদ্ভুত আচরণে স্তম্ভিত গোটা বিশ্ব

AI এর ব্যবহার

OpenAI এর চ্যাট জিপিটি (ChatGPT) চালানোর জন্য MicroSoft Azure প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। প্রচুর পরিমাণে ডেটা দেওয়া হয় কম্পিউটিং সিস্টেমকে মডেল প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এবং গ্রেডিং স্বয়ংক্রিয় করতে পারবে এই চ্যাট জিপিটি যার ফলে শিক্ষা-বিদরা অন্য কাজে মননিয়োগ করতে পারবেন। খসড়ার কাঠামো বিন্যাস ইমেল ইত্যাদি পরিকল্পনা করে শিক্ষার্থীদের বিশেষভাবে সহায়তা করবে এটি। গবেষণার কাজে প্রাসঙ্গিক উৎস গুলি সঙ্গে সংযোগ স্থাপন করতে সমর্থ চ্যাট জিপিটি।


চ্যাট জিপিটি / ChatGPT সম্বন্ধে আরো জানতে পড়ুন -> en.wikipedia.org/wiki/ChatGPT

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/chatgpt-good-or-bad-for-education/feed/ 0 3848
Increase Phone Speed: ফোনের স্পিড স্লো? বাড়িয়ে নিন এইভাবে https://bengalinews365.com/how-to-increase-phone-speed/ https://bengalinews365.com/how-to-increase-phone-speed/?noamp=mobile#respond Mon, 03 Jul 2023 21:12:16 +0000 https://bengalinews365.com/?p=3806 Ways to increase phone speed: ফোন ধীরগতিতে চললে বিরক্ত লাগাটাই স্বাভাবিক। এই প্রতিবেদনে আলোচনা করা হলো কিভাবে আপনার প্রিয় ফোনটির স্পীড আবার বাড়িয়ে নিতে পারবেন।

ফোন ছাড়া চলে না…

বর্তমানে মানুষ এক বেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু মোবাইল বা ফোন ছাড়া একটা মুহূর্ত চলতে পারে না। ফোন যেন ধীরে ধীরে মানুষের নিত্য দিনের পরম বন্ধু হয়ে উঠছে। একটা মানুষ অপর মানুষকে যতটা না সময় দেয়, তার থেকে অনেক বেশি সময় তার ফোনকে দিয়ে থাকে।

তবে সকলেই যে বিনোদনের জন্য বা সময় কাটানোর জন্য ফোন ব্যবহার করে থাকে, তা নয়। অনেকেই আছে যে ফোনের মাধ্যমে তার ব্যবসা বা কর্মক্ষেত্রের কাজ সারে। তবে কর্মব্যস্ততার মধ্যে যদি বারবার ফোনটি হ্যাঙ্গ করে অথবা ফোনে স্পেস কমে যায়, তাহলে কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই মানুষ বারবার মেমোরিতে থাকা ফটো বা ভিডিও ডিলিট করতে থাকে অথবা কিভাবে ফোনের স্পিড বাড়াবে (How to increase phone speed) তা নিয়ে রিসার্চ চালাতে থাকে।

ফোনে স্পেস কমে গেলে সব থেকে যে অসুবিধাটি দেখা যায় তা হল – ফোনটি ধীর গতিতে কাজ করা শুরু করে। ফোন যদি ধীর গতিতে কাজ করে তবে ব্যবহারকারীর সমস্ত কাজই যেন থেমে যায়। তাই ব্যবহারকারীকে সর্বদাই ফোনটিকে পর্যাপ্ত গতিতে রাখতে হবে তার জন্য যে সর্বদা মেমোরি থেকে সবকিছু ডিলিট করতে হবে, তেমন নয়। বেশ কিছু সহজ উপায় মেনে চললে আপনার ফোনের স্পিড বাড়ানো যাবে (Increase phone speed)।

Ways to increase phone speed? / ফোনের গতি বাড়ানোর উপায়
Ways to increase phone speed? / ফোনের গতি বাড়ানোর উপায়

How to increase phone speed / ফোনে স্পিড বাড়ানোর উপায় গুলি:

অব্যব্যবহার্য অ্যাপ দূরীকরণ (Remove Bloatware Apps)

ভালো করে খেয়াল করে দেখবেন আমরা হুজুগেল মাথায় নানা রকমের অ্যাপ নামিয়ে থাকি। অবশেষে ব্যবহার করি দু-চারটি মাত্র l ওই অব্যবহার্য অ্যাপগুলি দীর্ঘদিন থাকতে থাকতে কেবলই ফোনের জায়গা নষ্ট ছাড়া আর কিছুই করেনা। এছাড়া বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে ফোনে ভাইরাস ঢুকতে পারে। তাই আপনার ফোনে যদি অব্যবহার্য App থেকে থাকে, তবে তা সঙ্গে সঙ্গে ডিলিট করুন। আর মনে রাখবেন জরুরি দরকার ছাড়া বা সঠিক যাচাই ছাড়া কোন অ্যাপ ফোনে ইন্সটল করা উচিৎ নয়।

লাইভ ওয়ালপেপার বন্ধ (Stop Live Wallpapers)

নতুন ফোন কেনার সাথে সাথে আমাদের বেশ কিছু উত্তেজনা কাজ করে নিজেদের মধ্যে। ফোনটিকে কত সুন্দর ভাবে দেখানো যেতে পারে সেই চেষ্টাই করা হয়। তাই আমরা বেশিরভাগই লাইভ ওয়ালপেপার ব্যবহার করে থাকি। ফোন অন করার সাথে সাথেই এই লাইভ ওয়ালপেপার গুলি চালু হয়ে যায় এবং এগুলো নিজে থেকেই একের পর এক পরিবর্তিত হতে থাকে। যদিও তা দেখতে যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু এই লাইভ ওয়ালপেপার কখনোই ফোনের পক্ষে ভালো নয়। এই ওয়ালপেপারগুলি ফোনের গতি কমিয়ে দেয়। তাই প্রথমেই আপনাকে লাইভ ওয়ালপেপার বন্ধ করতে হবে।

ক্যাশে ও কুকি পরিষ্কার রাখা (Clear Cache and Cookies)

যদি ভাবেন যে কিভাবে ফোনের স্পিড বাড়ানো যাবে (How to increase phone speed), তাহলে এই ব্যাপারটি খুবই গুরুত্ত্বপূর্ণ। আমরা যে বাড়িতে বসবাস করি, সেই বাড়ির প্রতিটি ঘর আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। এর ফলে প্রতিদিন আমরা ঘরকে ধুলো বা দূষণ মুক্ত রাখার জন্য পরিষ্কার করি। ঠিক তেমনি আমাদের ফোনকে ভালো রাখতে বা ফোনের গতিবেগকে ঠিক রাখতে আমাদের ফোনটাকেও পরিষ্কার করতে হবে। না এই পরিষ্কার মানে জলে ধুঁয়ে সাবান-সোডা দিয়ে পরিষ্কার নয়। এই পরিষ্কার হলো আমরা যখন ফোনে কোন কাজ করি বা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তখন বেশ কিছু ক্যাশে (Cache) ও কুকি (Cookies) জমা হয়ে থাকে। আমাদের প্রতিনিয়ত এই ক্যাশে ও কুকি পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন -> WiFi Speed: ওয়াইফাই স্লো চলছে? জানুন স্পিড বাড়ানোর উপায়

অ্যাপ্লিকেশন আপডেট (Apps Update)

কাজের দরুন আমরা বেশ কিছু Apps install করে নিলাম আর তারপরে সেগুলো দীর্ঘদিন শুধুমাত্র ব্যবহার করে গেলাম, তা কিন্তু মোটেই ঠিক নয়। আমাদের নিজেদের শরীরের প্রতি যেমন যত্ন নিতে হয়, তেমনি এই সমস্ত অ্যাপ্লিকেশনের প্রতিও আমাদের যত্ন নিতে হবে। তাই সময় মত অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করা আবশ্যক। আপডেট না করা হলে কিন্তু ফোন ভালো পারফর্মেন্স দেবে না।

সময়মত ফোন আপডেট (Software Update)

সর্বোপরি আমাদের ফোন কিন্তু আপডেট রাখতে হবে। বেশ কিছুদিন হয়ে গেলে ফোনেই নোটিফিকেশন আসবে যে আপনার ফোন আপডেট করা দরকার। এই নোটিফিকেশনটি যদি আপনি এড়িয়ে যান, তবে কিন্তু আপনার ফোনেরই ক্ষতি। সময়ের সাথে সাথে ফোন আপডেট করলে ফোনটি ভালো স্পিডে আপনাকে কাজ দেবে।

তবে আর ভাবনা নেই যে ফোনের স্পিড কিভাবে বাড়াবেন (Increase phone speed)। এই কটি জিনিস মাথায় রাখলে আপনার ফোন একদম নতুনের মতোই কাজ দেবে বছর বছর।


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/how-to-increase-phone-speed/feed/ 0 3806
Sweaty Robot: গরমে ঘামবে এই রোবট, বিজ্ঞানের অদ্ভুত আবিষ্কার https://bengalinews365.com/sweaty-robot-andi-is-a-marvelous-invention/ https://bengalinews365.com/sweaty-robot-andi-is-a-marvelous-invention/?noamp=mobile#respond Fri, 23 Jun 2023 16:54:30 +0000 https://bengalinews365.com/?p=3696 Sweaty Robot বা ঘর্মাক্ত রোবট, তাও কি সম্ভব?

বিজ্ঞান আমাদের আশীর্বাদ না অভিশাপ এই নিয়ে যুক্তি তর্ক বহুদিনের। কিন্তু একথা অনস্বীকার্য যে বিজ্ঞানের বহু আবিষ্কারের আমাদের জীবনযাত্রা হয়েছে সহজ। মানুষের যথাযথ সাহায্যকারী হিসেবে বিজ্ঞানীরা বিভিন্ন রকম রোবট বানিয়ে চলেছেন। পুলিশকে সহায়তা করতে, ঘরের বিভিন্ন কাজে দেখেছি আমরা রোবটের ব্যবহার। যুগান্তকারী আবিষ্কার এই রোবট যা হাঁটাচলা করতে পারে এমনকি নিশ্বাসও নিতে পারে। শুধু তাই নয়, গরমে ঘামে আবার শীতে কাঁপে ও এই রোবট। আজ এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।

ঘর্মাক্ত রোবট (Sweaty Robot)

রোবটিক্সের জগতে বড় আলোড়ন ফেলে বিজ্ঞানীরা বানিয়েছেন এমন এক রোবট যেটি নিশ্বাস নিতে সক্ষম, গরমে ঘামে শীতে কাঁপে আবার হাঁটতেও পারে। অত্যাধুনিক এই রোবটটির নাম ANDI। আরিজোনা স্টেট ইউনিভার্সিটি সাহায্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা থারমেট্রিক্স তৈরি করেছে এই রোবটটি। এটিকে ঘর্মাক্ত রোবট বা Sweaty Robot বলা যায়।

Sweaty Robot ANDI - বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার
Sweaty Robot ANDI – বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার

ANDI এক অনন্য সাধারণ রোবট

আরিজোনা স্টেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর কনরাড রিক্যাজউইস্কি জানিয়েছেন ANDI হাঁটে চলে, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে, শীতে কাঁপে আবার গরমে ঘামেও। ANDI কে থার্মাল ম্যানিকুইনও বলা হয়। এ ধরনের রোবট তৈরির পিছনে কার্যকারণ বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে মানবদেহের মাত্রাতিরিক্ত তাপমাত্রা এবং তাপের প্রভাব পর্যবেক্ষণ করার জন্যই এহেন ও রোবটকে ডেভেলপ করা হয়েছে। মানবদেহের অনুরূপ এই রোবটটির শরীরে ৩৫ টি লোমকূপ সহযোগে তল তৈরি করা হয়েছে। যেগুলি স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত হয়। মানুষের মতোই ANDI বিভিন্ন তাপমাত্রায় শরীরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।

পড়ুন -> AI Weird Behavior: এআই চ্যাটবট এর অদ্ভুত আচরণে স্তম্ভিত গোটা বিশ্ব

Sweaty Robot ANDI-এর কাজ কি?

প্রফেসর তার বিবৃতিতে আরো জানিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতি তৈরি করে তারা দেখতে চান কিভাবে রোবটটি কোর টেম্পারেচার বাড়াতে পারে। গবেষকরা মত প্রকাশ করেছেন তাপমাত্রায় মানবদেহে কি পরিমান প্রভাব ফেলে এবং সমস্যা সৃষ্টি হওয়ার পর সমাধান জনিত কারণ খোঁজার জন্যই সৃষ্টি করা হয়েছে অ্যান্ডিকে। অতিরিক্ত তাপমাত্রায় মানুষের উপর কি প্রভাব ফেলে এই নিয়ে রিসার্চ মূলত এই প্রথম হচ্ছে বলেই অনুমান করা হচ্ছে।

রোবটিক্স এর জগতে ANDI গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হিসাবে বলতে গিয়ে যে তথ্য দিয়েছেন স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর জেনি ভানোস তাতে গবেষণার জগতে ANDI র গুরুত্বপূর্ণতা বোঝা যায়। তার মতে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের মৃত্যু হয় কিন্তু এর কারণ হিসাবে বিশেষ কোন তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না কারণ অতিরিক্ত তাপমাত্রায় পরীক্ষার জন্য কোন মানুষকে দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়। সে কারণে ANDI কে ডেভেলপ করা হয়েছে পরীক্ষার জন্য। এছাড়াও বয়সের ভিত্তিতে তাপমাত্রার প্রভাব কিভাবে শরীরে পড়ে সেই নিয়ে গবেষণা ও চলবে ANDI র উপরে।

ভারতীয় যোগ

এসবের মধ্যে একটি গর্বের বিষয় হল ANDI র মুখ্য অপারেটর হলেন একজন ভারতীয় তার নাম অঙ্কিত যোশী। তিনি তার এক বিবৃতিতে জানিয়েছেন এমডি শরীরের বিভিন্ন রকম বডি মাস ইনডেক্স এজ গ্রুপ এবং বিভিন্ন মেডিকেল কন্ডিশন এর উপর ভিত্তি করে বিভিন্ন মডেলের ইনপুট করা যেতে পারে। এর থেকে বুঝতে সুবিধা হবে কারো শরীরে ডায়াবেটিস বা এই ধরনের কোন সমস্যা থাকলে তাদের শরীরে তাপমাত্রা কিভাবে প্রভাব ফেলে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে আগামীতে চিকিৎসা ক্ষেত্রে বিরাট এক প্রাঙ্গণ খুলে দেবে এই সকল গবেষণা।


পড়ুন -> ISRO RLV: পুনঃব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণে বিরাট সাফল্য ভারতের

Sweaty Robot ANDI সম্পর্কে আরো জানতে চাইলে দেখতে পারেন এই ভিডিওটি

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bengalinews365.com/sweaty-robot-andi-is-a-marvelous-invention/feed/ 0 3696