Ration card: বিনামূল্যে ঘরে বসেই অনলাইনে করে ফেলুন APL রেশন কার্ড থেকে BPL রেশন কার্ড

Ration card: বিনামূল্যে ঘরে বসেই অনলাইনে করে ফেলুন APL রেশন কার্ড থেকে BPL রেশন কার্ড

APL রেশন কার্ড (Ration card) কে খুব সহজেই BPL রেশন কার্ডে রুপান্তর করা যাচ্ছে ঘরে বসে। এর নিয়ম খুবই সহজ। যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে ঘরে বসেই নিজের এপিএল রেশন কার্ড কে বিপিএল রেশন কার্ডে রূপান্তর করতে পারবেন মোবাইলের মাধ্যমে। চট করে জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

How to Convert APL Ration Card to BPL - কীভাবে রেশন কার্ডকে এপিএল থেকে বিপিএল-এ রূপান্তর করবেন
How to Convert APL Ration Card to BPL – কীভাবে রেশন কার্ডকে এপিএল থেকে বিপিএল-এ রূপান্তর করবেন

রেশন কার্ড-এর প্রকারভেদ (Types of ration cards)

ভারতে যখন করোনার পরিস্থিতি প্রখর ছিল, সরকার মানুষের কথা চিন্তা করে কয়েকটি কার্ডের প্রকারভেদ করে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য যে পাঁচটি রেশন কার্ড আছে তা হল-অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY), পি এইচ এইচ কার্ড (PHH), এস পি এইচ এইচ কার্ড (SPHH), রাজ্য সুরক্ষা যোজনা ১ কার্ড (RKSY I), রাজ্য সুরক্ষা যোজনা ২ কার্ড (RKSY II)। বিনামূল্যে যাতে খাদ্য সংগ্রহ করতে পারে তার জন্যই সরকারের এই বিশিষ্ট উদ্যোগ। কিন্তু এখন এক নতুন পদ্ধতি বের হয়েছে, খুব সহজেই ঘরে বসে মোবাইলের মাধ্যমে এপিএল রেশন কার্ডকে বিপিএল রেশন কার্ডে পরিবর্তন করা যাচ্ছে।

পাঁচটি রেশন কার্ড-এ ভিন্ন ভিন্ন সুবিধা (Benefits of all ration cards)

ভারতে বর্তমানে যে পাঁচটি আলাদা আলাদা রেশন কার্ড (Ration card) প্রচলিত আছে তাতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরা বিভিন্ন রকম আলাদা আলাদা সুবিধা পেয়ে থাকেন। অর্থাৎ, অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (AAY), পি এইচ এইচ কার্ড (PHH), এস পি এইচ এইচ কার্ড (SPHH), রাজ্য সুরক্ষা যোজনা ১ কার্ড (RKSY I), রাজ্য সুরক্ষা যোজনা ২ কার্ড (RKSY II) এর মাধ্যমে মানুষ আলাদা আলাদা খাদ্য এর দিক থেকে সুবিধা পেয়ে থাকেন।

রেশন কার্ড (Ration card) – এর প্রকারভেদ প্রাপ্ত সুবিধা

RKSY-I, RKSY-I যাদের কাছে এই কার্ড আছে তাদের নির্দিষ্ট পরিমাণ চাল ও গম এছাড়া অন্যান্য খাদ্য সামগ্রী পেতে টাকা দিতে হয়। AAY, PHH, SPH এই কার্ডের উপভোক্তাদের স্বল্পমূল্যে চাল গম এবং অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়।

কিভাবে করবেন APL রেশন কার্ড থেকে BPL রেশন কার্ড (How to Convert APL Ration Card to BPL)

তবে সাধারণ মানুষের জন্য রয়েছে সুখবর। যেকোনো ব্যক্তি এই কার্ডগুলোর জন্য আবেদন করতে পারেন, এছাড়া ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই এপিএল রেশন কার্ড (APL Ration card) কে রূপান্তর করে নিতে পারেন বিপিএল রেশন কার্ডে (BPL Ration card)। নিম্নে ধাপে ধাপে পদ্ধতিগুলি আলোচনা করা হলো :

রেশন কার্ড (Ration card) এর এই রূপান্তরটি করার জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে।
১. প্রথমে এপিএল রেশন কার্ডকে বিপিএল রেশন কার্ডে রূপান্তর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো -> https://food.wb.gov.in/
২. অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পর নিচের দিকে যান।
৩. তারপর হোমপেজের নিচে “রেশন কার্ড” অপশন খুজে পেলে সেখানে ক্লিক করুন।
৪. এরপর আপনাকে ক্লিক করতে হবে “Apply for Change of Ration Category” BPL Ration Card” এ।
৫. আপনার সামনে যে পেজটি খোলা আছে তাতে বৈধ রেজিষ্টার করা মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে।
৬. বৈধ রেজিস্টার যুক্ত মোবাইল নাম্বারটি টাইপ করার পরে সেই মোবাইল নাম্বারে “ওটিপি” আসবে।
৭. ওটিপিটি টাইপ করার পর আপনাকে”Proceed” অপশনে ক্লিক করতে হবে।
৮. Proceed এই অপশনে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে সামনে আসা নতুন পেজের নিচের দিকে থাকা “Apply Now” অপশনে।
৯. এরপরে নতুন পেজটিতে থাকা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে
১০. তারপর ”Next” অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।
১১. তারপর আপনি আপনার পরিবারের যে সকল সদস্যের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চান তাদের নাম নথিভূক্ত করতে হবে।
১২. প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে
১৩. এপিএল রেশন কার্ডকে বিপিএল রেশন কার্ডের রূপান্তর করার জন্য “Terms and condition”  –অপশনে ক্লিক করে তারপর “Proceed”অপশনে ক্লিক করতে হবে।
১৪. তারপর আপনাকে পেজের নিচে থাকা”Send OTP” অপশনে ক্লিক করতে হবে।
১৫. এই পদ্ধতির সর্বশেষ পদক্ষেপ হলো রেজিস্টার করা মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে, তা সঠিকভাবে লিখে ”Submit OTP “অপশনে ক্লিক করতে হবে। ফলে ফর্মটি সাবমিট হয়ে যাবে।

এরপর যদি আপনি বিবেচিত হন কিছুদিনের মধ্যেই আপনার মোবাইলে মেসেজ আসবে। আপনার বাড়িতে নতুন তালিকাভুক্ত BPL রেশন কার্ড চলে আসবে।


এই রকম বিস্তারিত খবর জানতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *