Math Teaser: সমাধান করে ফেলুন 35÷5+4×8-6= কত হবে? পারলেই আপনি জিনিয়াস!

Math Teaser: সমাধান করে ফেলুন 35÷5+4×8-6= কত হবে? পারলেই আপনি জিনিয়াস!

Math Teaser To Test Your IQ: গাণিতিক ধাঁধাগুলি মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং মস্তিষ্ককে আরো সতেজ করার একটি দুর্দান্ত অনুশীলনের উপায় বলে মনে করা হয়। এছাড়াও গাণিতিক ধাঁধাগুলি সমাধানের অনুশীলন করলে গাণিতিক দক্ষতা ও জ্ঞান উন্নত হয়। এমনকি বিভিন্ন অংক পরীক্ষাতেও গাণিতিক সরলীকরণ সমাধানে এগিয়ে থাকা যায়।

জিনিয়াসদের কাজ

এই প্রতিবেদনে এরকমই গাণিতিক ধাঁধা নিয়ে আসা হয়েছে। 35÷5+4×8-6=কত? এই সমাধানটি আপনাকে করতে হবে মাত্র 15 সেকেন্ডের মধ্যে। একমাত্র জিনিয়াসরাই এই কাজটি  করতে সক্ষম হয়েছে।

Math Teaser গুলি আপনার আইকিউ (IQ) লেভেলের পরীক্ষা

অংক মানেই কারো কারো কাছে যেনো একটি আতঙ্কের বিষয়। ছোটবেলায় অংক করতে গিয়ে কতই না মার খেতে হয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে যারা এগিয়েছেন তাদের কাছে এটি খুবই সহজ বলে প্রতিপন্ন হয়েছে। এখানে যে অংকের ধাঁধাটি নিয়ে আসা হয়েছে সেটি সমাধান করলেই বোঝা যাবে আপনার দক্ষতা ও বুদ্ধি। এমনকি আইকিউ লেভেলের (IQ Level) পরীক্ষা করার দুর্দান্ত উপায়।

Math Teaser To Test Your IQ / আপনার আইকিউ পরীক্ষা করার জন্য অঙ্কের ধাঁধা
Math Teaser To Test Your IQ / আপনার আইকিউ পরীক্ষা করার জন্য অঙ্কের ধাঁধা

ক্রমান্বয়ে অনুশীলন

কিন্তু ইতিমধ্যেই যারা এই ধাধার সমাধান করতে পেরেছে তারা অবশ্যই জিনিয়াস এবং তাদের প্রশংসা করতেই হয়। তবে যারা ভুল উত্তর দিয়েছেন বা অংকটি করতে ব্যর্থ হয়েছেন তাদের চিন্তার কোন কারণ নেই। কারণ এই সমস্ত অংকগুলি একটু সূত্র ধরেই করতে হয়। যা ক্রমান্বয়ে অনুশীলনের মাধ্যমেই রপ্ত হয়ে যায়।

এই Math Teaser সমাধানের নিয়ম

সমস্যাটি হলো, 35÷5+4×8-6 = কত?

এবার সরলীকরণে আসা যাক। এই অংকটি করতে হলে ছোটবেলায় শেখা একটি সাধারণ নিয়মের ব্যবহার করতে হয়। নিয়মটি হলো BODMAS।

  • B = Bracket (ব্র্যাকেট বা বন্ধনী) অর্থাৎ অংকের কোন ব্রাকেট থাকলে তার মধ্যকার অংশের কাজ প্রথমে করতে হবে।
  • O= Over (ওভার বা শেষ) অর্থাৎ ব্রাকেট শেষের পরের কাজ
  • D= Division (ডিভিশন বা ভাগ) অর্থাৎ তারপর সর্বপ্রথম ভাগের কাজ করতে হবে
  • M= Multiplication (মাল্টিপ্লিকেশন বা গুণ) অর্থাৎ ভাগের পর গুণের কাজ করতে হবে।
  • A= Addition (অ্যাডিশন বা যোগ) অর্থাৎ গুণের পর যুগের কাজ করতে হবে।
  • S= Subtraction (সাবস্ট্রাকশন বা বিয়োগ) অর্থাৎ সর্বশেষ বিয়োগের কাজ করতে হবে।

সমাধান

সুতরাং,

35÷5+4×8-6

=7+4×8-6

=7+32-6

=39-6

=33 (সঠিক উত্তর)

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত Math Teaser বা অঙ্কের ধাঁধার সমাধানে আপনি একজন বিশেষ পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। ফলে সহজে আপনি যে কোন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এগুলি মস্তিষ্কের সংযোগকারী কোষগুলোকে সক্রিয় করে তোলে। এছাড়া মস্তিষ্কের জন্য ভালো ব্যায়াম হয়।

আরও পড়ুন -> Math Tricks: এই গাণিতিক ধাঁধার সমাধান করলেই অংকে দক্ষতা অর্জন করবেন


এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *