Viral Diseases in 2023: অ্যাডিনোর মত আরও ৭ ভাইরাস শ্বাসযন্ত্র বিকল করছে

Viral Diseases in 2023: অ্যাডিনোর মত আরও ৭ ভাইরাস শ্বাসযন্ত্র বিকল করছে

অ্যাডিনো ভাইরাসের দাপটে বেশ কয়েকদিন ধরে জর্জরিত গোটা বঙ্গ। ২০২৩ সালে এই ভাইরাস ঘটিত রোগ (Viral Diseases in 2023) এখনও পর্যন্ত অনেক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে। বহুদিন ধরেই পশ্চিমবঙ্গে জ্বর, সর্দি, কাশিতে ভুগছে ছোট থেকে বড় থেকে সবাই। তবে শুধু অ্যাডিনো ভাইরাস না, তার সাথে আছে আরো ভাইরাসের দাপট।

ভাইরাসের দাপটে বিকল হচ্ছে শ্বাসযন্ত্র (Viral Diseases in 2023 affecting respiratory system)

অ্যাডিনোর মত আরো কয়েকটি ভাইরাসে ভুগছে বাংলা। গত দুই মাসে ইনফ্লুয়েঞ্জা এবং ইনফ্লুয়েঞ্জার মত আরও ছয়টি ভাইরাসে সর্দি – কাশি ও শ্বাসযন্ত্রের আক্রমণে খারাপ অবস্থা মানুষের। এই ভাইরাসগুলোতে সংক্রমণের হারও অনেক বেশি। বিশেষতঃ শিশুরা এই সংক্রমণের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে এমনই তথ্য সামনে উঠে এসেছে। ছোটরা এতদিন এই ভাইরাসের শিকার হচ্ছিল, এখন বড়দের মধ্যেও বিপুল আকারে ছড়িয়ে পড়ছে এই জাতীয় ভাইরাসগুলি।

২০২৩ সালে ভাইরাস ঘটিত রোগগুলি ফুসফুসের ক্ষতি করছে / Viral Diseases in 2023 affecting lungs
২০২৩ সালে ভাইরাস ঘটিত রোগগুলি ফুসফুসের ক্ষতি করছে / Viral Diseases in 2023 affecting lungs

কোথায় কোথায় হচ্ছে এই ভাইরাসের পরীক্ষা?

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে নাইসেড সহ আরো চারটি সরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি আটটি জায়গায় এই ভাইরাল সংক্রমণ (Viral Diseases) এর পরীক্ষা করা হয়। জ্বর, সর্দি, কাশি হলে দেরি না করে অবশ্যই পরীক্ষা করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।


এরকম আরও খবর জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *