Priyadarshini Mallick: ‘‘আমি জানি, ইডি আমাকে ডাকবে!” নিজের উপর আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয় কন্যা

Priyadarshini Mallick: ‘‘আমি জানি, ইডি আমাকে ডাকবে!” নিজের উপর আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয় কন্যা

গত সপ্তাহে রেশন বন্টন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেপ্তার করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপরই নানা সওয়াল জবাব করা হয়েছে তাঁকে। আর বাবার গ্রেপ্তারের পর এক সাংবাদিক সাক্ষাৎকারে মুখ খুললেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick)। তিনি বলেন, এরপর হয়তো ইডি তাঁকে ডাকবে। তবে তিনি এও জানিয়েছেন যে, ইডির পক্ষ থেকে তার কাছ থেকে যা নথি চাওয়া হবে, তা তিনি দেবেন।

কুড়ি ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর গত বৃহস্পতিবার রাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি। আদালতের নির্দেশ মেনে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। গত রবিবার দুপুরে সিজিও কমপ্লেক্স গিয়েছিলেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক (Priyadarshini Mallick)। সঙ্গে ছিল কিছু নথি। তবে প্রিয়দর্শিনী তার যাওয়ার কারণ জানাননি। এবার এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি জানান,
‘‘আমি জানি, ইডি আমাকে ডাকবে। যা যা নথি চাইবে, দেব। আমি কনফিডেন্ট।”

গত শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জ্যোতিপ্রিয়কে সিজিও কমলেক্স থেকে বের করে আনার সময়, তিনি (Priyadarshini Mallick) জানিয়েছিলেন, “আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতাদি-অভিষেক সব জানেন।” এ বিষয়ে প্রিয়দর্শিনীকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘বাবা বলতে পারবেন। আমি সংগঠনের লোক নই। এটা রাজনীতির বিষয়। ওঁরা রাজনীতির লোক। আমি নই। ওঁরাই বলতে পারবেন।’’

তবে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যায় জ্যোতিপ্রিয় কন্যা (Priyadarshini Mallick)। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে তাঁকে একাধিকবার দেখা গিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান। তবে শান্তিনিকেতনে রতনপল্লীতে থাকা বাড়িটি যে তাঁর পরিবারের এটাও তিনি স্বীকার করেছেন। তিনি এই সাক্ষাৎকারে আরও জানান, ‘‘এ বিষয়ে আমার কিছু বলার সময় এখনও আসেনি। ইডি তো আগে গ্রেফতার করে, তার পর তদন্ত। সবটাই তদন্তসাপেক্ষ ব্যাপার। সময় এলে আমার যা বলার বলব।’’ তিনি সব রকম ভাবে ইডিকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

এই রকম আরও খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *