WBCHSE HS Routine 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর সম্পূর্ণ রুটিন

WBCHSE HS Routine 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর সম্পূর্ণ রুটিন

২৪ শে মে ২০২৩, বুধবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক এর ফলাফল। ২০২৩ এর ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ঘোষণা করা হলো আগামী বছর, অর্থাৎ ২০২৪ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে। জানিয়ে দেওয়া হল ২০২৪ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ রুটিন (WBCHSE HS Routine 2024)।

WBCHSE Higher Secondary 2024 Starting Date & Finish Date / ২০২৪ এর উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরু এবং শেষের তারিখ

২০২৩ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ই মার্চ আর শেষ হয়েছিল ২৭ শে মার্চ। তবে আগামী বছর এত দেরি করে উচ্চ মাধ্যমিক শুরু হবে না। ২০২৪ এ উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৬ ই ফেব্রুয়ারি যা চলবে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত।

এতে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, কেন ২০২৪ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE Higher Secondary 2024) এত এগিয়ে আনা হলো। যদিও সংসদ থেকে এই বিষয়ে স্পষ্ট কিছুই জানানো হয়নি। তবে আগামী বছর লোকসভা ভোট রয়েছে। অনেকেই আঁচ করছে যে, সেই কারণেই হয়তো উচ্চ মাধ্যমিকের তারিখ এভাবে এগিয়ে এনে ফেলা হয়েছে। এবার দেখে নিন ২০২৪ সালের কোন কোন তারিখে, কি কি পরীক্ষা কোন সময় হতে চলেছে।

WBCHSE HS Routine 2024 has been announced / ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা হল
WBCHSE HS Routine 2024 has been announced / ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা হল

WBCHSE HS Routine 2024 / উচ্চ মাধ্যমিক (২০২৪) পরীক্ষার রুটিন

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ (শুক্রবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – প্রথম ভাষা

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ (শনিবার), ১২ টা – ৩.১৫ মি: – ভোকেশনাল বিষয়

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ (সোমবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – দ্বিতীয় ভাষা

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ (মঙ্গলবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – অর্থনীতি

২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ (বুধবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – পদার্থবিদ্যা/ পুষ্টিবিজ্ঞান/ শিক্ষাবিজ্ঞান/ অ্যাকাউন্টেন্সি

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ (বৃহস্পতিবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – কম্পিউটার সায়েন্স/ মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন/ পরিবেশ বিজ্ঞান/ স্বাস্থ্য ও শারীরশিক্ষা/ সঙ্গীত/ ভিজুয়াল আর্টস

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ (শুক্রবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং/ দর্শন/ সমাজবিদ্যা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ (শনিবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – রসায়ন/ সাংবাদিকতা/ সংস্কৃত/ পার্সি/ আরবি/ ফরাসি ভাষা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ (মঙ্গলবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – গণিত/ মনোবিজ্ঞান/ অ্যানথ্রোপলজি/ কৃষিবিদ্যা/ ইতিহাস

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ (বুধবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – জীববিজ্ঞান/ বিজনেস স্টাডি/ রাষ্ট্রবিজ্ঞান

২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ (বৃহস্পতিবার), ১২ টা থেকে ৩.১৫ মি: – স্ট্যাটিস্টিক্স/ ভূগোল/ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন/ হোম ম্যানেজমেন্ট


WBCHSE Higher Secondary Routine 2024 (PDF): সংসদ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুটিন-এর পিডিএফটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এই রকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *