Ganesh Chaturthi 2023: জেনে নিন এবছরের গণেশ পুজোর দিনক্ষণ, নিয়মাবলী ও বিধি-নিষেধ

Ganesh Chaturthi 2023: জেনে নিন এবছরের গণেশ পুজোর দিনক্ষণ, নিয়মাবলী ও বিধি-নিষেধ

Ganesh Chaturthi 2023: গনেশ হলেন সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা। তাঁকে সিদ্ধিদাতা বলা হয়ে থাকে। হিন্দুধর্ম মতে সুখ ও সমৃদ্ধি বাড়ানোর জন্য সবাই শিব ও পার্বতী পুত্র গনেশকে পূজা করে থাকেন। চলুন এই বছরের গণেশ পুজোর দিনক্ষণ, বিধি-নিষেধ সম্পর্কে জেনে নেওয়া যাক।

গণেশ পুজোর প্রস্তুতি পর্ব

প্রতি বছরের মতো এবছরে গণেশ পুজোতেও (Ganesh Chaturthi 2023) অন্যথা হবে না। গণেশ চতুর্থী থেকে টানা ১০ দিন খুব ধুমধাম করে গণেশ পুজো করা হয়ে থাকে। তাই ভক্তরা চতুর্থীর আগেই নিজেদের বাড়িঘর পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। বাজার সেজে ওঠে ছোট বড় নানা আকারের গণেশ মূর্তিতে। ভক্তরা যে যার সামর্থ্য মতো মূর্তি কিনে যথেষ্ট নিয়ম-নীতি মেনে পুজো করে থাকেন।

Ganesh Chaturthi 2023: এবছরের পুজোর শুভ দিন ও সময়

গণেশ চতুর্থীর দিনে ‘স্থাপনা’ নামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে যথার্থ নিয়ম নীতি মেনে গণেশমূর্তি স্থাপন করা হয়। এরপর গণপতি বাপ্পার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ১৯শে সেপ্টেম্বর তথা মঙ্গলবার। তবে বাপ্পার প্রাণ প্রতিষ্ঠার সময়- ভাদ্রপদ শুক্লা চতুর্থী শুরু হবে ১৮ ই সেপ্টেম্বর বেলা ১২:৩৯-র সময় এবং চতুর্থী শেষ হবে ১৯ শে সেপ্টেম্বর বেলা ১:৪৩-এ।

দেশের বিভিন্ন রাজ্যে যেমন – গুজরাট , মহারাষ্ট্র, কর্ণাটক উড়িষ্যা উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যে দশ দিনব্যাপী খুব ধুমধাম করে গণেশ পূজো পালন করা হয়ে থাকে। এই বছরে গণেশ পুজো (Ganesh Chaturthi 2023) শেষে ২৮ শে সেপ্টেম্বর অর্থাৎ অনন্ত চতুর্থীতে মূর্তি বিসর্জনের মাধ্যমে গণেশ পূজা শেষ হবে।

Ganesh Chaturthi 2023: জেনে নিন এই বছরের গণেশ পুজোর শুভ দিন ও সময়
Ganesh Chaturthi 2023: জেনে নিন এই বছরের গণেশ পুজোর শুভ দিন ও সময়

পূজা-পদ্ধতি

প্রত্যেক দেব-দেবীর পূজার ক্ষেত্রেই কিছু পূজা পদ্ধতি রয়েছে। সেই পূজা পদ্ধতি মেনে আমাদের পুজো করা উচিত। যদি আপনার এই পূজা পদ্ধতি সম্পর্কে কোন জ্ঞান না থাকে তাহলে এই তথ্যগুলো আপনার জন্য। এবার পূজা পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া যাক।

১. প্রথমেই সকালে উঠে স্নান করে নিন।

২. পবিত্র গঙ্গাজল দিয়ে পূজোর স্থান ও আপনার বাসগৃহ পবিত্র করুন।

৩. আপনার সীমানা অনুযায়ী উত্তর-পূর্ব বরাবর একটি চৌকি স্থাপন করুন।

৪. চৌকিতে লাল রঙের কাপড় বা আসন বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন।

৫. দুধ, দই, ঘি,মধু এবং চিনির মিশ্রণ অর্থাৎ পঞ্চামৃত দিয়ে গণেশ মূর্তি স্নান করান। পরে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নিন।

৬. এরপর পরিষ্কার কাপড় দিয়ে গা মুছিয়ে মূর্তিটি নতুন পোশাক ও অলংকার দিয়ে সজ্জ্বিত করুন।

৭. সিঁদুরের তিলক লাগান এবং ধূপ ধুনো জ্বালান।

৮. গণপতি বাপ্পাকে অক্ষত, দূর্বা, ফুল, মালা, নারকেল নিবেদন করুন।

৯. ভোগে লাড্ডু কিংবা মিষ্টি জাতীয় কিছু নিবেদন করুন।

১০. কপূর ও ধুপ দিয়ে আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন এবং নিজেও প্রসাদ গ্রহণ করুন।

১১. এই দিনে আপনি গণেশ চালিসাও পাঠ করতে পারেন।

১২. সন্ধ্যেবেলা বাড়ির সকল সদস্য মিলে গণপতি বাপ্পার আরাধনা করুন।

১৩. যদি আপনি স্বচ্ছ মনে গণপতি বাপ্পার পুজো করে থাকেন তাহলে তিনি আপনাকে সর্বদা রক্ষা করবেন।

আরও পড়ুন -> Maa Lakshmi: পুজো করুন মা লক্ষ্মীর, থাকুন ধন-সম্পদে পরিপূর্ণ

পূজার কিছু নিষেধাজ্ঞা

গনেশ পূজোর কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যেমন- গনেশ পূজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করা যাবে না। পূজোর দিনে নীল বা কালো রঙের পোশাক পরিধান করা যাবে না। পূজোর দিন নিরামিষ খান। শঙ্খ এবং জল দিয়ে গনেশ দেবতার অভিষেক করবেন না।

গনেশ দেবতার বিসর্জন পর্ব

টানা ১০ দিন অনুষ্ঠানের পর ১১ দিনের দিন খুব আরম্বরভাবে গণপতি বাপ্পার বিসর্জন দেওয়া হয়। এবছরের গণেশ পুজোর (Ganesh Chaturthi 2023) পর ২৮ শে সেপ্টেম্বর তথা শনিবার গণপতি বাপ্পার বিসর্জন দেওয়া হবে।


এই ধরনের আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *