Privacy: ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে স্মার্টফোনের এইসব অ্যাপ গুলি, আপনার ফোনে নেই তো ?

Privacy: ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে স্মার্টফোনের এইসব অ্যাপ গুলি, আপনার ফোনে নেই তো ?

বর্তমানে স্মার্টফোন জীবনে চলার পথের একটি অতি প্রয়োজনীয় ও অবিচ্ছেদ্য গ্যাজেট। তবে প্রতিটি জিনিসেরই ভালো এবং খারাপ দুটি দিকে বর্তমান। স্মার্টফোনের মধ্যে আমাদের বিশেষ মুহূর্তের ফটো ও ভিডিও যেমন থাকে, তার পাশাপাশি বিভিন্ন ধরণের অফিসিয়াল ও ব্যক্তিগত ডকুমেন্টস, ফাইল, নেট ব্যাঙ্কিং, টাকা পয়সা ডিপোজিট, লেন-দেন, ক্রেডিট বা ডেবিট কার্ড সহ নানা ধরণের তথ্য থাকে। কিন্তু সমস্যা তখন হয়, যখন সেইসব ফটো, ভিডিও বা ফাইল সুরক্ষিত থাকে না ও তথ্যের গোপনীয়তা (Privacy) বজায় থাকে না।

ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষতিকারক অ্যাপ গুলি - Malicious apps are hampering your privacy
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষতিকারক অ্যাপ গুলি – Malicious apps are hampering your privacy

স্মার্টফোনের নেতিবাচক প্রভাব

অতিরিক্ত স্মার্টফোনের ব্যবহার যেমন শরীর এবং মনের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলে ঠিক তেমনি স্মার্টফোনের ব্যবহারিত প্রচুর অ্যাপ্লিকেশন বা অ্যাপ আছে যা আমাদের ব্যক্তিগত জীবনেও নানান সমস্যা সৃষ্টি করতে পারে।

অ্যাপ্লিকেশন ইউজার পারমিশন

বেশিরভাগ স্মার্টফোনে বিশ্ব জুড়ে মূলত দুই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার হয়ে থাকে। এদের মধ্যে একটি হলো অ্যান্ড্রয়েড (Android) এবং অপরটি হল আইওএস (iOS)। এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে নানা অ্যাপ্লিকেশনগুলো চালনা করে আমরা স্মার্টফোন ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কি জানি, যে কোনো অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ইন্সটল করার সময় অথবা প্রথমবার চালু করার সময় অ্যাপ গুলি আমাদের কাছ থেকে নানান ধরণের পারমিশন নিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সেগুলি না পড়েই অ্যাপ গুলিকে সেই পারমিশন দিয়ে দেন এবং পরবর্তীতে এর থেকেই তৈরি হয় নানা-বিপত্তি ও অনেক ক্ষেত্রেই তথ্যের গোপনীয়তায় (Privacy) বিঘ্ন ঘটে।

ব্যক্তিগত তথ্য চুরি (Personal data theft, a privacy nightmare)

স্মার্টফোনে ইনস্টল হওয়া অনেক অ্যাপ্লিকেশনই ফোন থেকে ইউজারের অজান্তেই ফোনবুক ফোন কল নোটস লোকেশন মেসেজ ফটো ভিডিও ইত্যাদির মত আরো মহামূল্যবান তথ্য সংগ্রহ করতে থাকে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি তাদের সংগ্রহীত তথ্য নিয়ে জালিয়াতির মত ঘটনা ঘটিয়ে থাকে। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে অ্যাপ গুলি ইউজারের অগোচরে তাদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি টাকা পয়সা বা ব্যাংক সংক্রান্ত ডিটেলস ও চুরি করে ইউজারকে আর্থিক ক্ষতির সম্মুখীন করেছে।

গিজচায়না (Gizchina) এর খবর

সেক্ষেত্রে সম্প্রতি চাইনিজ স্মার্টফোন সংক্রান্ত খবরের জন্য বিখ্যাত ওয়েবসাইট গিজচায়না (Gizchina) এর একটি খবরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তারা ২০০ টির বেশি এমন ক্ষতিকারক অ্যাপের নাম উল্লেখ করেছে যারা স্মার্টফোন ইউজারের ব্যক্তিগত তথ্য চুরি করে ও তথ্যের গোপনীয়তা (Privacy) নষ্ট করে ইউজারকে ক্ষতির সম্মুখীন করছে। নিচে অ্যালফাবেটিক্যালি ওই এপ্লিকেশনগুলির নাম দেওয়া হল এদের মধ্যে কোন অ্যাপ যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে সেটি ব্যবহার করার আগে অবশ্যই দুবার ভাববেন।

Android, iOS উভয়ের জন্যই বিপজ্জনক

ল্যাপটপ ম্যাগ (Laptop Mag)-এর একটি রিপোর্টের ভিত্তিতে গিজচিনা জানিয়েছে যে, শুধু অ্যান্ড্রয়েড নয় তার পাশাপাশি আইওএস ব্যবহারকারী রাও এই সমস্ত ভুয়ো অ্যাপ্লিকেশনের দ্বারা প্রতারিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। থাইল্যান্ডের ডিজিটাল ইকোনমি অ্যান্ড সোসাইটি মিনিস্ট্রি (DES) এবং ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (NCSC) এরকম ২০৩টি অ্যাপের সন্ধান পেয়েছে, যারা ইউজারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি এবং স্মার্টফোনের রিমোট কন্ট্রোলের মত তিনটি জালিয়াতি মূলক কাজ করতে পারে।

ব্রিটেন ভিত্তিক সংস্থা ডিইএস (DES) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ধরনের ইউজারকেই এই অ্যাপ্লিকেশনগুলি সম্পর্কে সতর্ক করেছে। তারা আরো বলেছে, এই সব ভুয়ো অ্যাপগুলি ইউজারদের তথ্যের গোপনীয়তার (Privacy) জন্য অতি বিপজ্জনক এবং তারা আশা করছে যে গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে শীঘ্রই এগুলিকে সরিয়ে ফেলার জন্য সচেষ্ট হবে।

এই অ্যাপগুলি থেকে সাবধানে থাকুন

আপনার ফোন সুরক্ষিত ও তথ্যের গোপনীয়তা (Privacy) বজায় রাখতে এই অ্যাপগুলি থেকে সাবধানে থাকুন :

১) 4K Pro Camera
২) 4K Wallpapers Auto Changer
৩) Advanced SMS
৪) Aipic – Magic Photo Editor
৫) All Good PDF Scanner
৬) All Language Translate
৭) All Photo Translator
৮) Art Filters
৯) Astro + Horoscope & Astrology
১০) Astroline: The Daily Horoscope
১১) Auto Sticker Maker Studio
১২) Avatar Maker Character Creator
১৩) Baby Sticker- Track Milestones
১৪) Bass Booster Volume Power Amp
১৫) Battery Charging Animations Battery Wallpaper
১৬) Battery Charging Animations Bubble -Effects
১৭) Beat.ly Music Video Maker
১৮) Beat maker pro
১৯) Beauty Filter
২০) Blood Pressure Checker
২১) Blood Pressure Diary
২২) Blue Scanner
২৩) Blur Image
২৪) Caller Theme
২৫) CallMe Phone Themes
২৬) Call Skins
২৭) Camera Translator
২৮) Care Message
২৯) Cashe Cleaner
৩০) Chat Online
৩১) Chat SMS
৩২) Chat Text SMS
৩৩) Classic Emoji Keyboard
৩৪) Classic Game Messenger
৩৫) Coco camera v1.1
৩৬) Come Messages
৩৭) Contact Background
৩৮) Cool Keyboard
৩৯) Cool Messages
৪০) Creative 3D Launcher
৪১) Creative Emoji Keyboard
৪২) Custom Themed Keyboard
৪৩) Cut Paste
৪৪) Dazz Cam- D3D Photo Effect
৪৫) Dazzle – Insta stories editor
৪৬) Dazzling Keyboard
৪৭) Design Maker
৪৮) Desire Translate
৪৯) Direct Messenger
৫০) Dizzi
৫১) DJ it!
৫২) Drink Water
৫৩) Drums: Play Beats & Drum Games
৫৪) Easy PDF Scanner
৫৫) Edjing Mix
৫৬) Edjing Pro
৫৭) EmojiOne Keyboard
৫৮) Emoji Theme Keyboard
৫৯) Equalizer+ HD music player
৬০) Equalizer Fx: Bass Booster App
৬১) Facelab
৬২) FaceMe
৬৩) Facetory: Face Yoga & Exercise
৬৪) Fancy Charging
৬৫) Fancy SMS
৬৬) Flashlight Flash Alert On Call
৬৭) FLMX
৬৮) Fonts Emoji Keyboard
৬৯) Frame
৭০) Frames
৭১) Freeglow Camera 1.0.0
৭২) Funny Caller
৭৩) Funny Camera
৭৪) Funny Emoji Message
৭৫) Funny Keyboard
৭৬) Funny Wallpapers – Live Scree
৭৭) Gif Emoji Keyboard
৭৮) Girl Games: Unicorn Slime
৭৯) Guitar Play – Games & Songs
৮০) Guitar – real games & lessons
৮১) Guitar Tuner – Ukulele & Bass
৮২) Halloween Coloring
৮৩) Handset – Second Phone Number
৮৪) Heart Emoji Stickers
৮৫) Highlight Story Cover Maker!
৮৬) Hi Text SMS
৮৭) Horoscope 2019 and Palm Reader
৮৮) Hub – Story Templates Maker
৮৯) Hummingbird PDF Converter – Photo to PDF
৯০) Hyper Cleaner: Clean Phone
৯১) iCons – Icon Changer App +
৯২) iMessager
৯৩) Impresso
৯৪) Instant Messenger
৯৫) iWidget Pro
৯৬) Jambl: DJ Band & Beat Maker
৯৭) Jigsaw Puzzle
৯৮) Karaoke Songs
৯৯) Life Palmistry
১০০) Light Messages
১০১) Live Wallpaper Maker: 4K Theme
১০২) Loop Maker Pro
১০৩) Lucky Life
১০৪) MagicFX – Magic Video Effects
১০৫) Magic Photo Editor
১০৬) Memoristo: Brain Test, IQ Game
১০৭) Memory Silent Camera
১০৮) Menu Maker!
১০৯) Meticulous Scanner
১১০) Metronome Pro – Beat & Tempo
১১১) Metronome – Tap Tempo & Rhythm
১১২) Mini PDF Scanner
১১৩) Mint Leaf Message-Your Private Message
১১৪) Mood Balance: Self Care Tracker
১১৫) Music Zen – Relaxing Sounds
১১৬) MyCall – Call Personalization
১১৭) Nebula: Horoscope & Astrology
১১৮) Neon Theme Keyboar
১১৯) NewScrean: 4D Wallpapers
১২০) Notes – reminders and lists
১২১) Now QRcode Scan
১২২) One Sentence Translator – Multifunctional
১২৩) Translator,l
১২৪) Painting Photo Editor
১২৫) Paper Doc Scanner
১২৬) Part Message
১২৭) Password Manager
১২৮) Path – Horoscope & Astrology
১২৯) PDF Scanner: Document Scan
১৩০) Personal Message
১৩১) Photo Collage
১৩২) Photo Editor & Background Eraser
১৩৩) Photo Editor – Filters Effects
১৩৪) Photo & Exif Editor
১৩৫) Photo Filters & Effects
১৩৬) Photoly Remove Object & Editor
১৩৭) Photo To Sketch
১৩৮) Piano Crush
১৩৯) Piano
১৪০) Pista
১৪১) Pixomatic
১৪২) Poco Launcher
১৪৩) Premium SMS
১৪৪) Presets for Lightroom
১৪৫) Private Game Messages
১৪৬) Private Messenger
১৪৭) Private SMS
১৪৮) Professional Messenger
১৪৯) Quick Talk Message
১৫০) Razer Keyboard & Theme
১৫১) THE LIST STILL GOES ON
১৫২) RECOLLECT
১৫৩) Retouch & Cutout
১৫৪) Rich Theme Message
১৫৫) Ringtones HD
১৫৬) ScanGuru
১৫৭) Scanner App
১৫৮) Send SMS
১৫৯) Simple Note Scanner
১৬০) SlidePic
১৬১) Slimy
১৬২) Smart Messages
১৬৩) Smart SMS Messages
১৬৪) Smart TV remote
১৬৫) Smile Emoji
১৬৬) Social Message
১৬৭) SpeedPro Slow speed video edit
১৬৮) Stickerfy: Sticker Maker
১৬৯) Sticker Maker
১৭০) Stickers & GIF
১৭১) Stock Wallpapers & Backgrounds
১৭২) Style Message
১৭৩) Style Photo Collage
১৭৪) Super Hero-Effect
১৭৫) Sweet Pics – Baby Photo Edito
১৭৬) Talent Photo Editor – Blur focus
১৭৭) Tangram App Lock
১৭৮) TeasEar: ASMR Slime Antistress
১৭৯) Text Emoji SMS
১৮০) Text SMS
১৮১) Themes Chat Messenger
১৮২) Themes Photo Keyboard
১৮৩) Timestamp Camera
১৮৪) ToonApp Cartoon Photo Editor
১৮৫) Translate Camera – Speak On
১৮৬) Translator Guru: Voice & Text
১৮৭) UltraFX – Effect Video Maker
১৮৮) Unicc QR Scanner
১৮৯) Unique Keyboard
১৯০) Universal PDF Scanner
১৯১) Vanilla Snap Camera
১৯২) Video Puzzles – Magic Puzzle
১৯৩) Ringtones HD ∙ Ringtone Maker
১৯৪) VOCHI Video Effects Editor
১৯৫) Volume Booster Hearing Aid
১৯৬) Volume Booster Louder Sound Equalizer
১৯৭) Water Reminder
১৯৮) WeDrum: Drums, Real Drum Games
১৯৯) Widget PLUS+ – Photo & Weather
২০০) Wow Beauty Camera
২০১) Wow Translator
২০২) Yoga- For Beginner to Advanced
২০৩) YouToon – AI Cartoon Effect


গিজচায়না (Gizchina) এর সেই প্রতিবেদনটি চাইলে পড়তে পারেন -> https://www.gizchina.com/2023/01/26/protect…

এই ধরনের আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *